অনেক দিন পরে…

অনেক দিন হয়ে গেলো ব্লগে লেখা হয়না। মাঝে অনেকে নক করেছিল, আপু লেখেন না কেনো…বলেছিলাম লিখবো কিন্তু আর পরে লেখা হয় নাই। মাঝে মাঝে অতিথি সেজে সবার লেখা পড়তাম। সময় খুব তাড়াতাড়ি যায়। গত এক বছরে অনেক অনেক চেঞ্জ হয়েছে আমার নিজের জীবনেও… প্রথম বারের মত আম্মু হলাম, আমার পুঁচকা ছেলেটাও ৬ মাসের হয়ে গেলো। আমেরিকাতে এসে এখানকার ডাক্তার হবার জন্য পড়ালেখা করছিলাম, পরীক্ষাগুলা শেষ করলাম, নানান জায়গায় ইন্টারভিউ দিয়ে সত্যি সত্যি একটা ইউনিভার্সিটি হসপিটালে ইন্টার্নশিপের সুযোগও পেয়ে গেলাম। এখন আমাকে অফিশিয়ালী আমেরিকার ডাক্তার বলা যাবে! এইসব নানান ঝামেলার কারনে ব্লগে আসাই হয়না।

আজকে দেখলাম মর্তুজা’র চিকিতসার জন্য আবেদন। যদি আমেরিকার কেউ উনার জন্য টাকা কালেক্ট করে থাকেন তবে প্লীজ আমাকে জানাবেন, যতটুকুই পারি সাহায্য করবো।

সবার জন্য শুভকামনা।
নূপুর

১,২১৪ বার দেখা হয়েছে

২৯ টি মন্তব্য : “অনেক দিন পরে…”

  1. রকিব (০১-০৭)

    অনেকদিন সম্ভবত প্রায় ১১ মাস পর লিখলেন। অভিনন্দন রইলো আপু (ভাগ্নে এবং ইন্টার্নির জন্য)| পুচকাটার একটা ছবি দিলেও পারতেন। 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
      • রকিব (০১-০৭)

        নিন আপু :teacup: । 😀
        আপনি ব্লগের এডিট অপসনটা ক্লিক করলে ব্লগ পোস্ট করার পেজ আসবে। টেক্সট বক্সের ঠিক উপরে, ব্লগ টাইটেল এর ঠিক নিচেই দেখবেন Upload/ insert লেখা আছে। তার পাশেই প্রথমেই একটা চারকোনা বক্স আছে। ঐটা হলো পোষ্টে ছবি insert করার অপসন। এখানে অপশন মূলত চার ধরণের: Add an Image, Add Video, Add Audio এবং Add Media। এখানে Add an Image এ ক্লিক করতে হবে যেটা প্রথমটা। একটি বক্স আসবে। বক্সের একেবারে উপরে “Choose” আইকনে ক্লিক করে কম্পিউটারে ছবিটি দেখিয়ে দিতে হবে। তারপর “আপলোড” বাটনে ক্লিক করতে হবে। আপলোড শেষ হলে “Insert into post” নামে একটি অপশন আসবে। এতে ক্লিক করলেই ছবির লিংক এবং কোডটি মূল পোস্টে চলে যাবে। পোস্টে ইনসার্ট করার আগে এক্ষেত্রে অ্যালাইনমেন্ট এবং ক্যাপশন ঠিক করে দেয়া যায়।


        আমি তবু বলি:
        এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

        জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    আসলেই অনেকদিন পর ডাক্তার আপু... আমেরিকান ডাক্তার আর মা অবার জন্য অভিনন্দন। আমাদের ভাগিনার ছব দেখতে মন চায়... ওর জন্য আদর।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. হায়দার (৯৮ - ০৪)

    আপু, আমেরিকাতে মেডিকেল ক্যারিয়ার টা চালিয়ে নেয়ার ব্যাপারটা নিয়ে একটা ব্লগ লিখে ফেলেন। আমাদের অনেকেরই কাজে লাগবে।
    অভিনন্দন এবং ভাগ্নের জন্য আদর।

    জবাব দিন
  4. ইফতেখার (৯৫-০১)

    অভিনন্দন ....

    মা হওয়ার জন্য ... ডাক্তার হওয়ার জন্য

    যারা আমেরিকায় বাচ্চা নিয়ে বসবাস করেন তারা আমারিলো টেক্সাসের দিকে রওনা দেন 😉 (কাউবয় হ্যাট নিতে ভুইলেন না)।

    জবাব দিন
  5. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    অভিনন্দন!
    আমি যখন প্রথম এই ব্লগে কোন মন্তব্য লিখলাম, তখন আমাকে mgcc বলেই
    ভেবেছিলো পোলাপাইন। আর সত্যি সত্যিই mgcc থেকেই নূপুরকে পেলাম। 😀
    আরো বেশ কিছু মিল রয়েছে আমাদের। যেমন আমিও ডাক্তার। আমেরিকায়
    যাচ্ছি খুব শিগগির, যদিও ডাক্তার হিসেবে নয়। আমার বাচ্চার বয়স-ও ৬ মাস হলো সেদিন।
    অবশ্য মেয়ে। টেক্সাস এ তোমার কলেজের একজন রয়েছেন, আমার একব্যাচ জুনিয়র। সেও ডাক্তার...
    ভালো থেকো। তোমার পুত্রের নাম? ছবি আপলোড করতে আমিও জানিনা হে। তুমি পাঠাও, তারপর আমি দেখি চেষ্টা করে।

    জবাব দিন
  6. নুপুর আপা,কত্তো দিন বাদে ক্যাডেট কলেজ ব্লগের বদৌলতে আপনার সাথে ফের দেখা হল।অনেক জালিয়েছিলাম আপনাদের 😛 আপনার সাফল্য আর মা হবার কথা শুনে সত্যি খুব ভাল লাগছে। আমি নিজে ও মা হয়েছি 😀 আপনার জিয়াদ কে অনেক আদর O:-)

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।