তুহিন(৯৯-০৫) আজ রাত নয়টার দিকে ছিনতাইকারীর হাতে ছুরিকাহত হয়ে এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। অবস্থা এখনো সিরিয়াস। ডিউটি ডক্টররা এখনো ব্লীডিং থামাতে পারেনি পুরোপুরি।
আপডেট: ১৪-০৬-০৯ ডাক্তার নিশ্চিত করেছেন অবস্থা এখন আশঙ্কামুক্ত। খাদ্যনালী এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় সমস্যা বেশি হচ্ছিল। আজ সকালে ওকে ডি এম সি থেকে হলিফ্যামিলি হাসপাতালে শিফট করা হয়েছে। ও এখন আছে কেবিন নম্বর – ২০৫ এ। কথা বলছে। বোধহয় এখন একটু বেশি বেশিই বলছে 😀
সবার প্রতি অনুরোধ , একটু দোয়া করুন তুহিন এর জন্য। খুব তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুক আমাদের সবার প্রিয় কুচ্ছিত হাঁসের ছানা
একটু আগে খবরটা জানলাম, কি বলব ভেবে পাচ্ছিনা, দোয়া করি আর কেউ আপডেট দিও।
দোস ক্যামনে হইলো এইটা? দোয়া করি ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবে শীঘ্র।
ইশশশ...
আমি সকালে ফোন করবো দোস। দেখতে তো যাইতেও পারবো না 🙁 🙁 🙁
মুহাম্মদ হাসপাতেলে আছে শুনেছি কিন্তু ওকে ফোনে পাচ্ছি না।
জিহাদ, তুই আপডেট জানাইস।
শোনার পর থেকে টেনশনে আছি।
আশা করছি সব ঠিক হয়ে যাবে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হায়... এ কী? আপডেট দিও ভাইয়ারা। প্লিজ। আল্লাহ ভরসা।
পাঁচ ব্যাগ লাগসে অলরেডী...
সাতেও নাই, পাঁচেও নাই
ব্লিডিং কি এখনো থামেনি?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
না
সাতেও নাই, পাঁচেও নাই
ওর রক্তের গ্রুপ কি? আরো কি লাগবে? এখন কি অবস্থা?
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
বি পজিটিভ। ব্লাড নিয়ে আপাতত সমস্যা আশা করছিনা। আমাদের পোলাপান অনেকেই আছে ওখানে এখন। রক্তের জন্য বুয়েটের পোলাপানকে অলরেডি জানানো হইসে যদি লাগে। আইইউটির পোলাপানরেও ইনফর্ম করা হইসে।
সাতেও নাই, পাঁচেও নাই
ইন্নালিল্লাহ।
আল্লাহর কাছে দোয়া করছি শুধু। কষ্ট করে একটু আপডেট দিও।
এইমাত্র কথা বললাম মুহাম্মদের সাথে।
এখন পর্যন্ত মোট ৬ ব্যাগ রক্ত দেয়া হয়েছে, তাতেও লাভ হচ্ছে না। আরো রক্ত লাগতে পারে বলে বললো। তুহিনের রক্তের গ্রুপ বি+ । ঢাকায়, কাছাকাছি যাদের বি+ আছে তারা একটু রেডি থেকো। আরো ৩ ব্যাগ রেডি আছে , কিন্তু যদি তারও বেশি লাগে তখন যাতে সমস্যা না হয়।
এখনো অপারেশন চলছে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ভাই, জখম কোথায় হইছে? এখন কি অবস্থা? ডাক্তাররা কি বলছে?
যতকুটু বললো মুহাম্মদ, ওর পেটে গভীর জখম হয়েছে, একটা ভেইন কেটে গেছে। কোন্মতেই ব্লিডিং থামছে না।
প্রথমে সাভারে ওর বাসার কাছেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো, কিন্তু ওরা ওখানে রাখেনি, ঢাকা মেডিক্যালে পাঠিয়ে দিয়েছে।
এখনো আশঙ্কা মুক্ত নয়, দোয়া করো।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
পেটে । বেশ বড়সড় জায়গা নিয়ে কেটে গেছে। আর্টারি কাটা পড়ছে বেশ কয়েকটা। এইজন্য ব্লিডিং থামাতে ডাক্তাররা হিমশিম খাচ্ছে।
সাতেও নাই, পাঁচেও নাই
আল্লাহ রহম করুক। ঢাকা মেডিক্যালে আমার দুলাভাই আছে, ফোন নাম্বার 01712190330
উনার নাম সাইফুল ইসলাম, কোন দরকার লাগলে উনারে ফোন করো। আমি ফোনে বলে দিতেছি। কোন ওয়ার্ডে আছে?
৩২ নাম্বার ওয়ার্ডের অপারেশন থিয়েটার এ।
সাতেও নাই, পাঁচেও নাই
আমার দুলাভাইকে বলে দিছি। জখম কি তলপেটে হইছে?
পেটে হইসে। কোন অংশে নিশ্চিত করে বলতে পারছিনা।
সাতেও নাই, পাঁচেও নাই
আল্লাহ ভরসা। আমরা দোয়া করছি।
খোদা, ভাইটিকে বিপদমুক্ত করে দাও...
সকল ভাই বোনদের প্রতি অনুরোধ, দয়া করে রাস্তা ঘাটে অনেক অনেক সাবধানে চলাচল করবেন। কেন জানি ইদানিং ছিনতাইকারীরা মহা উৎসাহে মেতেছে...আর আমরা সবাই চেয়ে চেয়ে শুধু দেখে যাচ্ছি...।
ভাইয়েরা, তুহিনের আপডেট জানিও...। আমি একটু পর পর চেক করবো। কারো মোবাইল নাম্বার ও নেই আমার কাছে যে যোগাযোগ করবো...।
আরো দুই ব্যাগ দেয়া হয়েছে, ব্লিডিং থামছেই না।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
৭ ব্যাগ রক্ত দেয়া হইসে এতক্ষণ পর্যন্ত। রক্ত নিয়ে সমস্যা হবেনা। বুয়েটের সব ক্যাডেটের পোলাপান আছে ঐখানে। মুহাম্মদ এনশিওর করলো।
অপারেশন এখনো চলতেসে। এখনো বিপদমুক্ত বলা যাচ্ছেনা।
সাতেও নাই, পাঁচেও নাই
আল্লাহ'র কাছে দোয়া করি যেনো আমাদের ছোট ভাইটা সুস্থ হয়ে ওঠে। আশা করি ওর চিকিতসার যেন কোনো গাফিলতি ডাক্তাররা না করেন।
৭ ব্যাগ এর পর এখনো কোন রক্ত লাগেনি। তবে অপারেশন থিয়েটারের দরজা এখনো বন্ধ। অপারেশন চলছে।
সাতেও নাই, পাঁচেও নাই
আল্লাহ সহায় হোন 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
আর রক্ত লাগেনি।
তবে অপারেশন থিয়েটারের দরজা এখনো খোলেনি।
পাঁচ ঘন্টা হতে চললো...
সাতেও নাই, পাঁচেও নাই
ইনশাল্লাহ তুহিন সুস্থ্য হয়ে যাবে। আল্লাহ আমাদের এই ভাইটিকে ভাল করে দাও। আমিন।
এইমাত্র মুহাম্মদ জানালো অপারেশন শেষ হয়েছে। এখন আপাতত আশঙ্কামুক্ত।
তবে তুহিনের জ্ঞান ফিরেনি এখনো।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ...।।
আলহামদুলিল্লাহ .........
আলহামদুলিল্লাহ.
জ্ঞান ফিরলে একটু জানাবেন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বারবার খালি ফিরে আসছিলাম খবরের জন্য, আলহামদুলিল্লাহ যে তুহিন এখন আশংকামুক্ত।
ওর খাদ্যনালী আর শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য শ্বাস-প্রশ্বাসে আর খাবার গ্রহণে সমস্যা হচ্ছে। এখন পোস্ট অপারেটিভে আছে। আল্লাহর কাছে দোয়া করছি ওর দ্রুত আরোগ্যের জন্য।
সংসারে প্রবল বৈরাগ্য!
দুলাভাইয়ের সাথে কথা বলে অনেকটা ভয় পাইছিলাম। আর্টারী কেটেছে শুনে উনে আশংকা করেছিলেন তলপেটে জখম হয়েছে। যাহোক, ডাক্তাররা কি বলছে জানেন নাকি কাইয়ূম ভাই?
আল্লাহ সকাল বেলা এইটা কি নিউজ দেখলাম । আল্লাহ ভাইটাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও ।
নতুন কোন আপডেট আছে তুহিনের?
অনেক পরে জানলাম। আমি আবার জখম, রক্ত এসব শুনতে পারিনা। তাই পরা জানাটাই আমার জন্য ভাল হয়েছে। তবে আমার বিশ্বাস সে অচিরেই ভালো হয়ে যাবে। স্বাভাবিক সুস্ততার থেকে দ্রুত আরোগ্য লাভ করবে। আমার দোয়ার প্রয়োজন নেই। আল্লাহ অনেক রহমতের মালিক তিনি না চাইতেই অনেক কিছুই দেন। ইনশাআল্লাহ এবার ব্যাতিক্রম হবেনা।
কোন আপডেট? জ্ঞান ফিরেছে তুহিনের?
জ্ঞান ফিরছে। কিছু বললে বুঝতে পারছে নাকি। তবে কথা বলতে পারছেনা এখনো সেইভাবে।
লেট আপডেট এর জন্য স্যরি। ভোরের দিকে একটু শুইসিলাম। উঠতে দেরী হয়ে গেসে।
সাতেও নাই, পাঁচেও নাই
আমি গতরাতে খবর শুনে আঁৎকে উঠেছিলাম।এখন আশঙ্কামুক্ত বলে ভরসা পাচ্ছি।
সবার প্রতি আমার একটা আকুল অনুরোধ-ছিনতাইকারীর কবলে পড়লে কোন অবস্থাতেই বীরত্ব দেখাতে জাবেন না আপনার দোহাই লাগে।এটা এমনকী সেনাবাহিনীতে আছেন সেই ভাইয়াদেরকেও বলছি।সামান্য কিছু টাকার জন্যে নিজের জীবনকে বিপন্ন করাটা কোনভাবেই সমীচীন নয়।আমরা আমাদের আলম ভাইকে হারিয়েছি,আমাদের তুহিন ছুরিকাহত।প্লিজ ভাইয়া আর আপুরা আর নয়।ছিনতাইকারীর হাত থেকে টাকা বাঁচাতে গিয়ে অমুল্য জীবন বিপন্ন করার চাইতেও অনেক বড় বীরত্বের কাজ আমাদের জীবনে সম্পন্ন করার প্রয়োজনীয়তা রয়েছে।দেহশের সেবায় অথবা নিজ সম্মান রক্ষার্থে জীবন দেয়া এক কথা আর নেশাখোর ছিনতাইকারীর কাছ থেকে অল্প কিছু টাকা (অল্প বলছি এ কারণে যে জীবনের তুলনায় কোন অর্থই বিশাল অঙ্কের নয়)বাঁচাতে গিয়ে আহত হওয়া সম্পূর্ণ ভিন্ন কথা।
ভাইয়ারা আমরা জানি আমরা ক্যাডেট,আমাদের মধ্যে শিভালরি বা বীরত্বটা অনেক বেশি কাজ করে-কিন্তু তাও বলিঃপ্লিজ নিজের কথা,নিজের পরিবারের কথা আর নিজের দেশের কথা একটু ভাবুন।যদি ছিনতাইকারীর সাথে লড়া আপনাদের সরাসরি কর্তব্য না হয় তাহলে বিনা দ্বিধায় জীবনের সদকা হিসেবে যা চায় দিয়ে দেবেন।আমি বলছিনা যে নিরীহ কাউকে অত্যাচারিত হতে দেখলে আমরা চুপ করে বসে থাকব-যদি মনে করেন আপনার জীবনের চাইতেও গুরুত্বপূর্ণ কোনকিছু(নিজ পরিবার বা দেশের সম্মান বা এ জাতীয় কিছু) বিপন্ন হয়েছে কেবল তখনই গর্জে উঠুন-রাস্তার ছিনতাইকারীর সাথে অল্প কয়টা টাকা বা মোবাইল ফোনের জন্য নয়।
তুহিনের সর্বাঙ্গীন সুস্থতা ও আপনাদের সবার নিরাপত্তা কামনা করছি।
মাস্ফু ভাই, বীরত্ব দেখানোর জন্য এখন আর ছিনতাইকারীরা ছুরি চালায় না। আপনি সবকিছু দিয়ে দিলেও তারা আপনাকে ছুরি মেরে যাবে যাতে করে সবাই আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সে বিনা বাধায় পালাতে পারে।
রায়হান ভুল বুঝিস না।এইরকম খারাপ একটা মুহূর্তে আমি কেউ বীরত্ব দেখাইতে গিয়ে আহত হইছে এমনটা বলে সমালোচনা করছিনা-আমি শুধু সতর্কতার কথা বলছি।তুই যেইটা বললি সেইটা যদি হয় তাহলে তো খুব চিন্তার কথা।
ভুল বুঝুম ক্যান? আপনিই না আমারে ভুল বুঝলেন :thumbdown:
ভাই তুহিন এর ব্যাপার টা আলাদা। ওর বাসা থেকে hardly ২০ গজ distance এ ব্যাপার টা হইছে। তুহিন ওর চাচা কে বাস এ তুলে দিতে গেছিলো।
আমি, তুহিন রাত ৩.০০ এমন কি ৪.০০ টার সময় ও রাস্তায় ঘুরি।
আমার মনে হয় না তুহিন বীরত্ব দেখাতে গেছিলো। আপনি কি আপনার বাসা থেকে ২০ গজ দূরে কেউ হাইজ্যাক করতে আসলে সব কিছু দিবেন ??
তুহিন এর ব্যাপার টা মনে হয় এই রকম কিছু একটা হইছে। এলাকার কিছু drug addicted ছেলে এটা করছে। আশা করছি বের করে ফেলতে পারব। then শালাদের ... যদি না করছি ... x-( x-( 😡 😡
x-( আমারেও ডাকিছ x-( খালি খাপো খাপো কইরাই সারা জীবন কাটায় দিলাম এইবার কিছুটা "মাইর দিপো" ও করি... x-(
একটু আগে কথা বললাম। মুহাম্মদ বেচারা ঘুমাইতেসে। কালকে সারাদিনের ধকলের পর সারারাত জেগে ছিল। ইসলাম(৯৯-০৫) এর সাথে কথা হলো তারপর। তুহিনের অবস্থা এখন আগের চেয়ে ভালো। ডাক্তার বলসে এখন আর কোন বিপদের আশংকা নাই। এখন ও আছে চার তলার পোস্ট অপারেটিভ এ।
সাতেও নাই, পাঁচেও নাই
আল্লাহর কাছে শুকরিয়া। ইনশাল্লাহ দ্রুত রিকভারি করবে।
তুহিন ভাই এখন কেমন আছেন?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অনেক পরে জানতে পারলাম... আল্লাহর রহমত যে ও এখন আশংকামুক্ত... দোয়া করি তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠুক
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ঐ.......
ইয়া আল্লাহ! সকালে উঠে এটা কি দেখলাম?
জিহাদের সাথে কথা বলে আর আপডেট দেখে স্বস্তি পেলাম - আলহামদুলিল্লাহ!
আল্লাহ তুহিন কি আমাদের মাঝে সম্পূর্ণ সুস্থ করে ফেরত পাঠান - আমিন।
মাসরুফের বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। আগে জীবন....
* তুহিন কে
২ দিন পরে চেক করে কিছুক্ষন আগে মেইল পেলাম একটা। একজন লিখেছে ভাইয়া আমি তুহিন, মির্জাপুরের তুহিন, ৯৯-০৫ ব্যাচ। আপনাকে সামহোয়্যারইন ব্লগে লিখতে দেখেছি, সিসিবিতে লিখতে দেখইনা কেন? আমি ওকে একটা রিপ্লাই দিয়ে ভাবলাম সিসিবিতে ঢুকি। ঢুকেই দেখলাম তুহিনের এই খবর। হঠাৎ করে ভিতরটা খালি হয়ে গেলো। 🙁 ২০০৭ সালের অক্টোবরে আমাদের সাখাওয়াত (এফসিসি ৯৩-৯৯) ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইন্তেকাল করে।
দোয়া করি এই ছোটভাইটা যেনো সুস্হ হয়ে উঠে তাড়াতাড়ি। একটু আপডেট জানাবেন প্লীজ।
মন তুমি কৃষিকাজ জানোনা, এমন মানবজমিন রইলো পতিত, ফলালে ফলতো সোনা
সাখাওয়াত ভাইয়ের আত্নাকে আল্লাহ শান্তিতে রাখুন। ইসলাম ভাই, আমাদের ব্যাচের একজনকে আমরা এভাবে হারিয়েছি।
দেশটা তো আফ্রিকার জংগল না যে প্রতিনিয়ত নিজের অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধ করতে হবে।
দোয়া করি তুহিন দ্রুত সুস্থ হয়ে উঠুক।
এ কি অবস্থা !
সারাদিন পর এই প্রথম ব্লগে ঢুকে এইরকম একটা খবর পাবো আশা করি নাই ।
যাই হোক আমাদের বড় ভাই যাতে খুব তাড়াতাড়ি ভাল হয়ে উঠুন এই দোয়া রইল ।
রায়হান এখন হসপিটালে আছে, কেউ তুহিনের বর্তমান অবস্থা জানতে চাইলে ফোন দিতে পার,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাইয়া নাম্বারটা অন্য রায়হান এর , কোথাও ভুল হয়েছে কিছু। ফোন দিয়ে রায়হান আবীর ভেবে কথা বলছিলাম উনি বললেন উনি ৯৩ ব্যাচের।
তোমাকে আবার এখানে দেখে ভালো লাগলো কামরুল ......... আশা করি এখন ভালো আছো .........
নাহ ভাইয়া তুহিনের খবরটা পেয়ে ঢুকেছি। সামনে বেশ কিছুদিন থাকব না। হাসপাতালে ভর্তি হবে।
🙁
আমাগো ব্যাচের রায়হানের নাম্বার দিয়া ফেলছি সরি।
নাম্বার হইলো গিয়া ০১৬৭০৪১৪৭৮২
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ওই ভাইয়াকে একটু বলে দেন অনেকেই মনে হয় ওনাকে বিরক্ত করছে। আর উপরের নাম্বারটা মুছে দেন ভাইয়া।
ঘাবড়াইও না, ওইটাও তো ক্যাডেট, তয় ডরাইছে খুব, আমি কথা বলে ফেলেছি।
এত্ত বড় একটা ভূল করলাম, ইস, আসলে মনটাই খারাপ হয়ে আছে। 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
I ddnt knw anythng.i ws busy with presentation til 2.30 pm.nw ahsan in4md me.hop 4 d bst nd pray 2 d Almighty.get well soon.we ned u among us.
Every1 plz pray 4 TUHIN.
Keno j ai somoy dhaka thaklam na!!:(
আমি আর তেমন চিন্তা করছি না। অপেরেশন সুক্সেস্ফুল ত সব থিক হইয়া যাবে। শুদু প্রয়জন তুহিন কে সাহস দেওয়া।
আরে এইটা কিতা হইলো ?? ভাই জলদি সুস্থ হয়ে উঠো... আল্লাহ তোমারে ভালো কইরা তুলুক...
ব্লগে পোলাডার লগে আমার খালি লাইগা যায়... এই জন্য আরো খারাপ লাগতেছে... শত্রু যদি এখন ব্লগে না থাকে তাইলে আমি কার লগে মারামারি/কেচাল করুম ?? আল্লাহ ওরে জলদি ভালো করুক...
কি আর কইতাম... খালেদা আইলে জিনিসের দাম বাডে এবং হাছিনা আইলে এইসব সন্ত্রাস বাডে...২ দল ২ দিক দিয়া আমাগোরে মারে...
???আপনি কে ভাই?
মন তুমি কৃষিকাজ জানোনা, এমন মানবজমিন রইলো পতিত, ফলালে ফলতো সোনা
কথা বললাম রায়হানের সাথে, ও বলল তুহিন এখন ঘুমাচ্ছে। জ্ঞান এসেছে কথাও মনে হয় বলেছে তবে রায়হান শুনেনি। আপাতত কোন রিস্ক নেই। সেখানে আন্টি আঙ্কেল ওর পরিবারের সদস্যরা আছে। রায়হান আবীর, সামিয়া, মাশরুফ গিয়েছিল দেখতে, ওরা এসে বিস্তারিত বলবে নিশ্চয়ই।
আমি আর কাইয়ূম ভাই যাচ্ছি, ফিরে এসে বলবো
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি মাত্রই জানলাম। তুহিন দুই তিনদিন আগে এফবি তে অ্যাড করেছিলাম।
স্বস্তি পাইলাম ওর সর্বশেষ সংবাদ জেনে। রায়হানের সাথে কথা হল এখনই।
সকালে রাব্বি ভাই(১৯৯৮-২০০৪)এর ফোন পেয়ে খবরটা জেনেছি। নেট ছিল না তাই এতক্ষন সিসিবিতে আসতে পারি নাই। আমার পা ভাঙা, তাই দেখতেও যেতে পারছি না। মনটা খারাপ হয়ে আছে এই জন্য। তুহিন ভালো হয়ে উঠছে এটা শুনে মনে একটু শান্তি পেলাম।
অফিসের কাজে সকালে সিলেট এসেছি। সঙ্গে ল্যাপটপটা এনেছিলাম। এইমাত্র খুলে সিসিবিতে ঢুকে খবরটা পড়ে হতভম্ব হয়ে গেলাম। ফোনে কথা হলো আবীরের সঙ্গে। জানালো ও এখন ভালো। স্বস্তি পেলাম। কাল ঢাকা ফিরবো। নিশ্চয়ই দেখা হবে ওর সঙ্গে।
তুহিন তোমার জন্য সব শুভকামনা ভাইয়া। দ্রুত সুস্থ হয়ে ওঠো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
o my god! এটা কিভাবে হলো? তুহিনের জন্য শুভকামনা রইলো, দেশে এসে দেখতে যাব অবশ্যই, সবাই ভালো থাকবেন, আমাদের সিসিবির যারা ওর পাশে আছেন তাদের সবাইকে আমরা যারা থাকতে পারছি না তাদের পক্ষ হতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও আশা করি সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসবে, আর আমরা সবাই যেন বাংলাদেশে বসবাস করার জন্য এবং রাত-বিরাতে রাস্তায় চলাচল করার জন্য প্রয়োজনীয় সতর্কতা এবং মানসিক প্রস্তুতি গ্রহন করার শিক্ষা এ ঘটনা থেকে গ্রহন করি এই কামনাই রইলো।
কোন আপডেট?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অনেক দিন পর এখানে এসে খবরটা দেখে চমকে উঠলাম। জিহাদ, মুহম্মদ, রায়হান আবীর এবং আরও যারা সার্বক্ষনিকভাবে পরিস্থিতির তদারক করেছো, তাদের প্রতি আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। বাকীদের কথা জানিনা, তবে তোমরা সেখানে ছিলে এবং আছো জেনে কেন যেন দুশ্চিন্তা অনেক কমে গেছে।
তোমাদেরকে ধন্যবাদ।
দ্রুত ভাল হয়ে ওঠো তুহিন।
আমি একটু আগে দেখে আসছি....ও ৩২ নং ওয়ার্ডে আছে।বমি হচ্ছে মাঝে মাঝে তবে এখন আশংকা এখন অনেকটা কম তরে অবজারভেশনে রাখা লাগবে কিছুদিন।ওর খালাত ভাইয়ের সাথে কথা বলে জানলাম মোটামুটি ২ সপ্তাহ থাকা লাগবে...দুই-তিন পরে মনে হয় কেবিনে ট্রান্সফার করা হবে...কেবিনে সার্বক্ষনিক ডাক্তার থাকেনা বলে এখন করাতে চাচ্ছেন না।
ইনশাল্লাহ ও দ্রুত সুস্থ হয়ে উঠবে ..আমরা যারা পারি তারা যেন সময় করে ওকে একবার দেখে আসি..মানসিক শক্তি যুগিয়ে আসি....
মন আমার প্রছন্ড খারাপ।
তুহিন যে বেডে আছে সেই বেডের ঠিক উল্টা দিকে আজ হঠাত করে কারেণ্ট শক খাওয়া একজন রোগী এসেছিল।তাকে অনেকক্ষন বুকে চাপ দিয়ে শ্বাস নেয়ানোর চেষ্টা চলছিল।কৃত্তিমভাবে বাতাসও নেয়ানো হচ্ছিল।
কিন্তু বেচারা বাঁচেনি।
পরে কাকতালীয় ভাবে দেখি সে আমার বড় চাচার এক আত্নীয়।
আল্লাহর কাছে দোয়া করি তুহিনকে আল্লাহ শীগ্রই সুস্থ করে দিবেন।
ইন্না লিল্লাহ....
আমি আর কাইয়ূম ভাই একটু আগে দেখে আসলাম। আরো অনেকে ছিলো সেখানে, জিহাদ, মুহাম্মদ, রায়হান, রাশেদ, সামিয়া, শাহাদাত ।
অবস্থা মোটামোটি বন্য যা বলেছে সে রকমই আছে। এখনো কথা বলতে পারছে না।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আল্লাহর কাছে দোয়া ছাড়া কিইবা করার আছে আমাদের...
তুহিনের পাশে ওরা আছে শুনে ভাইয়া যেমন আশ্বস্ত হয়েছি, তেমনি ওদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা ...............
আল্লাহ আমাদের সবাইকে হেফাযত করুন। তুহিনকে পুরোপুরি সুস্থতা দান করুন,।
তুহিন ব্যাটা তুই তাড়াতাড়ি ভাল হয়ে যা, আর কথা দিতেসি, ভাল হওয়া মাত্র তোকে সব্বাই মিলে একটা লাত্থি লাগাব, যেন এর পর থেকে ছিনতাইকারী দেখা মাত্র মোবাইল মানিব্যাগ বের করে রাখিস।
ডি এম সি থেকে একটু আগে আই ইউ টি ফিরলাম।
তুহিন এখনো পর্যন্ত ভালো আছে। তবে কথা বলেনি এখনো। মাঝে মাঝে দেখি যন্ত্রণায় মুখ কুঁচকে উঠে। কিন্তু বেশি নাড়াচাড়া করতে পারেনা ইনজুরির জন্য 🙁
জরুরী বিভাগের অবস্থা এক কথায় ভয়াবহ। সুস্থ্য মানুষকে অসুস্থ বানাতে চাইলে এর চেয়ে ভালো জায়গা বোধহয় আর কিছু নেই। চেষ্টা করা হচ্ছে কালকে সাড়ে দশটার মধ্যেই হলি ফ্যামিলি অথবা উত্তরা উইমেন্স এ ট্রান্সফার করার। মোটামুটি ঠিক হয়ে গেছে। কালকে সাতটায় এখান থেকে আই ইউ টির এম্বুলেন্স নিয়ে আমাদের একজন ডিএমসি তে যাবে। সেখান থেকে ওকে নিয়ে আসা হবে। ডি এম সি থেকেও ডিসচার্জ এর ব্যাপারে পজিটিভ রেসপন্স পাওয়া গেছে।
আংকেল আন্টির মুখের দিকে তাকানো যায়না। একমাত্র ছেলের চিন্তায় দুজনকেই খুব দিশেহারা লাগছিল। তবে আমাদের আইইউটি + ক্যাডেট কলেজের প্রচুর ফ্রেন্ড সশরীরে ওকে দেখতে গিয়েছে এবং আমাকে এবং অন্যান্যদের কে ফোন করে খোঁজ খবর নিয়েছেন। সবার প্রতিই অশেষ কৃতজ্ঞতা।
এত ভালোবাসার সংস্পর্শে তুহিন আশা করি খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।
সাতেও নাই, পাঁচেও নাই
তাইফুর : সাভারের RAB কে বলো তছনছ করে ফেলতে। আবীরের কাছে যা শুনলাম, তাতে মনে হলো ছিনতাইকারী একই এলাকার। সম্ভবত তুহিন চিনে ফেলবে ভয়ে ছুরি মেরেছে। এইসব সন্ত্রাসীদের হাতে আমরা জিম্মি থাকতে পারি না। ওদের ধরতেই হবে। শিক্ষা দিতে হবে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
তাইফুর ভাই সম্ভবত জানেনা ভাইয়া, উনাকে ফোনেও পাচ্ছি না
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আজতো অনেক রাত হয়ে গেছে। কাল তাইফুরকে অবশ্যই ধরবো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আলমের হত্যাকারীদের গ্রেপ্তারের কাজটা খুব সোজা ছিল না, কারণ ওরা এলাকার মাস্তান ছিল না। শুধু ছিনতাই করার জন্যই এসেছিল ধানমন্ডিতে ওইদিন। তবু সবার নিরলস চেষ্টায় ওদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল।
আশা করছি তুহিনের ছিনতাইকারীরাও ধরা পড়বে।
মাঝে মাঝে ক্রস ফায়ারকে সমর্থন করতে ইচ্ছা করে। আজকে যেমন করছে।
ভাইয়া এলাকার কিছু লোকাল addicted ছেলে এটা করছে। RAB এর help পাইলে ভাল হইতো।
কিছু কি করা যায় ??
আমি আর জাকারিয়া(পকক ৯৯-০৫) আমাদের এলাকার কিছু বড় ভাই এর help নিয়ে কারা এটা করছে বের করার try করছি।
আশা করি তাড়াতাড়িই কিছু update দিতে পারব।
যা করার সাবধানে করো। নিজেদের নিরাপদ রেখে কইরো।
রাব্বি : আমারও সেরকমই ধারণা হয়েছে। RAB নামলে এদের ধরা কোনো ব্যাপার না। এই ধরণের অপরাধের পেছনে মাদকাশক্তি প্রধান কারণ। ঘরে ঘরে এই সমস্যা। শুধু অপরাধ দমন করে সমাধান হবে না। মাদকের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় জোরালো জনসমর্থন এবং আন্দোলন জরুরি।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
দুঃখজনক, সত্যিই দুঃখজনক। ঢাকা এলাম একটা কাজে, কিন্তু কোনো ইন্টারনেট ব্যবহার করার সুযোগ হয়নি তাই এই খবর টা জানা হয়নি। এখন ময়মনসিংহ বসে আছি মেঝমামা'র বাসায়। খবরটা যদি আরো আগে জানতে পারতাম শিওর দেখতে আসতাম। খারাপ লাগছে।
তুহিন, দ্রুত সুস্থ হয়ে উঠ ভাই।
সংসারে প্রবল বৈরাগ্য!
সুন্দর হাঁসের ছানা, মিস্টি ভাইটি আমাদের দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমরা সবাই তোমার অপেক্ষায়। কাল আরো ভালো খবরের অপেক্ষায় থাকলাম।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কেম্নে কি হইল কিছুই বুঝতে পারতেছি না।
কাজের জন্য সারা দিন সিসিবি খোলার টাইম পাই নাই।
ঘুমানের আগে চিন্তা করলাম সিসিবি পইড়া মনটা ফ্রেশ কইরা একটা ঘুম দিব। কিন্তু কেম্নে কি??
খুব খারাপ লাগছিল।
আশঙ্কা মুক্ত শুন একটু স্বস্থি লাগছে।
দেশ টার যে কি হবে???
তুহিনের পাশে সার্বক্ষনিক থেকে যে সকল ক্যাডেট, সিসিবি এবং আই ইউ টি পার্টি সাহস যুগিয়ে যাচ্ছে তাদের প্রতি :salute: :salute:
এত দূরে বসে আমি শুধু দোয়া করা ছাড়া আর কিছু করতে পারছিনা।
তুহিন, আমরা সবাই আছি তোমার সাথে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।
আল্লাহ তুহিনের সহায় হোন আর আঙ্কেল আন্টিকে ধৈর্য্য ধরার তৌফিক দিন।
ইনশাল্লাহ আমাদের হাসের ছানা অতি দ্রুত আরোগ্য লাভ করবে
হে আল্লাহ! তুমি তুহিনকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আন...
আজ কি খবর তুহিনের?
তিন দিন পরে সিসিবি তে ঢুকেই এই খবর পেয়ে একটা ধাক্কা খেলাম। তবে ও সুস্থ হয়ে উঠছে জেনে ভাল লাগলো।
তুহিন তুমি তাড়াতাড়ি ভাল হয়ে যাও।
তুহিনের আপডেট কি এখন?
আল্লাহ আমাদের সুন্দর হাঁসের ছানাকে অতিদ্রুত পুরোপুরি সুস্থ করে দিন।
শালার চিনতাইকারীরে পাইলে এক হাত দেখে নিতাম :chup:
আজকে কোন আপডেট আছে?
মন তুমি কৃষিকাজ জানোনা, এমন মানবজমিন রইলো পতিত, ফলালে ফলতো সোনা
আজ কি খবর তুহিনের?
তুহিনকে হলি ফ্যামিলিতে নিয়ে আসা হয়েছে। ওইখানে কেবিনে আছে।
পোলাপান ফোনে জানালো সকাল থেকে কথাবার্তা বলা শুরু করছে। মানে সবাই বলছে, সকাল থেকেই পক পক করছে তুহিন। 🙂
😀 😀
তাই। ওর নাম্বারটা কত? কথা বলা আবার বারন না তো?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তুহিন হলি ফ্যামিলির ২০৫ নম্বর কেবিনে আছে।
তুহিনের নম্বার টা কতো?
তুহিন আসল কাহিনি বলল।
ছিনতাইকারী ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল আরেকজনের কাছ থেকে। যাকে ছিনতাই করেছে সে ধর ধর বলে চিৎকার করাতে তুহিন ছিনতাইকারীর গতিরোধ করে সামনে থেকে। তারপর তুহিঙ্কে ছুরি মেরে ছিনতাইকারী পালিয়ে যায়। ধন্যবাদ।
ফার্স্ট হৈতে দিলি না 🙁
:grr: :grr: :grr: :grr: :grr:
অবশেষে তুহিনের মুখ থেকে আসল কাহিনী জানা গেছে:
১২ তারিখ রাত সাড়ে নয়টার দিকে তুহিন চাচাকে রিকশায় তুলে দেয়ার জন্য বাসা থেকে বেরিয়ে রাস্তা পর্যন্ত আসে। রিকশায় তুলে দিয়ে বাসায় ফেরার পথে অলরেডি একটা ছিনতাই হচ্ছিল। তুহিন ছিল ছিনতাইয়ের ঘটনাস্থল থেকে একটু সামনে। ছিনতাই করে ছিনতাইকারীরা পালিয়ে যাচ্ছিল। এমন সময় যার ছিনতাই হয়েছে সে পিছন থেকে "ধর ধর" বলে চেঁচিয়ে উঠে। তুহিন পিছন ফিরে দেখে ছিনতাইকারীরা তার দিকেই আসছে। সে পথ আগলে দাঁড়ায়। তখনই ছিনতাইকারীরা পেটে ছুরি দিয়ে আঘাত করে এবং পালিয়ে যায়।
ছুরিকাহত হওয়ার পর তুহিন একাই পেটে হাত দিয়ে বাসা পর্যন্ত গিয়েছিল। কষ্ট লাগলে এই ভেবে যে, যার ছিনতাই হয়েছে সেও তুহিনকে বাসা পর্যন্ত এগিয়ে দেয়নি।
লেটেস্ট আপডেট:
বুঝতেই পারছেন, কথা বলতে পারছে। তবে সমস্যা হচ্ছে, জ্বর এসেছে। কেবিনের পরিবেশ ভাল।
তুহিন ভালো আছে শুনে স্বস্তি পেলাম। তবে জ্বর আসাটা একটু চিন্তায় ফেলে দিল। এটা তো ইনফেকশনের লক্ষন! আপনারা যারাই ওকে দেখতে যাবেন একটু সাবধানে, হাত ধুয়ে ওকে টাচ করবেন এবং ওর বিছানায় বসবেন না। পোস্ট-অপারেটিভ রিকভারি ফেজ টা খুব বেশী ভালনারেবল, তাও ওপরে ওর ইনজুরি অনেক বেশী।
ডাক্তার বলে উপদেশ দিয়ে ফেললাম, কিছু মনে করবেন না কেউ।
তুহিন , তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো ভাই...
আহ... সত্যিকারের একজন ডাক্তার আপা পাওয়া গেল 😛 :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এই ডাক্তার আপার হাতে সিক রিপোর্ট সেকশনের দায়িত্ব তুলে দেবার জন্য এডু স্যারের দৃষ্টি আকর্ষণ করছি :thumbup:
সাতেও নাই, পাঁচেও নাই
:thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সহমত। :-*
:salute:
বাঘের বাচ্চা তুহিন।আসলে আমার মত ছয়ফুটিয়া হইলেই হয়না,ভিতরে "মাল" থাকতে হয়।সাবাস বেটা!
অফ টপিক-ভাই আমি জানি আমার কথাটা কাপুরুষের মত শোনাবে তার পরেও বলি যে মূল্যবান জীবন এইভাবে বিপন্ন করতে যাওয়াটা একটু কিরাম জানি।অবশ্য এই কথা চিন্তা করলে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করাটা ভুল ছিল,সেনা আর পুলিশ বাহিনীর টেরোরিস্টদের মুখোমুখি হওয়াটাও বোকামি...
মাসরুফ, মুক্তিযুদ্ধের সময় বাজির দরটা ছিল দেশ আর দেশের মানুষ। একটা ছিনতাই নিজের জীবন বিপন্ন করে ঠেকালে ওই ছিনতাইটা হয়তো বন্ধ হবে, সার্বিক বিচারে ছিনতাই কতটুকু দমন করা যাবে সেটা প্রশ্নের বিষয়। তুহিনের জন্য গর্ববোধ করছি। কিন্তু, আল্লাহ না করুক, আজ খারাপ কিছু হয়ে গেলে কি হতো। সরাসরি ছিনতাই ঠেকাতে যেয়ে নিজের জীবন বিপন্ন করার চেয়ে কেউ যদি ছিনতাই রোধের চেষ্টা করে সেটা বেশি কার্যকর হবে বলে আমার ধারণা। ছোটভাইদের বলছি, ছিনতাই হচ্ছে দেখলে নিজেকে নিরাপদে রেখে সাহায্য করার চেষ্টা করো। যা ছিনতাই হয় তার অর্থমূল্য বেশি না, কিন্তু একটা জীবনের ক্ষতি হলে সেটার কোন মূল্যই হয় না।
তৌফিক ভাই, এই জন্যই বলছিলাম-ছিনতাইকারী কিছু চাইলে তা দিয়ে দেয়াটাই বুদ্ধিমানের কাজ। x-( x-( তুহিনের কপালে ধোলাই আছে সুস্থ্য হওয়ার পর x-( x-(
:thumbup:
😀 😀 😀
একটু স্বস্তি পেলাম 🙂
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
মি ঠ্যু B-) B-)
আর টিটো? 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:)) :))
শুনে খুব ভালো লাগলো
মন তুমি কৃষিকাজ জানোনা, এমন মানবজমিন রইলো পতিত, ফলালে ফলতো সোনা
😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ঐ 🙂 😀 :))
সুন্দর হাঁসের ছানাকে দেখতে গেলে তো খাবার নেয়া যাবে না! পেট ফুটা, ওইখানে তো কিছু তো থাকবো না!! আইভি স্যালাইন আর রক্ত নিয়ে নিয়ে যেতে হবে?? 😕 😕 😕
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
তুহিন এখন ভ্যাম্পেয়ার। খালি রক্ত খায় :grr: :grr:
ভ্যাম্পায়ারদের আরো কিছু বদভ্যাস আছে 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
দুইন্যা জুইড়া পচ্চুর গিয়াঞ্জাম। তুহিন ভাই তো হিরু হইয়া গেলো। যাক দিনের শুরুটা উনার সুস্থ্যতার খবর দিয়ে হলো। আলহামদুলিল্লাহ।
তুহিন ভাইয়ের পকপক শুনতে মন চায়। উনার নাম্বারটা কি পাওয়া যাবে?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তুহিন ভাই সুস্থ্য হয়ে উঠছেন জেনে ভাল লাগছে, আচ্ছা ওই ছিনতাইকারিদের ধরার ব্যপারে কি কোন অগ্রগতি হয়েছে? আল্লাহ সহায় হন এরকম যাতে আর কারো কোন দিন না হয়।
আলহামদুলিল্লাহ। ভালো লাগছে খবর জেনে।
হুম, পক পক রেকর্ড করে সিসিবি তে আপলোড করে দেয়া হোক।
সহমত!!!
আমরা যারা উনাকে দেখতে যেতে পারতেছি না, তাদের খানিকটা শান্তি লাগবে 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি ও সহমত রেকর্ড করে আপলোড করা হোক।
যাক সব ভালো যার শেষ ভালো তার, ছেলেটা এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, ও তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নতুন উদ্যোমে ব্লগে ফিরে আসবে এই প্রত্যাশায় রইলাম।
তুহিন ভাইয়ের শেষ আপডেট কি??
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি আর লিজা(মগকক) একটু আগে ওকে দেখে আসলাম।ও বার বার পানি খেতে চাইছে,কিন্তু এখন পানি দেয়া সম্ভব না,কারন অস্ত্রোপচারের ক্ষত এখনো শুকায়নি।এখন সবাইকে ভালোমত চিনতে পারছে,কথা বলছে।
লিজাকে দেখেই ও আজ আশ্চর্য হয়ে বলেছেঃ তুমি এইখানে কেমনে আসলা??
ওর আব্বা আমাকে বলছেন যেন আমি তাঁকে বেশি বেশি কথা বলাই।
আজ অনেক আশ্চর্য হয়েছি,আমাদের এক ব্যাচ সিনিয়র সাব্বির ভাইও তুহিনকে দেখতে তাঁর বাসা গাজীপুর থেকে চলে এসেছেন।তিনি লন্ডন থেকে কয়েকদিন আগে দেশে ফিরেছেন।আমার আর তুহিনের সাথে আজ ৫ বছর পর উনার দেখা হল।কলেজে থাকতে আমার আর তুহিনের সাথে কয়েকজন সিনিয়রের একটা jolly,মজার সম্পর্ক ছিল।কারন indescipline কাজগুলি ওনাদের সাথেই বেশিরভাগ সময় করতাম।সাব্বির ভাই তাঁদের মাঝে একজন।সেই আত্মার টানই উনাকে আজ এতদূর টেনে এনেছে।সাব্বির ভাইকে :salute: :salute:
আল্লাহর রহমতে আশা করি সব ঠিক হয়ে যাবে।
হাসের ছানা পক পক করতেছে এটা ঠিক, 🙂 🙂 কিন্তু বেশি পক পক করতে ডাক্তার মানা করছে।
০১৭২৩২৭৪২০৪ এটা হাসের ছানার বাবার নাম্বার। হাসের ছানা এখন এই নাম্বার এ আছে।
সবাই হাসের ছানার জন্য দোয়া করবেন, আশা করি হাসের ছানা তাড়াতাড়ি ডিম দিবে (blog ea লেখা)
যাক পোলাটা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে । আলহামদুলিল্লাহ ।
মাত্র ওর সাথে কথা হল। বলল এখন ভাল আছে আল্লাহর রহমতে, তবে কথা বললে নাকি পেটে ব্যাথা করে এই জন্য তাড়াতাড়ি ফোন রেখে দিলাম।
তুহিনের জ্বর কি ভালো হয়েছে? ওকি হাটাহাটি করতে পারছে? মুখে খাবার খেতে পারছে / টিউব ফিডিং চলছে??
প্রায় ৩৪ দিন পর মোটামুটি ভাল একটা অবস্থায় আইইউটির হলে আসলাম।
এসেই লেখাটা পড়লাম। চোখে পানি এসে পড়লেও পোলাপানের টিজ খাওয়ার ভয়ে কাঁদতে পারছি না।
সত্যি, এত ভালবাসা এত স্নেহই আমাকে আবার ফিরিয়ে এনেছে সবার মাঝে।
সবাইকে :salute:
আর সবাইকে এভাবে চিন্তায় ফেলে দেয়ার জন্য আমার ব্যাঞ্চাই :frontroll:
সাবধানে চলাফেরা করিস। আল্লাহ ভরসা :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
হারামি হাসু
একদিন আমার বাসা থেইকা ঘুইরা যা, তোরে দেখতে মন্চায়। 🙂
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তুহিন কিন্তু এখন ব্যাপক চিকি হয়ে গেসে
সাতেও নাই, পাঁচেও নাই
তোর মতো মন্টেকি হয় নায় তো আবার ! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।