সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে

ক্যাডেট মনসুর, সিলেট ক্যাডেট কলেজ(৯৩-৯৯),আমাদের বন্ধু।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলজি’তে পাস করে জনতা ব্যাংকে জব করে ব্রাহ্মনবাড়িয়া।টুনাটুনির সংসারে আরেকটু আলো ছাড়াতে নতুন অতিথির আগমন ঘটলো।ছেলের বাবা হয়ে যখন খুশিতে আত্নহারা তার ঠিক ৭ দিন পর ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষা দেয়ার জন্য ঢাকায় আসছিল।কে জানতো তখনি সব হিসেব পাল্টে যাবে!মারাত্নক বাস দুর্ঘটনার শিকার হয়।দুটো দাঁত পড়ে যায়।চোয়ালের হাড় ভাঙ্গা এবং মাড়ি ক্ষতিগ্রস্ত হয়।দুই হাতের কয়েক জায়গায় ভাঙ্গা সহ পায়ের হাড় ভেঙ্গে যায়।যাকে বলে জীবনটা শুধু রক্ষা পাওয়া ছাড়া টোটাল ড্যামেজ।আল্লাহ্‌র রহমতে ব্রেইনে কিছু হয়নি।ইবনে সিনা হাসপাতালে ভর্তি ছিল ১৮দিনের মত।কয়েকটা সার্জারী হয়েছে।এ পর্যন্ত ৪ লক্ষ টাকার বেশি খরচ হয়েছে।আরো সার্জারী করতে হবে এবং আরো টাকার দরকার।

তারপরও একদম সুস্থ ত হতে পারবেনা মনে হয়।মানষিক ভাবেও ভেঙ্গে পড়েছে।আমরা ক্লোজ ফ্রেন্ড যারা আছি তারা সহস দিচ্ছি।আমরা সবাই মিলে যদি পাশে দাঁড়াই তাহলে তেমন সমস্যা হওয়ার কথা না।আমাদের একজনের দেহে রক্তক্ষরণ হলে আমাদের সবার আত্নায় রক্তক্ষরণ হয় বলে আমি বিশ্বাস করি।কারন আমরা সবাই আত্নার আত্নীয়।আমরা ক্যাডেটরাই পারি আমাদের কারো বিপদে সবচেয়ে বড় হেল্পিং হ্যান্ড হতে।

সিলেট ক্যাডেট কলেজের কেউ যদি ‘ওকাস’ থেকে কিছু করতে পারেন ভেবে দেখবেন।
যদি কুইক রেসপন্স আসে তাহলে এই মাসের মধ্যেই আশা করি একটা এমাউন্ট দিতে পারব।যারা ক্যাশ দিতে চান তারা আমার অথবা ফ্রেন্ড সাজিদের(পিসিসি) নাম্বারে কল করতে পারেন।
01716045153(Imran)
01817181046(sajid)

যারা একাউন্টে পাঠাতে চান।বাইরে থেকেও অনলাইনে পাঠাতে পারেন।
Abdullah al Imran
Savings AC # 5082102029
Kawran bazaar branch
One Bank Limited
মনসুরের সাথে কথা বলতে চাইলে কল করতে পারেন 01816877248
বেশি কথা বলা সমস্যা তাই বেশিরভাগ ফোন ওর উয়াইফ রিসিভ করে।
আসুন আমরা সবাই যার যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসি।কারন ‘দশের লাঠি একের বোঝা।’

এই পোষ্ট স্টিকি করার অনুরোধ করছি।

২,১৮১ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    মনসুর দ্রুত সুস্থ হয়ে উঠো ভাই। তোমার জন্য শুভকামনা।

    আব্দুল্লাহ, ভালো উদ্যোগ। তবে এখানে তো বেশির ভাগই শিক্ষার্থী। ওকাস উদ্যোগ নিলে ভালো হবে। সে চেষ্টা করো।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)

    লাবলু ভাই,আমার ফ্রেন্ডদের কারো ওকাসের সাথে তেমন যোগাযোগ নেই।এখানে ত সিলেটের অনেকেই আছেন তাই তাদের মাধ্যমেও যদি যাওয়া যায় ট্রাই করব।আর এখানে শিক্ষার্থী/জব হোল্ডার অনেকেই আছেন।যার যা সাধ্য সেইমত হেল্প করলেও কিছু একটা হবে আশা করি।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।