ডিসক্লেইমার: আজকাল ডিসক্লেইমার দিয়াও তেমন কোন লাভ হয়না। পাবলিক খুব খ্রাপ হয়ে যাইতেসে। :no: এই ছড়াটা দুইদিন আগে লেখা। সানা ভাইয়ের চেইন পোস্টেরও আগে। কাজেই সেখানকার কোন ছবি থেকে অনুপ্রাণিত হয়ে এই ছড়ার কোন লাইন লেখা হয়নাই। ড্রাফটে পড়ে ছিল। আরেক্টু বাড়ানোর খায়েশও ছিল। কিন্তু এডু স্যারের খসড়া ধমকানি শুনে পাবলিশ করে দিলাম । 😛
বর্ষা মানে ফর্সা আকাশ মেঘলা হওয়া দুপুর
ঝমঝমিয়ে টিনের চালে আছড়ে পড়া নুপুর।
জানলা ধরে এক কিশোরীর আকাশ পানে চাওয়া
হঠাৎ এসে চমকে দেয়া ঠান্ডা শীতল হাওয়া
পাশের বাসার কান্তা দিদির একলা ছাদে ভেজা
বর্ষা মানে স্কুল না যাওয়া আমার বন্ধু রেজা।
কলা গাছের ছোট্ট ভেলায় বিকেল পার এর রীতি
বর্ষা মানে ভুলতে বসা শালুক তোলার স্মৃতি।
বর্ষা মানে পাড়ার মোড়ে এক হাঁটুজল পানি
আলসেমিয়ে অফিস ফাঁকির নিশ্চিত হাতছানি।
বর্ষা মানে হঠাৎ করে আকাশ ভাঙা মাথায়
দিন দুপুরে খুব আয়েশে মুখ জড়ানো কাঁথায়।
বর্ষা মানে সূর্য যখন মেঘ দলেদের পিছে
বর্ষা মানে তুমি আমি এক ছাতারই নিচে।
জিহাদের ছড়া দেখি। এই ছেলের ছড়ার ভক্ত আমি কিন্তু ও খুবই খারাপ খুবই কম লেখে।
:thumbup: :thumbup:
আমি কিছু কমুনা। যা কবার লাবলু ভাই কবে 😀
পাবলিশ করার পর মনে হইতেসে আসলেই বেশি ছোট হয়ে গেসে ~x(
সাতেও নাই, পাঁচেও নাই
মরিচ ছোট, কিন্তু ঝাল বেশি...।। খুবই ভাল হয়েছে। কেম্নে লিখ এই গুলা??? :hatsoff: :hatsoff:
:grr: :grr: :grr:
মারহাবা গুরু :boss: :boss:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব তোর খবর আছে, তুই মিউচুয়াল ফ্রেন্ডরে আমারে নিয়া কিসের প্রস্তাব দিসিস । মান সম্মান আর কিছু রাখলি না 😡 😡
সাতেও নাই, পাঁচেও নাই
মা 😕 😕 নে!!!!
হায় হায় 😛 !!! আমি আবার কি করলাম!!! দাড়ান কাইল সকালে মেসেঙ্গারে আইসা শুনমু আপনার কাছে 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব ......... গোধুলী কথন কই ??????
ভাইয়া, আমি ঐটার কথা ভুলেই গিয়েছিলাম, স্ররি, ২-১ দিনের মধ্যেই দেবার চেষ্টা করছি।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জিহাদ কান্তা দিদি একলা ছাদে ভিজতেছে তো তুমি তাকায়ে আছো ক্যান? হুমম কেইস খারাপ।
ছড়া অতিশয় মারাত্মক হয়েছে :boss:
আমাদের পাশের বাসায় সত্যিই কান্তা দিদি থাকতো। 😀
দিদি আর আমি মিলে অনেকদিনই ছাদের ওপর বৃষ্টিতে ভিজছি। :hug:
আহা! দিনগুলা কোথায় হারায় গেলো। 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
ছি ছি...... বেশরিয়তি কাজ...।। লজ্জা লজ্জা... :shy: :shy:
=))
লাভলু ভাই, আমি ছাতা ফ্যাক্টরী দেয়ার জন্য কালকেই আয়োজন করতেছি। বিয়াপক লাভজনক ব্যাবসা বলে মনে হইতেছে।
রবিন ভাই এখনও আয়োজনের মধ্যেই আছেন...??? আমার ব্যাবসা তো পুরা জমজমাট। :awesome: :awesome:
গতকাল জিহাদ ৫০০ ছাতা কিনে নিয়ে গেছে আরও ৫০০ অর্ডার দিয়ে গেছে...।। :khekz: :khekz:
৫০০ ছাতা ? ওর ছাতা কি ছিইড়া যায় নাকি? :))
আল্লাহ মালুম... :)) :))
জিহাদ, তোমার ছড়াটা খুব সুন্দর হয়েছে...যদিও আমার এখানে বর্ষা/বৃষ্টির সৌন্দ্যর্য বলতে কোনো কিছুই নাই, তারপরেও তোমার পোস্টটা পড়তে পড়তে বাইরে তাকায়ে দেখি আকাশ মেঘে ঢাকা...কল্পনা করছি আমি এখন বাংলাদেশে...চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় বৃষ্টি নামার অপেক্ষা করছি,
জ্বী। সেইটা ইচ্ছাকৃত। সবাই খালি প্রকৃতির দিক দিয়া বলে। আমি না হয় প্রকৃতি বাদ দিয়াই বললাম 😀
সাতেও নাই, পাঁচেও নাই
ভাইয়া, খুব সুন্দর হয়েছে। :clap:
তুমি তো দেখি মহা গুণী ছেলে।
:hatsoff:
ভাবী কেমন আছেন? 😀
সাতেও নাই, পাঁচেও নাই
ভাইয়া ভাল আছি, তুমি ভাল?
জ্বী। চলতেসে আর কি 😀
সাতেও নাই, পাঁচেও নাই
পোলাডারে আগেই কইছিলাম সতেন্দ্রনাথ দত্ত তুমার কিছু হয় নাকি??
:-B
সাতেও নাই, পাঁচেও নাই
:chup: :chup:
ভাই, তুমি পারও......।।
অসাধারণ... 😀 😀 =)) =))
থ্যাংকু ভাইজান :hug:
সাতেও নাই, পাঁচেও নাই
চরম :hatsoff: :hatsoff: আরো বেশি বেশি ছড়া চাই ...
:thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
খুবই খুবই সুন্দর কবিতা ............ :hatsoff: :hatsoff: :hatsoff:
:hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ...খুব সুন্দর একটা কবিতা।
তুমি একটা বস্ কবি। :boss: :boss:
ইসসস......কতদিন দুপুরে এভাবে ঘুমাই না! 🙁 🙁
:no: আর যাই বলেন, কবি বইলেন না :no:
সাতেও নাই, পাঁচেও নাই
মাল্কবি বলেন সবাই। ভাল হইসে ভাই :salute: :salute:
;;; ;;; ;;; ;;;
কিছু কওনের নাই :bash: :bash:
দোস্ত
দারুন হইছে।
তোর ছড়ার ভক্ত হয়ে গেলাম তো !!
অসাধারণ :boss: :boss: :boss:
আরো বেশি বেশি লিখিস না কেন ভাই
তোর চরিত্র ভালো মনে করছিলাম।। একটু আগেও এই লাইনটা খেয়াল করিনাই :bash: :bash:
ছ্যাহহহ 😕 😕 😕
দিদি মানে দিদি । I mean it 😡 😡
সাতেও নাই, পাঁচেও নাই
দারুণ.... কিন্তু বর্ষা বৃষ্টির মাঝে কারে তোর বেশি ভাল্লাগেরে 😀 😀 😀
হ আমারো একি প্রশ্ন 😀
দুইটারেই ভালো লাগলে কোন সমস্যা আছে কি? O:-)
সাতেও নাই, পাঁচেও নাই
হায় বর্ষা, হায় ছাতা, 😡
সেই ছাতার নিচে
তোমার আমার মাথা :shy:
এ-ই আমাদের জিহাদ???
হে সভ্য জনগন, তোরা কে কোথায় আছিস--------
দেখে যারে দেখে যা :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash: :bash:
তরে একটা থাবড়া মারা দরকার। 😡
ভালোর মধ্যে খালি উল্টাপাল্টা জিনিস খুঁজোস। 😡
সাতেও নাই, পাঁচেও নাই
নুপুররে আজকাল টিনের চালে পাওয়া যাইতাছে? 🙁
লাগবো নাকি? ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
আহা! কী চমৎকার একটা কবিতা। (তবে আগেরটা স্পেশ্যালি ভালো হইছিল, ঐটার আমেজ এখনও কাটে নাই)।
জিহাদ, তোমাকে একটা কথা বলি। এই লেখালেখির ধারাটা ধরে রাখো। যখনই মন চাইবে লিখবা কবিতা। কবিতার জীবন খুব স্বল্পায়ু, এবং অভিমানী। হারিয়ে ফেললে পরে খুঁজে পেতে অনেক কষ্ট। আমি জানি। মাঝের পাঁচ বছরে আমি একটা লাইনও লিখি নাই। তুমি এইটা ধরে রাখো।
ছন্দে আমার জ্ঞান খুবই কম। এভাবে লিখতেও পারি না। তাই যারা পারে, তাদের লেখা আমি রীতিমত মুগ্ধ হয়ে পড়ি। তুমি এখন সেই লিস্টে ঢুকে গেছো। আমি খুবই খুশি হবো যদি তুমি এভাবে লেখাটা চালিয়ে যাও। :boss: :hatsoff: :thumbup:
🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁
আমিও ভুক্তভোগী
থ্যাংকু আন্দালিব ভাই। আমি যেগুলা লিখি সেইগুলারে কবিতা বলতে আমার নিজেরই আপত্তি আছে। এইগুলারে ব্লগ বলতেই বেশি কমফোর্ট ফিল করি। 😀
তবে ছন্দের প্রতি আমার দূর্বলতা আছে। সেই জন্য মাঝে সাঝে টুকটাক চেষ্টা করি। আপনার কথা মনে থাকবে। মানার চেষ্টা করবো 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
এই ছন্দ টা আবার কে? একজনরে নিয়া ছড়া লেখ আর আরেক জনের প্রতি দুর্বলতা... খুব খ্রাপ :-B
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মাঝে মাঝে দোটানায় পরে যাই, তুই কোনটা ভালো লিখিস, গদ্য না পদ্য !
আমার দুই-ই ভালো লাগে। তবে আরো নিয়মিত লিখলে আর ভালো লাগবে। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আপনে কর্পোরেট লাইনে গেলে ভালো করবেন। বেশ ভালো তেল দিতে পারেন। 😀
তবে কথা হইলো গিয়া আগের ছড়ার পেমেন্ট বাকি আছে কিন্তু এখনো । ;;; 😛 :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
অসাধারণ।
প্রথম থেকেই জিহাদের ছড়া পড়ছি। যত পড়ি ততই মুগ্ধ হই।
বিনয়ীদের সিসিবিতে যেন কি বলে? :grr:
দারুন। বরাবরের মতই। 🙂
জিহাদ ভাইয়া, দেরিতে হলেও মন্তব্য করছি।
শুনলাম বর্ষা নাকি তোমার :just: ফ্রেন্ড ;;;
দারুন !!!! :thumbup:
জাস্ট ফ্রেন্ড - এইটা ঠিক আছে।
কিন্তু মাস্ফ্যু ভাই ক্যাটাগরীর :just: ফ্রেন্ড না।
খুব খিয়াল কইরা ভাবী। :guitar:
সাতেও নাই, পাঁচেও নাই
না না আমাদের জিহাদ বড় ভাল ছেলে। 😉
আরো কত :just: ফ্রেন্ড আছে, আমি বরং চুপ থাকি 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চুপ না থাইকা তোর উপায় আছে নাকি? একেবারে কানাডা গিয়া পাঙ্গায়া আসমু x-( 😡 😡
সাতেও নাই, পাঁচেও নাই
আহা 😛
খ্যাক খ্যাক খ্যাক 😉
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..