আমি (ক্যাডেট জুলফিকার, ক্যাডেট নং ১২৩৪, ওমর ফারুক হাউস রংপুর ক্যাডেট কলেজ) কলেজে আবেদনপত্র বা স্টেটমেন্ট লিখতে গেলে এইভাবেই শুরু করতাম। তাই ভাবলাম এখানে ওভাবেই শুরু করি। যাইহোক হেডিং দেখে বোঝা যায় আমি আমার ক্যাডেট জীবন সম্পর্কে লিখতে চাইছি। কিন্তু ৬ বছরের প্রতিটা দিনের স্মৃতি মনে রাখা আমার পক্ষে সম্ভব না তাই যেগুলো মনে আছে সেগুলো লেখার চেষ্টা করা যেতে পারে।
কলেজে ঢোকার প্রথম দিনের কথা আর সবার মত আমারও মনে আছে। ২৫শে মে ২০০০ সাল বিকাল ৪টা আম্মা আমাকে নিয়ে কলেজে ঢুকলেন। তখন মনে বেশ শিহরণ জেগেছিলো। তারপর আমার ব্যাগ চেক করার পর তিনতলায় ওমর ফারুক হাউসে এলাম। হাউসের সিড়ির মুখে আমার গাইড ফরহাদ(২৫তম ব্যাচ) ভাই এর সাথে দেখা। এরপর গাইড আমাকে ৩১১ নং রুমে নিয়ে এলো। সেখানে আমার মত আরও একজনকে দেখলাম, সে আমার রুমমেট ফেরদৌস। আর ওর গাইড ছিলো আশিক ভাই। আমাদের এই চারজনের থাকার ব্যাবস্থা হয়েছিলো ঐ রুমে। এরপর বিদায়পালা। আম্মা খুবই কান্নাকাটি করলো, আমারও যথেষ্ট মন খারাপ হয়েছিলো কিন্তু আম্মাকে কষ্ট না দেয়ার জন্য আমি কান্না পুষে রেখেছিলাম। মন এত খারাপ হয়েছিলো যে ফেরদৌস এবং ওর বাবা- মা কি করছিলো তা দেখতে পারিনি। তারপর ডাইনিং হলে চা- নাস্তার পর আম্মাকে বিদায় দিয়ে রুমে আনা হল। এরপরের কাহিনী তো সবারই জানা তাই আর লিখলাম না। ১০টা ৪৫ এ লাইটস আউটের পর বিছানায় শুয়ে ফেরদৌস এর সাথে কথা বলতে বলতে বাসার কথা মনে পড়ল তারপর আমার কান্না শুরু হল। কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছিলাম।
যাইহোক প্রথমবার কলেজে গিয়ে মাত্র ৭ দিন থাকতে হয়েছিলো। তারপরও এই সাতদিনে যা যা হয়েছিলো তা আরেক দিনের জন্য তোলা থাকলো। বাসায় গিয়ে প্রথম যে কথা আম্মাকে বলেছিলাম আমি আর কলেজে ফিরে যা না।কিন্তু তা আর হয়নি আমাকে আবার ফিরে জেতে হয়েছিলো। আমার মনে হয় সবারই প্রথম সাতদিন কম-বেশি এইরকমই কেটেছিলো।তবে প্রথম রাতে ডিনারের পরের কাহিনী বোধহয় ভিন্ন হবে। সেই স্মৃতির কথা পরের পর্বে লিখবো………………………..চলতে থাকবে!
১ম
:))
অত্যন্ত দ্রুতগতির ইন্টারনেটের কারনে দ্বিতীয় । :bash: :bash:
ব্যাপার না :hug:
আমি যে কি টেনশনে ছিলাম- এই বুঝি ফলসে পড়ি!
গুড লাক নেক্সট টাইম 😉
ব্লগে স্বাগতম জুলফিকার ভাই 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
ধরা খাইছি 🙁 ব্যাচ নাম্বার না লেখা থাকায় ভাবলাম এইটা বুঝি সিনিয়র কিন্তু পড়তে গিয়া দেখি x-( x-(
মানুষ তার স্বপ্নের সমান বড়
কিন্তু এই ব্যাটা তো ব্লগে নতুন...
:frontroll: শুরূ...
লেখা থামলে কিন্তু :frontroll: থামবে না বলে দিচ্ছি 😡
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
:clap: :clap:
চ্যারিটি বিগিনস এট হোম
স্বাগতম জুলু। কেমন আছিস ?
জুলু ভাই অয়েল কাম......... :clap: :clap: :clap: :clap: :clap: :clap:
জুকফিকার তোর কলেজের সময়কাল নাম্বার কই?? সবাইকে ডাউট দেয়ার অপ্রাধে :frontroll: দে আবারো 😀
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
শুভ ব্লগিং 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সরি সবাইকে ডাউট দেয়ার জন্য, ১০টা :frontroll: দিলাম। যাইহোক আমি ২৬তম ব্যাচ(২০০০-২০০৬)।
welcome... 1st porber size ar heading dekhe mone hosse eta 2203 porber ekta sirij hobe. keep going buddy.
স্বাগতম 😀
ধন্যবাদ 😀
এতগুলো সিনিয়র বলার পরও এখনো :frontroll: :frontroll: শুরু করিস নি... তোর কিন্তু খারাবি আছে...
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
মেহেদী ভাই আলরেডি ১০টা :frontroll: দিয়েছি এখন আরো ১০টা :frontroll: দিলাম.......... 😀 😀 😀 😀 😀
স্বাগতম জুলফি, :teacup: খাও। তারপর আবার :frontroll: দাও। প্রিন্সিপাল আসার আগে নো থামাথামি।
স্বাগতম জুলফিকার। 🙂