হিপ হিপ হুররে !!!!!

যদি ভুল না করে থাকি এইটা হবে বিসিসি’র ৩০০ তম পোস্ট !!!!!! :awesome:
এই জন্য প্রথমে একটা থ্রী চিয়ার্স দিয়ে নেই…… :thumbup:
থ্রী চিয়ার্স ফর সিসিবি ….
হিপ হিপ হুররে , হিপ হিপ হুররে !!!!! :tuski:
এরপর একটু কলেজের জন্য 😛
থ্রী চিয়ার্স ফর বিসিসি ….
হিপ হিপ হুররে , হিপ হিপ হুররে !!!!! :tuski:
বেশীদিন হয় নি এইখানে আমার উপস্থিতির, কিন্তু এই ক’দিনে এটাকে আমি এতটাই ভালবেসে ফেলেছি যা কখনোই প্রকাশ করতে পারব না। এটা আমার ঘর বাড়ি হয়ে দাঁড়িয়েছে….. :boss:
রাত ২ টা বা ৩ টায় ঘুমুতে যাবার সময় একটা ঢু না মেরে গেলে মনে হয় কি জানি মিস হয়ে গেল 😕
সকালে পিটিতে যাবার জন্য রেডি হতে হতে একবার চোখ বুলাই কেউ নতুন কিছু দিল নাতো :-/
পিটি থেকে আসার পর গোসলের আগে কিছুক্ষন গোগ্রাসে গিলি লেখা গুলো 😀
আর তারপর অফিসে বসে খালি ফাঁক ফোকর খুজি কখন টি বারে গিয়ে একটা ঢু মেরে আসা যাবে সিসিবি’তে 😛
অফিস শেষ তো রুমে গিয়ে আবার ঝাঁপিয়ে পড়ি পিসি’র সামনে….. 😉
সন্ধ্যাবেলায় যখন পোলাপাইন মাঝেমাঝে একটু শহরে মাস্তি মারতে যায় তখন মনে হয় এর চেয়ে তো সিসিবিতেই বেশ সময় কেটে যায় :guitar:
রাতে খালি ভাবি কখন সিও যাবে আর রুমে এসে পিসি’র সামনে পরব :grr:
ছুটির দিন গুলোতে পিসি পুরোটাইম অন থাকে আর ব্রাউজারের একটা পেজ কখনওই বন্ধ হয় না, সিসিবি :ahem:
যদি হঠাৎ করে কয়েকদিনের জন্য নেট বিচ্যুত হয়ে যাই পেটের ভাত হজম হতে চায় না :no:
খালি ভাবি :dreamy: কি না জানি মিস করতেসি ~x(
বাহ, দিন ভালই কাটছে আমার :awesome:
সিসিবি’র সাথে, এখানকার সব দেখা বা না দেখা অতি আপনজনদের সাথে :salute:
তাই হঠাৎ করে আজ কেন জানি খুব আবেগপ্রবন হয়ে পরতে ইচ্ছা করছে 😕
সিসিবি আই লাভ ইউ :-*
ধুর……আবার প্রসংগ থেকে সরে আসলাম :bash:
যাই হোক বিসিসি’র ৩ শতাধিক পোস্টের সামনে ও পিছনে যারা নিরলস সাধনা ও শ্রম দিয়েছেন তাদের সবাইকে জানাই সাধুবাদ :clap:
অভিনন্দন :hug:
আর যারা এই ব্লগের পিছনে আমার মতই 😛 টাইম দিতেছেন তাদের কে অন্তরের অন্তস্থল থেকে :hatsoff:

থ্রী চিয়ার্স ফর সিসিবি ….
হিপ হিপ হুররে , হিপ হিপ হুররে !!!!! :tuski:

থ্রী চিয়ার্স ফর বিসিসি ….
হিপ হিপ হুররে , হিপ হিপ হুররে !!!!! :tuski:

২,৪১৫ বার দেখা হয়েছে

৫২ টি মন্তব্য : “হিপ হিপ হুররে !!!!!”

  1. আহসান আকাশ (৯৬-০২)
    থ্রী চিয়ার্স ফর সিসিবি ….
    হিপ হিপ হুররে , হিপ হিপ হুররে !!!!! :tuski:

    থ্রী চিয়ার্স ফর বিসিসি ….
    হিপ হিপ হুররে , হিপ হিপ হুররে !!!!! :tuski:

    পুরা আমার রুটিন... এখন অবশ্য কাম্পে থাকায় ১৮-২০ ঘন্টা থাকা হয় 😀


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. রাশেদ (৯৯-০৫)

    তোদের জন্য :clap:
    চিন্তা করিস না আমরাও আসতাছি 😀 বন্য আর হাস্না এই দুইটা পোলা থাকলে আর কত কত ব্লগ বাড়ত আমাদের 🙁 রহমান ভাই হিলে 🙁 তারেক ভাই খুব কম লেখে কেন আল্লায় জানে 🙁 আলম ভাইরেও দেখা যায় না আজকাল 🙁 এহে, এইভাবে লিখলে তো দেখা যাইতেছে কুমিল্লা পুরাটাই ডজার পার্টি 😕 আমিও অবশ্য আছি 😉
    তবে কুমিল্লার প্রপার পার্টির মাঝে পিরা ভাই, তানভীর ভাই, মুয়ীদ ভাই, মইনুল ভাই আর নতুন শাহারীয়ার ছেলেটা আছে :thumbup: তাই একটু রক্ষা :awesome:


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।