নামকরণ কষ্টকর

সিসিবিতে প্রথম না,কিন্তু আমি পাঠক থাকতেই বেশি পছন্দ করি।আজ মনটা খুব বিষন্ন হয়ে আছে তাই আমার প্রিয় মানুষগুলার সাথে বিষন্নতাটা ভাগ করলাম।আমার মন খারাপ করা লেখায় কারো মন খারাপ হয়ে গেলে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি।প্রিয় মানুষগুলাকে একটুও হারাতে চাইনা……আরা হারাতে চাইনা।

জীবনের কতগুলা দিন পার হয়ে গেল। কতগুলা মানুষ এলো কতজন চলে গেল।যারা চলে গেল তারাকি সত্যি চলে গেছে? নাকি তারা নিজেদের এক একটি জায়গা পাকা পক্ত করে গেছে?মানুষ্কি সত্যি আর একটা মানুষের জীবন থেকে চলে যায়?মনে হয় যায়না।আমাদের প্রিয় মানুষগুলা কখনই চলে যায়না। সময়ের স্রোত তাদের দূরে নিয়ে যায়।এতো দূরে নিয়ে যায় যে তাদের খুজতে মাটির র কাছে যেতে হয়।তাও আমরা তাদের ভুলিনা।ভুলতে পারিনা।অনেক সময় জীবিত মানুষদের থেকেও তারা আপন হয়ে যায়।তাদের মায়া,ভালোবাসা,কথার ভঙ্গি হাশির শব্দ আমাদের কাছে বেশি প্রিয় মনে হয়।

আমার এই লেখার কোন আদি অন্ত নেই।তবু লিখতে ইচ্ছা করছে তাই লিখছি।আমাকে মাফ করবেন আমার অসংলগ্ন কথার জন্য।জ়ীবনের স্রোতের সাথে তাল মিলিয়ে দৌড়াতে দৌড়াতে একটু অবসর পাইনা মনে করার জন্য কে এলো আর কে সারাজীবনের জন্য চলে গেল।যে গেল তার জন্য আমার কষ্ট হয় কিনা,তার কথা ভেবে ……

মানুষের মনে সুখের থেকে কষ্টের অনুভূতিটাই মনে হয় বেশি তীব্র।তাই time is the best healer প্রবাদটা সুখের জন্যনা।Time কষ্টকে heal করে সুখগুলাকে না।এমনকি মানুষ আঘাত দিয়ে গেলেও আমরা একসময় সেই আঘাত ভুলে তারসাথের সুখের স্মৃতিগুলা নিয়ে থাকি।

জন্মের পর থেকে যেই বটগাছগুলার ছায়ায় ভেবেছিলাম এমনই বুঝি সারাজীবন থাকবে।সমস্ত ঝর ঝাপ্টা থেকে ডাল্পালাগুলা দিয়ে আড়াল করে রাখবে।বটগাছগুলা যখন একটা একটা করে উপুর হয়ে মাটিতে পরে মিশে গেল তখন মনে হয়েছিল আমিও চলে যায় মাটির নিচে।আমি কিন্তু যাইনি।এখনো দাঁড়িয়ে আছি।রোদে পুড়ে গেছি,ঝড়ের বারি খেয়েছি,কিন্তু দাঁড়িয়ে আছি।Time,the best healer র সাথেই যেন যুদ্ধ করে বেছে আছি।

৩,৬৪৪ বার দেখা হয়েছে

৬৪ টি মন্তব্য : “নামকরণ কষ্টকর”

  1. তাইফুর (৯২-৯৮)

    খুব প্রিয় কাউকে হারালে এই রকম একটা লেখা উঠে আসে ...
    শেয়ার করার পর কি একটু হাল্কা লাগতেছে ??
    ভাল থাক


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. আশহাব (২০০২-০৮)

    হুমম নয়া টেকনিক 😀
    ভালো থাকুন আপু

    এখন তো তোমার বটগাছ হয়ে দাঁড়ানোর কথা আরও সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য।

    :thumbup:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  3. কে যেন বলেছিল, মানুষ সুখে থাকার চেয়ে দুঃখে থাকতে বেশি পছন্দ করে। সত্যি মিথ্যা জানিনা।

    শোন, মাঝে মধ্যে মন খারাপ হবে, আবার সেটা ভালও হবে একাই। এটাকে খুব বেশি পাত্তা দিও না। যেমনে আছে চলতে দাও ... তোমার কথাই বলি, Time is the best painkiller.
    বেশি খারাপ লাগলে বন্য, কামরুল ভাই, সায়েদ ভাই, শওকত ভাইদের পোস্টগুলা পড়ে আস।
    শুভকামনা।

    জবাব দিন
  4. আপু মন খারাপ নিয়ে এত মন খারাপ করবেন না তো,সারাদিন কারনে অকারণে এতবার মন খারাপ হয়,এত কিছু মাথায় নিলে আর স্বাভাবিক থাকা যাবেনা।
    আর আপনার কথাটা ঠিক আপু,হয়তো দাগ রয়ে যাই,কিন্তু সময় সব ব্যাথায় কমিয়ে দেই

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    মিখাইল বেশিবোঝানভ বলেছেন,

    'তিনটি জিনিসকে কখনো পাত্তা দেবে না- তোমার সম্পর্কে লোকের দেয়া মিথ্যা অপবাদ, রাজনীতিবিদদের দেয়া আশ্বাস এবং মন খারাপ হওয়া।'

    😛

    ইয়ে...আপু, ঐ নামে কেউ নেই...এরকম হয়ত কেউ বলেও নি...কিন্তু ভেবে দেখ-কথাগুলো কিন্তু সত্যি... 😀

    ভালো থাকিস রে ভইনডি... :thumbup:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  6. সামিয়া (৯৯-০৫)

    আমারে মিস করতেছ না? আসলে আজকাল এত বিজি থাকি... :-B

    কেমুন আছো বদনা?
    তোমারে অনেকদিন দেখিনা
    তোমাকে যে ভালবাসিনা
    তা কিন্তু ভেবোনা
    অনেক ভালবাসি
    চিমটি দিয়ে হাসি

    জবাব দিন
  7. রাব্বি (১৯৯৮-২০০৪)

    ঝড় ঝাপ্টা আসার পর যখন সব সাম্লে ঝড়টারে বুড়া আঙ্গুল দেখাবা তখন দেখবা নিজেরে শাহেনশা আকবর মনে হইব
    আর মন খারাপ হইল বিয়ার মত, ওইডা কি মাইন্সে করে?

    জবাব দিন
  8. রকিব (০১-০৭)

    মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা,
    মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা।

    মন ভালো হয়ে উঠুক আপু-- আপাতত এটুকুই চাইছি।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  9. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    মজার কথা হচ্ছে মন খারাপ অবস্থায় এই পোস্টটা পড়ে আমার মন ভালো হয়ে গেল। এই জন্য সিসিবিরে আমি এতো ভালা পাই।
    তুমি অবশ্য চটজলদি মলম চাচ্ছ না - দীর্ঘস্থায়ী মহাষৌধ চাচ্ছ। উত্তরটা অবশ্য তুমিই জান। আর কোন কিছুই শেষ হয় না। প্রতিটা জীবনই এক একটা মাইলস্টোন বা সিড়ির কোন ধাপ যা টপকে উত্তরসূরিরা পরের ধাপে পৌছে। ভালো থেক আপু।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  10. রিসেন্টলি ছ্যাকা খাইছিস নাকি??? হা হা, মন খারাপ করিস না।
    দুঃখবিলাস করলে লেখাটা ঠিক আছে। কিন্তু আসলেই দুঃখ থেকে লিখলে বলবো, তোর ছায়া ঝড়ে উপড়ে গেছে,তুই অন্যের ছায়াহ। একটা বড় শক্ত ছায়া হ।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।