ভৌত রসায়ন !!!


টানা কয়েক দিন গেল প্রখর রৌদ্রের দাপট
চারদিক ছিল দমবন্ধ করা ভ্যাপসা গুমোট।
চৌচির ক্ষেত,শুকনা জলাশয় আর শুষ্ক ঠোঁট
সারি বাধা প্রার্থনারত তৃষিত আত্মার জোট।
মেঘে মেঘে চলে দলাদলি মান অভিমানে
তৃষ্ণার্ত প্রকৃতি প্রতীক্ষারত আকাশপানে!


বৃষ্টির ছাঁট এসে লাগছিল হাতে-মুখে
প্রকৃতি এলোমেলো দারুন বাতাসে।
ছাতাখানি ধরে রাখাটাই বুঝি দায়
হাত উঁচু করে আছি আপ্রাণ চেষ্ঠায় ।
আচমকা আমি যেন হলাম ভরহীন
আর তৎক্ষনাৎ শূণ্যে দিলাম উড়াল !


ক্রমেই ছোট হয়ে আসে চির চেনা পথ-ঘাট
উড়ে চলি আমি মেঘ ছাড়িয়ে আকাশপানে।
সিক্ত মিহিদানার স্পর্শ পাই আলতো করে
জোড়া লেগে কেউ কেউ ফোঁটা হয়ে ঝরে।
প্রসন্ন সূর্যটা মেঘ ঠেলে উঁকি মারে আকাশে
ফ্রেমবন্দী রামধনু স্বপ্নীল রঙতুলির ছোঁয়াতে !

২২ টি মন্তব্য : “ভৌত রসায়ন !!!”

  1. জুলহাস (৮৮-৯৪)

    বন্ধু... কি খবর বল?
    ভাল আছিস্‌ সব মিলিয়ে?
    খালার প্রেজেন্ট কন্ডিশন জানাস্‌।
    লেখার গুণগত মান আগের মতই... রক্কাস (রকস্‌ + ঝাক্কাস্‌) !!! :hug: :hug:


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন

মওন্তব্য করুন : ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।