ক্যাডেট কলেজ ব্লগলুৎফুল (৭৮-৮৪)~ কাঁচে না কাছে ~ ~ কাঁচে না কাছে ~ লেখক: লুৎফুল (৭৮-৮৪) বিভাগ: ব্লগর ব্লগর জানু. ২২, ২০১৬ @ ৬:৩৭ পূর্বাহ্ন ১৪ টি মন্তব্য কাঁচে দেখছি কাছে আমাকে ও তোমাকে যখন বিম্বের বিপরীতে মৌনতা মন্ত্রস্থ দুহাতে ভাঙছে সাহচর্য তখন ২১ জানুয়ারী ২০১৬
পারভেজ (৭৮-৮৪) জানু. ২২, ২০১৬ @ ১১:২৫ পূর্বাহ্ন কেবলই একটা ছবি ফুটে উঠছিল, হঠাৎ শেষ হয়ে গেল??? Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience. জবাব দিন
লুৎফুল (৭৮-৮৪) জানু. ২২, ২০১৬ @ ২:৪৪ অপরাহ্ন ভাঙাইতো ভবিতব্য জীবনের গভীরে নির্মাণ আড়ালে লুকোনো গন্তব্য জবাব দিন
ইশহাদ (১৯৯৯-২০০৫) জানু. ২২, ২০১৬ @ ৮:০৬ অপরাহ্ন বাহ! অণুকাব্য? এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে... জবাব দিন
লুৎফুল (৭৮-৮৪) জানু. ২৩, ২০১৬ @ ৩:৫৪ পূর্বাহ্ন অনেক ধন্যবাদ ইশহাদ। ব্যস্ততার যুগে ওদিকেই যেতে হবে ... আগামীতে মনে হয়। জবাব দিন
অরূপ (৮১-৮৭) জানু. ২২, ২০১৬ @ ৯:২৫ অপরাহ্ন এত কম শব্দের আঁচড়ে ছবি আঁকার ক্ষমতাটা অসাধারন লুৎফুল ভাই। :boss: :boss: নিজে কানা পথ চেনে না পরকে ডাকে বার বার জবাব দিন
লুৎফুল (৭৮-৮৪) জানু. ২৩, ২০১৬ @ ৩:৫৯ পূর্বাহ্ন এমন মন্তব্যে সাহসের খড়কুটো অনায়াসে পেরে যাবে ঘটাতে দাবাণল। অরূপ ... তোমার মন্তব্যে প্রাণিত হলাম দু:সাহসী হতে। জবাব দিন
নূপুর কান্তি দাশ (৮৪-৯০) জানু. ২৪, ২০১৬ @ ৫:৫৬ পূর্বাহ্ন লুৎফুল ভাই, আপনার এই লেখাটি এত এত দুর্দান্ত লাগলো, কি বলবো। যদি কখনো শ্রেষ্ঠ কবিতার সংকলন করেন, এটি বাদ গেলে খুব খারাপ হবে। ও বই ছুঁয়েও দেখবনা বলে দিলাম। 🙂 🙂 জবাব দিন
লুৎফুল (৭৮-৮৪) জানু. ২৫, ২০১৬ @ ১২:৩৭ পূর্বাহ্ন ফুল-চন্দনের দোকানে যাইতে হবে মন্তব্যের জন্য। আর দ্বিতীয় প্যারার কাজটা তোমার/তোমাদের ঘাড়েই বর্তাবে হয়তো। তখন ... জবাব দিন
জুনায়েদ কবীর (৯৫-০১) জানু. ২৪, ২০১৬ @ ৮:৪৩ অপরাহ্ন অসাধারণ, ভাই! :clap: ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ জবাব দিন
লুৎফুল (৭৮-৮৪) জানু. ২৫, ২০১৬ @ ১২:৩৮ পূর্বাহ্ন অনেক ধন্যবাদ ভাই তোমাকে পড়বার আর মন্তব্যে প্রীত করবার জন্য। জবাব দিন
খায়রুল আহসান (৬৭-৭৩) জানু. ২৮, ২০১৬ @ ৮:০৮ অপরাহ্ন অসাধারণ কবিতা! এত অল্প কথায় জীবনের একটা নৈমিত্তিক চিত্রকে এতটা সুন্দর করে ফুটিয়ে তোলা খুব কম কবির পক্ষেই সম্ভব! অভিনন্দন! জবাব দিন
লুৎফুল (৭৮-৮৪) জানু. ২৮, ২০১৬ @ ১০:০৪ অপরাহ্ন অন্তহীন ধন্যবাদ খায়রুল ভাই আপনার মন্তব্যে প্রাণিত করবার জন্য। ঋদ্ধ হলাম অপার। জবাব দিন
কেবলই একটা ছবি ফুটে উঠছিল, হঠাৎ শেষ হয়ে গেল???
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ভাঙাইতো ভবিতব্য
জীবনের গভীরে
নির্মাণ আড়ালে
লুকোনো গন্তব্য
বাহ! অণুকাব্য?
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
অনেক ধন্যবাদ ইশহাদ।
ব্যস্ততার যুগে ওদিকেই যেতে হবে ...
আগামীতে মনে হয়।
এত কম শব্দের আঁচড়ে ছবি আঁকার ক্ষমতাটা অসাধারন লুৎফুল ভাই। :boss: :boss:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
এমন মন্তব্যে সাহসের খড়কুটো অনায়াসে পেরে যাবে ঘটাতে দাবাণল।
অরূপ ... তোমার মন্তব্যে প্রাণিত হলাম দু:সাহসী হতে।
বহুত খুব 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
অগুন্তি ধন্যবাদ ভাই মোস্তাফিজ।
লুৎফুল ভাই,
আপনার এই লেখাটি এত এত দুর্দান্ত লাগলো, কি বলবো।
যদি কখনো শ্রেষ্ঠ কবিতার সংকলন করেন, এটি বাদ গেলে খুব খারাপ হবে। ও বই ছুঁয়েও দেখবনা বলে দিলাম। 🙂 🙂
ফুল-চন্দনের দোকানে যাইতে হবে মন্তব্যের জন্য।
আর দ্বিতীয় প্যারার কাজটা তোমার/তোমাদের ঘাড়েই বর্তাবে হয়তো। তখন ...
অসাধারণ, ভাই! :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
অনেক ধন্যবাদ ভাই তোমাকে পড়বার আর মন্তব্যে প্রীত করবার জন্য।
অসাধারণ কবিতা! এত অল্প কথায় জীবনের একটা নৈমিত্তিক চিত্রকে এতটা সুন্দর করে ফুটিয়ে তোলা খুব কম কবির পক্ষেই সম্ভব!
অভিনন্দন!
অন্তহীন ধন্যবাদ খায়রুল ভাই আপনার মন্তব্যে প্রাণিত করবার জন্য।
ঋদ্ধ হলাম অপার।