আরো কিছুখন থাকো পাশাপাশি
অন্ধকার, তবু
কান পাতলেই শিশির ঝরার টুপ টাপ টুপ… কান পাতলেই।
যদিও এখন কান না পেতেই পায়রার কান্না শুনি… সবখানে।
তবু পাশে থাকো
পাশে আছি বলে আঁধারেও ডাকে কোন কোন পাখি
গাছে ফোটে ফুল
ভগ্নাস্তুপে বুদ্ধ হাসেন মৈত্রীর হাসি
বলেন, “সকল প্রাণী সুখী হোক”। … সকল প্রাণী!
পাশে আছি বলে আজও মানুষ কিছুটা হলেও ‘মানুষ’।
চমৎকার। দারুন লাগলো।
ভালো থাকা অনেক সহজ।
ধন্যবাদ