X-Files-5

চমনের বাবা ।নিজের আসল নাম বলতে নারাজ। কালো, ছোট খাট মানুষটি।আদি বাড়ী নাকি কামরূপ-কামাক্ষ্যা।

বেশ অপরিষ্কার, মলিন একটা ফতুয়া গায়ে, হাঁটু অব্দি চেক লুঙ্গী উঁচু করে পরা। একদম সাদারন একজন মানুষ। বন্ধু খসরূর আগ্রহে ওকে আবার তলব করা হল।

বিনীত ভঙ্গিতে জড়সড় হয়ে বসে আছেন।

আমাদের ইনভেস্টিগেটিভ ইন্টারভিউ শুরু হল। বেচারা সংকোচে ম্রিয়মান।একশত ভাগ বাঙালি বলে মনে হলোনা কথায়। একটু পাহাড়ি ট্রাইভাল রেইস মনে হল।

ছোট বেলায় রেঙ্গুনে মানুষ ।দ্বিতীয় মহাযুদ্ধের সময় প্রচণ্ড বোম্বিংযের মধ্যে বাবা-মার  সাথে চট্টগ্রামে আগমন। এসব বিদ্যা বাবাই হাত ধরে শিখিয়েছে।নিজেকে ‘গুণী’ মানুষ, হিসাবে পরিচিত হতে ভাল লাগে। অনেক সাধনার ফসল তার এই বিদ্যা শুধু পরোপকার করার জন্যেই প্রয়োগ করেন, কারো ক্ষতি করতে নয়।

তবে হ্যা, প্রেম ভালবাসা , সঙ্গিনী বিষয়ক আগাম তথ্য প্রদান তার কর্ম ক্ষেত্রের মধ্যে পরে।সামান্য নজরানা, সম্ভবত একটাকা চার আনা বা আড়াই টাকার বিনিময়ে এসব তথ্য বলে থাকেন।

বেশ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। অনেক ফাজলামোর ভাবোদ্রেক হলেও, সামলে রেখেছি নিজেকে। যদি আবার সত্যি সত্যি কোন বেয়াদবি হয়ে ক্ষতি হয়!

যাহোক সিদ্ধান্ত হোল পরীক্ষা করে দেখা হবে।

এজন্যে তার লাগবে একটা ছোট পাটি, দুইটা লাল জবা ফুল, একটা মোমবাতি, একটা আগড় বাতি, একবাটি পানি, পাঁচ আনা পয়সা ও ছোট একটা ঘণ্টী। চানাচূর ওলারা যেমনটা ব্যবহার করে। এসব আমরা পাবো কোথায়, ওকেই বললাম জোগাড় করে আনতে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম।ঘণ্টা খানেক পরে সব নিয়ে ফিরে এলো সে।

ছোট্ট পাটিটায় বসে, মোমবাতি আগরবাতি জ্বালিয়ে পানির বাটিটা সামনে রেখে বির বির করে কি যেন মন্ত্র পড়তে লাগলো আর ঘণ্টিটা আস্তে আস্তে দোলাতে লাগল।আমরা একপাশে চুপচাপ বসে ওর কার্যকলাপ দেখছি।

হঠাত কর্কশ স্বরে বলে উঠলেন, ‘কি জানতে চান? আমরা থতমত খেয়ে বসে রইলাম। আসলেই তো ! আমরাতো কিছুই জানতে চাই না। তামশা দেখার জন্যে শুধু শুধু এসব করতে বলা হয়েছে। আবার প্রশ্ন আরো কর্কশ কণ্ঠে ‘কি জানতে চান’??

আমতা আমতা করে খসরু যা বললো তা হলঃ আজিজের বান্ধবী স্মম্নদ্ধে কিছু বলেন।

অনেকক্ষণ চুপ করে থেকে বলে উঠলেনঃ নাহ বলা যাচ্ছেনা সব ঝাপ্সা। অ অ অনেক দূরে। স অ অ ব ঝাপ্সা! … আমি সাহস করে খস্রুরর বান্ধবির কথা জিজ্ঞাস করলাম। ধমকের সুরে বললেন, ওর এসব কিচ্ছু নাই। আমরা নড়ে চরে বসলাম। দুইটা ইনফরমেশনই ঠিক ধরে নেয়া যায়। আমি থাকি জার্মানিতে…অনেক দূর দেখে হয়তো রাডার ক্যাচ করছেনা। আর খস্রুর এইসব ঝামেলা থেকে মুক্ত!

যাহোক এই সেশান শেষ হলে অনেক প্রশ্নে ওকে পেয়ে বসলাম। এই জগত নিয়ে অনেক রহস্যময় কথা শুনলাম। বিশ্বাস করছিনা বুঝতে পেরে বল্লেনঃ ভাইয়া আপনারা আগামি অমাবোশ্যাতে আমার সাথে শ্মশানে চলেন, দেখাবো। শুধু আমার দেয়া চক্রের ভেতর থাকবেন, কোন ক্ষতি হবেনা। তামশা দেখবেন ভিতরে বসে, তাহলে বিশ্বাস হবে।

আমাদের আর সাহসে কুলোয়নি অমাবশ্যায় শ্মশানে যেয়ে চক্রের ভিতর থেকে বসে তামশা দেখার!

তবে এই চক্রের কথা মনে হওয়াতে, আরেকটা চক্রের, বৃত্তের ঘটনা মনে পরে গেল, চাক্ষুষ সাক্ষী আমি। পরের পর্বে আরেকদিন সময় করে লিখবো আশাকরি।

 

 

 

৮৮৮ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “X-Files-5”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    তারায় কিছু যায় আসে না ভাই। আপনি চালু রাখেন।
    আপনি ভাগ্যবান যে অনেক ঘটনা চাক্ষুষ করেছেন।
    আমার কথা তো আগেই আপনার একটা লেখায় বলেছি।

    আমার নিজেরও একটা ব্যাপার আছে। যেহেতু আপনার আর আমার ধর্মবিশ্বাসে একটা ফারাক আছে তাই যদি বলিও তাও অনেকে ফাইজলামি হিসাবে নিতে পারে। কি দরকার অযথা!
    তবে ব্যাপার একটা কিছু আছে।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
    • আজিজুল (১৯৭২-১৯৭৮)

      ভাইরে আর চালু রাখাটা বেশি দিন বোধ হয় ঠিক হবে না।এইসব ছাই পাস লিখে ওদের জায়গা নষ্ট করা আমার কি ঠিক কবে?
      ভাগ্যিস প্রিন্সিপ্যাল স্যারের চেয়ে বয়সে একটু বড় ! নাহয় কবে এক্সপেল করে দিতো!
      তবে ভিতরে ভিতরে ভারতে নাকি এখনো 'নর বলী' প্রথা চালু আছে! ইনফরমেশনটা ওদের মাথায় ঢুকার আগে, নিরাপদ দূরত্বে ভাগা উচিৎ। :))


      Smile n live, help let others do!

      জবাব দিন
  2. স্যার,
    ধন্যবাদ X-Files-5'র জন্য।
    অসম্ভব আগ্রহ নিয়ে প্রতিটা বার পরের পর্ব টার জন্য অপেক্ষা করি।
    ইছে হয় যদি সামনা সামনি বসে আপনার কাছ থেকে ঘটনা গুলো শু্নতে পারতাম!
    আমার ফোন নাম্বার ০১৭১১৫৬৮৮৪৪।
    যদি কখনও ফোন করেন খুব খুশি হবো।
    ভাল থাকবেন স্যার।
    আপনার সুসাস্থ্য কামনা করছি।

    জবাব দিন
    • আজিজুল (১৯৭২-১৯৭৮)

      মুন্তাসির ভাই,
      আস্ সালামুয়ালাই কুম। আমি কিন্তু অত্যন্ত shy ধরনের একজন মানুষ।
      সিরিজ টা আর বেশি দূর এগোবে না। দুঃখিত, স্টক প্রায় শেষ।
      সময় করে ফোন করবো।
      আপনাকেও আসংখ্য ধ্যনবাদ। (সম্পাদিত)


      Smile n live, help let others do!

      জবাব দিন
      • স্যার,
        ওয়ালাইকুম আসসালাম,
        ধন্যবাদ আপনার উত্তরে।
        কষ্ট হবে সিরিজ টা শেষ হয়ে গেলে 🙁
        অপেক্ষায় আছি আপনার সঙ্গে কথা বলার।
        আমি কি স্যার আপনার ফোন নাম্বার তা পেতে পারি যদি কিছু মনে না করেন।
        আর একটা অনুরোধ আমাকে তুই বা তুমি করে বললে খুশি হবো - বয়সে আপনার অনেক ছোট আমি infact আপনি ক্যাডেট কলেজ থেকে যে বছর আপনি বের হয়েছেন-আমার মা বাবা'র তখনও বিয়ে হয়নি :shy:
        ভালো থাকবেন স্যার।
        আপনার সুসাস্হ্য কামনা করছি।

        জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।