মাইর দিয়েন্না…

আমার পরশু থেকে এক্সাম কিন্তু আমিও রকিবের মত লেখাপড়া ছাড়া সবই করছি। 😀 মন মেজাজ প্রচুর খ্রাপ। 😡
আমার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো আমি জীবনে কোন প্রকার জোকস মনে রাখতে পারিনা।মানুষ যখন তখন এই বিশেষ কাজটা করে শ্রোতাদের মনোরঞ্জন করে।একবার শুনেছিলাম দিনে ৩ জনকে হাসানোর মধ্যে কি যেন একটা বিশেষত্ব আছে।(এখন মনে নাই) যাই হোক শুনে দু:খ :-/ পাইসিলাম ভেবে যে আমার সেই গুণ নাই। :no:
আজকে ব্রেনের পুরানো কোষগুলা হঠাত নড়াচড়া দিয়া জোকস মনে করিয়ে দিলো।কার কাছে থেকে কবে শুনেছিলাম মনে নাই।শেয়ার করতে মন চাইলো 😀 বোরিং জোকস সন্দেহ নাই।এইবার তাইলে শুরু করি কি বলেন?

পহেলা জোকসঃ
১ জনঃ জানিস তুই 90 বার পাপ(sin) করলে 45 বার ধরা(caught) খাওয়ার সম্ভবনা আছে।
২ জনঃ কিভাবে?

উত্তরটা কি কেউ জানেন?

দোসরা জোকসঃ

দুই প্রেমিক-প্রেমিকা ঠিক করেছে আত্মহত্যা করবে।উঁচু পাহাড় থেকে ছেলেটা লাফ দিলো প্রথমে।
মেয়েটা লাফ দিলোনা উলটা চোখ বন্ধ করে বলল,’ভালবাসা অন্ধ’
এদিকে ছেলেটা প্যারাস্যুট খুলে বলল,’সত্যি ভালবাসা কখনো মরে না’

লেখার পর মনে হচ্ছে এইগুলান ডাস্টবিনে ফেলায় দিয়ার মত জিনিস। ~x( তাও যখন লিখেই ফেললাম দিয়েই দেই। 🙂

৪,৭৩০ বার দেখা হয়েছে

৭০ টি মন্তব্য : “মাইর দিয়েন্না…”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    হাতের কাছে থাকলে সত্যি সত্যি মাইর দিতাম ।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. আছিব (২০০০-২০০৬)

    :(( :(( আল্লাহ রে,এইগুলা পইড়া আয়ু তো কমলই,হার্ট ভাইঙ্গা শাহরুখ খান-গৌরী খান হইয়া গেল =(( =((
    আল্লাহ রে,এইবার বুঝতে পারছি আমার এক ছুট্টুবুন্ধু,যার নাম বোজোরাণী, তার পূর্বসূরী কে ছিল !! :goragori: :chup:

    জবাব দিন
  3. মশিউর (২০০২-২০০৮)

    আমাদের মাঝখানে শুরু হইছিলো এই টাইপের জোক্স । কথায় কথায় কিছু একটা বানানো । যেমন এক্সাম কে বলা যায় ওয়াইআম । শেয়ার কে হিআর বা শেএস । মানে যতক্ষন সহ্যসীমা অতিক্রম না করে আরকি । :(( :(( :(( :(( :(( :((

    জবাব দিন
  4. তানভীর (৯৪-০০)

    খাইছে....জোক্স তো দেখি সেইরকম!!!

    তোমার তো দুইদিন পর পরীক্ষা, এইজন্য মনে হয় এরকম উচ্চমার্গীয় জোক্স করতে পারলা!!
    ব্যাপার না, ভালো করে পরীক্ষা দিয়ে পরে এইরকম জোক্স কইর।

    জবাব দিন
  5. আমি একটা কই:
    ০১.
    প্রশ্নঃ অস্ত্রশস্ত্র/ফাঁদ ছাড়া আপনাকে একটা সিংহ শিকার করতে বলা হলে কিভাবে করবেন?
    উত্তরঃ রোদ পোহাচ্ছে এমন একটা সিংহের আশে পাশে যান, নিজে উল্টা হয়ে ঝুলে পড়ুন গাছ থেকে। :grr: :grr: :grr: (না বুঝলে আওয়াজ দিয়েন)

    ০২. (এইটার কপিরাইট জামী)
    বাবা আর মেয়ে পাহাড়ের উপর ঘুরতে গেছে। মেয়েটা বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। বলতে হবে, মেয়েটার নাম কি? :grr: :grr: :grr:

    জবাব দিন
  6. ফ্লপ খাইলাম মনে হয়, যাই হোউক ব্যাপার নাহ।
    উত্তরগুলা দিয়া দেই।

    ০১.
    প্রশ্নঃ অস্ত্রশস্ত্র/ফাঁদ ছাড়া আপনাকে একটা সিংহ শিকার করতে বলা হলে কিভাবে করবেন?
    উত্তরঃ রোদ পোহাচ্ছে এমন একটা সিংহের আশে পাশে যান, নিজে উল্টা হয়ে ঝুলে পড়ুন গাছ থেকে। :grr: :grr: :grr: (না বুঝলে আওয়াজ দিয়েন)

    কিভাবে? সিংহটা রোদ পোহাচ্ছে তার মানে tan করতেছে, আপনি উল্টা, তারমানে 1/tan = cot , সিংহ কট (caught) হয়ে গেল। :(( :(( :((

    ০২. (এইটার কপিরাইট জামী)
    বাবা আর মেয়ে পাহাড়ের উপর ঘুরতে গেছে। মেয়েটা বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। বলতে হবে, মেয়েটার নাম কি? :grr: :grr: :grr:
    মেয়েটার নাম পুষ্পিতা (push পিতা)

    ০৩. সিসিবিতে সবচেয়ে দানশীল কে? 😉
    সম্পা, কারণ ইদানিং সবখানেই সম্পাদিত লেখা থাকে, তারমানে সম্পা সবকিছু দিয়ে দিতেছে।

    কারো কান্না পাইলে চিলের পিছে দৌড়ায়েন না (কান না পাইলে বুঝাইছি 😛 😛 😛 )

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।