তখন আমরা পরস্পরকে চিঠি লিখতাম-
তুমি নক্ষত্র খুব ভালোবাসতে বলে,
গভীর রাতে মহাকাশ থেকে কত নক্ষত্র চুরি করে এনে বিছিয়েছি চিঠির ভাঁজে,
যেন ভালোবাসা ওভাবেই দিতে হয়,
যেন ঐ চিঠির ভাঁজ মহাবিশ্বের সবথেকে গোপনীয় স্থান!
কতদিন তোমার কোন চিঠি পাই না, রঙিন খামে লাজুক গোলাপ
তোমাকে চিঠি লেখা হয়না কতদিন, নিজস্ব যত কবিতায়।
কত যুগ হয়ে গ্যালো, কত সহস্র বছর, হায়!
বেণী দুলিয়ে তুমি দাঁড়াও না এসে হৃদয়ের সদর দরজায়
বলো না আলতো হেসে, মরণের পরও যেন তব চিঠি পাই!
😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😀
তোকে আমি পিটাবো। ট্যাগে হাবিজাবি দিছিস ক্যান? বদমাইশ।
অনেকদিন পড়ে কোন কবিতা পড়ে বলতে হল, দারুণ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ট্যাগে হাবিজাবি দিছি কই? শিরোনামে হাবিজাবি দিছি। তাও হাবিজাবি ০২। :))
কয়দিন আগেই ফেসবুকে স্ট্যাটাস দিসিলাম - দুই টাকার হলুদ খামে চিঠি পাইতে মঞ্চায়। তুই আজকে আবার সেইটা চাগায়া দিলি 😀
সাতেও নাই, পাঁচেও নাই
এসএমএস তো পাস। 😀
ধুর ... চিঠি বেস্ট ......
😀 :hatsoff:
খুব চমৎকার লাগলো মহিব ... :boss: :boss: :boss:
:just: অসাধারণ।
অনেকদিন পরে লেখলি। এবং পুরাই ওভার বাউন্ডারী। :hatsoff: :hatsoff: :hatsoff:
এই জীবনে কেউ চিঠি দিলো না 🙁 🙁 :dreamy: :dreamy:
চিঠি বেস্ট ……অসাধারণ। 😀 :clap:
কোবতের নাম চিঠি দেয়ার দাবী জানাচ্ছি 😡
ইয়ে বস,সিরাম!!ফাইভ স্টার দাগায় গেলাম :salute:
হায় চিঠি 🙁
মানুষ তার স্বপ্নের সমান বড়
খুব সুন্দর লাগলো... 🙂
মহিব, অনেকদিন তোমার গল্প পড়ি না...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মহিব, অনেকদিন তোমার গল্প পড়ি না…
মহিব, অনেকদিন তোমার গল্প পড়ি না…
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মহিব, অনেকদিন তোমার গল্প পড়ি না…
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি এখনো চিঠি পাই,ক্যাডেট কলেজ থেকেই :shy: 😛
কোন কলেজ থেকে বল্লানাতো।
ময়মনসিংহ/ফেনী/জয়পুরহাট/পাবনা...কোন্টা থেকে পাস বল :grr: :grr:
পাবনা মুনে হয় 😛 😛
=)) =)) =)) =)) =))
বলব না কোন কলেজ থেকে পাই-তবে এটুকু বলব কোন গার্লস ক্যাডেট থেকেই পাই।একদম রেগুলার।
তবে এটুকু বলতে পারি- নতুন দুইটার একটা থেকে। 😛
মুহিব কি ভুল করে সিসিবিতে চিঠিটা দিয়া দিসো নাকি?
ব্যক্তিগত চিঠি পড়তে কিন্তু খ্রাপ লাগ্লো না। 😀
আহারে এমন করে যদি কেউ লিখতো!!!!! :dreamy:
ক্যাডেটদের চিঠি পাওয়াটা আসলেই একটা আনন্দের মুহূর্ত
চ্যারিটি বিগিনস এট হোম
ভাইয়া অসাধারণ একটা প্রেমের কবিতা :clap: :clap:
সময় মত এখান থেকে কয়েক পংক্তি তুলে নিবো,আগে থেকেই পারমিশন চেয়ে নিচ্ছি 😛
মরণের পরও যেন তব চিঠি পাই 😀
অসাধারণ! :clap:
কতদিন পর? হিসাব কইরা বল।
এখনও ক্যাডেট কলেজের কিছু চিঠি জমান আছে। সেগুলো মাঝে মাঝে বের করে পড়ি। ভালই লাগে।
ভাইয়া অসাধারণ হইসে :boss: :hatsoff:
খুব ভালো লাগলো পড়ে, :hatsoff:
আসলেই,কতদিন চিঠি পাইনা :((
কষ্ট করে পইড়া, আরো কষ্ট কইরা কমেণ্টানোর জন্য সবাইকে ধন্যবাদ। 🙂
অনেকদিন পরে লেখলি
অসাধারণ হইসে
অসাধারণ মহিব। :thumbup:
তোকে আমি পিটাবো। ট্যাগে ফৌজদারহাট দেসনাই ক্যান? বদমাইশ।
অনেকদিন পড়ে কোন কবিতা পড়ে বলতে হল, আহ্।
সংসারে প্রবল বৈরাগ্য!
লেট কমেন্টারদের লেট থ্যাংকু। 🙂