ক্যাডেট কলেজ ব্লগআহসানুল ময়েজসোনার হরিণ সোনার হরিণ লেখক: আহসানুল ময়েজ বিভাগ: কবিতা, রংপুর অক্টো. ১০, ২০১০ @ ৭:৫৭ অপরাহ্ন ১৭ টি মন্তব্য সোনার হরিণ স্বপ্নদ্রষ্টা সোনার হরিণ ছুটে গেছে কে দেখেছিস ওরে, সবাই ছোটে তাহার পিছে সোনার হরিণ পাবার তরে। হেথায় খোঁজে হোথায় খোঁজে কোথাও নাহি মিলে সারাদিনে কাহিল হল হতাশ সবার দিলে। অবশেষে শ্রান্ত সবাই ক্লান্ত হতাশ মনে না পেলে আজ কি আছে খুঁজবো আবার মনের বনে এ ভাবতেই মাস গেলো এই ভাবতেই বছর এ ভাবতেই সব হারালাম তবু নাহি হলো তাহার গোচর আসল কাজে নাহি মোরা মরীচিকায় ছুটি আসল কাজে ছেড়ে সবাই মরীচিকায় খাচ্ছি লুটোপুটি এখনো সময় আছে ভেবে দেখ ওরে গাধার দল আসল কাজে সময় দিলে পাবি তাহার ফল সে ফলেই দেখবি তোরা সব রয়েছে মিছে সোনার হরিণ সে তো কোন ছার ওরে তোদের কাটবে অমানিশে।
আহসানুল ময়েজ অক্টো. ১১, ২০১০ @ ১১:২১ পূর্বাহ্ন ধন্যবাদ আমাকে অন্যরকম ক্যাডেট কলেজে স্বাগতম জানানোর জন্য। আহসানুল ময়েজ জবাব দিন
মাহবুব (১৯৯৪-২০০০) অক্টো. ১০, ২০১০ @ ১০:৪১ অপরাহ্ন নিজের কাজে মনোযোগ দেয়া উচিত সেটা বুঝি।কিন্তু মরীচিকার পিছনে ছুটেই সময় চলে যায়। যেমন পরশু মিডটার্ম পরীক্ষা। পড়লেই ভাল করতে পারব জানি। তবুও ব্লগে বসে আছি। তোমার কবিতার ভাষায় আমি গাধা।আসলেই গাধা...। জবাব দিন
আহসানুল ময়েজ অক্টো. ১১, ২০১০ @ ১:১১ অপরাহ্ন দোস্ত তুমিও দেখি আমার মত ছাত্র , আমি ৪ বছর চারকি কইরা এখন আবার ছাত্র দুস্ত 'গাধা' শব্দটা বেশী নগ্ন হয়া গেছে মনে হয় কইতে পারতাছস না সাপোর্ট দিলে বদলায় ফালামু ধইন্যবাদ কমেন্ট এর জন্য আহসানুল ময়েজ জবাব দিন
হুমায়রা(২০০২-২০০৮) অক্টো. ১২, ২০১০ @ ৮:২৪ অপরাহ্ন ইশশশশরে...এ......এ!!!!!!!!!!!!! :(( :(( "অনেকদিন পর" -ভাবলাম ১ম না হোক...২য় হইলা্ম......কিন্তু তাও হইলো না :(( :(( কবিতা টা সুন্দর! 🙂 জবাব দিন
আহসানুল ময়েজ অক্টো. ১১, ২০১০ @ ১১:২৬ পূর্বাহ্ন আপনারে তো চিনতাম পারতাছিনা , আপনি, তুমি না তুই কমু ? দয়াকরে পরিচয় দেন, তবুও নতুন হিসাবে :party: :teacup: আপনার জন্য আহসানুল ময়েজ জবাব দিন
আহসানুল ময়েজ অক্টো. ১৩, ২০১০ @ ২:১৫ অপরাহ্ন ~x( কেউ ভোট দিলোনা তাই নিজেরটা নিজে দিয়ে ২টা বানাইলাম.... 😉 আহসানুল ময়েজ জবাব দিন
আহসানুল ময়েজ অক্টো. ১৩, ২০১০ @ ২:৪৩ অপরাহ্ন হুমায়রা(২০০২-২০০৮) আমি না বুইঝা তরে ২য় থাইক্যা নিচে নামাইছি আর কান্দিস না ভইন তরে চলকেট কিইন্যা দিমু ডুপলেমেসি টা জানতে চাইলে চলকেট এর টাকা ফেরত দে আহসানুল ময়েজ জবাব দিন
মাহবুব (৯৯-০৫) অক্টো. ১৪, ২০১০ @ ৪:০৫ পূর্বাহ্ন ক্যাডেটদের কবিতা মানে যে কোন বিখ্যাত কবিতার ছায়া ( কাট কোপি পেষ্ট) 😛 😛 তবে আপনার টা ভালো হইছে 😛 জবাব দিন
আহসানুল ময়েজ অক্টো. ২০, ২০১০ @ ৩:৪২ অপরাহ্ন :-/ কলেজের ভাই বইলা ! প্রশংসা মিথ্যা হইলে কিন্তু :gulli2: আহসানুল ময়েজ জবাব দিন
১ম
:))
😀 আমার ঘরে কে রে
আহসানুল ময়েজ
স্বাগতম।
ধন্যবাদ আমাকে অন্যরকম ক্যাডেট কলেজে স্বাগতম জানানোর জন্য।
আহসানুল ময়েজ
আহ! অনেকদিন পর
২য় 🙂
নিজের কাজে মনোযোগ দেয়া উচিত সেটা বুঝি।কিন্তু মরীচিকার পিছনে ছুটেই সময় চলে যায়।
যেমন পরশু মিডটার্ম পরীক্ষা। পড়লেই ভাল করতে পারব জানি। তবুও ব্লগে বসে আছি।
তোমার কবিতার ভাষায় আমি গাধা।আসলেই গাধা...।
দোস্ত তুমিও দেখি আমার মত ছাত্র , আমি ৪ বছর চারকি কইরা এখন আবার ছাত্র
দুস্ত 'গাধা' শব্দটা বেশী নগ্ন হয়া গেছে মনে হয় কইতে পারতাছস না সাপোর্ট দিলে বদলায় ফালামু
ধইন্যবাদ কমেন্ট এর জন্য
আহসানুল ময়েজ
ধনিয়া বাদ
আহসানুল ময়েজ
ইশশশশরে...এ......এ!!!!!!!!!!!!! :(( :((
"অনেকদিন পর" -ভাবলাম ১ম না হোক...২য় হইলা্ম......কিন্তু তাও হইলো না :(( :((
কবিতা টা সুন্দর! 🙂
সুন্দর হয়েসে কবিতা টি....
আপনারে তো চিনতাম পারতাছিনা , আপনি, তুমি না তুই কমু ?
দয়াকরে পরিচয় দেন, তবুও নতুন হিসাবে
:party: :teacup: আপনার জন্য
আহসানুল ময়েজ
~x( কেউ ভোট দিলোনা তাই নিজেরটা নিজে দিয়ে ২টা বানাইলাম.... 😉
আহসানুল ময়েজ
হুমায়রা(২০০২-২০০৮)
আমি না বুইঝা তরে ২য় থাইক্যা নিচে নামাইছি
আর কান্দিস না ভইন তরে চলকেট কিইন্যা দিমু
ডুপলেমেসি টা জানতে চাইলে চলকেট এর টাকা ফেরত দে
আহসানুল ময়েজ
😕 😕 😕 😕
ক্যাডেটদের কবিতা মানে যে কোন বিখ্যাত কবিতার ছায়া ( কাট কোপি পেষ্ট) 😛 😛
তবে আপনার টা ভালো হইছে 😛
:-/ কলেজের ভাই বইলা ! প্রশংসা মিথ্যা হইলে কিন্তু :gulli2:
আহসানুল ময়েজ
...
আহসানুল ময়েজ