কেউ একজন আমার সাদাকালো জীবনে আগুনরঙা কৃষ্ণচূড়া ফুলের মতন। আমার মন খারাপের একাকী মধ্যরাতে শুক্লপক্ষ চাঁদের মতন। কেউ একজন আমার ডান হাতের তর্জনী ছুঁয়ে দেয় গভীর মমতায়। ইউটিউব ঘেঁটে মেসি-রোনালদোর তুলনা করতে পারে কেউ। জীবনে একবারের জন্যও ফুটবল খেলতে না নামা কেউ একজন ঠিক আমার মতই ম্যারাদোনা-পেলে-রোনালদিনহো কে সরিয়ে ইতিহাসের সেরা হিসেবে মেনে নেয় এক ফরাসি ভদ্রলোককে। কেউ একজন আমার মতই ল্যাপটপের ওয়ালপেপারে ঝুলিয়ে রাখে টাক মাথার এই ভদ্রলোকের ছবি। জিদান। জিনেদিন ইয়াজিদ জিদান।
প্রীতিলতা কিংবা মাধবীলতার অবিশ্বাস্য সংগ্রামের গল্প আমাকে শোনায় কেউ। শোনায় হোমারের গ্রীক উপকথা, শীর্ষেন্দুর নতুন উপন্যাসের ভূমিকা, আনিসুল হকের উদার চাপাবাজি। কারো মুখে আমি কখনো শুনি হেমন্ত মুখোপাধ্যায়ের গান, কখনো শুনি অনুপমের গান, আবার কখনো জন ডেনভারের বিদায়ের সেই বিখ্যাত সুর~ “হোল্ড মি লাইক ইউ নেভার লেট মি গো”। কারো বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে আমি অতল মহাসমুদ্রের জলে ডুবে যেতে থাকি। বুকের মাঝে চিনচিনে ব্যথা হয়। কী জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়।
কেউ একজন আমার নোংরা অগোছালো রুমের মানচিত্র কল্পনায় আঁকে নিউরনে নিউরনে। নিখুঁত হিসাব নিকাশে মেপে দেয় অক্ষাংশ-দ্রাঘিমাংশ, খুঁজে দেয় সঞ্চয়িতা, খুঁজে দেয় জহির রায়হানের উপন্যাসসমগ্র। একলা বালকের নিরন্তর সাথী ভেনটোলিন ইনহেলার হাতে বসে থাকে ফুটবল মাঠের কিনারে। কেউ একজন মধুর কথা বলে সরিষার তেল খাওয়ায় বালককে , পাঞ্জাবির হাতা ইস্ত্রি করতে ভুলে যায়, আবার সেই কুচকে থাকা হাতার জন্য উল্টো বালককেই দোষ দেয়। কেউ একজন আমাকে কথায় কথায় হাসায়, চোখের ভাষায় কাঁদায়, বাঁ হাতের উল্টো পিঠে নোনতা জল মুছে দেয়। ফোনের অপর পাশ থেকে মায়াবি গলায় বলে ওঠে কিছু আমি করিনি গোপন, যাহা আছে সব আছে তোমার আঁখির কাছে প্রসারিত অবারিত মন, দিয়েছি সমস্ত মোর করিতে ধারণা, তাই মোরে বুঝিতে পারনা?
প্রতিদিন নতুন করে অবাক করে দিতে পারে কেউ। এক ঘণ্টার ভেতরেই সাইকেল চালানো শিখে যেতে পারে কেউ, দু’বার চিন্তা না করেই নেমে যেতে পারে পিচের রাস্তায়। পনিটেইল চুল আর জিন্সের সাথে পায়ে কেডস গলিয়ে ক্রিং ক্রিং বেল বাজিয়ে রাস্তা দাপিয়ে বেড়াতে জানে কেউ, আবার জানে কলাপাতা রঙের জামদানি জড়িয়ে দু’চোখে ঘন কাজল মেখে কাচের চুড়ির টুংটাং সুর তুলতে। নন্দিনীর দীর্ঘশ্বাস দেখেছে কেউ, দেখেছে হঠাৎ এক সন্ধ্যায় কেন ডাকাত হয়ে উঠতে চেয়েছিল শুভঙ্কর। জন্মাবধি বুকের ভেতর এক রঙিন পাখি কেঁদেই গেল, তার ধ্রুপদি ডাক শুনেছে কেউ একজন। জেনেছে, কেউ একজন অবশ্যই জেনেছে কতটা পথ হেঁটে এলে বালকের ফেরার পথ নেই, থাকেনা কোনো কালে।
কেউ একজন হৃদয়ের গোপন ঝর্ণার কিনারে একতলা কাঠের বাড়ি তুলেছে। সে জেনেছে প্রায়ই জেগে ওঠা হৃদয়ের রিখটার স্কেলে মহাবিপদজনক মাত্রার ভূমিকম্পের কেন্দ্র তার একতলা কাঠের বাড়ি থেকে কত দূরে।
২৮/২/২০১৪
প্রিক্যুএল~
http:// www.cadetcollegeblog.com/ferdous-zaman-rifat/40040
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
দারুণ।
বয়স কত তোমার? বাইশ না? ঠিকাছে। একালে এমনটা আসে। চলুক।
আপনি আমারে টিজ করতেছেন ক্যান?? 😕 😕
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
ভাইরে ভাই...
যে একজন আছে তোমার, তুমিতো খুবই ভাগ্য নিয়ে এসেছে দুনিয়ায়। সে একজনের ও ভাগ্য অনেক ভাল।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
বন্ধু তোমার ক্রাশেরা দীর্ঘজীবী হোক :clap: :clap:
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
চমৎকার :clap: :clap: :clap:
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
ধন্যবাদ ভাই 😀
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
কবিতাটা ভালো লাগলো রিফাত :dreamy:
পুরাদস্তুর বাঙ্গাল
রবি ঠাকুর 😀
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
দারুন :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷