তবু পাশে থাকো

আরো কিছুখন থাকো পাশাপাশি

অন্ধকার, তবু

কান পাতলেই শিশির ঝরার টুপ টাপ টুপ…  কান পাতলেই।

যদিও এখন কান না পেতেই পায়রার কান্না শুনি…  সবখানে।

 

তবু পাশে থাকো

পাশে আছি বলে আঁধারেও ডাকে কোন কোন পাখি

গাছে ফোটে ফুল

ভগ্নাস্তুপে বুদ্ধ হাসেন মৈত্রীর হাসি

বলেন, “সকল প্রাণী সুখী হোক”। …   সকল প্রাণী!

 

পাশে আছি বলে আজও মানুষ কিছুটা হলেও ‘মানুষ’।

 

৫৮৪ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “তবু পাশে থাকো”

  1. মোঃ সাদাত কামাল [০১-০৭]
    কান পাতলেই শিশির ঝরার টুপ টাপ টুপ… কান পাতলেই।

    যদিও এখন কান না পেতেই পায়রার কান্না শুনি… সবখানে।

    চমৎকার। দারুন লাগলো।


    ভালো থাকা অনেক সহজ।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।