১.
তারা ছিল আমাদের কাছে আদর্শ দম্পতি। ১৮ বছরের বিবাহিত জীবন তাদের। বাড়ি থেকে পালিয়ে এসেছিল মেয়েটি। ছেলেটির চাকরি আছে নাম মাত্র, তাতে তাদের প্রায় বস্তির জীবন কাটাতে হয়েছে দীর্ঘদিন। অথচ মেয়েটি আজীবন থেকেছে বড় বাড়িতে। মেয়েটির ভাই একদিন বোনকে দেখতে এসে গভীর হতাশা নিয়ে চলে গেছেন।
তারপর তাদের জীবনে অনেক পরিবর্তন হয়েছে। স্বচ্ছল হয়েছে তারা। ছেলেটি ভাল চাকরি করে। দীর্ঘদিন বস্তির জীবন কাটাতে হয়েছে বলে অনেক বড় এক বাসায় থেকেছে তারা। একটা পরীর মতো মেয়েও আছে তাদের।
আমরা উদাহরণ দিতাম এই দম্পতিকে। দিনের পর দিন, রাতের পর রাত আড্ডা দিয়েছি তাদের বাসায়। আর ছিল রাতে মুভি দেখা। সব মিলিয়ে অসাধারণ কিছু দিন-রাত কেটেছে আমাদের সেখানে।
তারপর বিয়ে করেছি। আড্ডার বাকি সঙ্গীরাও বিয়ে করে ফেলেছে। সবাই ব্যস্ত। সময় কমে গেছে। কিন্তু সম্পর্কটা নষ্ট হয়নি। আমরা আগের মতোই বন্ধু ছিলাম। এমনও হয়েছে কয়েক মাস দেখা হয়নি, কথা হয়নি তারপরেও বন্ধুত্ব নিয়ে কোনো সংশয় ছিল না।
হঠাৎ করে কয়েকদিন আগে ভাবীর ফোন। স্বভাবসূলভ ভাবে কিছু বলতে গিয়ে থমকে গেলাম। আমার সেই বন্ধু এক মাস ধরে বাসায় ফিরছে না। থাকে আরেক মেয়ের সাথে। তারা সম্প্রতি কোলকাতায়ও ঘুরে এসেছে। বিয়ে করেনি, তবে একসাথেই থাকে।
মেয়েটিকে সবাই চিনবেন। সঙ্গত কারণেই নাম বলছি না। বেশ নাককরা একজন। তবে প্রেমে পড়ার মতো সে সংশয় আমার যথেষ্ট পরিমানে আছে।
জীবনে সংসার ভাঙ্গা অনেক দেখেছি। কিন্তু এই ঘটনা আমাকে মোটামুটি স্তব্ধ করে দিয়েছে। আমি কিছুতেই মিলাতে পারছি না।
উপর থেকে যা দেখি তা কি একেবারেই সত্যি হয় না? আমাদের চারপাশের মানুষ, যাদের আপাতদৃষ্টিতে সুখী দেখি, হাসতে দেখি, স্বামীর গল্প করা স্ত্রী বা বউয়ের গল্প বলা স্বামীদের মনের মধ্যে আসলে কি থাকে?
২.
এইবার আমার যন্ত্রণার কথা বলি। বউকে বললাম তাদের কাহিনী। নিজের পায়ে কুড়াল মারলাম বলা যায়। ~x( ছেলেদের নাকি বিশ্বাস নাই। করতে হয় না। সকাল বেলা বেরিয়ে যাই, রাতে ফিরি। কই যাই, কোথায় যাই, কী করি-ইত্যাদি ইত্যাদি।
বউ এখন আমারে দিনে ১০ বার ফোন করে। খোঁজ খবর নেয়। ফোন করে বলেই দেয় কেন ফোন করেছে। কারো সাথে ফোনে কথা বললে দেখি আশপাশে ঘুর ঘুর করে।
কয়দিন এরকম যন্ত্রণা সহ্য করছি। এবার আমিও পাল্টা যন্ত্রনা দেওয়া শুরু করছি। :gulli:
ক. আমার মোবাইলে একটাও মেয়েদের নাম্বার আর রাখি না। নাম্বার ঠিক আছে, নাম পাল্টে দিছি। 😀
খ. কোথাও যাওয়ার আগে (অফিসের কাজে অবশ্যই) নিজেই ফোন করে বলে দেই বাইরে যাচ্ছি। :))
গ. উল্টা ঝাড়িও মারা শুরু করছি। কাল সকালে দেখি সকালে রুটির সাথে পেপে ভাজি। পেপে আমি দেখতেই পারি না। বলে দিলাম যে, এই সব রান্না করলে আমিও কিন্তু সন্ধানে বের হইলাম। পরে দোষ দিতে পারবা না। আগে ঝাড়িতে কাজ হইতো না। আজকাল হয় দেখতাছি। :khekz:
৩.
সব কিছুর মধ্যেই ভাল কিছু থাকে। আমি পোলাও পছন্দ করি। আজকাল মাঝে মধ্যেই পোলাউ রান্না হয়। গরুর মাংস নাকি এই বয়সে খাওয়া ঠিক না। আজকাল তাও মাঝে মধ্যে পাই। গতরাতে ১১টার সময় বাসায় ফিরে পেলাম বাসায় বানানো চটপটি। 🙂
৪. কাল আমার বউয়ের জন্মদিন। খালি ঝাড়ি মারলেই হয় না। সেইটা আমি বুঝি। কি করা যায় ভাবতাছি। ;))
৭৯ টি মন্তব্য : “বড়ই যন্ত্রণায় আছি”
মন্তব্য করুন
১ম
মনে রাখতে হইব এইসব চটপটি খাওয়া টেকনিক। একদিন শিউর কাজে দিব। 😕
ভাবিকে আগাম জন্মদিনের শুভেচ্ছা। :guitar:
ঐ.. :-B
ঐ..
সিওর সাকসেস টেকনিক
প্রথমটুকু মন খারাপ করার মতই। এবং সত্যিই সত্যিই মন খারাপ হইলো। 🙁
বাকিটুকু মন ভাল করে দেবার মত। এবং সত্যিই সত্যিই আবার মন ভালো হইলো। 🙂
একেবারে শেষের প্যারাটা কেক খাওয়ার দাওয়াত পাবার মতই। এখন দেখা যাক কী হয় 😀 😀 😀
সাতেও নাই, পাঁচেও নাই
দেখা যাক কি হয়! 🙂
বস বিশাল টিপস দিলেন তো। :thumbup:
কাজে লাগলে জানাইও
বস! একেবারে মারদাঙ্গা হয়েছে! :gulli: :gulli:
পুরা পাঁচতারা! :thumbup: :thumbup:
ভাবীকে একটা সারপ্রাইজ পার্টি উইথ সারপ্রাইজ গিফট দিলে কেমন হয়? 😀 😀
আর ওই পার্টিতে আমরা থাকলে তো কথাই নাই।
কিছু একটা তো করতেই হইবো। দেখি কি করা যায়
"আমি তোমাকে এবং তোমাকেই ভালবাসি" কথাটা কইতে ভুইলেন না যেন!!!
বলছিলাম তো একবার। সে অন্য কাহিনী। সেইটা নিয়াও দিছিলাম তো একটা পোস্ট
লিঙ্ক দেন 😀
প্রথমে দুঃখ বানায়া পরে সেই দুঃখ সরানোর ক্রেডিট নেয়ার চেষ্টা করায় শওকত ভাইয়ের ব্যঞ্চাই। 😀 😀 😀
কিন্তু ঘটনা তো সইত্য।
১। আপনার বন্ধুর ভিত্রে একটা আছিলা বাশ ডুকায় দেয়া যায় না (মাইরের উপ্রে ঔষুধ নাই বড়দা, মাইন্ড খাইতে পারেন, আপনার বন্ধু যেহেতু, কথায় কয় না, কুত্তার প্যাটে ঘি হজম হয় না)
২, ৩। এইটা ভালো হইছে, অফেন্স ইজ দ্যা বেস্ট ডিফেন্স।
৪। কি তামশা, কাইল্কা তো আমারো জনমদিন, আবার বঙ্গবন্ধুরো জন্মদিন।
বাহ বাহ, নিজের জন্মদিন নিয়া প্রাউড ফিল করতেছি। ক্যাকের একটা টুকরা পার্সেল করিয়েন বস।
অফঃ এক নম্বর কমেন্ট পছন্দ না হইলে মুইছা দিয়েন, মাইন্ড খামু না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
প্রথমটা যে আমরা ভাবি নাই তা না। কিন্তু জোর করে কি আর সম্পর্ক ঠিক করা যায়।
জন্মদিনে শুভেচ্ছা। কেক কুক কৈ?
বস সম্পর্ক ঠিকঠাক করার চিন্তা পড়ে করেন, আগে কইষা মাইর দ্যান।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজকে জন্মদিনে শুভেচ্ছা। অফিসে আছি। কেক-কুক খাইয়া যাইও।
দুঃখ পেলাম প্রথম ঘটনাটা পড়ে।
ভার্সিটিতে থাকতে অনেকের মধ্যে গভীর প্রেম দেখছিলাম, ওদের মধ্যে ব্রেক আপ হলেই আমি খুব অবাক হতাম, বিশ্বাস হতে চাইতো না। আর এটাতো ১৮ বছরের সংসার!
www.tareqnurulhasan.com
আজকাল এসব ঘটনা একটু বেশিই দেখছি।
প্রেম নাই তাই বউও নাই। বউ নাই তাই সংসারও নাই। সংসার নাই তাই ভাঙ্গার টেনশনও নাই। 🙁
আপনার ট্রিটমেন্ট পছন্দ হইছে, বিয়ের ৭ বছর পর আমার কাজে লাগবে 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
অপেক্ষা করো। একদিন তোমারও.......তবে এ জন্য আগে বড় হও। 😀
হম,
কামরুল, আগে বড় হও, আমার থেকেও। :)) :))
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
দেখছনি কান্ডডা, ভাবিরে শুভেচ্ছা জানাইতে ভুইলা গেসিলাম।
শুভ জন্মদিন ভাবি।
মাসুম ভাইরে দিয়া কেক কুক পাঠাইয়া দিবেন আশা করি 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=))
=)) :)) :goragori:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:)) :))
ভাবীকে আগাম শুভেচ্ছা 🙂
প্রথম ঘটনা টা মন খারাপ করে দিল
মানুষ তার স্বপ্নের সমান বড়
ভাবীকে জম্নদিনের আগাম শুভেচ্ছা। পোলাওয়ের দাওয়াতের বিষয়টা মনে থাকল।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আজকাল মাঝে মধ্যেই পোলাউ রান্না হয়
😮 😮 ~x(
শওকত ভাইয়ের মত সিনিয়র মানুষের "আমি পোলাও পছন্দ করি" নির্দোষ কথাটাকে লা এর পর হাইফেন দিয়ে তারপর ও বসায়া চিন্তা কইরা তারপর সেইটার সাথে পিসিসি মিলায়া নাউজুবিল্লাহ টাইপ ইঙ্গিত কল্পনাতে আসার কারণে আমার নিজের ভ্যাঞ্চাই।
অফ টপিক-আমি নিরুদ্দেশ যাই শওকত ভাই মাইর দেওয়ার আগেই...ভাবীকে শুভ জন্মদিন...
আমার বাড়ি বরিশাল, চট্টগ্রাম না মাস্ফু। x-(
চট্টগ্রামের লোক শুনছি খুব খ্রাপ 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হ ইয়ুটিউবে আছে একখান সোনার গা হোটেল কাহিনী 😛 :))
x-( কাহিনী কি? কেউ কি কষ্ট দিয়েছে?
ভাবীকে জম্নদিনের আগাম শুভেচ্ছা 🙂
😮 😮 😮
ভাইজানে কয়ে কি!!! =((
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
x-( একবার কইলাম না এইটা কপিরাইট x-(
মনটা ভালো হইয়াই গেলো। 😀 ভাবীরে আগাম শুভেচ্ছা। দাওয়াত দিবেন না মাসুম ভাই?
দাওয়াত দিলাম।
আমি প্রেমে পড়লেও প্রেম করিনাই(করতে পারিনাই) 🙁
ভাইয়া আপনার বন্ধুকে হেভী মার দিয়েন x-(
ভাবীকে জন্মদীন এর শুভেচ্ছা 🙂
আপনার অফিস কই?/ কালকে গিয়া কেক খাই আসবো B-)
না হলে ২১ তারিখ বেক্সকার মিটিং আছে অইখানে আসলে আপনার কাছ থেকে খাবো 😀
বেক্সকার মিটিং-এ মনে হয় না যেতে পারবো। নিজে নিজে খাইয়া নিও।
শুভ জন্মদিন ভাবি, শওকত ভাই মুখ ফুটে বলতে পারছেননা, তাই জুনিয়র দিয়ে বলাচ্ছেন আর কি, উনি রুটির সাথে বাধা কপি ভাজি খেতে চাচ্ছেন 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আবার বাধাকপি ~x( ~x( :gulli2:
ভারী মুশকিলে পড়লেন দেখতেসি।
ভাবীরে জন্মদিনের টুপি পরাইয়া একটা
বিরাট পার্টি দ্যান।
আর কন যে, এ্যত্তগুলা ছোটভাই wish
করসে উনারে। ইমপ্রেশন ভালো হবে আপনার।
টুপি!! 😕 😮 🙁
শওকত ভাই,
টুপিতে Doubt কেন? :dreamy:
আবার জিগায় x-(
😮 😮
ভাবিকে জন্মদিনের শুভেচ্ছা...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাবিকে জন্মদিনের শুভেচ্ছা (এই মূহুর্তে ১৭ তারিখ) :party: :party: :party:
ভাবীকে জন্মদিনের সান্তনা (যেহেতু বয়স আরো এক বছর বেড়ে গেল :grr: :grr: )
অবশ্য কেক পাইলে সান্তনাকে শুভেচ্ছায় কনভার্ট করার চিন্তা করা যেতে পারে.. :-B
তাই আপাতত মাসুম ভাইকে শুভেচ্ছা..(জন্মদিন মনে রাখতে পারার জন্য ;;; :thumbup: )
এইটা ভাল কইছো। জন্মদিন মনে রাখতে পারছি। একই মাসে দুজনের জন্মদিনতো । তাই মনে থাকে।
দুইটা মিলায়ে একদিন আমাদের খাওয়ায়ে দেন :awesome: কি বলেন সানা ভাই?
আমি ভাবতাছি.............. আর ভাবতাছি! অল্প বয়সে পিরিতি করিয়া ...............। সামনের বছর :duel: ২৫ হইবো। আর কতো??
মাসুম দিলা তো মনডারে ভালো কইরা। তুমার বন্ধুর ভাবটা :just: মনে ধরছে!!
(আমার বউ আবার ব্লগ পড়ে না। তবে ভাইগ্নারা না আবার খবর দেয়! পলাই)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মাসুম, তুমার বউরে শুভেচ্ছা দিও। আর পাশের ভবনে কেক-পেপসি (ট্রান্সকম গ্রুপে চাকরি কইরা কুক খাইতে পারমু না) পাঠাইতে ভুইল্লো না। 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
২৫ বছর উপলক্ষ্যে গ্রান্ড পার্টি হবে না লাবলু ভাই!!? :awesome: :tuski: :guitar:
আমাদের সবার পক্ষ থেকে বার্থডে উইশ...... আর আপনার কাজটা আপনাকেই করতে হবে কিন্তু। 😉
আমি আমার কাজ-কাম নিজেই করি। 😛
ভাবীকে জন্মদিনের উপহার হিসেবে CLASSICAL SOUL - eric johnson মিউজিক টা দিলাম। (ডাউনলোড করে নিয়েন LIMEWARE দিয়া... হাহাশ)
হ্যাপি বার্থডে ভাবী 🙂 🙂 ।
Life is Mad.
ভাবি রে জন্মদিনের শুভেচ্ছা।
প্রথম গল্পের বন্ধুরে মাইর দেন।
মাইর ছাড়া গতি নাইক্কা।আর দোয়া কইরেন যেন আমাদের কারো এই ভীম্রতি না ধরে। 🙂
ভাবীরে শুভ জন্মদিন।ফয়েজ ভাইরেও এই চান্সে দিয়া দিলাম শুভ জন্মদিন। :party: :party:
আর কিছু না পারলে একটা কেকের ছবি দিয়া দেন।দেইখা শান্তি পাই।
কেক খাইয়া পরে কোনো একদিন বিল পাঠাইয়া দিও।
সবাই শওকত ভাইয়ের বন্ধুটারে খারাপ বলতেছে। উনি কি অবস্থায় ছিলেন বা ছিলেন না এইগুলা না জেনে তারে জাজ করাটা মনে হয় ঠিক হইতেছে না।
যাউজ্ঞা, শওকত ভাইয়ের সুখ দেখলে মনে মনে নিজেরেই বলি,
"দেখিস, একদিন আমরাও..."
ভাবীরে জন্মদিনের শুভেচ্ছা দিবেন। 🙂
:thumbup: :thumbup:
ভাইয়া ভাবীর মজার মজার রান্নাবাড়া নিজেই খাচ্ছেন শুধু আমাদের দাওয়াত দিবেন না?
দাওয়াতের অপেক্ষায়। ভাবীকে অনেক অনেক শুভেচ্ছা।
আমি অফিস, বউও অফিস। এইটাই জীবন।
শুভ জন্মদিন মাসুম ভাবী......মাসুম ভাই,ভাবিকে এই কয়টা লাইন উপহার দিতে পারেন.
........পথ!আজ হঠাত একি পাগলামি করলে।দুজন কে দু জায়গা থেকে ছিড়ে এনে য়াজ থেকে এক রাস্তায় চালান করে দিলে।মনের ভিতরটা বলছে ,আমাদের শুরু হলো যুগল চলন,আমাদের চলার সুত্রে গাথব ক্ষণে ক্ষণে কুড়িয়ে পাওয়া উজ্জ্বল নিমেষগুলির মালা।
:)) =)) =)) =))
পথ বেধে দিল বন্ধনহীন গ্রন্থি
আমরা দুজন চলতি হাওয়ার পন্থি
রঙ্গিন নিমেষ ধুলার দুলাল
পরানে ছড়ায় আবীর গুলাল
উরনা উড়ায় বর্ষার মেঘে দিগাংগনার নৃত্য
হঠাত আলোর ঝলাকনি লেগে ঝলমল করে চিত্ত
নাই আমাদের কনক চাপার কুঞ্জ
বনবীতিকায় কীর্ণ বকুল পুঞ্জ
হঠাত কখন সন্ধ্যেবেলায়
নামহারা ফুল গন্ধ এলায়
প্রভাত বেলায় হেলা ভরে করে
অরুণ মেঘেরে তুচ্ছ
উদ্ধত যত শাখার শিকড়ে
রডোডেণড্রন গুচ্ছ
নামটা বলে দিন।নিজের বলে চালাতে গিয়ে ঝাটা খেলে তা আবার এদিকে ফেরত আসতে পারে।
সাব্বির ভাইয়া,শেষের কবিতায় অমিত লাবন্য কে উদ্দেশ্য করে এই কথাগুলো বলে............
ধন্যবাদ সাইফ ভাই।
অনেক ধন্যবাদ সাইফ। ভাল লাগছে তোমার কথাগুলো। এক সময় এই কবিতাটা অনেক পড়তাম। আবারো পড়লাম অনেকদিন পর।
ভাবীকে উইশ করবেন আমার পক্ষ থেকে।
আসলে নাম দেয়াটা একটা ভালো অভ্যাস।আমি আপনার সব পোস্ট পরেছি তাই জানি আপনি জানেন।আমি অনেক ভালো জিনিস রেফারেন্স এর অভাবে পরে আর খুজে পাইনি।তাই আর কী 😀
আমার বন্ধু আর তার নতুন বান্ধবীর নাম?
নাম সাব্বির মানে ধৈর্য(এক্কেরে প্রতিমূর্তি 😀 )
আর নতুন.........। :((
(কপালের ছবি তুলে পাঠালে প্রশ্ন করার অপরাধে অনুতপ্ত হয়ে তিনটা কোক পার্সেল করবেন তাই পাঠালাম না)
অফটপিকঃ পরিচিত হয়ে খুশি হলাম।
কথাটা আমার মেয়েমহলে বলা উচিত ছিল। কিন্তু কি আর করা? ভাবীর মতোই সবার অবস্তা। বিয়ের প্রথম প্রথম ছেলেরা তেল দেয়। তারপর মেয়েদেরই তেল দিয়ে যেতে হয়। এখন আমি আমার দুই বাচ্চার সাথে বরকেও আরেক বাচ্চা হিসেবে কাউন্ট করি। এতে সমস্যা অনেক কমে আসে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi