অনেক দিন হয়ে গেলো ব্লগে লেখা হয়না। মাঝে অনেকে নক করেছিল, আপু লেখেন না কেনো…বলেছিলাম লিখবো কিন্তু আর পরে লেখা হয় নাই। মাঝে মাঝে অতিথি সেজে সবার লেখা পড়তাম। সময় খুব তাড়াতাড়ি যায়। গত এক বছরে অনেক অনেক চেঞ্জ হয়েছে আমার নিজের জীবনেও… প্রথম বারের মত আম্মু হলাম, আমার পুঁচকা ছেলেটাও ৬ মাসের হয়ে গেলো। আমেরিকাতে এসে এখানকার ডাক্তার হবার জন্য পড়ালেখা করছিলাম, পরীক্ষাগুলা শেষ করলাম, নানান জায়গায় ইন্টারভিউ দিয়ে সত্যি সত্যি একটা ইউনিভার্সিটি হসপিটালে ইন্টার্নশিপের সুযোগও পেয়ে গেলাম। এখন আমাকে অফিশিয়ালী আমেরিকার ডাক্তার বলা যাবে! এইসব নানান ঝামেলার কারনে ব্লগে আসাই হয়না।
আজকে দেখলাম মর্তুজা’র চিকিতসার জন্য আবেদন। যদি আমেরিকার কেউ উনার জন্য টাকা কালেক্ট করে থাকেন তবে প্লীজ আমাকে জানাবেন, যতটুকুই পারি সাহায্য করবো।
সবার জন্য শুভকামনা।
নূপুর
১ম......ডাক্তার আপু , আপনাকে অনেক অনেক congrats(বাংলা যেন কি?....) .....ও হ্যা, অভিনন্দন (সম্পাদিত)
সাব্বির, কংগ্রেটসের বাংলা জানো না !!!! :chup: :chup:
ফ্রন্টরোল শুরুউউউউউউউউউউউ। :gulli:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
~x( ~x( ২টা :frontroll: :frontroll: দিলাম...বাকি গুলা ডজ মারলাম !
ধন্যবাদ সাব্বির !
অনেকদিন সম্ভবত প্রায় ১১ মাস পর লিখলেন। অভিনন্দন রইলো আপু (ভাগ্নে এবং ইন্টার্নির জন্য)| পুচকাটার একটা ছবি দিলেও পারতেন। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব, তোমার চা খুব মিস করি...পুঁচকা'র ছবি দিবো কিভাবে জানিনা...কমেন্টের মধ্যে কি ছবে এড করা যায়?
নিন আপু :teacup: । 😀
আপনি ব্লগের এডিট অপসনটা ক্লিক করলে ব্লগ পোস্ট করার পেজ আসবে। টেক্সট বক্সের ঠিক উপরে, ব্লগ টাইটেল এর ঠিক নিচেই দেখবেন Upload/ insert লেখা আছে। তার পাশেই প্রথমেই একটা চারকোনা বক্স আছে। ঐটা হলো পোষ্টে ছবি insert করার অপসন। এখানে অপশন মূলত চার ধরণের: Add an Image, Add Video, Add Audio এবং Add Media। এখানে Add an Image এ ক্লিক করতে হবে যেটা প্রথমটা। একটি বক্স আসবে। বক্সের একেবারে উপরে “Choose” আইকনে ক্লিক করে কম্পিউটারে ছবিটি দেখিয়ে দিতে হবে। তারপর “আপলোড” বাটনে ক্লিক করতে হবে। আপলোড শেষ হলে “Insert into post” নামে একটি অপশন আসবে। এতে ক্লিক করলেই ছবির লিংক এবং কোডটি মূল পোস্টে চলে যাবে। পোস্টে ইনসার্ট করার আগে এক্ষেত্রে অ্যালাইনমেন্ট এবং ক্যাপশন ঠিক করে দেয়া যায়।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অভিনন্দন ডাক্তার হবার জন্যে। এবং বিশাল অভিনন্দন আমাদের মামা বানানোর জন্যে। ভাগ্নের সাথে আপনাদের একটা গ্রুপ ছবি দিয়েন।
তোমাকেও বিশাল ধন্যবাদ ছবি দিবো সামনের ব্লগে!
আপু, অভিনন্দন রইল মা হওয়ার জন্য এবং আমেরিকার ডাক্তার হওয়ার জন্য।
মামাটার একটা ছবি দিয়ে দিতেন, আর ওর নাম কি রেখেছেন?
নাম রেখেছি 'জিয়াদ'...
আমরিকার ডাকতুর আপারে অভিনন্দন... :clap: :clap:
congratulation Apu....for passing the mighty USMLEs...
kon uni te residency korchen? kon speciality?
শাহেদ, তুমি কোন মেডিক্যালে? usmle দিতে চাও? you are more than welcome for any info that I can give you ! আমি pediatrics এ, texas tech university, Amarill, Tx এ আছি।
আপু, অভিনন্দন ।
আসলেই অনেকদিন পর ডাক্তার আপু... আমেরিকান ডাক্তার আর মা অবার জন্য অভিনন্দন। আমাদের ভাগিনার ছব দেখতে মন চায়... ওর জন্য আদর।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অভিনন্দন আপু। খাইতাম চাই।
নাম জানতে মঞ্চায়... 😕
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
ধুরু আপু......আমেরিকান ডাক্তার,আমেরিকান মাও,এত্ত সুসংবাদ কি মিষ্টি-কেক-কুক ছাড়া কেউ দেয়? 😛
ভাইগ্নাটার ছবি দেখতে মঞ্চায় :hug: :dreamy:
সবাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ! সবার জন্য কেক/মিষ্টি আর ভাগ্নের ছবি সহ শিঘ্রী আসছে ছবি ব্লগ!
আপু, আমেরিকাতে মেডিকেল ক্যারিয়ার টা চালিয়ে নেয়ার ব্যাপারটা নিয়ে একটা ব্লগ লিখে ফেলেন। আমাদের অনেকেরই কাজে লাগবে।
অভিনন্দন এবং ভাগ্নের জন্য আদর।
অভিনন্দন নূপুর। এর মধ্যে অনেক কিছু করে ফেলেছো। মিতুর এখানে আসছো কবে?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
শান্তা আপু, ধন্যবাদ আপনাকেও। রোজার ঈদে ছুটি পেলে ইনশাল্লাহ আসবো অথবা কোরবানি'র ঈদে। আসেন না , আমাদের এখানে একবার বেড়ায়ে যান !
অভিনন্দন আপু 🙂
জিয়াদ মামার ছবি চাই :hug:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
অভিনন্দন ....
মা হওয়ার জন্য ... ডাক্তার হওয়ার জন্য
যারা আমেরিকায় বাচ্চা নিয়ে বসবাস করেন তারা আমারিলো টেক্সাসের দিকে রওনা দেন 😉 (কাউবয় হ্যাট নিতে ভুইলেন না)।
অভিনন্দন ….
মা হওয়ার জন্য … ডাক্তার হওয়ার জন্য :hatsoff: :hatsoff:
অভিনন্দন!
আমি যখন প্রথম এই ব্লগে কোন মন্তব্য লিখলাম, তখন আমাকে mgcc বলেই
ভেবেছিলো পোলাপাইন। আর সত্যি সত্যিই mgcc থেকেই নূপুরকে পেলাম। 😀
আরো বেশ কিছু মিল রয়েছে আমাদের। যেমন আমিও ডাক্তার। আমেরিকায়
যাচ্ছি খুব শিগগির, যদিও ডাক্তার হিসেবে নয়। আমার বাচ্চার বয়স-ও ৬ মাস হলো সেদিন।
অবশ্য মেয়ে। টেক্সাস এ তোমার কলেজের একজন রয়েছেন, আমার একব্যাচ জুনিয়র। সেও ডাক্তার...
ভালো থেকো। তোমার পুত্রের নাম? ছবি আপলোড করতে আমিও জানিনা হে। তুমি পাঠাও, তারপর আমি দেখি চেষ্টা করে।
নূপুর ভাই 🙂
আপনার সাথে তো দেখি আমার অনেক অনেক মিল ! আপনি কোথায় আছেন এখন? আমেরিকায় কবে আসবেন, কতদিন থাকবেন? টেক্সাস-এ যিনি আছেন আমার কলেজের উনার নাম কি?
ভালো থাকবেন ভাইয়া।
নুপুর আপা,কত্তো দিন বাদে ক্যাডেট কলেজ ব্লগের বদৌলতে আপনার সাথে ফের দেখা হল।অনেক জালিয়েছিলাম আপনাদের 😛 আপনার সাফল্য আর মা হবার কথা শুনে সত্যি খুব ভাল লাগছে। আমি নিজে ও মা হয়েছি 😀 আপনার জিয়াদ কে অনেক আদর O:-)