——————————————————————————
প্রার্থনা
——————————————————————————
অথবা
——————————————————————————
অনুরোধ
——————————————————————————
অথবা
——————————————————————————
ব্যর্থ প্রয়াস
——————————————————————————
এক একটা দিন খুব ইচ্ছে হয়।
ইচ্ছে হয় –
রীডিং গ্লাস চোখে , ইজি চেয়ারে বসে থাকা বাবার কাছে যাই।
কোলে মাথা পেতে বলি,
“বাবা, আপনি কী আবার যুবক হতে পারবেন?
আপনার যৌবনদৃপ্ত বুড়ো আঙুল হাতের মুঠোয় নিয়ে হাঁটার জন্য চৌরাস্তার মাথায় জনসমক্ষে
আমরা খামচাখামচি করব!
দশমীতে প্রতিমা বিসর্জন দেখতে পারিনি বলে কাঁদতে কাঁদতে আপনার সূতির পাঞ্জাবীটা ভিজিয়ে দিলে,
আপনি আমার অপরিণত চুলে নাক ডুবিয়ে বলবেন,
এইটুকু একটা ছেলের চোখে এত পানি আসে কোত্থেকে?”
———————–
৩০/০৩/০৯
এইটা তোর শ্রেষ্ঠ লেখা । অসাধারণ :hatsoff: :hatsoff: :hatsoff:
তাই নাকি? ওকে। 🙂
তোমার আসলেই problem হাসের বাচচা। x-( x-(
ইস.. কত্তদিন আব্বুর আঙ্গুলটা খামচে ধরে হাঁটিনি...
আবার যদি সেই ছোট্ট হতে পারতাম।
তুই তো ছোটই আছস। বড়দের নাম "খরকোশ" হয় নাকি? 😛
মহিব...।। সত্যি আসাধারণ। :clap:
আল্লাহ সামিয়ার সহায়ে থেকো।আমিন।
হুম।
অসাআআআআআআধারন লাগল .........
থ্যাএএএএএএএএংকু 🙂
মন্তব্যের ঘরে দেখি সব আমরা আমরাই 😛
মহিব তোরে একখান :salute: দিই এই লেখাখানার জন্য
মানুষ তার স্বপ্নের সমান বড়
ওয়ালাইকুমুস সালাম। 😀
একদম ছুঁয়ে গেলো। ছেলেটা যে কীভাবে এতো ভালো লেখে!
অনেক ধন্যবাদ রনি ভাই। 🙂
তোর লেখা দেখে আমার হিংসা লাগে।
কিভাবে এতো ভালো লিখিস?
নে একটা :salute: নে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মাঝে মধ্যে মিছা কমেণ্ট পাইলে খুব একটা খারাপ লাগে না। :shy:
:salute:
মুগ্ধ।
থ্যাংকু ভাইজান্। 🙂
অসাধারণ!এত সাধারণ কথায় কি চমৎকার ভাব প্রকাশ...
হে হে। :shy:
:clap: :clap: :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😛 😀 🙂 🙂
আরেকটা.........
আহা!!!!!!!!!!!!!!!
আহা। এত বাজে লেখা। 😀
গুরু তোমায় সালাম, দারুণ প্রকাশভঙ্গি ভাইয়া। :boss: :boss:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
থ্যাংকু ছুড ভাই। 🙂
:clap: :clap: :boss: :boss: :salute: :salute:
আইচ্ছ্যা 😛
অদ্ভূত লাগলো দোস্ত!
দেরিতে হলেও পড়লাম 😀
:salute:
অসম্ভব ভালো লাগলো।