৬ বছর বা ২২০৩ দিন – ১ম পর্ব

আমি (ক্যাডেট জুলফিকার, ক্যাডেট নং ১২৩৪, ওমর ফারুক হাউস রংপুর ক্যাডেট কলেজ) কলেজে আবেদনপত্র বা স্টেটমেন্ট লিখতে গেলে এইভাবেই শুরু করতাম। তাই ভাবলাম এখানে ওভাবেই শুরু করি। যাইহোক হেডিং দেখে বোঝা যায় আমি আমার ক্যাডেট জীবন সম্পর্কে লিখতে চাইছি। কিন্তু ৬ বছরের প্রতিটা দিনের স্মৃতি মনে রাখা আমার পক্ষে সম্ভব না তাই যেগুলো মনে আছে সেগুলো লেখার চেষ্টা করা যেতে পারে।

কলেজে ঢোকার প্রথম দিনের কথা আর সবার মত আমারও মনে আছে। ২৫শে মে ২০০০ সাল বিকাল ৪টা আম্মা আমাকে নিয়ে কলেজে ঢুকলেন। তখন মনে বেশ শিহরণ জেগেছিলো। তারপর আমার ব্যাগ চেক করার পর তিনতলায় ওমর ফারুক হাউসে এলাম। হাউসের সিড়ির মুখে আমার গাইড ফরহাদ(২৫তম ব্যাচ) ভাই এর সাথে দেখা। এরপর গাইড আমাকে ৩১১ নং রুমে নিয়ে এলো। সেখানে আমার মত আরও একজনকে দেখলাম, সে আমার রুমমেট ফেরদৌস। আর ওর গাইড ছিলো আশিক ভাই। আমাদের এই চারজনের থাকার ব্যাবস্থা হয়েছিলো ঐ রুমে। এরপর বিদায়পালা। আম্মা খুবই কান্নাকাটি করলো, আমারও যথেষ্ট মন খারাপ হয়েছিলো কিন্তু আম্মাকে কষ্ট না দেয়ার জন্য আমি কান্না পুষে রেখেছিলাম। মন এত খারাপ হয়েছিলো যে ফেরদৌস এবং ওর বাবা- মা কি করছিলো তা দেখতে পারিনি। তারপর ডাইনিং হলে চা- নাস্তার পর আম্মাকে বিদায় দিয়ে রুমে আনা হল। এরপরের কাহিনী তো সবারই জানা তাই আর লিখলাম না। ১০টা ৪৫ এ লাইটস আউটের পর বিছানায় শুয়ে ফেরদৌস এর সাথে কথা বলতে বলতে বাসার কথা মনে পড়ল তারপর আমার কান্না শুরু হল। কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছিলাম।

যাইহোক প্রথমবার কলেজে গিয়ে মাত্র ৭ দিন থাকতে হয়েছিলো। তারপরও এই সাতদিনে যা যা হয়েছিলো তা আরেক দিনের জন্য তোলা থাকলো। বাসায় গিয়ে প্রথম যে কথা আম্মাকে বলেছিলাম আমি আর কলেজে ফিরে যা না।কিন্তু তা আর হয়নি আমাকে আবার ফিরে জেতে হয়েছিলো। আমার মনে হয় সবারই প্রথম সাতদিন কম-বেশি এইরকমই কেটেছিলো।তবে প্রথম রাতে ডিনারের পরের কাহিনী বোধহয় ভিন্ন হবে। সেই স্মৃতির কথা পরের পর্বে লিখবো………………………..চলতে থাকবে!

২৩ টি মন্তব্য : “৬ বছর বা ২২০৩ দিন – ১ম পর্ব”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।