প্রতিদিনের মত আজকেও ঘুম থেকে উঠেই বল্লাম,’কেমন আছো …?’বলেই বুঝলাম ভিতরটা মোচর দিয়ে উঠলো।প্রচন্ড কষ্টে মনে হলো দম বন্ধ হয়ে যাবে।বালিশে মুখ গুঁজে হাউমাউ করে কাঁদলাম,পাছে বাসার সবাই শব্দ শুনে ফেলে।
প্রথম যেদিন বুঝেছিলাম তুমি আর কোনদিন আমার হবেনা সেদিন যেমন আত্মাছেড়া কষ্ট হয়েছিল প্রতিটাদিন এবং আজো তেমন কষ্ট পাই।তোমাকে আলো ভেবে পেতে চেয়ে যে সারাজীবনের মত এমন অন্ধকারে হারিয়ে ফেলব…তুমি প্রথম থেকেই জানতে তাই না …?তাই আমাকে প্রতিটাদিন শক্ত হতে বলতে।কি লাভ হলো তোমার?আমাকে আগুনের কিনারে নিয়ে একা ছেড়ে দিয়ে কি লাভ হলো তোমার?কে জিতলো আর কে হারলো এই ভয়ঙ্কর খেলায়?
তোমাকে নিয়ে সপ্নগুলো হারিয়ে ফেলেও তোমাকে চেয়েছি ফিরে।তোমাকে বারবার আত্মার সাথে বাধতে গিয়ে বারবারই হারিয়ে ফেলেছি। আজকে তোমার খোঁজ নিতে গিয়ে দেখলাম তুমি ভালো আছো।তোমার জায়গায় তুমি ফিরে গেছো।তুমি নিজের আলোয় আলোকিত হয়ে আছো।আমি বোকারমত তোমাকে খুঁজে যাচ্ছি প্রতিটাদিন আধারে।আমার আধার আমাকে তোমার এই আলকিত জীবন থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে।তোমার অন্ধকার ভাগটা নিয়ে আমি আমার জীবন পার করছি।তুমি জানতেও পারলেনা।তুমি জানবেওনা কোনদিন আর।কারণ তোমাকে আমি আর ফিরে চাইনা।
🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ঝরঝরে লেখা, বানান এতো ভুল কেন আপু?
পড়ে মন খারাপ হয়ে গেলো...
জানিনা কি লেখা উচিত
জীবনটাই মনে হয় এমন :bash:
:boss: :boss:
আহারে...
হতাশ হইয়েন না,সব ঠিক হয়ে যাবেই 😕
কি বলবো আপা??
আপ্পি, মনের ভাব প্রকাশ করেছেন খুব সুন্দর করে। :clap:
কিন্তু অভ্রটা আর একটু প্র্যাকটিস করে নিয়েন,আর বাক্যগুলো একটু বিরামচিহ্ন দিয়ে লিখিয়েন,আরও ভালো লাগবে।আপনি তো অলরেডি ততোধিক ব্লগ লিখে ফেলেছেন,এখন মনে হয় যত্নশীল হতে পারবেন।ছোট ভাইয়া হিসেবে বললাম,গোস্তাখী মাফ করিয়েন :boss: 😕
পাখি চলে যাওয়ার তীব্র অভিমান করে বসে আছ দেখি!!
সময়ের সাথে অনেক ব্যাথাই ফিকে হয়ে আসে, আসা করি তোমার কষ্টও তাড়াতাড়ি কমে যাবে।
ব্যথা ফিকে হয়ে আসে ঠিকই, কিন্তু কিছু কিছু পাখির জন্য যে তীব্র অভিমান হয় তা শুধু অনুভবের, বুঝানোর নয়।
কষ্টের প্রকাশটা অনেক সুন্দর আপা
প্রোফাইল পিক'এর কোন পাখিটা ??
ডাইনেরটা না বামেরটা ??
ডাইনেরটা যেম্নে ঘাড় ঘুড়ায়ে বামেরটা'র দিকে তাকায়া আছে
তাতে মনে হয় ...
(এর আগের ব্লগেই বুঝছিলাম তুমি কিছু একটা হারাচ্ছ
এইটা তে আইসা কনফার্ম হইলাম ... খেলা ফাইনাল)
ব্যাপ্পার্স না ... কোন না কোন নতুন পাখি খুজে পাবা ... যে পাখি যন্ত্রণা দিবে না।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাল লাগল :clap:
কঠিন হইছে......... :hatsoff: :hatsoff: :hatsoff:
রঞ্জনা আমি আর আসবো না...
আপু,"দি শশাঙ্ক রিডেম্পশন" নামের মুভিটা তুমি দেখেছ কিনা জানিনা কিন্তু ওখানের কয়েকটা লাইন এখানে কিছুটা প্রাসঙ্গিক মনে হলঃ
...I have to remind myself that some birds aren't meant to be caged. Their feathers are just too bright and when they fly away, the part of you that knows it was a sin to lock them up does rejoice, but still, the place you live in is that much more drab and empty that they're gone. I guess I just miss my friend.
দেখি বঙ্গানুবাদের(ভাবানুবাদ) চেষ্টা করিঃ
...নিজেকে আমার স্মরণ করিয়ে দিতে হয় যে কিছু কিছু পাখির জন্ম আসলে খাঁচায় আবদ্ধ হবার জন্যে নয়।খাঁচার পাখির পালকের যে রং,এসব পাখি তার চাইতে অনেক বেশি উজ্জ্বল।এরা যখন উড়ে চলে যায়,মানব মনের যে অংশটি শুরু থেকেই জানত যে এই পাখিকে খাঁচায় আটকানো ছিল অনেকটা অপরাধের মত-সেটি উল্লাসিত হয়।কিন্তু হায়,এদের অনুপস্থিতিতে আমার আবাসস্থল কতটাই না অনুজ্জ্বল!
......আমার মনে হয় বন্ধুবিচ্ছেদের বেদনা বেজে উঠছে আমার অন্তরে...
মুভিটা প্রথমবার দেখে এত ভালো লেগেছিল যে পরে আরো কয়েকবার দেখতে হয়েছে
সুন্দর অনুবাদ :thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
:shy: প্রফেসর সাহেবের কথায় খুব উৎসাহ পাইলাম :shy:
মাস্ফ্যু, আনুবাদের ব্যাপারে কোন আইডিয়া শেয়ার করতে চাইলে, আমার সাথে মরামর্শ করতে পার। আমি নিজে খুব একটা ভাল অনুবাদক না, তবে অনুবাদের টেকনিক্যাল সাইড নিয়ে আমি আগ্রহী, এবং এব্যাপারে পড়ি এবং পড়াই। অনেক সময় আমি দেখেছি একটা প্র্যাক্টিক্যাল টাস্ক দিলে আমার কোন কোন ছাত্র/ছাত্রী এমন চমতকার কিছু অনুবাদ নিয়ে আসে যতটা আমার পক্ষেও হয়তো সম্ভপর ছিল না। এব্যাপারে মেইল করতে পার।
চ্যারিটি বিগিনস এট হোম
আপু,মাস্ফ্যু নাম দিয়ে একটা কমেন্ট করেছিলাম-লগইন না করায় মডারেশনে জমা হয়েছে।কষ্ট করে এপ্রুভ করে দিও...
আমার নিজের একটা পদ্ধতি বলি, কামে দেয় কিনা দেখো।
রাইতের বেলা নিজের রুমে লাইট সব অফ কইরা খুব প্রিয় গান গুলা শুনো(বিরহের হইলে ভালা 😛 :grr: ) তারপর বিগত পাখির কথা চিন্তা কইরা মন খারাপ কইরা বইসা থাকো (পারলে কান্নাকাটি কইরো 🙁 🙁 ) then কান্নাকাটি শেষ কইরা আয়নার সামনে দাড়াইয়া নিজেরে দুইটা কইষা থাপ্প্রর মারবা বেহুদা মন খারাপ করার জন্য। then নিজের জন্য এক কাপ চা বানাইইয়া, এক একটা চুমুক দিবা আর পাখি মিয়া রে shift+delete.
গুণীজনে নানান কথা বলতেছেন, আমি কিছু না বলি। ;;)
তবে সবশেষে চায়ের চুমুক দেয়ার ইচ্ছা হইলে, আমাকে ডাক দিয়েন। এক-কাপ সিরাম :teacup: দিয়ে যাবো আপু। মাঝে মধ্যে বোধহয় বিষণ্নতার ছোঁয়া পাওয়া ভালো, পার্মানেন্ট না হলেই হলো। 😐
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোরে পিডাইয়া চারা গাছ বানাইয়া দিমু, কাম করসোস নাকি ফুন নম্বর collection e busy asis??
ব্যাস্ত থাকলে আস্তে ধীরে কর।
তাইতো কই, আপনের গালে ক্যান মাঝে মইধ্যেই পাঁচ আঙ্গুলের ছাপ দেখতাম। :grr: :grr: :grr:
=)) =))
হাসু তোরে মোল্লা নগররে নিয়া জবেহ দিমু x-( 😡
try this one
আপা কি বলব বুঝতিসি না 🙁 🙁
আর্টসেলের 'তোমাকে' গানের লগে মিল পাইলাম, অবস্য প্রিয় গান অনেক সময় অজান্তেই ঘুরে ফিরে আসে। শুভকামনা, ভুলে যাও ভুলিয়ে দাও
পাখি তো ছেলেদেরটা...তোমারটা পাখি না হয়ে পাখা হবে মনে হয়। 😛
যে গ্রম পড়সে,পাখা ছাড়া খ্রাপ লাগারই কথা 🙁
:))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz:
মন খারাপ করিয়ে দেয়া সুন্দর একটা লেখা।
যদি কল্পনা থেকে লিখে থাকো তাহলে :boss: :boss: :boss:
যপদি তোমার বা তোমার কোনো আপন জনের জীবন থেকে নেয়া হয়ে থাকে, তাহলে বলবো, পাখি না খোজার সিদ্বান্তটা সঠিক। আমি যখন ছোট ছিলাম, এই সব কোন কারনে মন খারাপ হয়ে গেলে এই গানটা শুনে উৎসাহ পাবার চেষ্টা করতাম।
চ্যারিটি বিগিনস এট হোম
চ্যারিটি বিগিনস এট হোম
জন্যঃ
জানি জানি কেন এমন হয়
তুমি আর নেই সে তুমি …
পড়ুনঃ
জানি না জানি না কেন এমন হয়
তুমি আর নেই সে তুমি …
চ্যারিটি বিগিনস এট হোম
কতদিন পর নোটিশবোর্ড স্টাইলে লেখাটা পড়লাম!!!!
😡
চ্যারিটি বিগিনস এট হোম
😕 চ্যাতেন কেন বস?
চ্যারিটি বিগিনস এট হোম
আপনের যেকোন কমেন্ট দেখলেই আমি শিউর হয়্যা যাই নিচে সংশোধনী দিয়া আরো কমপক্ষে তিনটা কমেন্ট আছে ;))
x-(
চ্যারিটি বিগিনস এট হোম
পাখী হারানোর দুঃখ ভুলবার এতো সব পদ্ধতি দেখে মনে হচ্ছে যাদের এখনও পাখী আছে তারাও সব পাখী তাড়ানোর কাজে ব্যস্ত হয়ে পড়বে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
:grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
শান্তাপু, এইটা কি বললেন?
ওরে কেউ আমারে ধইরা উঠা।
হাসতে হাসতে :pira:
চ্যারিটি বিগিনস এট হোম
ধরছি বস...উঠেন,আসেন কেএফসিতে যাই :grr:
আপ্নারেকেফসিনিয়েযেতেহবেশুনেয়াহ্মদ্ভাইয়াবারসেন্সলেশহ্যেপর্ছেন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমিও মুরগী ভাজি খাপ্পো... :(( :(( :(( (কপিরাইটঃ ............)
শুন্যস্থান মাস্ফ্যু ভাই পূরণ করবেন :grr:
আহারেএএএ 🙁
এই পিচ্চি আপু, আমার অফিসে চলে আসো। আইসক্রিম খেয়ে যাও আর চমৎকার কিছু গান শুনে যাও। মনটা ভীষণ ভালো হয়ে যাবে। তোমাদের মন খারাপ দেখতে ভালো লাগে না! :dreamy:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:(( আমিও আইস্কিরিম খাপো :((
না @ মাস্ফ্যু B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz: :khekz:
মাস্ফ্যু তুই আপাতত আমার বাসায় আইসা ঠান্ডা বরফ খায়া যা
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মামা, মামাগো
-মাস্ফ্যু :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
..............
কেমন যেন বিষাদ ছুঁয়ে গেলো......
অনেক সুন্দর লেখা !!