আমি সিসিবির নবীনতম সদস্যেদর একজন।ক্যাডেট কলেজে পড়ার সময় সিসিবির কথা অনেক শুনেছি, কিন্তু ইন্টারনেট নামক বস্তুটির সাখে খুব একটা সখ্যতা না থাকায় কখনোই যোগদান করা হয়ে উঠেনি।আমার সিসিবি তে যোগ দেয়ার কারনটা একটু অন্যরকম।
সেদিন বাসায় ফোন করতেই আমার সাহিত্যপ্রবন বাবা হঠাত করে বলে বসলেন যে, তাদের সমিতির ম্যাগাজিনে আমাকে অবশ্যই একটা লেখা জমা দিতে হবে। আমার বাবার বন্ধুদের নাকি ধারনা, প্রত্যেক ক্যাডেটই সাহিত্য স্বত্তার অধিকারী।এই কথা শোনার পর নিজের ক্যাডেট ভাবমুর্তি বজায় রাখতে আমি জবাব দিলাম, এটা কোনো ব্যাপার ই না, আমি খুব দ্রুত একটা লেখা মেইল করে পাঠিয়ে দিব।ফোন শেষ করার সাথে সাখে আমি বুঝতে পারলাম যে আমার সামনে মহাবিপদ, কারন আমার বাবা আমার কাছ থেকে এই লেখা আদায় করেই ছাড়বেন।আর আমার লেখার দৌড় jp দের চাপে wall magazine এ, অন্য কোনো ম্যাগাজিন থেকে চুরি করা লেখা জমা দেয়া পর্যন্তই।
যাই হোক এই মহাবিপদ খেকে উদ্ধার পাওয়ার জন্য আমি আমার বিশিষ্ট বন্ধু নাজমুল হাসান শওকত এর শরনাপন্ন হলাম।অনেক চিন্তা-ভাবনার পর ও আমাকে বরাবরের মত একটা চমতকার বুদ্ধি দিল। ওর আইডিয়াটা ছিল, তুই সিসিবি তে যোগ দে। ঐখানে অনেক চমতকার লেখা আছে। যেই বিষয়ের উপর ই লেখা চাস না কেন, পেয়ে যাবি। ব্যস, copy and paste করে শুধু তোর নাম লিখে দিলেই হয়ে গেলো।নাজমুল এর এই কথায় মুগ্ধ হয়ে আমি সিসিবি তে যোগ দিলাম।কিন্তু সিসিবি তে যোগ দেয়ার পর আমি আরও মুগ্ধ হলাম। সিসিবি র ব্লগগুলা পড়ার পর আমার মনে হল, অসাধারন। অনেক জিনিস মিস করছি। বিশেষ করে পুরাতন কথাগুলো খুব মনে পরে গেলো।সেই বিসিসি—- হাউস, ডাইনিং হল, খেলার মাঠ, স্যারদের টীস,নাম নোট, ডাব চুরি আর কলেজ পালানো…..কত স্মৃতি।
ভাবলাম, কিছু লেখা দরকার। গত এক সপ্তাহ বাংলা টাইপ প্রাকটিস করে আজ হালকা nervousness নিয়ে প্রথম লেখা লিখে ফেল্লাম।এখানের বেশির ভাগ সদস্যকেই চিনি না। প্রব্লেম নাই যেহেতু সবাই ক্যাডেট।আশা করি খুব দ্রুত সবার মত এইটা আমার ও একটা প্রিয় জায়গা হয়ে যাবে।
৫২ টি মন্তব্য : “সিসিবি তে যোগ দেয়ার শানে-নজুল”
মন্তব্য করুন
স্বাগতম...... :clap: :clap: :clap:
স্বাগতম মামুন ভাইয়া 😀
লজ্জা লাগে :shy:
মামুন লিখতে থাক অনেক লেখা পাবো তোর কাছ থেকে আশা করি। :clap: :clap:
:hatsoff: :hatsoff: :hatsoff:
সিসিবিতে স্বাগতম :clap: ।
নয়া পোস্ট দিলা তোমার ফ্রন্ট্রোল কই?? :grr: :grr:
আর কেউ আসার আগেই লাগায়ে দাও ১০ টা , ত্যাজ ............
:hatsoff: :hatsoff:
বরিশাইল্লা আর একটা বাড়ল ... :clap: :khekz: :clap: :khekz:
স্বাগতম :clap:
স্বাগতম। তোমার বন্ধু নাজমুল সিসিবির কপি-পেস্ট বিশারদ। তুমি আবার সেটা কপি করতে যেও না।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ঠিক বলছেন আপু x-( ওরে বাইন্ধা পিটানো দরকার x-(
Ğ Mamun ami Kharap Amar sathe misbina kokhono 🙁
আমি কি এইটা বলছি চান্দু? তুমি কপি পেস্টটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছো। আমরা এখনও তোমার শিল্পকেই যথাযথ মর্যাদা দিতে পারি নাই। আরেক শিল্পীর আগমন ঘটলে দায়িত্ব বেড়ে যাবে না?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
:)) :)) :))
B-) ধন্যবাদ আপু B-) :shy:
😛 😛 😛
কপি-পেস্ট এর কথাটা প্রথম ব্লগে তোলাটা মস্ত ভুল হইছে। এখন কপি-পেস্ট না করলে ও সবাই সন্দেহ করবে।
:)) =)) :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
আপু আপনি চান্দু বলেন? 😀
একদম আমাদের মত 😛
দিহানাপ্পিকে দেখে খুশিতে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল (কঃ রাঃ মাস্ফ্যু) :goragori: :goragori: :goragori:
=)) =)) =)) শান্তাপি এইটা কি বললেন =)) =))
আমি কিন্তু দশ বছর আগের চান্দু মিন করছি - যেটা কিনা শুধুই আদরের ডাক। এর মধ্যে কী চান্দু মানে বদলে গেছে - মেলিতা আর মাস্ফু কেমন জানি সন্দেহ ধরিয়ে দিচ্ছে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপা, টেনশন নিয়েন না। চান্দুর মিনিং ঠিকই আছে। 🙂
স্বাগতম, তবে প্রথম ব্লগ লিখলে একটা নিয়ম আছে।
প্রিন্সিপাল স্যার আসার আগেই ১০টা ফ্রন্ট্রোল শুরু করে দাও।
আহা!!! কত্তদিন পর.. কেমন আছেন ???
এইতো ভাইয়া, তুমি কেমন আছো? 🙂
দিহান বৌদিইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই
কত্তদিন পর???আপনে আমেরিকা ঘুইরা বেড়ান আর এইদিকে ইন্সাফ আপ্নের বাসায় গিয়া বইসা আছে :))
চিন্তা করছ কেন, দিহানাপ্পি ইন্সাফকে ফিরায় আনবে আর তোমাকে ফ্রন্ট্রোল দেওয়াবে :grr: :grr: :grr:
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: সবার অনুরোধে প্রিন্সিপাল আসার আগেই গুনে গুনে দশটা ফ্রন্টরোল দিয়ে দিলাম।
আর, সব আপু এবং ভাইয়াদের ধন্যবাদ।
😮 x-(
ব্যাটা কয় কি? সিনিয়র কখনো অনুরোধ করেনা, আদেশ করে।
সিনিয়রদের আদেশকে অনুরোধ মনে করার অপরাধে আরো ১০টা ডিগবাজি লাগাও কুইক...
- সিসিবি'তে স্বাগতম। লিখালিখি চালায়া যাও।
অফটপিকঃ কোনো লেখা সত্যি সত্যি কপি-পেষ্ট করে থাকলে স্বীকার করে ফেলোনা আবার ;;;
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
এইবার সিনিয়র এর আদেশে আরো দশটা :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: দিলাম।
অফটপিক: ভাই, এই ভুল করবো না, আগের experience আছে B-)
মামুন লিখতে থাকও অনেক লেখা পাবো তোমার কাছ থেকে আশা করি।
বরিশাইল্লা আর একটা বাড়ল …
সিসিবি’তে স্বাগতম।
😀 😀 😀
চ্রম সাম্প্রদায়িকতার অফ্রাধে বাদশা ভাইয়ের ব্যাঞ্চাই x-(
মামুন লিখতে থাকও অনেক লেখা পাবো তোমার কাছ থেকে আশা করি।
বরিশাইল্লা আর একটা বাড়ল …
সিসিবি’তে স্বাগতম।
😀 😀 😀 😀 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😮 😮 😮
আপনিও কপি পেস্ট পার্টি নাকি?
😮 😮 😮
আপনিও কপি পেস্ট পার্টি নাকি? :grr: :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ইমো গুলা ঠিকমত কপি পেস্ট কত্তে পারেন না দেখি দাদা :)) :)) :grr:
তুমিও মনে হয় পার নাই ... :khekz: :khekz:
:goragori: আমি পারি :grr: B-)
তাহলে দেখিয়ে দে তো কেমন :frontroll: দিতে পারিস ।। :goragori:
পিচ্চি অরপিয়া আপু!তোমার কাছেও আকাশদার কল্কাতা-অরিজিনের খবর চলে গেছে?? 😮 😮
;;)
বুঝছি আপনে শিখাইছেন x-(
আমি শিখাই নাই, তবে এই কমেন্ট পড়ে আমি ও আকাশ ভাই এর কলকাতা বৃত্তান্ত শিখে নিয়েছি। সালাম, আকাশদা (কঃরাঃ মাস্রুব্বাই) B-)
স্বাগতম মামুন ......
এইটা কোন মামুন চিনতে পারলাম না। শরীয়তুল্লাহ হাউসের নাকি??? যাইহোক আসল কথা হইল বরিশাইল্লা আরও একটা বাড়লো... ব্লগে স্বাগতম।
ভাইয়া, আমি ২৫তম ব্যাচের, শেরে-বাংলা হাউসের। কেমন আছেন??
ভাই চিনলেননা?? এটা শের ই বাংলা হাউজের খাটো কইরা মামুন 😀
বেটা তুইতো আইসাই লেখা দিয়া ফেললি..................
আমিতো আজ অ সাহস করতে পারলাম না....................... 🙁 🙁 🙁
R@fee
আরে বিসমিল্লাহ বইলা লেইখা ফালা।আমরা আমরাই তো!!
সিসিবিতে স্বাগতম ....
কুইক :frontroll: :frontroll: :frontroll: শুরু কর 😡 😡
ঐ (মোবাইল থেকে কইতাসি বইলা কপি পেস্ট করতে পারলাম না ) ~x(
অই বেটা বদমাইশ, বিভাগ দেস নাই বইল্যা আরও ১০ টা :frontroll: লাগা 😡 😡 😡 😡 😡
ওয়েলকাম :hug: :hug: :hug: :hug: :hug:
স্বাগতম মামুন 😀
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation