যদি ভুল না করে থাকি এইটা হবে বিসিসি’র ৩০০ তম পোস্ট !!!!!! :awesome:
এই জন্য প্রথমে একটা থ্রী চিয়ার্স দিয়ে নেই…… :thumbup:
থ্রী চিয়ার্স ফর সিসিবি ….
হিপ হিপ হুররে , হিপ হিপ হুররে !!!!! :tuski:
এরপর একটু কলেজের জন্য 😛
থ্রী চিয়ার্স ফর বিসিসি ….
হিপ হিপ হুররে , হিপ হিপ হুররে !!!!! :tuski:
বেশীদিন হয় নি এইখানে আমার উপস্থিতির, কিন্তু এই ক’দিনে এটাকে আমি এতটাই ভালবেসে ফেলেছি যা কখনোই প্রকাশ করতে পারব না। এটা আমার ঘর বাড়ি হয়ে দাঁড়িয়েছে….. :boss:
রাত ২ টা বা ৩ টায় ঘুমুতে যাবার সময় একটা ঢু না মেরে গেলে মনে হয় কি জানি মিস হয়ে গেল 😕
সকালে পিটিতে যাবার জন্য রেডি হতে হতে একবার চোখ বুলাই কেউ নতুন কিছু দিল নাতো :-/
পিটি থেকে আসার পর গোসলের আগে কিছুক্ষন গোগ্রাসে গিলি লেখা গুলো 😀
আর তারপর অফিসে বসে খালি ফাঁক ফোকর খুজি কখন টি বারে গিয়ে একটা ঢু মেরে আসা যাবে সিসিবি’তে 😛
অফিস শেষ তো রুমে গিয়ে আবার ঝাঁপিয়ে পড়ি পিসি’র সামনে….. 😉
সন্ধ্যাবেলায় যখন পোলাপাইন মাঝেমাঝে একটু শহরে মাস্তি মারতে যায় তখন মনে হয় এর চেয়ে তো সিসিবিতেই বেশ সময় কেটে যায় :guitar:
রাতে খালি ভাবি কখন সিও যাবে আর রুমে এসে পিসি’র সামনে পরব :grr:
ছুটির দিন গুলোতে পিসি পুরোটাইম অন থাকে আর ব্রাউজারের একটা পেজ কখনওই বন্ধ হয় না, সিসিবি :ahem:
যদি হঠাৎ করে কয়েকদিনের জন্য নেট বিচ্যুত হয়ে যাই পেটের ভাত হজম হতে চায় না :no:
খালি ভাবি :dreamy: কি না জানি মিস করতেসি ~x(
বাহ, দিন ভালই কাটছে আমার :awesome:
সিসিবি’র সাথে, এখানকার সব দেখা বা না দেখা অতি আপনজনদের সাথে :salute:
তাই হঠাৎ করে আজ কেন জানি খুব আবেগপ্রবন হয়ে পরতে ইচ্ছা করছে 😕
সিসিবি আই লাভ ইউ :-*
ধুর……আবার প্রসংগ থেকে সরে আসলাম :bash:
যাই হোক বিসিসি’র ৩ শতাধিক পোস্টের সামনে ও পিছনে যারা নিরলস সাধনা ও শ্রম দিয়েছেন তাদের সবাইকে জানাই সাধুবাদ :clap:
অভিনন্দন :hug:
আর যারা এই ব্লগের পিছনে আমার মতই 😛 টাইম দিতেছেন তাদের কে অন্তরের অন্তস্থল থেকে :hatsoff:
থ্রী চিয়ার্স ফর সিসিবি ….
হিপ হিপ হুররে , হিপ হিপ হুররে !!!!! :tuski:
থ্রী চিয়ার্স ফর বিসিসি ….
হিপ হিপ হুররে , হিপ হিপ হুররে !!!!! :tuski:
:clap: :clap: :clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
৩০০তম পোস্টে ১ম :awesome: :awesome: :awesome:
:(( :(( ১ মিনিটের জন্য হাইরা গেলাম........
ইসসস, আগে বলবি না, তাহলে তো ওয়াক ওভার দিতাম, ইদানিং ১ম হইতে হইতে বোর হয়ে যাচ্ছি। 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
পুরা আমার রুটিন... এখন অবশ্য কাম্পে থাকায় ১৮-২০ ঘন্টা থাকা হয় 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:bash: ক্যাম্পে থাকলেই তো নেটবিহীন থাকি :bash:
সকল ক্যাম্পরে মাইনাচ :thumbdown:
EDGE হ্যায় না 🙂
ক্যাম্পকে প্লাস :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তোদের জন্য :clap:
চিন্তা করিস না আমরাও আসতাছি 😀 বন্য আর হাস্না এই দুইটা পোলা থাকলে আর কত কত ব্লগ বাড়ত আমাদের 🙁 রহমান ভাই হিলে 🙁 তারেক ভাই খুব কম লেখে কেন আল্লায় জানে 🙁 আলম ভাইরেও দেখা যায় না আজকাল 🙁 এহে, এইভাবে লিখলে তো দেখা যাইতেছে কুমিল্লা পুরাটাই ডজার পার্টি 😕 আমিও অবশ্য আছি 😉
তবে কুমিল্লার প্রপার পার্টির মাঝে পিরা ভাই, তানভীর ভাই, মুয়ীদ ভাই, মইনুল ভাই আর নতুন শাহারীয়ার ছেলেটা আছে :thumbup: তাই একটু রক্ষা :awesome:
মানুষ তার স্বপ্নের সমান বড়
B-) হে হে হে B-)
আয় আয় একলগে পার্টি দিমু নে :party:
কেক আর কুক থাকপে তো 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
কেক কুক কলা কাঠাল করল্লা অনেএএএএএএএক কিছু থাকবে :grr:
আমি কেক আর কুক খাপো :((
ঠিক কইছোস। ইনশাল্লাহ আম্রাও একদিন ৩০০ করবো।
সহমত :thumbup:
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমি রুবাবা খাপো :((
😮 😮
ওম্মা, মাস্ফু, এইটা কি ধরনের খাবার?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এইটা গ্রামীণ খাবার 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
হজম করতে পারবিনা মাস্ফু ।
:shy: :shy: একবার দিয়াই দেখেন না-এক্কেবারে আঁটি শুদ্দা হজম কইরা ফেলুম :shy:
রুবাবার আটি আছে নাকিরে 😮 😮 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সাম্প্রদায়িক পোস্ট লিখার অপরাধে তোমার আইডি তো আইডি, আইপি শুদ্ধা ব্যান করা হোক x-( x-( x-(
(কানে কানে: ট্রিপল সেঞ্চুরীর অভিনন্দন 🙂 )
সহমত :thumbup: :thumbup:
ঐ
ঐ 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
B-)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বিশশশাল ঐ :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ঐ...(বিশাল ঐ এর ইমো চাই) 😀
ঐ
আবার নভিসেস প্যারেড কইরা আইতে হইছে এইডার লাইগা
সংসারে প্রবল বৈরাগ্য!
:clap:
আসলেই আমি আমার ভ্যাঞ্চাই :thumbdown:
কানে কানেঃ থ্যাঙ্কস গো'স টু অল বিসিসিয়ান'স :thumbup:
এহ হে আবার সাম্প্রদায়িক হইয়া গেল :bash:
দোস্ত,
তোদের অভিনন্দন...
আমার কলেজের লোকজন লেখে না 🙁
তোর সাথে সে-ই আরাফাত দের বাসায় দেখা হইছিলো... আবার কবে হবে রে ?
কি জানি উপরওয়ালা কই লেইখ্যা রাখছে 😕
অভিনন্দন......... :awesome: :tuski: :awesome: :tuski: :awesome: :tuski: :awesome: :tuski:
:hug:
অভিনন্দন বিসিসি। :party: :party:
কিন্তু বিসিসির অগ্রপথিক আমাদের টুশকি ভাই কই? উনাকে খুব মিস্ করতেছি! 🙁
ইনশাল্লাহ একদিন আমরাও...... 😀
সায়েদ ভাই এখন আমার ঘরের ধারে :awesome:
আমারে নেক্সট বৃহস্পতিবার বিহারীগো চাপ খাওয়াইবো কইছে 😀
কস্কি মমিন!রংপুরেও বিহারীগো চাপ পাওয়া যায় নাকি?আমি তো আমার ইয়ে আর তার ছোট বোনরে নিয়া মাঝে মাঝে মোহাম্মদপুরে যাই মোস্তাকিমের চাপ খাইতে :shy: :shy:
সৈয়দপুরে.......আহহহহহ.....জিব্বা দিয়া পানি বাইর হইয়া আসতেছে 😛 😛
x-( x-( x-( চাপের কথা শুইনা ?তাইলে ঠিক আছে আর তা না হইলে কেয়ামত পর্যন্ত ফ্রন্ট্রোল ক্যারি অন x-( x-(
ইয়ে মানে, সেকি সিন্গেল????
x-( x-( হ্যা,কিন্তু সেইটা দিয়া তুই কি করবি রে গোবর গণেশ? x-(
বস, পিডান হালারে x-( আর নাইলে আমারে কন, কইরা দিতেছি কামডা 😡
আর ইয়ে মানে 😛 তেনারে আমার কতা কইছিলেন ???? O:-)
:awesome:
ঐ মরতুজা, এমনে নাইচো না, পায়জামার গিট্টু খুইলা যাইব।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:khekz: :khekz:
:frontroll: :frontroll:
:khekz: :khekz: :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :gulti:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:pira:
মানুষ তার স্বপ্নের সমান বড়
=)) =)) :)) :)) :)) =)) =))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
;)) ;))
দেলোয়ার মিয়া'র মত 😛
:frontroll: :frontroll:
৩০০ এর অভিনন্দন :party:
একদিন ইনশাআল্লাহ আমরাও... :-B
ঐ..(বেশি দেরি নাই 😀 )