১
টানা কয়েক দিন গেল প্রখর রৌদ্রের দাপট
চারদিক ছিল দমবন্ধ করা ভ্যাপসা গুমোট।
চৌচির ক্ষেত,শুকনা জলাশয় আর শুষ্ক ঠোঁট
সারি বাধা প্রার্থনারত তৃষিত আত্মার জোট।
মেঘে মেঘে চলে দলাদলি মান অভিমানে
তৃষ্ণার্ত প্রকৃতি প্রতীক্ষারত আকাশপানে!
২
বৃষ্টির ছাঁট এসে লাগছিল হাতে-মুখে
প্রকৃতি এলোমেলো দারুন বাতাসে।
ছাতাখানি ধরে রাখাটাই বুঝি দায়
হাত উঁচু করে আছি আপ্রাণ চেষ্ঠায় ।
আচমকা আমি যেন হলাম ভরহীন
আর তৎক্ষনাৎ শূণ্যে দিলাম উড়াল !
৩
ক্রমেই ছোট হয়ে আসে চির চেনা পথ-ঘাট
উড়ে চলি আমি মেঘ ছাড়িয়ে আকাশপানে।
সিক্ত মিহিদানার স্পর্শ পাই আলতো করে
জোড়া লেগে কেউ কেউ ফোঁটা হয়ে ঝরে।
প্রসন্ন সূর্যটা মেঘ ঠেলে উঁকি মারে আকাশে
ফ্রেমবন্দী রামধনু স্বপ্নীল রঙতুলির ছোঁয়াতে !
অনেকদিন পর ভাইয়া।
ভালো আছেন? 🙂
ধন্যবাদ ভাইয়া।
জী ভাল আছি।
মাঝে ক'দিন আঁধার ছিল।
এখন আলোর পথে...।
সৈয়দ সাফী
আমি কবিতা লিখতে পারি না। তাই কবিদের আমি হিংসা করি। এত ভাল লিখিস কেমনে?
চ্যারিটি বিগিনস এট হোম
দোস্ত,
ভালই কইছস।
আমি ভাল লেখিয়ে'দের দলে কি না জানি না - তয় তুই শুরু করে দেখ। হয়ে যাবে রে।
হিংসা - পজিটিভ জিনিস - এতে উত্তরনের পথ খোঁজা যায়।
:thumbup:
সৈয়দ সাফী
সুন্দর ছন্দ আছে. ভালো লাগলো ভাইয়া,
ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা।
সৈয়দ সাফী
ওবায়দুল্লাহ যে, অনেকদিন পরে, আছো-টাছো কেমন? পড়াশুনা শেষ নাকি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,
সালাম।
জী অনেক দিন পর।
ভাল আছি আলহামদুলিল্লাহ।
শেষ - সব কিছুই শেষ।
এখন আবার নতুন করে শুরু করা বস্।
নিক্টা কিন্তু জবর হইছে :gulli:
সৈয়দ সাফী
গ্রীষ্মের পরেই বর্ষা.....তারপরেই শীত আশা করেছিলাম কিন্তু পেলাম না।তবে হতাশ হইনি...চমতকার লেগেছে :clap:
আমীন -
তোমার ক্রম ঠিকই ছিল ভাইয়া।
আমিই বৃষ্টিতে থমকে গেছি...।
শুভেচ্ছা।
সৈয়দ সাফী
বন্ধু... কি খবর বল?
ভাল আছিস্ সব মিলিয়ে?
খালার প্রেজেন্ট কন্ডিশন জানাস্।
লেখার গুণগত মান আগের মতই... রক্কাস (রকস্ + ঝাক্কাস্) !!! :hug: :hug:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
বন্ধু,
তুই কেমন আছিস?
আম্মাকে ছেড়ে দিছে এখন। আই সি ইউ - ওয়ার্ড ঘুরে এখন বাসায়।
অ্যাকিউট ডায়বেটিক পেশেন্ট বলে ক্রিটিকাল হয়ে গিয়েছিল সিচুয়েশন। যাহোক - এইখন ভালর দিকে - মানে স্ট্যাবল মোটামুটি। কড়া নিয়মের মধ্যে থাকতে। দোওয়া করিস দোস্ত।
সৈয়দ সাফী
ভাইয়া, কোবতেগুলো অছাম হয়েছে :clap:
ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা নিও।
সৈয়দ সাফী
অনেকদিন পর :salute:
ভাল লাগল কবিতাগুলো :clap:
হুম্ম ম্যালা দিন পর রেজওয়ান।
অতঃপর ফিরে আসা।
ভাল থেকো ভাইয়া।
সৈয়দ সাফী
ভালো লাগল কবিতাটা।
ধন্যবাদ তানভীর।
কেমন আছো ভাইয়া।
শুভেচ্ছা।
সৈয়দ সাফী
বস্, বিম কলামের রডের ক্যাল্কুলেশন করতে করতে কি লেখালেখি বাদ দিয়া দিসেন একেবারে?
সংসারে প্রবল বৈরাগ্য!
কিরে কাইয়ুম !
খবর কি হে ।
বীম - রড কই রে ভাইয়া । দিন পার কোন দিক দিয়া যাইতেছে কিছুই বুঝতাসি না।
সবই ডিজিটাল মনে হয় - আমি ব্যাটা অ্যানালগ ভার্সন - কুলায় উঠতে পারি না রে।
🙁
শুভেচ্ছা নিও প্রিয়।
সৈয়দ সাফী
বাহ্!
কি দারুণ ক'রে ভাসালে, ওড়ালে
রঙধনুতে মাখালে!
চমৎকার.....
দাদা,
আপনার মন্তব্যটুকুও আমায় যেন নাচিয়ে গেল।
আমার আঙিনাটুকু এতে সমৃদ্ধ হলো অনেক।
বিনীত ধন্যবাদ।
🙂
সৈয়দ সাফী