সংবাদে ছিলাম দীর্ঘ সময়, ৬ বছর। আমার প্রথম চাকরি। আহমদুল কবির তখন সম্পাদক, আর তার ছেলে মিশু ভাই (আলতামাস কবির) নির্বাহী পরিচালক। জীবনে অনেক বস দেখেছি, তবে আহমদুল কবির একদিক থেকে ব্যতিক্রম। তিনি তর্ক পছন্দ করতেন। যে রিপোর্টার তার সঙ্গে তর্ক করতো, তাকে তিনি বেশি পছন্দ করতেন। জনকণ্ঠের তোয়াব ভাই তো পাল্টা কিছু বললেই বলেন, আমার সঙ্গে তর্ক করবে না। আর আহমদুল কবির সাহেব ভাবতেন, ছেলেটা জানে এবং জানে বলেই তর্ক করে।
সাপ্তাহিক বৈঠকগুলোতে তিনি নিয়মিত থাকতেন না। যে দিন থাকতেন সেদিন জানা যেতো তার পুরোনো অনেক কথা। সেদিন নিউজ নিয়ে কথা হতো কম, গল্প হতো বেশি। ভরাট গলা ছিল তাঁর।
এক সাপ্তাহিক মিটিং-এ আমাদের বললেন, -কিভাবে দীর্ঘজীবি হওয়া জানো তো? তিনটি জিনিষ ফলো করবে, তাহলে জীবনে অনেক দিন বাঁচবে।
আমরা একটু উৎসুক, তড়রকা জানতে। জানতে চাইলাম কি সেই জিনিষ।
ভরাট গলায় তিনি বললেন-সেক্স, সালাদ অ্যান্ড ওয়াইন।
-এই তিনটি জিনিষ অনুরসণ করবে, দেখবে অনেক দিন বাঁচবে, আমিও এসব ফলো করি।
সত্যি দীর্ঘদিন বেঁচে ছিলেন আহমেদুল কবির সাহেব। যতদিন বেঁচে ছিলেন, চমৎকার স্বাস্থ্য ছিল।
আমরা যারা ফাজিল ছিলাম তারা বলতাম, ম্যাসিভ সেক্স, হিউজ ওয়াইন অ্যাণ্ড লটস অব সালাদ। 🙂
১ম
এই জন্যি আমার স্বাস্থ্য হইতাছে না :))
রবিন ভাই মুনে অয় আনম্যাসিভ,আনহিউজ অ্যাণ্ড কম সালাদ খান!!! :khekz: :khekz:
x-( x-(
ক্যাডিট কলেজ জীবনে আমি ভয়াবহ শুকনা ছিলাম। কেন এতো শুকনা জানতে একবার চেকআপের জন্য বরিশাল মেডিকেলেও নিয়া গেছিল। তহন বুঝি নাই, কারণটা এখন বুঝতাছি।
:khekz: :khekz: :khekz:
শওকত ভাই মাশাল্লাহ আপনার প্রোফাইল ফটোতে এখন আর আপনারে শুকনা লাগে না। বুঝা যায় আপনি শীতকাল গরমকাল শরতকাল বর্ষাকাল সব সময়ই লটস অফ সালাদ খাচ্ছেন!!
এইগুলা ছাড়াও আমার স্বাস্হ্য মাশাল্লাহ !! এইগুলা মনে হয় স্বাস্হ্য ঠিক রাখতে সাহায্য করে, বাড়াইতে না।
তুমি তো দেখি আগাচৌ হইয়া উঠতাছো, মৃত ব্যক্তিদের সাক্ষী বানানো?
সিসিবিতে অ্যাডাল্ট পোস্টের জইন্য মাসুমের ভ্যাঞ্চাই 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বক্তা মৃত হইতে পারে। কিন্তু সাক্ষী আছে প্রচুর। কাহুরে জিগান। আর আপনিওতো সংবাদে ছিলেন। এই কথা কখনো শোনেন নাই।?
আর এই টা এডাল্ট পুস্ট হইলো কেমনে? এই টা তো স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত শিক্ষনীয় পুস্ট। 😀
এই পুষ্টের শেষ লাইন টা কি আমরা মানে ছোটরা পড়তে পারি 🙁
মানুষ তার স্বপ্নের সমান বড়
মাসুম ভাই, আপ্নেও দীর্ঘজীবী হোন!! 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
সম্ভাবনা আছে প্রচুর। 😀 দোয়া কইরো 😀 সরবরাহ যাতে ঠিক থাকে।
আমিও বরিশাল মেডিক্যাল এ যাইতে চাইনা। তার আগেই স্বাস্থ্যবান হইতে চাই। দোয়া রাইখেন 😀
সাতেও নাই, পাঁচেও নাই
তাইলে মাসুম ভাইয়ের দেওয়া গুলা প্র্যাক্টিকাল করা শুরু কর :-B শুরুতে প্রথম টা বেশি বেশি 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
😮 😮 😮
সালাদের কথা কইছি। শীত কাল চইলা যাইতাছে না!! 😀 (ইউ ডার্টি মাইন্ড x-( )
হইছে আর কাভারেজ দেওন লাগবোনা...
অফ টপিক-আমিও সালাদ খাপো :((
আমিও দীর্ঘজীবী হপো :(( :(( :((
দোয়া রাইখেন... 😀
মোটা হবার সহজ তিন উপায় B-)
মানুষ তার স্বপ্নের সমান বড়
পরের দুইটা উপাদানের সরবরাহ ঠিক আছে আমার , কোন ঘাটতি নাই। 😉 প্রথমটা ব্যাবস্থা করতে হবে। 😉
আপনাদের দোয়া প্রার্থী। স্বাস্থ্য ঠিক কইরা দেখা করুম। জয় বাংলা। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ইয়ে মানে, আমার জন্যেও ব্যবস্থা করঞ্জায়না? :shy:
তোর তো জানামতে সব সাপ্লাই ঠিক আছে :-B
লাস্টটা বাদ, আমি ওইসব খাই না B-)
পচা জিনিস।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
প্রথম এবং তৃতীয়টি বাদ...টক! 😛
আর সালাদ বিস্বাদ, ঐটাও বাদ... :thumbdown:
আমি এমনিতেই স্বাস্থ্যবান... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঐ.. :-B
আমরা জারা ছোট আছি তারাও কী খেতে পারবে 😕
খাপো খাপো দুনিয়া খাপো :awesome: :awesome: :tuski: :tuski:
শিক্ষনিয় পোস্ট ......।
হুম। কোনটাই নাই। তাই আমার এই অবস্থা। আমার জন্য দোয়া করবেন যাতে আমি দাওয়ার ব্যবস্থা করতে পারি। 🙂 🙂 🙂
অত্যন্ত শিক্ষনীয় পোস্ট। :thumbup: :thumbup:
২য়টা বাদে কিছুই খাওয়া হইল না! :(( :((
২য় টা তো হিউজ ওয়াইন ।তুই হিউজ ওয়াইন কবে থেকে খাস?
ধুর! ৩য়টা হইব! :bash: :bash: :bash:
থাক, বাদ দে। সাচ কথা মাঝে মাঝে বের হয়ে যায় আর কি
ইস্! তোর কথা যদি সত্য হইত! :dreamy:
আমারে দেখ আমি কিছুই খাই না
এই জন্যেই তো যখনই ফোন করি কস শরীর খারাপ।
তাড়াতাড়ি নিয়ম ফলো করা শুরু কইরা দে...। ১ নাম্বার থেইকা শুরু কর। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ঠিক আছে। কিন্তু এক্সেসরিস কি তুই দিবি? =)) =))
বেশি করে আলু খান
ভাতের উপর চাপ কমান
সংসারে প্রবল বৈরাগ্য!
বিয়াপোক শিক্ষামূলক পুষ্ট। 😛 :duel: :gulli2:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ইয়ে মানে , "সালাদ" বলে চিৎকার করার জোক্স্টা মুনে পৈরা গেল।
আঁইও দীর্ঘজীবী হইথাম ছাই। আঁর লাই আন্নেরা কদ্দুর ব্যবস্তা করিয়েন, বুইজ্জেন্নি।