শব্দনাটের রঙ্গশালায় কতই রঙ্গ রোজ দেখা যায়
শব্দ হাসে শব্দ কাঁদে শব্দমাঝে বাদ্য বাজে
যে শব্দ আজ রাজার বেশে কাল সে দেখ রাজ্য হারায়
শব্দবাণে আঘাত হানে শব্দ জ্বলে চোখের তারায়
শব্দনাটের রঙ্গশালায় কতই রঙ্গ রোজ দেখা যায়
শব্দালোকের শব্দছটায় শব্দতিমির দূর হয়ে যায়
সপ্তরাগে শব্দরাগে নতুন সাজে শব্দ সাজে
শব্দালয়ে চপল পায়ে শব্দ নাচে শব্দ নাচায়
শব্দ দেখি শব্দ আঁকি শব্দপুরীর শব্দসভায়
শব্দনাটের রঙ্গশালায় কতই রঙ্গ রোজ দেখা যায়
শব্দবিপুল শব্দলোকে শব্দাভাবে মরছি যে হায়
চারদিকে মোর শব্দসাগর ডুবছি আমি শব্দমাঝে
ডাকছি তবু আর্তস্বরে শব্দ কোথায় শব্দ কোথায়
শব্দক্ষুধায় মুমূর্ষুপ্রায় শব্দতৃষায় বুক ফেটে যায়
রঙ্গ আজি ভঙ্গ হলো শব্দনাটের রঙ্গশালায়
🙂 😀
শব্দ বাবাজীদের হারিয়ে আমি এখন নিঃশব্দ। 😛
:clap: :clap: :thumbup:
চমৎকার লেখা সৌমিত্র!
আমি ছন্দ-অপটু। কবিতায় যারা ছন্দবাজি করতে পারে, তাদেরকে আমি এজন্য ঈর্ষামিশ্রিত সমীহ করি। তুমি শুধুমাত্র এক "শব্দ" নিয়ে যে খেল দেখাইলা, তা সত্যিই অপূর্ব... :clap:
সৌমিত্রের কাব্যক্ষমতা দুর্দান্ত চমকের সাথে উপভোগ করছি।
সিসিবিতে দারুন আরেকজন লেখকের সংযুক্তিতে গর্ববোধ হচ্ছে খুব।
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি আগেই বুঝছিলাম, এই পোলা একটা মাল :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এখানে 'মাল' প্রশংসা অর্থে বলা হয়েছে...। :grr: :grr: :-B :-B
:clap: :clap: :boss: :hatsoff:
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
অসাধারন। বিমোহিত।
চমৎকার লাগল সৌমিত্র।
কবিতাটা দারুণ! :thumbup:
চরম
এই পোলার যদি শব্দ সংকট হয়া থাকে ... তাইলে আমি কই যাই ... ??
অনণ্য সাধারণ ... :boss:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাল লাগল- তোমার কবিতা । :thumbup:
তুমি ত মিয়া জ্যোতিষ বাবা , সব আগেই বুঝ ! :duel:
আমার ব্যাপারেও বলছিলা
"আমি আগেই জানতাম আপনি লোকটা খুব খ্রাপ" :goragori: :goragori:
এক শব্দ নিয়ে এত জোশ কবিতা :clap: