এইবার সংখ্যার উপরে একটা পোস্ট দিলাম…
১ ১ ১ = ৬
২ ২ ২ = ৬
৩ ৩ ৩ = ৬
৪ ৪ ৪ = ৬
৫ ৫ ৫ = ৬
৬ ৬ ৬ = ৬
৭ ৭ ৭ = ৬
৮ ৮ ৮ = ৬
৯ ৯ ৯ = ৬
একই রকম তিনটা সংখ্যা দিয়ে বিভিন্ন গাণিতিক চিহ্ন ব্যাবহার করে ফলাফল ৬ বের করতে হবে…
৬ + ৬ – ৬ = ৬
২ + ২ + ২ = ৬
এই দুইটা খুব সোজা, এইবার একটু জটিল এ যাই –
৩ * ৩ – ৩ = ৬
৫ + ৫ / ৫ = ৬
৭ – ৭ / ৭ = ৬
পরের তিনটা আরেকটু জটিল…
রুট(৪*৪) + রুট(৪) = ৬
রুট(৯*৯) – রুট(৯) = ৬
কিউব রুট (৮*৮) + কিউব রুট(৮) = ৬
এইবার সবচেয়ে কঠিন…
(১+১+১)! = ৬
আমি সংখ্যা ভয় পাই...........
মুখস্থবিদ্যা :thumbup: :thumbup:
গনিতের সাথে আমার চিরস্থায়ী শত্রুতা ...
আমার কানের পাশ দিয়া যত গুলা গুলি গ্যাছে ... সব বন্দুক এই বিষয়ের ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দাদা অঙ্ক কি কঠিন !! :))
সমাধান সহ না দিয়ে শুধু সমস্যা দিতে, আমরা একটু চেষ্টা করে দেখতাম কতগুলো পারি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বেশ মজা পাইলাম।
গণিত আমার পছন্দের বিষয় :-B :-B
ফয়েজ ভাইয়ের সাথে একমত। ট্রাই কইরা দেখতাম কয়টা পারি B-)
হ হ...ঠিক কইছস... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমিও একমত। যদিও জাফড় ইকবালীয় গণিত অলিম্পিয়াড আমার দুচোখের বিষ।
আমি মানবিক :-B
আমি অমানবিক 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মাহফুজ ভাই এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছিল, যদিও অংকতে আমি বরাবর-ই AWFUL AWFUL AWFUL!!!
binary (১১ << ১) = ১১০ = ৬
মরতুজা ভাই, আপ্নে এখন ব্লগের ফাঁকিবাজদের টপ ফাইভে উঠে এসেছেন... :no:
আপনাকে অভিনন্দন... :thumbdown: :thumbdown: :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
যাউক, কিছুতে তো অন্তত টপে আইলাম 😛
ইতা খিতা দিলেন। খিছুই বুইঝত্যাছি না।
আংক !! ভয় পাইসি । তয় হিন্টস দেইখা ভয় চলে গেসে ।
মাহফুজ ভাই, চমৎকার একটা লেখা। :clap: :clap:
এই ধরনের লেখা আমাদের গণিতভীতি অনেকটাই কাটিয়ে দিবে বলে মনে হয়!
দারুন লাগল দোস্ত :clap: , এই রকম আরো দে :boss:
মাহফুজ ভাই,
মজার গাণিতিক প্রশ্ন আর একই সাথে উত্তরমালা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ...
ছোটবেলার অভ্যাস...উত্তরমালা না থাকলে প্রশ্ন দেখার আগ্রহই পাইনা 😀
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
এইসব কি ভাই? আমরা যারা পিওর আর্টস এর ছাত্র তাদের জন্য সাহিত্য রিলেটেড সমস্যা দেওয়ার জন্য জোর দাবী জানাচ্ছি।
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।