ভালোবাসার রঙ? – উত্তর না পাওয়া একটি প্রশ্ন !

প্রিয় জিহাদের ‘ভালবাসার রং সবুজ’ লেখাটা পড়তে গিয়ে হুরমুর করে কিছু স্মৃতি এসে আমার মনের দরজায় ঠকঠক শুরু করলো।
:ahem:

বাংলার একরামুল হক স্যার এর ক্লাস ভাল লাগতো আমার।
স্যারের পড়ানোর স্টাইল আর কথাগুলো খুব আপন আপন লাগতো।
আর স্যারের রবীন্দ্রপ্রীতি আর কথায় কথায় ‘বাপু…’ সুরটা এখনো যেন কানে বাজে। :dreamy:

শেষে স্যার যেন কোথায় বদলী হয়ে যান। মনে নেই আমার। এর পর আর দেখাও হয়নি।

টুকটাক বাংলা সাহিত্য নিয়ে আগ্রহ আর আমার সংস্কৃতি(!)মনা মনটা’র পীড়াপিড়িতে একদিন স্যারের কাছে গিয়ে উপস্থিত হ’লাম।

হাল্কা ভূমিকা দিয়ে স্যার কে বললাম –
‘স্যার একটা লেখা লিখব ভাবছি। বহুল ব্যবহৃত কয়েকটি শব্দের সমার্থক রঙ লিপিব্দধ করতে চাই সেখানে।’

স্যার প্রথম সারির খালি একটা ডেস্কে হেলান দিয়ে বসে ছিলেন।
:-B স্বভাবজাত ভঙ্গীতে একটি হাত চিবুকে রেখে আমাকে দেখলেন।
আমি বলে চললাম-

সংগ্রাম – লাল।
শান্তি – সাদা।
তারুণ্য – সবুজ।
শোক – কালো।
বেদনা – নীল।
মলিনতা- ধূসর।
এই পর্যন্ত বক্তব্য দেওয়ার পর একটু থামলাম।
তারপর বললাম- ‘ স্যার, ভালবাসা’র রঙ কি দেব – তাই নিয়ে বিপাকে পড়েছি।’

:-/

স্যার একটু মুচকি হাসলেন। মাথা নাড়ালেন স্বভাবজাত ভংগিমায়।
তারপর বললেন-

” তা বাপু তোমার পরিকল্পনাটা জম্পেশ হচ্ছে।
তবে জানো কি- ‘ভালবাসার রঙ’ আমি কেন; কোন মানুষই ঠিক ঠাহর করতে পারে নাই। আর সেই কারনেই ভালবাসার প্রতি আমাদের সীমাহীন দূর্বলতা। চেষ্ঠা করতে থাকো বাপু। একদিন ঠিক ঠিক সেই রঙ তুমি চিনতে পারবে।”

আজ অনেক গুলি বছর পেরিয়ে গেছে।
রবীন্দ্রনাথের সেই সোনার হরিনের মত আমি পথে পথে খুঁজেছি সেই রঙ।
আর কালে কালে দেখা পেয়েছি ভালবাসার নানা রঙ…।

ভালবাসাকে পেয়েছি আমি~
কখনো বন্ধুত্বের সবুজ আঙিনায়
কখনো বা শিক্ষকের শুভ্র প্রশ্রয়ে
রাজপথের রক্তিম সংগ্রামে।
বাঙালীর শোকে ভরা কালো ব্যাজে।
প্রেয়সীর আলতো ছোঁয়ায় – লাল নীল বেগুনী…
কখনো বা জীবনের ছাইমাখা আকাশে।
আর সর্বোপরি বাবা-মা’র আজীবন অকৃত্রিম স্নেহের ছায়ায় ‘RGB’ !

আর তাই আজ আমি জেনেছি-
ভালবাসা আসলে বর্ণচোরা;
কালে কালে সে রঙ বদলায়।

মানুষ হিসেবে জন্ম নেয়ায় সেই রঙ গুলো দেখার সৌভাগ্য হয় আমদের।
এবং একই সাথে হয়তো তা আমাদের জন্য দূর্ভাগ্যও বটে ! :-B
সময়ের আবর্তে আমরা ভালবাসার হরেক রঙ দেখে দেখে এগিয়ে যাই জীবনের সর্পিল পথ থেকে পথে……
:dreamy:

১,৯৮৮ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “ভালোবাসার রঙ? – উত্তর না পাওয়া একটি প্রশ্ন !”

  1. কালবেলা (৯৩-৯৯)

    চমৎকার কথা। একরাম স্যার আমাকেও খুব পছন্দ করতেন ভাইয়া!! হি...হি...

    কাউকে গালি দিলে বলতেন- বেশি পেকেছ ছেলে! নেংটি ইঁদুরের মতো ছুড়ে ফেলে দেব।(এ সময় ডান হতের তিন আংগুল একসাথে করে ঝুলানোর ভঙ্গি করতেন) :))

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    বস নৌকা বাইতে যে 'লগি' লাগে সেইটা মনে করাই দিলেন ... ভুইলাই গেছিলাম।
    (আপনি আর আমি বুঝলেই হইল, কি কন ??)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।