প্রিয় জিহাদের ‘ভালবাসার রং সবুজ’ লেখাটা পড়তে গিয়ে হুরমুর করে কিছু স্মৃতি এসে আমার মনের দরজায় ঠকঠক শুরু করলো।
:ahem:
বাংলার একরামুল হক স্যার এর ক্লাস ভাল লাগতো আমার।
স্যারের পড়ানোর স্টাইল আর কথাগুলো খুব আপন আপন লাগতো।
আর স্যারের রবীন্দ্রপ্রীতি আর কথায় কথায় ‘বাপু…’ সুরটা এখনো যেন কানে বাজে। :dreamy:
শেষে স্যার যেন কোথায় বদলী হয়ে যান। মনে নেই আমার। এর পর আর দেখাও হয়নি।
টুকটাক বাংলা সাহিত্য নিয়ে আগ্রহ আর আমার সংস্কৃতি(!)মনা মনটা’র পীড়াপিড়িতে একদিন স্যারের কাছে গিয়ে উপস্থিত হ’লাম।
হাল্কা ভূমিকা দিয়ে স্যার কে বললাম –
‘স্যার একটা লেখা লিখব ভাবছি। বহুল ব্যবহৃত কয়েকটি শব্দের সমার্থক রঙ লিপিব্দধ করতে চাই সেখানে।’
স্যার প্রথম সারির খালি একটা ডেস্কে হেলান দিয়ে বসে ছিলেন।
:-B স্বভাবজাত ভঙ্গীতে একটি হাত চিবুকে রেখে আমাকে দেখলেন।
আমি বলে চললাম-
সংগ্রাম – লাল।
শান্তি – সাদা।
তারুণ্য – সবুজ।
শোক – কালো।
বেদনা – নীল।
মলিনতা- ধূসর।
এই পর্যন্ত বক্তব্য দেওয়ার পর একটু থামলাম।
তারপর বললাম- ‘ স্যার, ভালবাসা’র রঙ কি দেব – তাই নিয়ে বিপাকে পড়েছি।’
:-/
স্যার একটু মুচকি হাসলেন। মাথা নাড়ালেন স্বভাবজাত ভংগিমায়।
তারপর বললেন-
” তা বাপু তোমার পরিকল্পনাটা জম্পেশ হচ্ছে।
তবে জানো কি- ‘ভালবাসার রঙ’ আমি কেন; কোন মানুষই ঠিক ঠাহর করতে পারে নাই। আর সেই কারনেই ভালবাসার প্রতি আমাদের সীমাহীন দূর্বলতা। চেষ্ঠা করতে থাকো বাপু। একদিন ঠিক ঠিক সেই রঙ তুমি চিনতে পারবে।”
আজ অনেক গুলি বছর পেরিয়ে গেছে।
রবীন্দ্রনাথের সেই সোনার হরিনের মত আমি পথে পথে খুঁজেছি সেই রঙ।
আর কালে কালে দেখা পেয়েছি ভালবাসার নানা রঙ…।
ভালবাসাকে পেয়েছি আমি~
কখনো বন্ধুত্বের সবুজ আঙিনায়
কখনো বা শিক্ষকের শুভ্র প্রশ্রয়ে
রাজপথের রক্তিম সংগ্রামে।
বাঙালীর শোকে ভরা কালো ব্যাজে।
প্রেয়সীর আলতো ছোঁয়ায় – লাল নীল বেগুনী…
কখনো বা জীবনের ছাইমাখা আকাশে।
আর সর্বোপরি বাবা-মা’র আজীবন অকৃত্রিম স্নেহের ছায়ায় ‘RGB’ !
আর তাই আজ আমি জেনেছি-
ভালবাসা আসলে বর্ণচোরা;
কালে কালে সে রঙ বদলায়।
মানুষ হিসেবে জন্ম নেয়ায় সেই রঙ গুলো দেখার সৌভাগ্য হয় আমদের।
এবং একই সাথে হয়তো তা আমাদের জন্য দূর্ভাগ্যও বটে ! :-B
সময়ের আবর্তে আমরা ভালবাসার হরেক রঙ দেখে দেখে এগিয়ে যাই জীবনের সর্পিল পথ থেকে পথে……
:dreamy:
সরকারি ভালোবাসার রং হলুদ নাইলে সাদা। খারাপ বাসার রঙ কইতে পারলাম না :shy:
amaro mone hoy holud. :clap:
lekhata vallagche.
আবীর,
লেখাটা ভাল লাগায় বাধিত হলাম।
ধন্যবাদ আর শুভেচ্ছা নাও ভাইয়া।
🙂
সৈয়দ সাফী
আশিক,
😀
তোমার মন্তব্যে স্টার প্লাস।
🙂
অনেক ধন্যবাদ ভাইয়া।
সৈয়দ সাফী
@ আশিক, ভালো কমেন্ট দিছো। আমার হঠাৎ নিরাপদ ভালো বাসা বইটার কথা মনে পড়ল।
মনে আছে নাকি ভুইলা গেছো।ভুইলা গেলে রিমাইন্ডার হিন্টস দেই।ঘুরে এলাম জাপান বইয়ের শুরুতে ছিলো।
চমৎকার কথা। একরাম স্যার আমাকেও খুব পছন্দ করতেন ভাইয়া!! হি...হি...
কাউকে গালি দিলে বলতেন- বেশি পেকেছ ছেলে! নেংটি ইঁদুরের মতো ছুড়ে ফেলে দেব।(এ সময় ডান হতের তিন আংগুল একসাথে করে ঝুলানোর ভঙ্গি করতেন) :))
জী কালবেলা ভাইয়া,
লেখা ভাল লাগলো জেনে পুলকিত হলাম।
😀
নেংটি ইঁদুর মতো ছুঁড়ে ফেলার কথাটা মনে ধরছে।
ঠিক যেন দেখতে পেলাম স্যারের তিন আঙ্গুলের সেই ভঙ্গি টা ;;) ।
ধন্যবাদ জানালাম।
ভাল থাকিস।
সৈয়দ সাফী
আশিকের কমেন্টে প্লাস... :)) :)) :)) =))
:clap:
আমি স্টার প্লাস দিছি রে।
😀
সৈয়দ সাফী
হায় নিষ্ঠুর দুনিয়া! হায় ভালবাসা!! হায় ভালবাসার রং!!! 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
হায়...
হায়...
হায়...
😉
অনেক ধন্যবাদ জিহাদ। লেখাটা তোমার লেখা পড়েই মনে হলো। আর তাই ছেরে দিলাম গরম গরম। 😀
অফ টপিকঃ
আমার লেখা সরাসরি প্রকাশ হচ্ছে - দেখে সুখী হলাম।
তোমাদের টীমকে ধন্যবাদ।
সৈয়দ সাফী
=))
As a nation we love corruption and politics too much........
what can be the colour of that love??
rongdhonu colour hote pare.......
প্রিয় সহল,
অনেক ধন্যবাদ তোমাকে ভাইয়া। 😀
তোমার রঙধনু থিওরীটা মনে ধরছে।
😉
শুভেচ্ছা নাও নিরন্তর।
সৈয়দ সাফী
স্যার ২০০২ এর শেষে রাজশাহী থেকে অবসর নেন
অনেক ধন্যবাদ তোমাকে মুরাদ ভাইয়া।
আল্লাহ স্যার কে অনেক ভাল রাখুন- এই কামনা করি।
সৈয়দ সাফী
টেকনোলজি কবিতায় স্থান করে নিচ্ছে...RGB
ভালো লাগল ভাই, ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ তৌফিক।
আসলে বেসিক কালার নিয়ে লিখতে যেয়ে RGB নিয়ে এসেছিলাম।
টেকনোলজী... সে তো সব জায়গাতেই স্থান করে নিচ্ছে এবং নিবে।
🙂
তুমিও অনেক ভালো থেকো ভাইয়া।
সৈয়দ সাফী
ভাই,
বহুত হাইথটিক কথাবার্তা...। 🙂
হুম্ম।
সে তো বড় চিন্তার কথা বাপু... 😉
এই আর কি ! আমিও নিজে বুঝি নাই।
না বুইঝ্যাই লেখছি রে ভাই। 😛
শুভেচ্ছা নিরন্তর ।
সৈয়দ সাফী
বস নৌকা বাইতে যে 'লগি' লাগে সেইটা মনে করাই দিলেন ... ভুইলাই গেছিলাম।
(আপনি আর আমি বুঝলেই হইল, কি কন ??)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সুপ্রিয় তাইফুর,
ভালই কইছস রে। :clap:
ভাল থাকিস সারাবেলা…
সৈয়দ সাফী
সুপ্রিয় তাইফুর,
ভালই কইছস রে। 😀
ভাল থাকিস সারাবেলা...
সৈয়দ সাফী