হাবিজাবি ০২

তখন আমরা পরস্পরকে চিঠি লিখতাম-
তুমি নক্ষত্র খুব ভালোবাসতে বলে,
গভীর রাতে মহাকাশ থেকে কত নক্ষত্র চুরি করে এনে বিছিয়েছি চিঠির ভাঁজে,
যেন ভালোবাসা ওভাবেই দিতে হয়,
যেন ঐ চিঠির ভাঁজ মহাবিশ্বের সবথেকে গোপনীয় স্থান!

কতদিন তোমার কোন চিঠি পাই না, রঙিন খামে লাজুক গোলাপ
তোমাকে চিঠি লেখা হয়না কতদিন, নিজস্ব যত কবিতায়।

কত যুগ হয়ে গ্যালো, কত সহস্র বছর, হায়!
বেণী দুলিয়ে তুমি দাঁড়াও না এসে হৃদয়ের সদর দরজায়
বলো না আলতো হেসে, মরণের পরও যেন তব চিঠি পাই!

৪,০৮৪ বার দেখা হয়েছে

৪০ টি মন্তব্য : “হাবিজাবি ০২”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    তোকে আমি পিটাবো। ট্যাগে হাবিজাবি দিছিস ক্যান? বদমাইশ।

    অনেকদিন পড়ে কোন কবিতা পড়ে বলতে হল, দারুণ।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. কতদিন তোমার কোন চিঠি পাই না, রঙিন খামে লাজুক গোলাপ
    তোমাকে চিঠি লেখা হয়না কতদিন, নিজস্ব যত কবিতায়।

    :just: অসাধারণ।
    অনেকদিন পরে লেখলি। এবং পুরাই ওভার বাউন্ডারী। :hatsoff: :hatsoff: :hatsoff:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।