আলাপন

ঝিক-মিক-ঝিক তারার ঝিলিক হাজার তারা জ্বলে

শুনতে কি চাও এই তারারা ডাক দিয়ে কি বলে?

আপন আপন কোন আলাপন করছে এসব তারা

যায় না শোনা কোন সে তাদের নীরব সুরের ধারা?

 

ঝল-মল-ঝল সূর্য উজল জগৎ করে আলো

এক নিমিষে দেয় সরিয়ে রাতের আঁধার কালো।

জানতে কি চাও সূর্য এমন ডাক দিয়ে কি বলে?

জানতে কি চাও সূর্য কেন রঙ ছড়িয়ে চলে?

 

বলছে সুরুজ বলছে তারা আমরা ছড়াই আলো

যাতে করে তোমরা মানুষ থাকতে পার ভালো।

আমরা যেমন জীবন উজাড় করছি সেবার ব্রতে

তেমনি কাটুক তোমার জীবন খোদার ইবাদতে।

(কবিতাটি ছোটদের জন্য লেখা)

৯৪৯ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “আলাপন”

  1. মাহবুব (১৯৯৪-২০০০)

    এই কবিতাটি banglanews24.com এর ছোটদের পাতা ইচ্ছেঘুড়ির জন্য লিখেছিলাম।এটা ওই পাতায় এ মাসের ৪ তারিখে ছাপা হয়েছিল।

    ছোটদের জন্য যেহেতু এটাই আমার প্রথম লেখা তাই ওরা আর কিভাবে আমার লেখা সংগ্রহ করবে? আর আমার লেখাগুলোতে একটু প্রাণের অভাব আছে। একটু বোরিং। এটা আমি বুঝি। তাই আমার লেখা মানুষ তেমন পছন্দও করে না আর সংগ্রহ করার তো প্রশ্নই ওঠে না।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।