ছড়া

১ দ্যাশরে বালা পাই,

আও পোয়ারা আও পুরিরা দ্যাশরে বালা পাই,
দ্যাশরে লইয়া দুই চোখ ভরিয়া স্বপ্ন দেখিয়া যাই।
দ্যাশটা আমরার অনেক আপন কিতা যে তার দাম,
পাইলাম তুকায়া পরানের দামে বাংলাদেশের নাম।
এ দ্যাশ আমরার অনেক প্রিয় প্রিয় মাদানের রোদ,
বাংলায় মাতি আও রাখি মনো চেতনাবোধ।

২ বাংলাদেশের মাডি মোগো

বেইন্না কালে নিশির ঢোলে কাডাল পাতার গায়,
হালিক পাখির ছোট হাওরে চোখ মেইল্লা চায়।
দিন দুহারে খালের ধারে পক্ষী বোলে ডালে,
সন্ধ্যা কালে জুনিক জ্বলে ছইল্যা গাছের তলে।
বোহের মাঝে ক্যাবল বাজে বাংলাদ্যাশের গান,
এই দ্যাশেরি মাডি মোগো খোদার দেয়া দান।

১টি মন্তব্য “ছড়া”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।