কলেজে থাকাকালীন সময়ে আমার একটা রেপুটেশান ছিল যে আমি কখনই কোন কাজে কন্সিস্ট্যান্ট ছিলাম না। এইখানেও ব্লগ লিখতে গিয়েও সেই বদঅভ্যাসের কাছে মার খেয়ে গেলাম। আসলে তাও না। বিদেশের মাটিতে লেখাপড়া করতে এসে তো দেশের অনেক টাকা খরচ করলাম, তাই কাজ করে কিছু টাকা এইখানেই রোজগারের নেশায় নিয়মিত ব্লগ লেখা হয়ে ওঠেনি। আমার জানামতে অনেকেই আমার ব্লগ কিছুদিন নিয়মিত পড়েছেন। তাই আমি সবার কাছে( বিশেষ করে যারা নিয়মিত পড়েছেন) বিনীতভাবে মাফ চাচ্ছি।
এখন আপনাদের সবার কাছে আমার অনুরোধ আমার কি আবার ব্লগ লেখা শুরু করা উচিত নাকি অনুচিত? এই ব্যাপারে আপনাদের মতামত(পারমিশন) না নিয়ে আমি আবার লেখা শুরু করতে চাই না। কারণ আমাদের এই ব্লগটী একটি পরিবার। আর পরিবারের সবার মতামত না নিয়ে কোনকিছু করা ঠিক নয়। ঠিক এইভাবেই আমরা কলেজে বড় কোনকিছু করার আগে সবাই বসে ভোটাভুটি করে সিদ্ধান্ত নিতাম আমাদের কি করা উচিত।
যদিও আমার কাছে মনে হয়েছে এই পর্বের হেডিংটা ঠিক হচ্ছে না কারণ এইখানে তো কোন স্মৃতিচারণ করলাম না। তারপরও আমি এইপর্বকে আমার ব্লগে পুনরায় লেখা শুরু করার প্রত্যাবর্তন পর্ব হিসেবে সবাই গ্রহন করলে আমি যারপরনাই খুশিমনে আবার নিয়মিত লেখা চালিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব…………………( না আজকে চলতে থাকবে না, দেখা যাক চলে কিনা?)
ফাঁকিবাজী পোষ্ট। পরবর্তী সিরিয়াস লেখা পোষ্ট করার আগ পর্যন্ত :frontroll: চালিয়ে যাও বৎস।
পুরাই মকরা ক্যাডেট x-(
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ফাকিবাজি পোস্ট।
পোস্টের এই টাইটেল মানি না।
অনেক আগ্রহ নিয়ে পোস্টটা পড়তে গিয়ে ধরা খেলাম।
x-( x-( 😡 😡
চ্যারিটি বিগিনস এট হোম
নেক্সট টাইম এই রকম ফাকিবাজি পোস্ট দিলে কিন্তু ময়ুরীকে ঘাড়ে উঠাইয়া দৌড়ে তালে তালে করাবো x-( x-( x-(
:ahem:
শাস্তির ধরণটা পছন্দ হইসে,
x-( x-(
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধুর :gulli2: :gulli2:
x-( x-( x-( x-( x-(
স্বপ্নচারী ভাই এর পানিশমেন্ট টা খুব পছন্দ হইসে.... :thumbup:
x-( 😡 :gulli2: :chup:
কলেজে বাংলা খাতায় যেমন ফাটায়া লিখতা,এখানেও ঐভাবেই লিখা লাগবে।এত ছোট লেখা হইলে পুষাবে না।বেশি কইরা ভইরা দাও =))
ভইরা দাও!!!! =)) =))
খুশি হইতে পারলাম না, এমন ফাঁকিবাজি করলে চলবে না। যাও মইন ভাইয়ের সাথে দেখা করে আসো। 😡
ঐ শালা তোর কাহিনীর কি কোনো অভাব আছে?? কলেজ পালানোর কাহিনী গুলা লিখলেও তো অনেক এইরকম ফাঁকিবাজী মার্কা পোস্ট দিস ক্যান ??? 😡 😡 😡 😡
x-( x-(
সবার অবগতির জন্য আমি আবার ৮ম পর্ব পুনরায় লিখব বলে কথা দিচ্ছি।এই ফাকে :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: দিতে থাকলাম।
:gulti:
পুরাই মকরা ক্যাডেট x-(
Darun.