(প্রায়) দেশপ্রেমিক

(এই কবিতাটা দেশের এক বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা, তবে হয়তো এখনো প্রাসঙ্গিক; কে জানে!)

আমি দেশপ্রেমিক নই
তবু খালিপায়ে ফুল দিয়ে আসি গিয়ে শহীদ মিনারে
আমি দেশপ্রেমিক নই
তবু ষোলই ডিসেম্বরে করি বিজয়ের উল্লাস
আমি দেশপ্রেমিক নই
তবু ছাব্বিশে মার্চ এলে পরে গাই স্বাধীনতার গান
সত্যিই আমি দেশপ্রেমিক নই
দেশের জন্য আবেগ ব্যাপারটা টের পাইনা আমি
তবু লিখে যাই স্বাধীনতার কবিতা
আবেগহীন – নিতান্তই ফরমায়েশী লেখা
লেখার জন্য লেখা
পাতা ভরানোর জন্য অনর্থক কিছু আঁকিবুঁকি

আমি দেশপ্রেমিক নই
এ আমার সৎসাহস থেকে বলা কোনো স্বীকারোক্তি নয়
নয় আক্ষেপ
এ আমার গর্ব
কেননা যেদেশে দেশপ্রেমিকেরা দেশদ্রোহীদের ক্রীড়নক
সেদেশে দেশপ্রেমিকের পরিচয় শুধুই লজ্জার

১,৭৬৬ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “(প্রায়) দেশপ্রেমিক”

  1. মইনুল (১৯৯২-১৯৯৮)
    আমি দেশপ্রেমিক নই
    এ আমার সৎসাহস থেকে বলা কোনো স্মীকারোক্তি নয়
    নয় আক্ষেপ
    এ আমার গর্ব
    কেননা যেদেশে দেশপ্রেমিকেরা দেশদ্রোহীদের ক্রীড়নক
    সেদেশে দেশপ্রেমিকের পরিচয় শুধুই লজ্জার

    চমৎকার প্রকাশ ...

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।