সোনার হরিণ

সোনার হরিণ

স্বপ্নদ্রষ্টা

সোনার হরিণ ছুটে গেছে

কে দেখেছিস ওরে,

সবাই ছোটে তাহার পিছে

সোনার হরিণ পাবার তরে।

হেথায় খোঁজে হোথায় খোঁজে

কোথাও নাহি মিলে

সারাদিনে কাহিল হল

হতাশ সবার দিলে।

অবশেষে শ্রান্ত সবাই

ক্লান্ত হতাশ মনে

না পেলে আজ কি আছে

খুঁজবো আবার মনের বনে

এ ভাবতেই মাস গেলো

এই ভাবতেই বছর

এ ভাবতেই সব হারালাম

তবু নাহি হলো তাহার গোচর

আসল কাজে নাহি মোরা

মরীচিকায় ছুটি

আসল কাজে ছেড়ে সবাই

মরীচিকায় খাচ্ছি লুটোপুটি

এখনো সময় আছে

ভেবে দেখ ওরে গাধার দল

আসল কাজে সময় দিলে

পাবি তাহার ফল

সে ফলেই দেখবি তোরা

সব রয়েছে মিছে

সোনার হরিণ সে তো কোন ছার

ওরে তোদের কাটবে অমানিশে।

১,২৬৪ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “সোনার হরিণ”

  1. আহসানুল ময়েজ

    হুমায়রা(২০০২-২০০৮)
    আমি না বুইঝা তরে ২য় থাইক্যা নিচে নামাইছি
    আর কান্দিস না ভইন তরে চলকেট কিইন্যা দিমু

    ডুপলেমেসি টা জানতে চাইলে চলকেট এর টাকা ফেরত দে


    আহসানুল ময়েজ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।