~ কাঁচে না কাছে ~

কাঁচে
দেখছি কাছে
আমাকে
ও তোমাকে
যখন
বিম্বের বিপরীতে
মৌনতা
মন্ত্রস্থ দুহাতে
ভাঙছে সাহচর্য
তখন

২১ জানুয়ারী ২০১৬

৩,৯৬৫ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “~ কাঁচে না কাছে ~”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    লুৎফুল ভাই,
    আপনার এই লেখাটি এত এত দুর্দান্ত লাগলো, কি বলবো।
    যদি কখনো শ্রেষ্ঠ কবিতার সংকলন করেন, এটি বাদ গেলে খুব খারাপ হবে। ও বই ছুঁয়েও দেখবনা বলে দিলাম। 🙂 🙂

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।