ছাত্রদের কন্ঠঃ
দশটি বছর বইয়ের মাঝে হয়ে গেলো পার
অনেক হলো পড়ালেখা ভাল্লাগে না আর।
কলেজ বলে হয়ে রূঢ়
বানাবো তোমাকে বুড়ো
তার আগে তে আমার থেকে পাবে না নিস্তার।
ক্লাস রুমেতে স্যারের মুখে ফোটে শুধু খই
মজা করে খই খেতে চাই কিন্তু পাই না দই।
এসব কথা স্যাররা বোঝে
ছাত্র শুধু অর্থ খোঁজে
একশ তলায় স্যার রয়েছেন আমার হাতে মই।
অবশেষে বাধ্য হয়ে খুলতে হল বই–
হাজারো সব কথার ভীড়ে আসল কথা কই?
এসব কথা স্যাররা বোঝে
ছাত্র শুধু অর্থ খোঁজে
একশ তলায় স্যার রয়েছেন আমার হাতে মই।
স্যাররা বলছেঃ
আমরা বলি আয় ছুটে আয় খুলে মনের দ্বার
বইয়ের নিচে চাপা পড়ে মরবো নাকো আর।
কথাঃ সিকদার মাহবুবুল হক
😀
ভাল্লাগছে
ধন্যবাদ আমীন
এটা আমার কবিতা! সরি এটা আমার মনের কবিতা!!!
ভাল্লাগে না এই বয়সে পড়াশুনা করতে :((
You cannot hangout with negative people and expect a positive life.
এফবি তে শেয়ার দিলাম। মজা পাইসি খুবই।
You cannot hangout with negative people and expect a positive life.
অনেক ধন্যবাদ আপু।
মজা পাইলাম বস............... :))
ধন্যবাদ শিবলী। 🙂