কলেজে কয়েকটা বিষয় ছিল- ইতিহাস, পৌরনীতি, ভূগোল যেগুলো বিজ্ঞান মানবিক বিভাজনের পর বিজ্ঞানের ছাত্রদের তেমন একটা পড়তে হয়নি। সংগত কারণেই এই বিষয়গুলো শেষ পড়েছি সেই ১৯৯৭ সালের দিকে। কিন্তু এখনো মনে পড়ে ইসহাক আলী স্যার এর পৌরনীতি বা হেদায়েতুন নবী স্যারের ইতিহাস পড়ানো। ইসহাক আলী স্যারকে নিয়ে আমার ফ্ল্যাশব্যাকে কিছু শেয়ার করেছিলাম পরে হয়ত আরো কিছু শেয়ার করবো কিন্ত আজ ইতিহাস নিয়েই বলতে চাই।
বিখ্যাত শিল্পী রফিকুন্নবীর(রনবী)ভাই হওয়ার কারণে হেদায়েতুন নবী স্যারকে হেনবী বলতাম আমরা। ছিপছিপে গড়নের কালো বর্ণের মাথা ভর্তি ঘন কালো চুলের খুব স্টাইলিস্ট,মুডি স্যার,বিভিন্ন গেমস এ যে কয়েকজন স্যার আম্পায়ার/রেফারী থাকতেন তাঁদের মাঝে হেনবীও ছিলেন। স্যার ইতিহাসের লেকচার দেয়ার সময় বেশি একটা বই দেখতেননা। সব সাল তারিখ সহ কিভাবে অনর্গল লেকচার দিয়ে যেতেন সেটিও আমাকে বিস্মিত করত। স্যারের ক্লাস খুব ভাল লাগলেও ইতিহাস পরীক্ষা দিতে কখনোই ভাল লাগতনা। কারণ এত সাল তারিখ সব মনে রাখাটা এত সহজ ছিলনা। ইতিহাস পরীক্ষা থেকে মুক্তি পেলেও ইতিহাস থেকে মুক্তি পাইনি। ব্যক্তিগত,পারিবারিক বা দেশের সবকিছুর ইতিহাস নিয়েই ত আমাদের এগিয়ে যেতে হয়। আমরা সব ক্যাডেট অবশ্য স্কুল-কলেজ লেভেল এ দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার মাধ্যমে একটা ইতিহাসের অংশ হতে পেরেছি। ফৌজিয়ান পরিবারের মত একটা এলিট পরিবারের সদস্য হয়েছি সেও ত ১৮ বছর আগের কথা। এতদিন পর আমি আবার যে আরেকটি ইতিহাসের অংশ হতে পারবো তা কি আমি নিকট অতীতেও ভাবতে পেরেছিলাম! এত ভণিতা না করে ছবিগুলো দিয়ে দেইনা কেন? কারণ ছবিই ত কথা বলে,আমার এত কথার দরকার কী! :shy:
প্রথমবারের মত বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ক্রিকেটের স্বাগতিক দেশ। তার প্রথম এবং হাই ভোল্টেজ ম্যাচে ১৯ ফেব্রুয়ারী ২০১১ আমাদের প্রিয় বাংলাদেশ বনাম ভারত এর খেলা। মাঠে থেকে সরাসরি দর্শক হিসেবে খেলার অংশ হতে পারা কি ইতিহাসের অংশ নয়! :tuski: আরো যারা আমার মত ভাগ্যবান তাদের কথা আর নাই বললাম। যারা অনেক কষ্ট করেও যেতে পারেননি সেইসব ভাইবোনদের জন্য আন্তরিক সমবেদনা।
তুমি কি ব্যাংকে চাকুরী কর?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
Ya 1 bank.but this identity couldnt help me to get ticket.(sorry 4 eng com,from cell)
ইতিহাসের সূচনা হিসেবে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার দুই/একটা ছবি, আর খেলার কিছু ছবি লটকে দিলে সুন্দর হত পোস্টটা। ইতিহাস পূর্নাংগ হত।
সব ছবি দেখি তোমার, খেলার কোন ছবি নাই? 🙂
ফয়েজ ভাই,
ফেসবুকে খেলার ছবিসহ আরো ছবি আছে।এখানে মাত্র কয়েকটা দিয়েছি।কষ্ট শেয়ার না করে ভালটাই শেয়ার করেছি।ইতিহাস পূর্নাংগ হলোনা,খেলার কিছু ছবি লটকে দেব নাকি?
ফয়েজ ভাইয়ের কথামত খেলার দুটি ছবি লটকে দিলাম শেষে।
ইতিহাস আমার প্রিয় বিষয় ছিল। শন তারিখ ভালো মনে থাকতো। এখনও ইতিহাস আমার প্রিয় বিষয়।
হ্যা তুমি তো ইতিহাসের অংশ হয়ে গেলে। অভিনন্দন তোমা্কে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আপনার ইতিহাসে আগ্রহ দেখে ভাল লাগল।ধন্যবাদ আপু
ভালকথা আপু,
আমার ছোটবোনের নিকনেম শান্তা।কিন্তু আপনি ত বড় ;;;
;;; এর মানেটা কী?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
এর মানে কনফিউস্ড। 😛
ছোট হলে ছোটবোন ভাবতে পারতাম।এখন আপুই বলবো।আমার কোন বড়বোন নাই সেই অভাব পূরণ হবে।ভালই ত। 😀
ইতিহাস আমারো বড় প্রিয় বিষয় (ছিল এবং আছে)।
নবী স্যারের বদৌলতে ইতিহাস আরো বেশি ভালো লাগতো। অসম্ভব ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। উনার ছেলে হাসিব আমার কলেজ মেট। দু'জনের ডাক নাম একই থাকায় নিজেদের মাঝেমধ্যে মিতা বলেই ডাকতাম। বহুত পুরনো জিনিস পড়ে করিয়ে দিলেন।
আর যে ইতিহাসের স্বাক্ষী হয়ে রইলেন, ঐটার জন্য হিংসিত। কপাল-পোড়া !! নিজের দেশে বিশ্বকাপ আর আমাকে কী না ইন্টারনেটে লিঙ্ক ঘেঁটে দেখতে হয়। 🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বিশ্বকাপের ওপেনিং লাইভ দেখার ব্যাপারে তেমন শখ ছিলনা।টিভিতে দেখতে পারলেই খুশি হতাম।কিন্তু একটা খেলা মাঠে দেখার সাধ ছিল।ঐদিন অর্ধবেলা অফিস থাকলেও আইটি কি আর অর্ধবেলা হয় !টিভিতেও দেখতে পারিনি এমনি কপাল পোড়া ! কিন্তু ম্যাচ দেখতে পেরে সব দুঃখ শেষ।ব্যাপারনা রকিব পাওয়া না পাওয়া নিয়েই জীবন।তারপরো আমি বলবো '' লাইফ ইজ বিউটিফুল এন্ড এভরিথিং ইজ পার্ট অফ লাইফ"। 😀
হেনবী স্যারের ছেলেও যে ক্যাডেট এটা জানতে পেরে ভাল লাগলো।
ভাইয়া জার্সি কিনসেন কই দিয়ে?? আমি পাগলা কুত্তার মতন খুজেও একটা ভালো জার্সি পাইতেসি না...:(
:))
চ্যারিটি বিগিনস এট হোম
কি কও ভইন জার্সি পাওনা ! তুমি কই খুজলা?দু' একটারে উড়ায়া দিতে পারলানা? :gulli2: :gulli2: (ক্যান যে বোমার ইমো নাই 🙁 ) যেকোন মার্কেটে স্পোর্টস এর দোকানে ঢু মারতে হবে ত।আমি বসুন্ধরা সিটি থেকে কিনছি।লেভেল ২ এ বি ব্লক এ অনেক দোকান আছে।আমার পরিচিত একটা দোকান আছে আমি ওদের পুরাতন কাস্টমার।আমার নাম ভাঙ্গিয়ে কমে পেতে পার।আমি ত এইবার হাজার পাঁচেক টাকার জার্সি কিনলাম বিভিন্ন সাইজের ৮টা মাত্র :grr:
এইগুলা ভাল কোয়ালিটি(প্লেয়ারদের জার্সি)। তোমার লেজসমেত একদিন চলে আসনা।
ইয়াহু মেসেঞ্জারে বেশি থাকি imran1611@yahoo.com
এমএসএন এ পাবা impossibleisnothing101@hotmail.com(এইটা আমার এফবি আইডি।তোমারে রিকোয়েস্ট পাঠাইছিলাম মনে হয়)
জার্সির সাথে yahoo আর msn চালাচালির সম্পর্ক কি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
যদি দরকার হয় তাই সরল মনে দিলাম,চালাচালি শব্দটার মানে বুঝলাম না। 😮
অফটপিক কে অনটপিক করতে হলে ...
জার্সি কিনতে বসুন্ধরায় যাওয়ার সময় সাথে ল্যাপটপ আর মডেম নিয়ে যেতে হবে ... নিদেনপক্ষে ইন্টারনেট সংযোগ সহ ম্যাসেঞ্জার সাপোর্ট করে এমন মোবাইল ... কোন সমস্যা হলে নিজের yahoo বা msn এ লগইন করে imran1611@yahoo.com বা impossibleisnothing101@hotmail.com আইডি তে ইমরানের সাথে যোগাযোগ করতে হবে ... দ্বিতীয় আইডি ব্যবহার করে FB তেও যোগাযোগ করা যাবে ... সেক্ষেত্রে "রিকোয়েস্ট" আগেই পাঠানো থাকতে হবে ...
মোবাইল নম্বরটা দিলে আরও অনেক সহজ হইত ... (সম্পাদিত)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সম্পা দিলেও আমি সব জায়গায় নম্বর দেইনা।সিসিবি মেম্বারদের জন্য সমস্যা না কিন্তু সিসিবি ত শুধু আমরাই পড়িনা, গ্লোবাল অনেক অচেনা পাঠকও আছে।তাই মেইলে চালাচালি(মানে না বুঝলেও শুনতে শ্রুতিমধুর লেগেছে) হলে সমস্যা নাই।আর বসুন্ধরায় ল্যাপটপ নিয়ে যাওয়ার কোন দরকার নাই।একটু সহজ করে ভাবুননা !কখন যাবে অনলাইনে আমাকে বললে আমি ফোন করে দোকানে বলে দিলাম আর নিয়ে আসলো।
সামিয়া কি করলো সেটি জানতে না পারলেও আপনি ঐদিন সন্ধ্যায় আমাকে এফবি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন কেন বুঝলামনা। জার্সি দরকার ছিল নাকি?ভয়ে এক্সেপ্ট করিনি তাই কি মাইন্ড করে আপনি এই অফটপিককে অনটপিক বানানোর পন্থা বাতলে দিলেন? আবার ওখানে কি দেখে ক্ষেপে যান কে জানে !
আমি গরীব হতে পারি কিন্ত ফেসবুকে আমারো ত একটা স্ট্যাটাস আছে
আজ আশা করি আপনার মাথা ঠান্ডা হয়েছে তাই আমার সহজ কথাগুলো হয়ত বুঝতে পাচ্ছেন।একটু নতুন করে দেখলেই হয়!এই বয়সে এত রাগ করা ভালনা।শরীর খারাপ করতে পারে।
আর রেগে গেলেন ত হেরে গেলেন-ডেল কার্ণেগী
আরেকটা কথা,
ভুল বেয়াদবী কিছু হলে এই পাপী বান্দার কথা মাথায় না রেখে নিজগুনে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।যেহেতু আপনাকে সেই বাল্যকাল থেকেই জানি,পরিবারের অনেককেও।তাই জিজ্ঞাসা-সবাই ভাল আছে ত?ভাবীকে আমার সালাম দিয়েন। 🙂
আমার ফেইসবুক অপূর্ণ থেকে গেল ... 😀
(ব্যাক্তিগত ভাবে ক্ষমা চাওয়ার ইচ্ছা ছিল ... তাই এ্যাডাইসিলাম ... মন্তব্যের সময় আর এ্যাডানোর সময়টা ভালভাবে খিয়াল কইরা দেখ। ২৪ আর ২৫ মনটা একটু বিক্ষিপ্ত ছিল ... আমি আবারও ক্ষমা চাইছি ... তোর ব্যাক্তিগত উচ্ছ্বাস কে কোনভাবে খাটো করে থাকলে আমাকে ক্ষমা করে দিস)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:shy: ব্যাপারনা =)) :grr:
:thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
ধন্যবাদ আহমদ ভাই :thumbup:
জার্সি আর পতাকা সহ আট নম্বর ছবির ক্যাপশানে হিন্দী ছবির গান ব্যবহার করায় থুথু ছিটিয়ে গেলাম ... থুঃ
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
রেটিং এ ১ দাগাইলাম ... 😐
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এতকিছু চিন্তা করে ক্যাপশন দেইনাই।সচেতনভাবে আমার হিন্দী কালচারপ্রীতি নাই। আর পাঠক হিসেবে যদি কারো রেটিং এ ০ দাগানোর উপায় থাকে সেইটা দাগাইলেও আমার কিছু যায় আসেনা।কারো ভাল লাগবে কারো খারাপ লাগবে এইটাই স্বাভাবিক।দুঃখিত হওয়ার কোন দরকার নাই।আমি স্পোর্টিংলি নিচ্ছি।
:thumbup:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এটা তো মনে হইতেয়াছে ইংরিজী 😕
You cannot hangout with negative people and expect a positive life.
ইংরেজী হলে মনে হয় অসুবিধা নাই। 'ক্যাপশান' শব্দ নিয়ে ত কোন সমস্যা হয়নি।হিন্দী না হলেই বাঁচি।আমি আবার একটু কম বুঝি। :grr:
দোস্ত,
আমার মন্তব্যের জন্য আমি লজ্জিত ...
(বাংলাদেশ-ভারত খেলা, ষ্টেডিয়ামে দেশের জার্সি আর পতাকা নিয়ে খেলা দেখা ... তারপর ছবি ব্লগ দেয়া ... আর সেই ছবি গুলোর একটিতে হিন্দি ছবির গানের ক্যাপশান দিয়ে সমালোচনার স্বীকার হলে আমি মনে হয় নীরবে নিজের ভুলটা স্বীকার করে নিতাম ... চিৎকার চেচামেচি করে আর লজ্জা বাড়াতাম না।
সমস্যা নাই, সবাই তো আর সমান বিচার-বুদ্ধি নিয়ে জীবন যাপন করবে না। :khekz: )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমাকে বললেন ভাই???
ভিনদেশী ক্যাপশান আরো আছে,ইংরেজীতে ! সেটিও বাংলা হওয়া উচিত ছিল।ওটাও আপনি ধরিয়ে দিতে পারতেন। আসলে এতকিছু ভাবিনাই।শুধু আমার অনুভূতি শেয়ার করতে চেয়েছি। ইংরেজী হিন্দী দুইটাই ত ভিনদেশী ভাষা আর আমাদের ভাষায় যে সব শব্দ প্রচলিত তারো অনেকগুলো অনেক ভাষা(পর্তুগিজ,ওলন্দাজ) থেকে এসেছে।তাই সঠিক বাংলা লেখা সব সময় সম্ভব হয়ে উঠেনা।আর আমি খুবই নগন্য ব্লগার,তারকা ব্লগার নই।পাঠক ভুল করেনা,লেখকই ভুল করে আর পাঠক সেটির সমালোচনা করে।সমালোচনা সহ্য করার মানষিকতা আমার আছে।সবাই ৫ দাগিয়ে যাবে আর কেউ থু মারবেনা এটিই বরং অস্বাভাবিক।আমার একেকটা লাইন একেকজন একেকভাবে নিবে,যার মেন্টালিটি যেমন।বাংলাদেশে হিন্দী আগ্রাসনের আমিও কড়া সমালোচক।এই যে আজকের বিগ শো বলেন আর শাহরুখ খানের শো বলেন কোনটারই সমর্থক নই।তবে ওদের কাছ থেকে ভালকিছুও শেখার আছে,দেশপ্রেম।তারমানে ভারতপ্রেম না,ওদের মত আমাদের দেশের প্রতি আমাদের প্রেম।
তোর নির্লজ্জতা দেখে আবারও লজ্জা পাইলাম ...
দিলাম তবে চোখে আংগুল ...
সমালোচনার মূল বিষয় টা ভিনদেশী ক্যাপশান নয় ...
খেলাটা বাংলাদেশ-ভারতের ...
ছবি বাংলাদেশের সমর্থকের ...
বাংলাদেশের সমর্থকের ছবির ক্যাপশানে ভারতীয় সিনেমার গান ...
তোর নিজের চোখেও কি একটুও বেমানান নয় ...
ভুল করা নির্বুদ্ধিতা নয় ... গোয়ারের মত ভুলটাকে আকড়ে ধরে রাখার চেষ্টা করাটা নির্বুদ্ধিতা ...
(বুইঝাও না বোঝার ভান করতেছিস নাকি আসলেই বুঝস নাই ... প্রথমটা হইলে সমস্যা নাই, কিন্তু দ্বিতীয়টা হইলে চিন্তার বিষয়)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাই আপনি উত্তেজিত
তাই আমার বক্তব্য বুঝতে পাচ্ছেননা।ঠান্ডা মাথায় পড়ে দেখেন-আমি এত যে কাহিনী লিখলাম তার মূল বক্তব্য আরো ক্লীয়ার করে বলি হিন্দী এবং ইংরেজী দুইটাই ভিনদেশী ভাষা দুইটা ক্যাপশনই ভুল হয়েছে।লেখক হিসেবে ভুল স্বীকার ত করেছি অজ্ঞতাও স্বীকার করেছি,পাঠকের সমালোচনাকেও স্বাগত জানিয়েছি।আর কী বা বলতে পারি। ~x(
আর মেইল চালাচালি কেম্নে করলাম এই বিষয়টা আসলেই বুঝিনাই :-/
জুনিয়র/সিনিয়র, ছেলে/মেয়ে কেউ কি কারো মেইল আইডি জানতে পারবেনা?সব নিয়ম ত জানিনা।
সামিয়া মজা করে আবীরকে লেজ বলতে শুনেছি।যদি আমার হেল্প দরকার হয় তাই মেইল আইডি দেয়া।
ভুল করলে শোধরে নেব নিজেকে।
আমি দুঃখিত ... আমাকে ক্ষমা করে দিস ...
আমার ভুল হইছে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অতিসংবেদনশীলতার জন্য দুঃখিত ...
কালের কন্ঠ, রাজকূট এর লেখাটা পড়ে দেখার অনুরোধ ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ছবিগুলো দারুন (তোরেও :shy: ;;; )। আর আসলেই তুই হাতে গোনা গুটি কয়েক সৌভাগ্যবানদের মধ্যে একজন। হিংসা হিংসা হিংসা :chup:
You cannot hangout with negative people and expect a positive life.
হিংসা করতে থাক দোস্ত।কেউ হিংসিত হলে আমি খুব খুশিত হই 😛
কেউ ত রাগে জ্বলে পুড়ে মারা যাচ্ছে ~x(
যারা যেতে পারেননি তাদের জন্য সত্যি দুঃখিত(সম্পাদিত) :shy:
রেটিং খুব খুব খারাপ হইয়া গেছিল আবদুল্লা! মনে হয় তাইফুর "এক" দাগাইছে বইল্যা! তাই বাড়াইয়া দিলাম। ;;; ব্যাপার না।
ইতিহাসের অংশ হওয়ায় অভিনন্দন। :clap: :clap: :clap:
এই ব্যাটা, এলিট পরিবার কি জিনিষ? এইডা কি চৌধুরী বংশের মতো কিছু? ডরাইছি!! এইরকম কোনো ভাবনা থাকলে ঝাইরা ফালাইয়া দাও। এই দেশে আমরা কেউ এলিট না। জনগণের কষ্টের টাকায় ভালো পড়াশুনা করার সুযোগ পাইছি, ভালো খাইছি, থাকছি- তাই নিজেকে বড্ড সুবিধাভোগী মনে হয়। অপরাধী মনে হয়।
অনেক দিন ফোন করোনা, অফিসে আসো না! ৪ তারিখের পরে ফোন দিয়া চাইল্যা আইস্যো। লাল চা খাওয়াইয়া দিমুনে.............
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অনেকটা তাই ! :)) ক্যাডেট হিসেবে গর্বিত এইটুকুই।আসল কথা হলো আপনি যা বলেছেন সেটি আমিও ফিল করি।যদিও আমরা সবাই মেধা দিয়েই সুযোগ পেয়েছি তারপরো অনেক ভাল ছেলেমেয়ে চান্স পায়নি।বড্ড সুবিধাভোগী ছিলাম আমরা জনগনের টাকায়।তাই আমরা দেশের সবার কাছে ঋনী।তাই আমাদের সমাজের/দেশের প্রতি অনেক দায়বদ্ধতা আছে।আশা করি আমরা সবাই মিলে সেই দায়িত্ব কিছুটা হলেও যে করার চেষ্টা করি সেটি অব্যাহত থাকবে।
আপনার বাসায় যখন 'বিবিকিউ' চলছিল তখন আমি নিজেই 'জীবন্ত বিবিকিউ'! জিতু শয়তানটা :duel: মনে হয় কিছু বলেনাই আপনাকে।লাল চা'য়ের নেমন্তন্ন গ্রহন করলাম(আমি কিন্ত আইসক্রিমাসক্ত) এবং লাল সালাম জানিয়ে গেলাম। ::salute::
ছাগল, লাবলু ভাইয়ের বাসাতে তো বার্বিকিউ হয়ই নাই। ভাইয়ের নানু সেদিন হঠাত" করে অসুস্থ হয়ে যান এবং পরে ইন্তেকাল বরণ করেন (ইন্নালিল্লাহ...রাজিউন)।
You cannot hangout with negative people and expect a positive life.
(ইন্নালিল্লাহ…রাজিউন)...সেইটাও ত আমাকে বলিসনাই।তুই ত জানতি আমার অবস্থা।তরে এইটাও কইছিলাম লাবলু ভাইয়ের পার্টি খুব মিস করব তাই খারাপ লাগছে।আমার কথা একটু বলিস।
আমিও পাঁচই দাগাইসি 😀
You cannot hangout with negative people and expect a positive life.
জিতুপ্পি,
পাঁচ দাগিয়ে খুব পূন্য করে ফেলেছিস মনে হয় ! তাও রেটিং খুব বাড়বেনা আর তুমি ভালমতই জান আমার মত নগন্য ব্লগার রেটিং নিয়ে চিন্তা করেনা।তাও যখন দাগিয়েই ফেলেছিস :hug:
আরেকটি (লজ্জাজনক) ইতিহাসের সাক্ষী হলাম মাঠে থেকে। ~x( ইতিহাস মনে হয় আমার পিছু ছাড়বেনা। :just: আমি গেলেই মনে হয় দল হারে।আমি হালায় একটা কুফা :bash: