তখন খুব সম্ভবত ক্লাস টুয়েলভ এ পড়ি। আমাদের হাউস-বেয়ারা সুলতান ভাই দুপুরে ডিউটিতে ছিলেন। আফটারনুন প্রেপ্রের সময় তিনি আমাদেরকে ঘুম থেকে উঠানোর ব্যর্থ চেষ্টা করছেন। আর বলছেন যে ” বাঁশি পড়ছে, বাঁশি”। সেটা শুনে আমাদের তানভীর বলে উঠল- “বাঁশি পড়ছে তো নিচ থেকে উঠায় নিয়ে আসেন। আমাদের ডাকেন কেন?” ।
এর পরদিন একই ঘটনা। কিন্তু এবার সুলতান ভাই সতর্ক। এবার বলছেন- ” বাশি দিছে বাশি”। আমাদের তানভীরও চলে পাতায় পাতায় । তখন তানভীর বলতেসে, ” আমার জন্য একটা নিয়া আসেন সুলতান ভাই !!” 😕
:)) :)) :))
=))
সাতেও নাই, পাঁচেও নাই
মামু তুমি তো আমার ব্যাচের......কড়া হইছে লিখাটা......সিসিবি তে স্বাগতম!!
:)) =)) =D>
হা হা হা হা হা হা হা.........
জিনিয়াস......।।
সাব্বির আমার কী-বোর্ড কিনার টাকা দিবা।
চা খাইতে খাইতে পড়তেছিলাম লেখাটা। হাসতে গিয়া চায়ের কাপ থেইকা চা পরছে কী-বোর্ডে। এখন কী-বোর্ড কাজ করেনা। মাউজ দিয়া লিখতেছি।
:> thank u all,
thank u all :>
kamrul vaia, apnartao onek joss hoy, apnar lekha porle mone ekhono cadet college asi
:>
:> lojja pai
ami apnader moto sobi die comment likhte parsi na, onek try koresi, but parsina, ektu help chai
>:) >:) >:)
এই সুলতান লোকটা কলেজ লাইফে আমাদেরকে প্রচুর পেইন দিছে।
ভাগ্য ভাল বেটা আমাদের হাউসের হাউস বেয়ারা ছিলনা।
কি যে কস তূই সুলতান ভাই ছিল আমার ২৯ খেলার partner আর K2 বিড়ী সাপ্লাইয়ার...
:)) =))
এইটুকুন মাত্র লেখা...কিন্তু হাসতে হাসতে অবস্থা খারাপ হয়া গেলো!!! =))