(বানানগুলো ইচ্ছে করেই অন্যরকম লিখলাম, পরীক্ষামূলক আর কি!)
মঞ্চে উঠে মন্ত্রী যখন শুরু কল্লেন গালি
হয়ে গেলো সামনের সব চেয়ারগুলো খালি
এক্কোণে এক বুড়োটে লোক ঠোঁটে নিয়ে বিড়ি
দেখাচ্ছিল মন্ত্রীকে এক মস্তবড় ছড়ি
মন্ত্রী বলে, ‘মূর্খ ওটা, কচ্ছে ভারত-দালালি’
বুড়ো বলে, ‘একাত্তরে পাকিস্তানে পালালি’
ক্রমে ক্রমে ঝগড়াটা বেশ উঠলো জমে জোর্দার
অন্য সবাই রিক্সা-গাড়ি কল্ল ভেঙে চুর্মার
বল্ল বুড়ো , ‘কাল্কে থেকে ডাকবো আমি হর্তাল
তার্পর্দিন নাম্বো রোডে বাজিয়ে ঢোল-কর্তাল’
তাইনা শুনে মন্ত্রী মশাই কল্ল জারি আইন
হর্তালেতে ঘন্টাপ্রতি পাঁশ-শো টাকা ফাইন
মধ্যিখানে আম-জনতা মাইনকা-চিপায় পড়ে
হাকিম সাহেব নড়েন নাকো, হুকুম শুধু নড়ে
এবার এলো বুদ্ধিজীবী (সবাই চাপাবাজ)
গাল চুল্কে বল্ল, ‘সবি বুশ-লাদেনের কাজ’।
১ম 😀
২য় 😀
তাইনা শুনে মন্ত্রী মশাই কল্ল জারি আইন
হর্তালেতে ঘন্টাপ্রতি পাঁশ-শো টাকা ফাইন
=)) =)) =))
ভাই ভার্সিটিতেও একই আইন, মিছিল সমাবেশে থাকলে ৫০০ টাকা ফাইন... :khekz: :khekz:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
থাই ণাকি? ঝান্তাম্নাতো! কাক্তালীয়োভাবে মিলে গেছে... 😉
ঐ পোলা, জেসিসি ট্যাগ করস না ক্যান??? x-(
এইডা সহ আগের সব লেখা ট্যাগ কর...
গাছ লিখে ট্যাগ করো!! তাইলেই জেসিসি চলে আসবে!!
:)) :)) :))
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঠিক কইছেন স্যার। কিন্তু কোন প্রজাতির গাছ সেইটা কিন্তু কন্নাই। :grr:
জোস ... ... সানা ভাই, বেশি জোস ...
গাছ লিখে ট্যাগ করো!! তাইলেই জেসিসি চলে আসবে!!
;)) ;))
ইয়েস্প্লিজ, জেসিসি ট্যাগ করবো। একটু সময় দ্যান ভাই।
একটা আলাদা আবেশ পেলাম এই কবিতাটায়। খুবই সুন্দর। রম্য ভাবটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে।
ভিন্ন স্বাদের রান্না সৌমিত্র। খেতে মুখ পুড়লো না! :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বানাঙ্গুলো বেশ লাগ্লো। :thumbup:
কবিতা ভালো আসতেছে সৌমিত্র। চলুক কবিতাবাজি। 😀
"যত দোষ, নন্দ ঘোষ"... জঙ্গির কথা বললে আর মানাতো।
কবিতা সুন্দর হয়েছে :hatsoff: :hatsoff:
পারফেক্ট রম্য কবিতা
🙂
:hatsoff: :hatsoff: :boss: :boss:
Life is Mad.
সৌমিত্র ভাইয়া, রম্য কবিতা বলেই হয়ত, আমার কাছে বেশী ভালো লেগেছে। 😀 :clap: :clap:
খুব্বালা ঐছে। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
চমৎকার লাগল। :thumbup:
মজাক পেলুম 😀
এইটা কলেজ সাময়িকীতে পড়ছিলাম-মনে আছে। 🙂
:clap: :clap:
বানান পরীক্ষা প্রশংসা পাবার যোগ্য।
এগিয়ে যাও, তবে ফাইনাল প্রফটা মাথায় রাইখো। 😀
কথায় আছে:
🙁
ঝঠিল লাগল :boss: