পাবনা কিন্তু এখানে সবচেয়ে পিছিয়ে আছে। তোমার কলেজের আরো ক্যাডেটদের এখানে নিয়ে আস। বেশি করে এখানে লিখ, তাহলে বাংলা লেখার হাতও চলে আসবে এবং সেই সাথে বেশি করে ফানও হবে 🙂
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ক্যাডেটরা আসোলেই ইস্পেশাল |
আমি ভাবছিলাম ২-৩ দিন পরপর লগ ইন করলেই চলবে |
কিন্তু এত্তো মন্তব্য দেখে মনে হচ্ছে ২-৩ ঘন্টা পরপর না আসলে আপডেট থাকা যাবে না |
স্বাগতম, অবশ্যই ফান হবে, নিয়মিত লিখে যেয়েন ভাই 🙂
ধন্যবাদ | অবশ্যি ফান হবে |
ক্যাডেটরা এক যায়গায় হলে ফান হতে বাদধ |
ওই কলেজের নাম দে
দাড়া | একটু অভ্যস্ত হতে দে
ওয়েল্ক্যাম।
আজাদ ভাই, একটা কথা না বলে পারলাম না- আপনি যদি ভেবে থাকেন এখানে অনেক ফান হবে...তবে, আপনি ঠিকই ভেবেছেন... :awesome: :awesome: :awesome:
ব্লগে স্বাগতম... :clap: :clap: :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ধন্যবাদ ! ফান বা ফার্ন কিছু একটা পাব নিশ্চই |
আজাদ ভাই, ফার্ণ পাইবেন কিনা জানি না...তয় শ্রেনীবিন্যাসে ওর চাইতে উপরে থাকা 'বৃক্ষ' যে পাইবেন- এতে কোন সন্দেহ নাই... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দোস্ত স্বাগতম।
সব কিছু খুইলা এইবার লিখতে বস । 😉
হুম | বাংলা লেখাতে আমি একটু ধীর |
আশা করি দ্রুত ঠিক হবে |
তখন সব খুলব |
এখানে বলতে থাকো, খোলাখুলি অন্যখানে করলেও চলবে।
ফান তো হবে, আপাতত তুমি চায়ের বদলে পান খাও একটা।
আ্যাই কে আছিস, পোলাডা অনেক দুরথন আইছে, একখিলি পান দে ওরে , ও আমাগো জন্য বস্তা ভইরা ফান নিয়াইছে।
😮
আজাদ, ব্লগে স্বাগতম
পাবনা কিন্তু এখানে সবচেয়ে পিছিয়ে আছে। তোমার কলেজের আরো ক্যাডেটদের এখানে নিয়ে আস। বেশি করে এখানে লিখ, তাহলে বাংলা লেখার হাতও চলে আসবে এবং সেই সাথে বেশি করে ফানও হবে 🙂
শুভ লেখালেখি
লিখতে থাক আর সানা ভাই এর সাথে দেখা করে নিস :grr:
আজাদ, দোস্ত, বুখে আয়। :hug: :hug: (কপিরাইটঃ তাইফুর ভাই। ;;; )
হাত খুইল্যা, কি-বোর্ড ভাইঙ্গা লেখালেখি শুরু কইরা দে এইবার! 😀 😀
হ | এই চান্স | উপন্যাস লেখার |
স্বাগতম ভাই। সূচনা দেখতে সুন্দর আছিল... 😕
ভাইয়া সিসিবিতে স্বাগতম 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
স্বাগতম ভাইয়া। ফান চাই ফান( নোয়াখালির লোকেরা প রে ফ বলে।আমি কিন্তু নোয়াখালির না ।)
কেডা?? আজাদ ভাই নি ?? ভাই আপ্নেরা কই আছিলেন ?? ভাই ফান কন পান কন সব হইবো, আপ্নেরা আগে আইয়েন। :boss: :boss:
ইয়া রাব্বি আমিই আজাদ |
এইখানে আসলেই পকক কম মনে হচ্ছে |
আপনার কলেজের পোলাপান রে আসলেই দেখিনা এইখানে। আইসেন ভাল হইসে। এবার :just: চিল করেন :guitar: :tuski: :awesome:
আদু তুইও যাস্ট রোগে আক্রান্ত? x-( x-(
স্বাগতম ভাইয়া.... :clap:
আরে পিসিসি নাকি...... আরেকটা পিসিসি আইলো মনে হয়।
ওয়ে ওয়ে.........।
অফটঃ কি যে হইল, আইজকা পুরা গান মুডে আছি
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
খুব খিয়াল কইরা মামা,পিসিসি নিয়া জুক গুলান কৈলাম...
হা , খুব খিয়াল | পিসিসি এর পোলাপানদের খেপাইলে কিন্তু ইজ্জত নিয়ে ফেরা যায় না 😀
😮 😮 😮 আজাদ মামা কিদলেন(কি+দিলেনঃজুনায়েদ সমাস) এইটা?????
ইয়ে আজাদ, জুনায়েদ আর রকিব তোমাকে এখানকার ফরমালিটিস সম্পর্কে কি যেন বলবে। ততক্ষন পর্যন্ত :just: একটু থাক।
জুনায়েদ আর রকিব: এখনো এ্যাকশন শুরু হয় নাই! x-( x-( x-(
অনটপিক: ব্লগে স্বাগতম, লিখে যাও
:(( ইউসুফ ভাই(মামা) আপনেও "যাস্ট"শুরু করছেন?? ~x(
জুনা ভাই গুরুজন, উনিই আগে বলুক, আমি পিছে আছি 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ইউসুফ ভাই, নবজাতক...সুরি...নবাগত আজাদ ভাই আমার চেয়ে সিনিয়র...এবং কামরুল ভাইএর ব্যাচমেট... 🙁
তাই, এখানে কামরুল ভাইএর হস্তক্ষেপ কামনা করছি... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আজাদ দোস্ত
সিসিবিতে লাবলু ভাই আর ইউসুফ ভাইরে অন প্যারেড দেখলেই অফ লাইন হইয়া যাবি। উনারা খুবই দয়ামায়াহীন। জুনিয়র দেখলেই পাঙ্গায়। :bash:
আর পাকনা পোলাপান আছে কিছু। এদেরকে দেখলেই রগড়াবি। যেমন ধরঃ জুনা, বন্য, সামিয়া। :chup:
রকিব ভালো পোলা, সবাইরে চা খাওয়ায়। তুইও যখন ইচ্ছা লাবলু ভাইয়ের নামে চা খাইতে পারস। তবে ওরে মাঝে মাঝে ক্যাডবেরী কিন্না দিস। :-B
এতো কিছু ক্যাম্নে জানলি , এইটা কেউ জিগাইলে আবার আমার নাম কইস না। 😀
ধন্যবাদ দোস্ত | অনেক মূল্যবান পরামর্শ দিলি |
মনে রাখব |
আজাদ ভাই, ব্লগে আপনাকে স্বাগতম।
:thumbup: :thumbup:
Life is Mad.
আজাদ,
স্বাগতম...
তোমার বন্ধু কামতাজের উপদেশটা মনে থাকে যেন...
:thumbup: :thumbup: :thumbup:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
x-( x-( x-(
😡 😡 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
স্বাগতম
:awesome: :tuski:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ক্যাডেটরা আসোলেই ইস্পেশাল |
আমি ভাবছিলাম ২-৩ দিন পরপর লগ ইন করলেই চলবে |
কিন্তু এত্তো মন্তব্য দেখে মনে হচ্ছে ২-৩ ঘন্টা পরপর না আসলে আপডেট থাকা যাবে না |
হে হে হে হে হে......আজাদ বাইজান,সবে তো আইলেন এইবার বুঝবেন খেইল কেমুন হয় 😀