ব্যাচেলার থাকার মতো শান্তি আর নাই। কোনো ঝামেলা নাই। স্বাধীন জীবন। সমস্যা একটাই। তীব্র প্রতিযোগিতা। :just: বান্ধবী পেতে তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়। তাও কি পাওয়া যায়? প্রতিযোগিতাটা এই রকম:
১৮ বছর বয়সে মেয়েরা ফুটবলের মতো, ২২ জন ছেলে কার পেছনে দৌঁড়াচ্ছে
বয়স যখন ২৮, মেয়েরা তখন বাস্কেটবলের মতো, ১০জন তার পেছনে।
৩৮ বছর বয়সে মেয়েরা যেন গলফ বল, মাত্র একজন পুরুষ তার পেছনে
৪৮ বছর বয়সে মেয়েরা যেন টেবিল টেনিস বল, একজন সর্বদা চেষ্টা করছে আরেকজনের দিকে ঠেলে দিতে।
অতএব ব্যাচেলর থাকলেই যে সব কিছু পাওয়া যাবে তা ঠিক না। আবার যারা পায় তারা পেতেই থাকে। :gulli2:
আমার একটা দাঁতের ডাক্তার বন্ধুর কথা বলি। তার উপেদশটা এই রকমম:
বান্ধবীকে টুথব্রাশের মতোই মনে করো। কখনো অন্যকে ব্যবহার করতে দেবে না, কিন্তু প্রতি তিন মাস পর পর নতুন একটা কিন্তু চাই।
সুতরাং দুইদিকেই বিপদ। তারচেয়ে বিয়ে করাই ভাল। সে আবার আরেক সমস্যা। কন্যার পিতাকে রাজী করানো এক বিশাল ঝামেলা। আগে যদি বান্ধবীদের টুথব্রাশের মতো ব্যবহার করে কেউ, তাহলে সমস্যা অনেক বেশি। সেই কাহিনীটা বলি।-
মেয়ের বাবা-দেখো আমি মেয়ের জন্য একজন দায়িত্বশীল ছেলে চাই। যাকে বলে রেসপনসিবল
ছেলে-আমিই তো সেই ছেলে। আমার চেয়ে রেসপনসিবল ছেলে আর কোথায় পাবেন। যেমন ধরনে, আমাদের পাড়ায় কোনো মেয়ে প্রেগনেন্ট হলেই সবাই বলে আমিই নাকি এর জন্য রেসপনসিবল।
সুতরাং দায়িত্বশীল ছেলে বলে প্রমাণ করে বিয়ে করা যেতে পারে। আমি যখন ঠিক করছিলাম যে বিয়ে করবো তখন আমার এক বন্ধু এর উপকারিতা বলেছিল এভাবে-
বিয়ে করলে বউয়ের কাছ থেকে সবর্দা সাউন্ড উপদেশ পাওয়া যায়। তবে এর মধ্যে ৯০ শতাংশ সাউন্ড আর ১০ শতাংশ উপদেশ। 😮
তারপর বিয়ে শেষ পর্যন্ত একটা করছিলাম। বিবাহিত হিসেবে কিছু পরামর্শ আমি দিতে পারি।
পরামর্শটা এরকম-
বেঁচে থাকার কী আর কোনো ইচ্ছা নাই? আত্মহত্যা করতে ইচ্ছা করছে?
তাহলে বৃদ্ধি একটাই, একটা পরামর্শ দেই।
এখনই মরতে চাইলে ফাঁসির একটা দড়ি নিয়ে এখনই ঝুলে পড়াই ভাল।
আর যদি পৃথিবীটা আরো কিছুদিন দেখতে ইচ্ছা করে, ধীরে ধীরে মরতে মন চায় তাহলে ফাঁসির দড়িতে কিছু পরিবর্তন করে তাতে কয়েকটি ফুল গুজে মালা বানিয়ে আশপাশের কোনো একটা মেয়েকে পরিয়ে দিলেই হয়, যার নাম নাকি আবার বিয়ে।
ব্যস এই তো হয়ে গেলো। 😀
আগে প্রথম হয়া নেই ... B-)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অবিবাহিত পোলাপাইন ... ভাইব্বা দেখ ... করবি কি করবি না।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুররে বহুদিন পর দেখলাম। কৈ ছিলা।
আপ্নের লেখা পইড়া মুর্দা জিন্দা হয় ... আর আমি তো আশেপাশেই ছিলাম বস ... আওয়াজ না দিয়া ক্যাম্নে কি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আশে পাশে থাকলে আওয়াজ দিতে হয়। তুমি না 'রেসপনসিবল' ছেলে একজন ।
"রেসপনসিবল" :grr: তাইফুর মামা জব্বর কইছেন।
:thumbup: :thumbup: :thumbup:
আমি অলরেডি ভাবিয়া ফেলেছি,তবে আজিকে না,৫ বছর আগেই।
বিবাহ নামক বস্তুটির স্বাদ গ্রহন করিতে চাই না।এই কারনেই ৩ মাস আগেই নারী ঘটিত সমস্ত কর্মকান্ড হইতে অবসর গ্রহণ করিয়াছি,তাও সেটা শপথ বাক্য পাঠ করিয়া।ফেসবুকে তাঁর কিছু ছবিও আপ্লোড করা আছে।
যারা প্রেম-বিবাহ করিতে চান না,তাঁদের জন্য AMLO(anti marriage and love org.) সংঘ ৫ বছর আগেই আমি তৈরি করিয়াছিলাম।পথিমধ্যে আমাদেরও কিছু স্থলন হইয়াছিল,দ্রুত আমরা আমাদের ভুল বুঝিতে পারিয়া আমাদের দলকে পূণর্গঠন করি।এখন আমাদের AMLO তুমুল ফর্মে দিনানিপাত করিতেছে।এই ব্লগেরই মুহম্মদ,নাজমুল AMLO এর অন্যতম সদস্য।
আমি সর্বদাই ঝামেলা ছাড়া থাকিতে পছন্দ করি।তাই AMLO প্রতিষ্ঠাতা হয়ে আমাদের এই প্রুপকে শক্তিশালী করিবার প্রচেষ্টায় আছি।অচিরেই AMLO লইয়া ব্লগ আসিবে।
অফটপিকঃ(হাতে পায়ে ধরিয়া বলিতেছি :no: )ভাই!!!আমাকে কেও এই সকল কর্মকান্ডের জন্য মাইর দিতে আসিয়েন না অথবা পিছে লাগিয়েন না।আমি নারীঘটিত ব্যাপারে বড়ই বিখাউজ এবং তাঁদের বাঁশ দেবার জন্য বড়ই নিবেদিতপ্রান লোক।কিন্তু অন্য ব্যাপারে বড়ই নিরীহ।
:)) :)) :)) :)) :)) :))
মজা পিলাম ......
AMLO :salute:
৫ বছর ধরে এটা টিকে আছে? সাংঘাতিক ঘটনা। আর কতদিন টিকবে?
আমরা এটা টিকানোর জন্য তুমুল চেষ্টা চালাচ্ছি।দেখি আর কতদিন টিকিয়ে রাখতে পারি...
চেষ্টা আছে আজীবনের।
আর কয় বছর পরেই বাপ মা পেইন দিবো নিশ্চিত।
এই কারনে বিএসসি সম্মান দিয়েই দেশ হতে পালাতে চাই।
নিচে মেহেদি ভাই আর মাস্ফ্যু দুইটা কমেন্ট করছে... আমি আর কিছু বললাম না ;))
যাই হোক, almo পার্টির জন্য শুভ কামনা, তোমাদের মেম্বার বাড়ানোর জন্য ক্যাম্পেইন শুরু করো, তাই নরমাল মানুষদের জন্যও সুবিধা ;))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বড় ভাই হইয়া তো আমি এসব বলতে পারি না। তয় তোমরা যখন বলতাসো তখন কি.......... 🙁
ALMO না বস!!!AMLO
তবে এই মুহুর্তে ক্যাম্পিং করলে মরমু......যুব সমাজ বাঁশ দিবে।
সব কথার আড়ালে- "পায়না তাই খায়না" 😛 😛 😛
ভুল......অলরেডি পাইছিলাম...
খাইতে যাই নাই।
😀 😀
কামরুল পোলাডা বিরাট বদ হই গেছে ভাইয়া। ওরে রগরানি দেয়া দরকার। যাক এই চান্সে আপনার সেল নাম্বারটা টুকাই রাখলাম।
আর আপনার এইসব পোষ্ট পইড়া, কি আর কমু, 😕
এইডারে কয় "সুখে থাকতে ভুতে কিলায়" রাইত দশটার সময় হোম-মেইড চটপটি খান তো, টের পান না।
যত যাই হোউক, দিনশেষে কড়া নাড়ার একটা জায়গা তো আছে আমাগো, কি কন B-)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সিসিবি আছে, কুনু সমস্যা নাইক্কা........................।
জয় হো জয় হো
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
দিন শেষে যখন নিজের লোকজনকে দেখার আন্ন্দই আলাদা। সেটা বাসা হোক বা সিসিবি।
ফয়েজ ভাই
ভালো হইয়া যান। ভালো হইতে পয়সা লাগে না !! :grr:
সিনিয়র হইয়া জুনিয়রের নামে নালিশ করেন, আপনি খুব খ্রাপ লোক। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বস, কই দল ভারী করার চেষ্টা করবেন ...... তা না করে ছেলেপেলেদের ভয় লাগায়ে দিচ্ছেন কেনো ???
আমি তোমার খুব বুদ্ধিমান মনে করতাম :-B
আরে বেকুব, মাসুম ভাই সবাইরে ভয় দিয়া ভাগায় দিবার চাইতেছে, যাতে ফাকা মাঠে যত খুশি একা একা গোল দিবার পারে। 😉
:ahem: :ahem:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হায় হায় ......... এইটা তো সন্দেহ করি নাই ...... 😮 😮 😮
ভয় তো দেখাই নাই। বাস্তবতাটা বললাম মাত্র।
খায়া, তো পস্তায়া,
নেহি খায়া, ও ভি পস্তায়া
দোস্ত!!!!খাইতে গেলে তো প্যায়সা খরচ হো জায়েগা......
অর শাদি বহত খতরনাক হে!!!!
বসের লেখা পইড়া একটা উত্তরাত্যধুনিক কোবতে লেইখা ফেল্লাম B-)
ধীরে ধীরে মর্তাম চাই,
বারে বারে মর্তাম চাই,
মালা দিয়ে মর্তাম চাই।
আম্রিকা যাইতাম্চাই
ফ্রান্সেও যাইতাম্চাই
আর
আর,
হোম মেইড হোক, আর ফরেন মেইড হোক,
কড়া নাড়তে নাড়তে চটপটি খাইতাম্চাই 😀
শওকত ভাই, ফয়েজ ভাইসহ দুনিয়ার সকল বিবাহিত ভাইদেরকে :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও চটপটি খাপো :(( :((
কাইয়ূম ভাই, কোবতে দারুন হয়েছে। সহমত। :thumbup: :thumbup:
😀 😉 :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
:thumbup: :thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বারে বারে মরা মানে কি? ধর্ম মাইনা ৪ বার?
😀 মাসুম ভাইএর পোস্ট এই 'জুন' মাসে রিভিশন দিতাছি, বস্ মনে হয় বার্ষিকী উদযাপনে ব্যস্ত 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
অতি নির্মল আনন্দ পাইলাম শওকত ভাই। প্রাণ খুলে হাসলাম।
আপনি যদি এভাবে বছরে ৪ টা করে নিতে থাকেন তাহলে আমাদের ভাগে তো কিছুই থাকবো না.........।। ছোট ভাই গুলার দিকে একটু তাকিয়েন......।।
:dreamy: :dreamy:
ব্যাপক মজা পাইলাম শওকত ভাই... :)) :))
তবে আপনার ভয় দেখানোর উদ্দেশ্য সফল হয় নাই, আমি আমার তাড়াতাড়ি আমার ধীর মরন শুরু করতে চাই :dreamy: :dreamy:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:shy: :shy: আমিও :shy: :shy: আকাশদা,লেটস জয়েন দা ক্লাব :shy:
আমিও রেস্পন্সিবল হপো :(( :((
ম্যাশদা, আপনি হইলে সাথে আমারেও নিয়েন :((
তুই তো অলরেডি রংপুরের বহু নারীর "......" এর জন্য রেস্পন্সিবল :))
:khekz:
আপনে আইসা আকাম কইরা গ্যালেন আর সেইটা ঢাকতে গিয়া আমি হইলাম দোষী :no:
ইয়া আল্লাহ :(( ইয়া খোদা :(( এর বিচার কর :boss:
:thumbup:
মজা লাগলো শওকত ভাই :clap:
আমি খালি চিন্তায় করতে আছি !!!!! কোনভাবে যদি এই পোষ্টটা ভাবী দেইখা ফেলায় তাইলে কি হবে???
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শওকত ভাই অই মন্দার লিখার ম্যানেজারের মত কাভারেজ দিয়া ম্যানেজ করি ফালাইবো 😛
যাই, আশা ভোসলের গান শুনি গিয়া।
আর কত রাত একা থাকবো............... 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কাম্রুন ভাই কি দিনে দোকা তাকেন ??
অফ তপিক ঃ বস তুতব্রুশ কি আছে ?? :frontroll: :frontroll: আমি এক্তু রেস্পন্সিবল হবার চাইচিলাম আর কি। 😉 😉
কাম্রুন ভাইটা কে?'দোকা তাকা' কি জিনিস? তুত ব্রাশ কি? 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
পোলার এখনো দাঁত গজায়নাই,এক্কেরে দুধের বাচ্চা :grr:
কাম্রুন??? 😕
বস মিস্তেক। :frontroll: :frontroll:
ইটা হলি গিয়ে দোকা তাকা।
পিরা ভাষার মত এই "দোকা তাকা", "তুত ব্রাশ" আমার পছন্দ হইছে 😀 ।
Life is Mad.
😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
:thumbup:
মজা লাগলো শওকত ভাই :clap:
বিয়া করমুনা বইলা অগ্নীশপথ নিসি
AMLO :salute:
মেশিন ঠিক আছে তো ??? =)) =)) =)) =)) :)) :)) :)) :))
:khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
একটা কোবতে পড়ি-জেসিসি ৩০ ইনটেকের কিশোর ভাইয়ের কাছ থিকা শুনাঃ
"ধরেছি *ন
করেছি পণ
থাকিতে হস্ত
হইবনা নারীর দারস্থ"
নাজমুলের মনে হয় এই কেস =))
মাস্ফু ভাইর এই মন্তব্যটা খুব সম্ভব আমাদের টিমের প্রতি হিংসা হতে লেখা হইছে। x-( x-( x-(
পরের ২ লাইন :grr:
বাহুবলে চরিত্র,
রাখিব পবিত্র ....
:khekz:
মেশিন/ব্যাট অরিজিনাল আছে...
বাট ব্যাট দিয়ে নকিংয়ের ইচ্ছা নেই।
:gulti: :gulti:
:pira: :pira:
শওকত ভাই, দারুন লিখেছেন। ব্যাপক মজা পেলাম। =)) =))
আজ প্রথম আলোতে আপনার বিশাল একটা কলাম দেখলাম। ভালো লেগেছে। 🙂
১০০% সহমত
😀 😀 😀
www.tareqnurulhasan.com
শওকত ভাই অসাধারন
:awesome: :awesome: :awesome: :hatsoff:
Life is Mad.
শওকত ভাইয়া, খুব ভাল হয়েছে। যদিও দেরিতে পড়ছি।
:grr: :grr: :grr: :grr:
তুহিনের এই কি রূপ? 😕