হাসান মোহাম্মেদ ফারুক কে ঈদের শুভেচ্ছা ! আমি জানিনা তুমি কোথায় থাক, কি করো ! তোমার সাথে আমার জীবনে কখনো দেখা হয়নি, কিন্তু তোমার জন্যে আমার অঢেল ভালবাসা রইল । কি বলবো তোমায় , আসলে আমাদের সাধ্যের মধ্যে যত টুকু সম্ভব সকলেই যদি কিছু কিছু করে করতে পারতাম, তাহলে আর কোন সমস্যাই থাকত না।
আমার বাবা এই জানুয়ারিতে মারা যাবার পর, ওঁর আলমারি ঘেঁটে এদিক সেদিক বেশ কিছু দশ, বিশ, পঞ্চাশ ,একশ টাকার নতুন বান্ডেল পেলাম। বাবা সারা রোজায় নতুন টাকা এনে গরিব দুঃখী দের বিলাতেন আর ঈদে নাতি নাতনীদের ওই নতুন টাকা থেকে ঈদী দিতেন।
টাকা গুলি কি মনে করে আমি রোজা আসার জন্যে তূলে রাখলাম। মনে মনে ভেবে রাখলাম কাকে কাকে দিব।
তোমার মত আমিও অনেকের চোখে রাজ্যের হতাশা ,অভাব,দারিদ্র দেখি। সীমিত সম্পদ থেকে কি করা যায় ভাবি।
পাকিস্তান আমলে আমাদের একজন মালি, এখন একদম স্যুইট বৃদ্ধ । সারা জীবন অন্যের বাগানে ফুল ফুটিয়ে নিজের বাগান নিড়ানোর সময় পায় নাই।
ওকে ডেকে বাবার ওই নতুন টাকা গুলি থেকে কিছু টাকা দিলাম। আমি সারা জীবন অনেক কিছু পেয়েছি।
বিশ্বাস করবে কিনা জানিনা, এতো আনন্দ আমার জীবনে খুব কমই এসেছে। টাকা গুলি হাতে নিয়ে বৃদ্ধ ঝর ঝর করে কান্নায় ভেঙে পরছিল।ওর মেয়ের নাকি ওই দিনই বি এ পরীক্ষার টাকা জমা দেয়ার শেষ দিন ! কোথাও থেকে জোগাড় হচ্ছিল না। অজোচিত ভাবে হাতে এসে পরায় হত বিহ্বল হয় ফ্যল ফ্যল করে শুধু তাকিয়ে রইল। দু চোখে অশ্রু ধারা।
এক্স কেডেট ফোরামে তোমার নিচের পোস্ট টা দেখে আমি সত্যিই ভাবাবেগে আপ্লুত হলাম। ভাল লাগলো আমদের নতুন প্রজন্মের ‘মানুষের প্রতি ভালবাসা’ , তাদের ধ্যান ধারনা অনুভব করে!
ঈদ মোবারক হাসান মহাম্মদ ফারুক। শুভেচ্ছা রইল, অনেক বড় হও !
এক্স ক্যাডেট ফোরাম থেকে উদৃতঃ
“আজ কিছু মানুষের চোখের দিকে তাকিয়ে দেখে মনে হচ্ছিলো , আমার যদি এতো টাকা থাকতো যে দেশের প্রতিটা needy মানুষকে একটা করে কাপড় দিতে পারতাম “!!
ব্যাপারটা তো এইরকমই তাই না ভাইয়া, যার টাকা আছে তার ইচ্ছে নেই, যার ইচ্ছে আছে তার টাকা নেই 🙂
এদের কত টাকার প্রয়োজন কেও বলতে পার? গতকাল চুল কাটতে গেছি, দেখা হোল দেশের অন্যতম (?) এক ধনীর সাথে!( সিনিয়ার ক্লাব মেম্বার বলে আমাকে একটু খাতির- টাতির করে!) জিগ্যেস করলাম, চিনির বাজারে আগুন ধরিয়ে তো একচোট কামিয়ে নিলেন ! খ্যাঁক খ্যাঁক করে হেসে বললো , আমরা একা নই, 'অমুক আর তমুক' ও সাথে ছিল।
এই রোজদারদের থেকে কমসে কম ৮০০~৯০০ কোটি টাকা এই গুন্ডা গুলি 'হারাম রুজি' করে গেল। ৪৫ টাকা থেকে ৭০/৭৫ টাকা দাম বাড়িয়ে ! আল্লাহ এদের বিচার করুন!!!! (সম্পাদিত)
Smile n live, help let others do!
আমিন......। আল্লহুম্মা আমিন...।।
৮০০-৯০০ কোটি 😮 😮
কিছু বলার নাই 🙁
নিচের প্রতিবেদন থেকে দেখতে পাইঃ
১। বর্তমান আন্তর্জাতিক বাজার দড় হিশাবে চিনি ৪৫/৪৬ টাকার উপর দাম হতেই পারে না।
২। আমাদের দেশের চিনির বাৎসরিক গড় চাহিদা ১২/১৩ লক্ষ টন। রমজানে দ্বি গুন থেকে তিন গুন। অর্থাৎ রমজান মাসে ৩ থেকে সারে তিন লক্ষ টন। অর্থাৎ ৩৫ কোটি Kg.
৩।৩০ টাকা Kg তে বাড়তি লাভ বেশি হলে, মোট ১,০৫০(এক হাজার পঞ্চাশ কোটি) টাকা ।
৪।কনজারভেটিভ হিশাবে "সিন্ডিকেট" দেশের রোজাদার দের কাছ থেকে হাতিয়ে নিয়েছে বাড়তি ৮০০ থেকে ৯০০ কোটি টাকা ।
http://www.thefinancialexpress-bd.com/2009/09/13/78829.html
ফিনান্সিয়াল এক্সপ্রেস এর " When sugar turns 'sour' প্রতিবেদন মতে (সম্পাদিত) (সম্পাদিত) (সম্পাদিত)
Smile n live, help let others do!
ঈদ তো তাহলে এদেরই
ভাইয়া, এইটা হোল, বিউটি অফ ক্যাপিটালিজম !!!
শামীম মুরাদ
এটা বিউটি অফ ক্যাপিটালিজম নয়, ক্যাপিটালিজমের অন্ধকার দিক। পশুত্বের আর 'ব্যক্তি কেন্দ্রিক ' স্বার্থপরতার দিক।
ইসলাম ব্যবসাকে হালাল করেছে।কিন্তু অনৈতিক কর্মকাণ্ড, আকাশ চুম্বী মুনাফা, ৪০ দিনের উপর খাদ্য দ্রব্য মওজুদ কে হারাম করেছে।
আর ক্যাপিটালিজমে ও "মোনোপোলিজম" এর বিপরিতে শক্ত আইন আছে।
কিন্তু আমাদের দেশে " বেড়ায় ক্ষেত খেয়ে ফেলে" যে, সে জন্যে কোন শাস্তি হয় না কখনোই !
Smile n live, help let others do!
ভাইয়া, আমি “বিউটি” কথাটি স্যাটাআর/আইরনি হিসেবেই লিখেছিলাম। যার ক্যাপিটাল আছে ক্যাপিটালিস্ট পৃথিবীতে তার ঐশ্বরিক ক্ষমতা উপভোগের এই দুষ্টু দিকটার জন্যই আমি ওই কথাটা বলেছিলাম।
শামীম মুরাদ
You are 100% correct. Dear Brother Murad!!! They looses humanity, they become just "Capitalists"!!!!
Smile n live, help let others do!