অনেকদিন সিসিবি তে আসা হয় না। আজকে কিছু একটা লিখতে ইচ্ছা হলো। কিন্তু কি লিখবো ভেবে পাচ্ছি না। তাই ভাবলাম সাম্প্রতিক কিছু ফেসবুক স্ট্যাটাস শেয়ার করি। ব্লগের নিয়ম ভঙ্গ হয়ে থাকলে এডমিন এটা রিমুভ করে দিতে পারেন।
১.
অনেক আফা ই মনে করেন যে ছেলেরা শপিং করতে পারে না/পছন্দ করে না। এই ধারণা একদম ভুল।
তার হাতে একবস্তা টাকা দিয়ে কোনো ইলেক্ট্রনিক গ্যাজেটস এর দোকানে ঢুকিয়ে দেন, পারলে সে পুরো দোকানটাই কিনে ফেলবে! 😉
বিফলে মূল্য ফেরত। 😉 B-)
-২৪ সেপ্টেম্বর ২০১৬ –
২.
গুনীজনেরা বলেন যে সমবয়েসীদের সাথে প্রেম করার আগে তাদের বেস্ট ফ্রেন্ড হওয়া উচিত।
কিন্তু বাস্তবতা হলো, বেস্ট ফ্রেন্ড হতে হতে তাহারা আর কেউ সিংগেল থাকেন না।
বেচারা আটকে থাকে ফ্রেন্ডজোনে। :((
– ৩ বছর আগে
৩.
দেশের রাজনীতি নিয়ে, ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে সচেতন থাকাটাও একটা স্মার্টনেস। সচেতন থাকা মানেই আওয়ামীলিগ/বিএনপি করা না। সময় হয়েছে আমাদের বাপ-মা এর জেনারেশনের শেখানো বুলি I hate politics থেকে সরে আসার। বেশি না, খালি আপনাদের স্বপ্নের দেশ আমেরিকার দিকে তাকালেই দেখবেন ওখানকার শিক্ষিত তরুন সমাজ কত সচেতন ওদের হিলারি-ট্রাম্প কে নিয়ে। :-B
– ৩০ আগস্ট ২০১৬
৪.
পাশের ফ্ল্যাটের ভাইজান ফোন দিসিলো বাসার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেয়ে। কোন আফায় ফোন দিলে দিয়া দিতাম ফর শিউর।কপালটাই খারাপ।
– ২৩ আগস্ট ২০১৬
৫.
আজকাল ” মধ্যবিত্তের জীবন ” নিয়ে অনেকেই আবেগী সট্যাটাস দেয় যাদের কয়েকজনকে আমি ব্যক্তিগত ভাবে চিনি আর স্ট্যাটাস দেখে আপন মনেই হাসি। ;))
– ২৩ আগস্ট ২০১৬
৬.
# গোল্ডেন পেয়ে কোনো লাভ নাই যদি না ভালো কোথাও চান্স পাও।
# ভালো কোথাও চান্স পেয়ে কোন লাভ নাই যদি না ভালো সিজিপিএ পাও।
# ভালো সিজিপিএ পেয়ে কোন লাভ নাই যদি না বিসিএস ক্যাডার হতে পারো।
# যেনতেন বিসিএস ক্যাডার হয়ে কোনো লাভ নাই যদি না টপ ক্যাডার গুলো পাও।
# টপ ক্যাডার হয়েও কোনো লাভ নাই যদি না দ্রুত প্রোমোশন পাও।…
# ভালো প্রোমোশন পেয়েও কোন লাভ নাই যদি না তোমার সন্তানেরা ভালো কোথাও পড়াশুনা করে।
# ভালো কোথাও পড়েও লাভ নাই যদি না তোমার সন্তান গোল্ডেন পায়।
(এভাবেই চলতে থাকুক ‘লাভ নাই’ এর দুষ্টচক্র) :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
– ১৮ আগস্ট ২০১৬
পাঠানন্দ পেলাম বেশ।
বেশ!