আমি স্বাধীনতা বলছি
আমি রাজ্য হারনো এক রিক্ত রাজা
আমি আজ টোকাই এর গায়ের শতছিন্ন জামার মত মলিন
আমার সূর্য সৈনিকের দল
আমার দামাল ছেলেরা আজ আমারই মত
তজিম আলী
আজ ঘরের বারান্দায় বসে তার পাওয়া না পাওয়ার হিসাব করে
ছানি পড়া চোখে চেনা জগতটা ছায়া ছায়া অচেনা লাগে
রমিজ শেখ
যার মেশিনগান চলত অবিরাম
আজ তার সেই অনামিকায়
ভ্যান গাড়ির বেল বাজে
হতাশ চোখে তার হাজারো অভিযোগ
তবে কোন চাওয়া নেই কারন
পাবার আশায় কিছুতে করিনি
তবে শুধু কষ্ট হয়
নাম না জানা সহযোদ্ধার কথা মনে করে
হাত ধরে বলেছিল দেখিছ
আবার বর্গীরা যেন না আসে
ওর কথা রাখতে পারিনি
তোরাক উদ্দিন
চাদ তারা পতাকার একনিষ্ঠ সেবক
আজ তার মার্সিডিস গাড়িতে
পতপত করে উড়ে লাল সবুজের পতাকা
আচ্ছা আপনাদের কি সেই ছেলেটার কথা মনে আছে
বাংলাদেশ নিয়ে পাকিস্তানী কুত্তাদের হেয় কথার জবাব দেয়ায়
যাকে জীবন দিতে হয়েছিল বিদেশ বিভূয়ে
জানেন এই কথা কেন বললাম
অনেকে বলেন পুরোন কথা ভুলে যেতে
তাদের মুখে আমি থতু দিই
মনে আছে সেই তরুণীর কথা
প্লাকাডে যে লিখেছিল”আফ্রিদি মেরি মি”
সে কি জানে তারই মত বহু তরুণীর
বুক খুবলে খেয়েছিল পাকিস্তানী হায়েনারা
আমার খুব ইচ্ছা করে বিশ্বাস করতে
সে জানেনা
আমি পাকিস্তানকে ঘৃণা করি
ঘৃণা করি তাদের যারা ভালবাসে পাকিস্তানকে
আমাকে এর জন্য শুনতে হয়েছে বাকা কথা
খেলার মধ্যে নাকি রাজনীতি আনতে নেই
তাহলে
ঢাকার রাজপথে পড়ে থাকা হাজারো লাশের
কি দোষ ছিল
মৃত মায়ের বুব আকড়ে ধরা শিশুটির কি দোষ
সে কি রাজনীতি করত
আমার সোনার বাংলায় আজ শুকুনের থাবা
আজও রাজপথ রঞ্জিত হয় আমারই রক্তে
আবার আমার নুরলদিনের মত চিৎকার করে বলতে ইচ্ছা করে
জাগো বাহে কোনঠে সবাই
দিহান তো এখন নাই!! ইটটা আগে তো রাখি!! 😕
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😛
আইইউটি গেটে যখন পাকিস্তানীগুলা তাদের বাঙালি গার্লফ্রেন্ড নিয়ে এসে পাট মারে তখন আমার ওই মেয়েগুলার মুখে থু দিতে ইচ্ছা হয়।
সম্প্রতি এক পাকিস্তানীর ফেসবুকে আমার এক ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ডের ছবি দেখে জিজ্ঞাসা করায় বলেছিল, ও মেরে গার্লফ্রেন্ড উত্তরা মে রেহতি হ্যা...
আমার দ্বিতীয় বার আর কিছু জিজ্ঞাসা করার রুচি হয় নি।
ফাকিস্তান ফাকিস্তানই। প্রতিটি ক্ষেত্রে আমি ঘৃণা করি ফাকিস্তানকে।
ফাক ফাকিস্তান আনলিমিটেড টাইম বাই এনি মিন্স। :gulli2: :gulli2: :gulli:
:thumbup: :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অসাধারণ... আসলেই আজ আমাদের জাগা দরকার।
ভালো লাগলো।
তবে কয়েকটি বানানে হোঁচট খেলাম,
যেমন, থুথু (থুতু হবে); রাঝনীতি (রাজনীতি হবে)।
আরেকটি ব্যপারে একটু দ্বিমতঃ বাংলাদেশী কারো বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড পাকিস্তানি হলে কি
প্রবলেম। এগুলো তো ঠিক চাপিয়ে দেবার ব্যাপর না। তাছাড়া বাংলাদেশী কাউকে পছন্দ করলেই যে মূল্যবোধ দেশপ্রেম উথলে উঠবে, তাও তো না।
আমি কিন্তু এই ধরনের কিছু বলি নি ভাইয়া।
আপনার কথায় যুক্তি আছে ভাইয়া, কিন্তু তার পরেও কেন যেন খুব ঘেন্না হয়।
তুহিন,
আমি আসলে সাদিক কেই বলেছিলাম।
সেটা ব্যপার না। আমি নিজেও তো খুব সহজ হতে পারিনা এসব ক্ষেত্রে।
আমার ব্যাচে পাকিস্তানের ছেলেমেয়েরা ছিলো।
নির্বিচারে ঘৃণা করতে পারিনি কাউকে, কোন যুক্তি
খুঁজে পাইনি জানো। অনেক বেশী ঘৃণা করি
শিবিরের পোলাপাইনকে, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেনা,
যারা অন্ধের মতো পাকিস্তানী ক্রিকেট টীমকে সাপোর্ট করে
শুধু 'পাকিস্তান' নামটির জন্য।
ইতিহাসচেতনা নানাভাবে আমাদের উজ্জীবিত অনুপ্রাণিত করুক,
কিন্ত অকাতরে ঘৃণা করতে না শেখাক, এটুকুই আমার বলার।
নূপুর ভাইকে :boss:
ভালো হয়েছে। 🙂
একটু কি বড় হয়ে গেলোনা? 😕
তোমার কাব্যপ্রতিভা দারুন । :clap:
কবিতা ভাল লেগেছে ।