১.
যারা বিয়ে করেননি বা করবেন না বলে ঠিক করেছেন এটা তাদের জন্য খবর। আপনারা এখন বেশ সুখেই আছেন। যদি জন্মাতেন ইতালির মুসেলিনির যুগে কিংবা তারও আগে ১৮২০ সালে যুক্তরাষ্ট্রের মিসৌরিতে তাহলে বিয়ে না করার শাস্তি পেতে হতো। আর এটা অর্থনৈতিক শাস্তি। সেসময় আপনাকে দিতে হতো বিয়ে না করার কর। এই করের নাম ‘ব্যাচেলর ট্যাক্স’।
ইতালির ফ্যাসিস্ট রাষ্ট্রপ্রধান বেনিটো মুসেলিনি (১৮৮৩-১৯৪৫) এই কর আরোপ করতেন। তিনি ইতালি শাসন করেছেন ১৯১২ থেকে ১৯২৩ পর্যন্ত। তার সময়ে ইতালির জনসংখ্যা ছিল মাত্র ৪ কোটি। তিনি চাইতেন আরো ২ কোটি জনসংখ্যা বাড়ুক। মুসেলিনির ধারনা ছিল তাহলেই ইতালি হতে পারবে সুপার পাওয়ার।
তার ছিল দু’টো উদ্দেশ্য। এতে সস্তায় শ্রমিক পাওয়া যাবে এবং তার বিশ্বাস ছিল জনসংখ্যা দিয়েই একটি দেশের শ্রেষ্ঠত্ব বিচার করা যায়। এই বিবেচনায় তিনি ব্যাচেলর ট্যাক্স আরোপ করে বিয়েতে আগ্রহী করতে চেয়েছিলেন। একই সঙ্গে তিনি জস্মনিয়ন্ত্রন ও গর্ভপাততে রাষ্ট্রের বিরুদ্ধে একটি বড় অপরাধ হিসেবে ঘোষণা দিয়েছিলেন।
মিসৌরি ব্যাচেলর ট্যাক্স আরোপ করে ১৮২০ সালে। ২১ থেকে ৫০ বছর বয়সের ব্যাচেলারদের উপর কর ধার্য হয় ১ ডলার করে। অবশ্য সে সময় ১ ডলারে ৮ মান চাল পাওয়া যেতো কিনা তা জানা যায়নি।
আরও দু’টি অন্য ধরণের করের কথা বলা যেতে পারে। এর একটি হলো সোউল ট্যাক্স। এর বাংলা হবে সম্ভবত আত্মা কর। ১৭১৮ সালে রাশিয়ার পিটার দ্য গ্রেট এই করারোপ করেন। যাজক এবং উচ্চপদস্থ অভিজাতদের বাদ দিয়ে প্রতিটি পুরুষের উপর এই কর আরোপ করা হয়। পিটার দ্য গ্রেট তার সামরিক বাহিনীর সংস্কারের কাজে অর্থ সংগ্রহের জন্য এই করারোপের সিদ্ধান্ত নিয়েছিলেন।
নোপোলিয়ার বোনাপার্ট (১৭৬৯-১৮২১) নতুন আরেকটি কর আরোপ করেছিলেন। তিনি লবন কর বা সল্ট ট্যাক্স চালু করেছিলেন। ইতালি আক্রমনের তহবিল সংগ্রহের লক্ষ্যেই এই লবন কর আরোপ করা হয়। ফ্রান্সে এই কর ১৯৪৯ সাল পর্যন্ত চালু ছিল।
এই বাংলায় জমিদার কৃষ্ণদেব রায় দাড়ির ওপর আড়াই টাকা কর বসিয়েছিলেন। (ভাগ্যিস আর নীচে নামে নাই :dreamy:
২.
ব্যাচেলর কর আবার চালু করা উচিৎ। এটা মূলত সুখে থাকার উপর কর। একই দেশে একদল সুখে থাকবে কিন্তু সুখে থাকার ট্যাক্স দেবে না, তাতো হয় না। :chup:
৩.
এই শেষ কটি লাইন সবার জন্য না। যারা বিবাহিত তাদের এই কটি লাইন পড়ার দরকার নাই। ব্যাচেলরদের বলছি……স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তাদের সবাইকে 😀 কাল ২৬ মার্চ।
৩৫ টি মন্তব্য : “ব্যাচেলর কর ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা”
মন্তব্য করুন
:awesome: :awesome:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এই বাংলায় জমিদার কৃষ্ণদেব রায় দাড়ির ওপর আড়াই টাকা কর বসিয়েছিলেন। (ভাগ্যিস আর নীচে নামে নাই :dreamy: :khekz: :khekz: :khekz:
=)) =))
ভাই আমরা বিবাহিতরা কি দোষ করলাম ??? আমাদের কি শুভেচ্ছা পাইতে ইচ্ছা করে না ?????
🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁
বিবাহ ও করবেন আবার শুভেচ্ছাও নিবেন। কিরে ভাই আপনাদের কি কোন ইনসাফ নাই? শুভেচ্ছা ভাবী দিব।
আরে ভাই, "ভাবি" তো দেশে। আমি আরেক দেশে বইসা পচতেছি।
এই জন্যই না শুভেচ্ছা চাইতেছিলাম।
:)) :))
মুহিত সাহেব কে এইটা জানানো দরকার, ইনভেটিব প্ল্যান যাই বলেন।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
Urine tax 🙂
Window Tax
আপাতত শুভেচ্ছা নিলাম।আগামী বছর থেকে নিমুনা আর 😛
:grr:
মানুষ তার স্বপ্নের সমান বড়
শওকত ভাই ছিলেন কই কয়েকদিন 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
পর্যবেক্ষনে ছিলাম। ভাল লাগছিলো না।
সহমত :boss:
ব্যাচেলর কোর জিন্দাবাদ...... :tuski: :tuski: :tuski: :tuski:
জিন্দাবাদ :tuski: :tuski: জয় হোক :tuski: :tuski:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:thumbup: :thumbup:
আজো এইটা থাকলে সুব্রত ভাইয়া আর তুহিন ভাইকে নিয়মিত কর দিতে হইতো :guitar: :awesome: :tuski: :awesome:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আর তুই তো বেটা করখেলাপী হইতে হইতে নেগেটিভ সেন্সে মিলিওনিয়ার হয়া যাইতি :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
:(( :((
আপনি কি আগে থেকেই খারাপ ছিলেন নাকি এখন খারাপ হইছেন??? :(( :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অফটপিকঃ আমারও দাড়ি আছে, গতকাল শেভ করছি বইলা দেখাইতে পারলাম না!! B-)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শুভেচ্ছা পাইছি... :awesome: :awesome: :awesome:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আহারে ... এই ট্যাক্স এখন বসাইলে ভালো হইত।
@rokib: bujhli na re darir mormo... (meyeluk thika dure thakar joinne darir bikolpo nai :p)
আপনে মেয়ে হইতে সাবধান থাকবার চান কেন??????
আমি তো আজকাল সিসিবির গল্প পইড়া চিন্তা করতাছি দিমু নাকি এক খান ট্রাই। :grr:
মাগার সাহসে কুলায় না 🙁 ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমাগো সিও কই ????
তার যদি এই পোষ্ট পইরা এট্টূ ভয় ঢুকে...কবে না জানি আবার এই কর আরোপ হয় 😛
কামরুল ভাই, জুনায়েদ ভাই......
আসেন আমরা আন্দোলনে নামি......এই কর মেয়েদের জন্য আরোপ করা হোক 😛 তাতে যদি কপালে কিছু জোটে :bash:
গত বছর আমার এক বন্ধুকে এই ডায়লগটা মেসেজ করে পাঠিয়েছিলাম.... রিপ্লাই দেখে আমার মনে হয়েছিল ক্যাডেট ছাড়া আর কারো এই zinc টা বুঝার ক্ষমতা নাই এবং আসলেও তাই...
স্বাধীনতা দিবসে সেরকম 😡 পরাধীন হইতে মঞ্চায় 😡 😡 আহসান ভাই যে কই? 🙁 রাস্তাডাও বস ছাড়েনা, 🙁 সাইড যাও দিছিলো বস, উকি দিয়া দেখি মাহমুদ ভাই ওভারটেক করার চেষ্টা করতাছেন 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
😀 :)) 😀 😀
Life is Mad.
আমি পরাধীন হপো :((
একমত। ১০০ ভাগ একশত ভাগ। আমিও পরাধীন হপো। (ক.রা) কিন্তু কাইয়ূম ভাই সাইড দিতাছে না
স্বাধীনতা মানে একা বিছানায় ইচ্ছে মতো গড়াগড়ি দেবার অধিকার!
ভাগ্যিস আমি ইটালিতে জন্মাই নাই।
তাইলে ধরাটা সবার আগে আমার খাবার ব্যবস্থা হত।
আসুন আমরা সকলে বাচেলর কর বাস্তবায়ন করতে সচেষ্ট হই. :boss: :boss: :boss: