শীতের আমেজে………..

এই হাড়কাঁপানো শীতের বিকেলে
গোসলটা দুই ডুবে সেরে
চাচার চায়ের দোকানের আড্ডা
উফ! কল্পনায় হিমালয়ের পাদদেশে
বসে চায়ের ভাড়ের উষ্ণতা খুঁজে পাই।

ঘরসংসার ছেড়ে যাওয়া ‘ভ্যাগাবন্ড’ সবার
কাহিনী পড়ে বড্ড হিংসা হয়
কী এমন হতো ক্ষতি
ছেড়েছুঁড়ে সব, চলে যেতাম নিরুদ্দেশ
এই আমি কোনদিন যেদিকে দু’চোখ যায়।

মৌজমাস্তির এই সংসারে বাপের টাকায় ভন্ডামি
করে করেই যদি পার হয়
জীবনের অর্ধেক…..সব জটিল হিসাব করেই
তারচেয়ে বেড়িয়ে পৃথিবীর পথে হররোজ
যদি খুঁজতাম পরশ পাথর ঐ ক্ষ্যাপার মতন……

জীবনের বৈচিত্র্য আর মজার সবতো বুঝি সেখানেই……

১,০৪৪ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “শীতের আমেজে………..”

মওন্তব্য করুন : রশিদ (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।