সবসময়ই বুঝি আমার মতো দুই-চারটা থাকে যারা কোন খেলাই পারেনা……….(কিন্তু খেলা দেখে)…….
সেভেন-এইটে তো হাঁকাও ভলিবল মাঠে গিয়ে লোক সংখ্যা বৃদ্ধি করতাম………নাইন থেকে পালানোর শুরু……..মাঝে মাঝে পালিয়ে হাউসে লুকিয়ে থাকতাম, মাঝে মাঝে ধরা খেতাম স্টাফদের কাছে…….. :frontroll:
একদিন আমি আর বাশাদ (আমার ৪বছরের রুমমেট) ধরা খাওয়ার পর (স্টাফের নাম ভুলে গেছি) স্টাফ বিরক্ত হয়ে পানিশমেন্ট না দিয়েই ফুটবল খেলতে নামায়ে দিল……. 😡 ভালো, আমি আমার পছন্দের জায়গা লেফট ব্যাকে দাঁড়ালাম……. ~x( ঐসময়ে কলেজের অন্যতম সেরা স্ট্রাইকার জাহাঙ্গীর হাউসের (নাম ভুলে গেছি আবারও) ১৭তম ইনটেকের ভাইয়া তেড়েফুঁড়ে বল নিয়া আসতেছেন দেখলাম……..তো আমিও পজিশন নিয়ে ফেললাম যে কোন এ্যাঙ্গেলে ল্যাংটা মারলে তাকে ঠেকানো যাবে…….. :gulli: .সবই ঠিক ছিল, শুধু গতিটা ছাড়া, ভাইয়া বল নিয়ে আগায়ে তো গেলেনই, উল্টা আমি চিত-পটাং……… :boss:
শয়তান বাশাদটা এইরকম কিছু একটার ধান্দাতেই বোধ হয় ছিল……… :dreamy: ও দৌড়ে এসে মোটামোটি সিন-ক্রিয়েট করার চেষ্টা করলো, আর আমাকে সবাই মিলে ধরে উঠানোর পর যখন খেলা নতুন করে শুরু হবে , তখন বাশাদ আমাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে বলে স্টাফকে বুঝালো, আর ডাইনিং পর্যন্ত এসেই ওর ইউনিক স্টাইলে বললো……..”কিরে..(আমার টিজ-নাম), যাবি কি হাউসে নাকি হাসপাতালে???”…….. :khekz:
তো কি আর করা, চরম ইনজুরড এই আমি ন্যূনতম চিকিতসাসেবা থেকেও বঞ্চিত হয়ে খোঁড়াতে খোঁড়াতে হাউসেই ফিরে গেলাম……… :party:
১ম 😀
কি বুঝাইলিশাসিটা দিয়া??? 😀
রংপুরের পোলাপাইন তো জানি বালির ট্র্যাকে দৌড়ায় আর ফুটবল ১ ঘন্টা খেলতে কইলে ৩ ঘন্টা খেলে 😮 😮 😮
ঘুমের ঘোরে জানছ নাকি :dreamy: ???
:thumbup: :thumbup:
তুমিও???
আপনার টিজ নামটা বললেন না? 😛
দিহান ভাবী, রশিদ এর টিজ নাম শুনতে চেয়োনা। থাকতেই পারবেনা, এলাকা ছেড়ে দৌড়ে পালাবা।
আরিফ কইয়া দিছে........'গেস' করো দেখি........
সবার সামনে 'গেস ' কিভাবে করব? 😕
অন্যরাও যদি দৌড়ে পালায়? :grr:
=)) =))
B-) 😀
আমার কানে কানে বইলো........তাইলে আর সমস্যা থাকবো না..... :grr:
কানে কানে বলা যাবে কি? :grr:
বন্ধু ...... (টিজ করা থেকে অনেক কষ্টে বিরত রইলাম), দারুন লেখা হইছে।
তাই???? মাঝে মাঝে মনে হয় বই লেইখা ফালাই>>>>> 😛
হাহাহাহা...মজা পাইলাম। 😀
কলেজের স্মৃতি মানেই মজা.......
আপনার রুমমেট ও দেখি সেইরকম...আপনার সুস্বাস্থের কোনো বালাই নাই...কেম্নে থাকলেন চাইর বছর উনার সাথে???
তাইতো........কেমনে যানি আছিলাম..... ~x(
দোস্ত লেখা ভালো ছিলো। তোদের ফুটবল এর কথা বইলা তো আইসিসিএফএম এর কথা মনে করাইয়া দিলি
হুম.......খেলা পারিনা তয় কি??? পুরষ্কার বিতরণীর টেবিল টানা ৪জনের একজন কিন্তু আমি ছিলাম...... :boss:
দোস্ত লেখা মজা হইছে, আরো কিছু ঝটপট লিখে ফেল । তোর একটা বই বের করতে হবে 😛
দে দে আরো গিয়ার দে....... :clap:
খাইছে তোরে গিয়ার দিলে তো এলাকায় টিকা যাবেনা।
ওই......তুই কইলাম চান্সে মারতাছস....... 😀 😀 ......তোর মহাকাব্যটা কই.....পাবলিশ কর.....
সামুতে পড়ছিলাম......... এখন আবার পড়লাম......... টিজ নাম নিয়ে সব মজা মনে পড়ে গেল........
আমাদের একজনরে "মানুষ" বলে টিজ করতাম 😐
ভাই.......তোমরা তো তাও ভালো ১টা পূর্ণাঙ্গ মানুষ পাইছ... 😀 ....আমাদের ভেতর কোন মানুষ ছিলনা......কিন্তু অনেক অঙ্গ-প্রত্যঙ্গ ছিল........ 😉
:khekz: :khekz:
সুবিদ ভাই না এইটা? মিয়া রেগুলার লেখা দিবেন। 🙂
ওক্কে......