টুকলিফাইং – ০৪

এইবার সংখ্যার উপরে একটা পোস্ট দিলাম…
১ ১ ১ = ৬
২ ২ ২ = ৬
৩ ৩ ৩ = ৬
৪ ৪ ৪ = ৬
৫ ৫ ৫ = ৬
৬ ৬ ৬ = ৬
৭ ৭ ৭ = ৬
৮ ৮ ৮ = ৬
৯ ৯ ৯ = ৬

একই রকম তিনটা সংখ্যা দিয়ে বিভিন্ন গাণিতিক চিহ্ন ব্যাবহার করে ফলাফল ৬ বের করতে হবে…

৬ + ৬ – ৬ = ৬
২ + ২ + ২ = ৬

এই দুইটা খুব সোজা, এইবার একটু জটিল এ যাই –

৩ * ৩ – ৩ = ৬
৫ + ৫ / ৫ = ৬
৭ – ৭ / ৭ = ৬

পরের তিনটা আরেকটু জটিল…
রুট(৪*৪) + রুট(৪) = ৬
রুট(৯*৯) – রুট(৯) = ৬
কিউব রুট (৮*৮) + কিউব রুট(৮) = ৬

এইবার সবচেয়ে কঠিন…
(১+১+১)! = ৬

১,৭৭৮ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “টুকলিফাইং – ০৪”

  1. তাইফুর (৯২-৯৮)

    গনিতের সাথে আমার চিরস্থায়ী শত্রুতা ...
    আমার কানের পাশ দিয়া যত গুলা গুলি গ্যাছে ... সব বন্দুক এই বিষয়ের ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. সাকেব (মকক) (৯৩-৯৯)

    মাহফুজ ভাই,
    মজার গাণিতিক প্রশ্ন আর একই সাথে উত্তরমালা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ...

    ছোটবেলার অভ্যাস...উত্তরমালা না থাকলে প্রশ্ন দেখার আগ্রহই পাইনা 😀


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  3. সাজিদ (১৯৯৩-৯৯)

    এইসব কি ভাই? আমরা যারা পিওর আর্টস এর ছাত্র তাদের জন্য সাহিত্য রিলেটেড সমস্যা দেওয়ার জন্য জোর দাবী জানাচ্ছি।


    অভিলাষী মন চন্দ্রে না পাক,
    জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
    কিছুটাতো চাই, কিছুটাতো চাই।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।