ইচ্ছের ঘোড়া দাবড়েইতো আমাদের নিত্য দিনের যাপন।
স্বপ্নের ভেতর ইচ্ছের ঘোড়ার গায়ে যখন তখন পাখা পর্যন্ত গজিয়ে যায়। আর সেই ঘোড়া কেবল দৌড়ে -ঝাঁপিয়ে চলে না। মন চায় তো অনায়াসে সেই পংখীরাজ যে কোনো গন্তব্যে দেয় দিব্যি উড়াল।
আর বাস্তবে ! জীবন ভর হাঁটলেন কেবল পাশাপাশি। সেই ইচ্ছে ঘোড়ায় লাগাম, জিন কিছুই পরাতেও শিখেন নি । চড়তে শিখাটাও খুব বেশী কঠিন ছিলো কি রপ্ত করে নেয়া ! অথচ পাশে হেটে চোখ বুঁজেই একটা জীবন পার !
মনের মধ্যে আপনি সারাক্ষণ জন ওয়েন, ক্লিন্ট ইস্টউড কিংবা ইথলিন ক্লেয়ার, কেটি জুরাডো . . . স্বপ্নের নায়ক কিংবা নায়িকা। আরে ওসব তো রূপালী পর্দার বানোয়াট ঝাঁপাঝাপি। আদতে জিন না চাপিয়ে অমন ঘোড়া ওরা ছোটায় নাকি !
রোশো রোশো . . . একটু বসো। নিজের মনটাকে তো আগে বোঝো। কতটুকু জল, কতোটা আকাশ তোমার ভালো লাগে। জানো। বুক পকেটে পুরতে চাও পোরো। আকাশটাকে তো পারবে না, যতোটুকু মেঘ আঁটাতে পারো অতোটুকুই ভরো। বৃষ্টি জল হয়ে কোনো দিন তা গড়িয়ে গেলে আবার না হয় এক মুঠো পুরে নিও।
হায় ! তা কি আর হয় ! তোমার মন কেবল চিৎকার করে গলা ফাটাতে চায় . . . সুচিত্রা-উত্তম ভালো লেগেছিল কোনো কালে ! তাই ওখানেই থেমে থাকবো নাকি ! লিওনার্দো দি ক্যাপ্রিও – কেট উইন্সলেট কি ভালো লাগতে পারে না আর আমার ! কিংবা জনি ডীপ – মনিকা বেলুচ্চি ! সালমা হায়েক আর রিচার্ড গ্যেরে . . . বাদ যাবে !
চেহারাখানা আদৌ ভাল করে না দেখা নীল শাড়ী পরিহিতাকে অকস্মাৎ ভালো লাগতেই পারে। অচেনা পুরুষের স্রেফ গলাটা শুনেই প্রেমে পড়ার ইচ্ছে মনে জাগতেই পারে।
পৃথিবীর সব কিছুই তো বদলায়। দোষ শুধু ওই বেচারা মনটারই কেবল ! তাহলে সব শাস্তি তো তারই প্রাপ্য ! নাকি !
তাহলে এতো যুক্তি তর্কে মেতে লাভ কি আর !!!
জানি আপনার মনের মধ্যে তখনো নানান যুক্তি তর্কের ঝড় অগ্নুৎপাত-এর মতোন বেরিয়ে আসতে চাইছে। আবার অন্য দিকে অন্তর্গত আরেক সত্তা হাস-ফাস দম আটকে মরছে।
ওটুকু স্রেফ স্রেফ স্রেফ একান্ত আপনার। ওকে কি আপনি গলা টিপে মারবেন ! নাকি মরফিনে ডোবাবেন ! তন্দুরীর কয়লায় ঝোলাবেন ! তা একেবারে একান্তই আপনার ইচ্ছে . . .
সেই যে ঘোড়া দিয়ে শুরু করলাম। তাকে চাইলে এবার বাঘ, ভালুক, বানর, হনুমান যা খুশী বানিয়ে নিন। না কাউকে বলতে হবে না এর কিয়দ গল্প কিংবা ফিরিস্তি।
খুব বেশী ভুল ভাল হলে পরজন্মে নাহয় শুধরে নেবেন।
সেই পরজন্মের জন্য তিন উল্লাস !
[ লেখার সময়কাল ~ ১৬ সেপ্টেম্বর ২০১৪ | প্রথম প্রহর ]
আমার প্রিয় নায়িকা অপর্ণা সেন। দেখতেই থাকি আর দেখতেই থাকি। ড্যাবড্যাব করে।
আর হাল আমলের ক্যাটরিনা কাইফ। এত রূপ!
বানান ঃ 'সত্তা' তে কোন 'ব' নেই। 🙂
উফফফ ... খুঁজেই পাচ্ছিলাম না । শেষমেষ পুরোটা আবার পড়া হলো প্রায় ...
অনেক ধন্যবাদ নূপুর । এটা চালু রেখো ভাই । আমার লেখায় প্রায়শই লাগবে ...
হুমমম ... আমার পছন্দগুলো আবার নিজের কাছেই অনেক সময় আজগুবী মনে হয় ... তাই যুগ প্রতিনিধিত্ব করে অমন সাধারনভাবে সবার ভালো লাগা কিছু নাম এখানে দিয়েছি । তবে বেলুচ্চি আর হায়েকে চিত্তচাঞ্চল্য নিশ্চিত ঘটে বটে ...
সেই পুরোনোদের মধ্যে এদিকে অবশ্য অপর্ণাই সেরা ।
আমরা মা মেয়ে একই সাথে আমির খানের প্রেমে পরেছিলাম সেই কোন কালে। দুই জনের রুচি, পছন্দের অনেক পরিবতর্ন ঘটেছে এর মাঝে কিন্তু খান সাহেবের প্রশ্নে কোন কমপ্রমাইজ নাই। আমির খানের মুভি রিলিজ হলে আমরা বড় পদর্ায় তাকে দেখতে ছুটি। পশ্চিমপাড়ে জনি ডেপ, উইল স্মিথ, রিচাডর্ গিয়ার আর জজর্ ক্লুনিকে দেখে দিল ধরকান বেড়ে যায় অলক্ষেই।
ও জর্জ ক্লুনি ! ও রিচার্ড গ্যেরে !
হেল মুভস আফটার দেম ... নো ডাউট ।
তবে নিজের মতোন করে সেই হিসেবে আমি যদি ইভা মেন্ডেজ আর স্যান্ড্রা বুলকের নাম দিতাম
তবে লোকে নিশ্চয়ই আমাকে পাগল ঠাউরাতো ...
তাই গত বাঁধা নামেই রেখেছি ভরসা ...
সান্ড্রা বুলকের নাম না দেখে হতাশই হচ্ছিলাম ... তাওতো কমেন্টে দেখতে পেয়ে মনটা ভালো হয়ে গেলো ...
মেগ রায়ানের নাম সবাই কেন এড়িয়ে যায় কে জানে ...
আহা, সত্যিই যদি পরজন্ম থাকে ... এবারের সব ভুল সুদে আসলে সমান করে নেব...
সেই পরজন্মের জন্য তিন উল্লাস ...
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
আমিও আছি মেগ রায়ানের ফ্যান।
এতটাই, যে একবারে ওর কোন ছবিই বুঝি না।
মেগ পর্দায় আসলে, সময় থেমে যায়, কাহিনী হারিয়ে যায়।
পুরো সময়টা হয়ে ওঠে "মেগময়"
:shy: :shy: :shy: (সম্পাদিত)
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আমাদের ভালো লাগাগুলো তো সেই প্রজাপতির মতোনই কিছু একটা যে ঘুরে বেড়ায়...
ডানাটা শুধু কল্পলোকে থাকে আর বাস্তবে খসে পড়ে।
জীবন ভর কত কিছুইতো ভালো লাগে। সেই ভালো লাগা তো সহসাই থামে না কোনো মোহনায়...
মেগ রায়ানে হয়তো বেশী লাগামহীন উদ্বেল... তা আবার আগামীতে কোথায় কখন থমকে যায় কে জানে। জীবন তো এমনই বহতা...
তাহলে !
"জীবন ভর কত কিছুইতো ভালো লাগে। সেই ভালো লাগা তো সহসাই থামে না কোনো মোহনায়..."
সহসা কেন, কখনোই থামে না। নিরন্তর বহমান।
খুব ঠিক ভাই। কখনোই নয়।
আসলে আমার মতোন সদা পতনোন্মুখ তো পতিত হয় যত জনে তার তালিকা এদেশের জনসংখ্যার মতোন অগণন। কতো আর বলি... তাও তোমাদের পাল্লায় পড়ে একে একে সব ফাস হচ্ছে... হায় অরূপ !!!!
পরজন্মের তিন উল্লাসে না থেমে উপায় কি ! (সম্পাদিত)
পৃথিবীর সব কিছুই তো বদলায়। দোষ শুধু ওই বেচারা মনটারই কেবল
বেড়ে বলেছো
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
সব কিছু বদলালে সমস্যা নাই। কিন্তু মনটারেই কেবল পাথর হইতে হবে যেনো...
মন।
যত নষ্টের গোড়া। ভাত দিচ্ছি, কাপড় দিচ্ছি, আরো দিলাম আশ্রয়। আর কয় কিনা- "আমার মন খারাপ!" x-(
হে হে হে...
এক্কেবারে...
"পৃথিবীর সব কিছুই তো বদলায়। দোষ শুধু ওই বেচারা মনটারই কেবল" - মনে গেঁথে রইলো কথাটা। আর একেবারে গোড়ার ওপেনিং স্টেটমেন্টটাও।
সেই জাপানের লোহার জুতার মতোন যেনো কোনো লোহার বাক্সে ভরে আটকে রাখতে হবে মনটারে।