আহ্ হা রে তোমরা কি মিস্ করলা!!

আমার জয়েন করার খুউউউব ইচ্ছা ছিল ইফতার পার্টিতে। লাবলু কে ফোন করতে চাই ছিলাম,বা তোমাদের কাওকে। কারো নম্বর নাই। জে সি সি’র একজনকে চিনি, ফোন করলাম। বুদ্ধি দিল, ভাই ‘ইফতার পার্টি’র’ জন্য খামাখা  চট্টগ্রাম থেকে ঢাকা ৪০০০+৪০০০ টাকা খরচ করে আইবেন-যাবেন? রোজার কষ্ট , ক্ষিদার কষ্ট , প্লাস  যে দিনকাল খারাপ পরছে, ঐটা দিয়া বাপে-পুঁতের ঈদের পাঞ্জাবী হইয়া যাইবো। কথাটা মনে ধরল।
আমি আস্ লে অবশ্য তোমাদের অনেক লাভ হইত !!! মনে করছিলাম খালি হাতে তো আর পোলা-পাইন দের সাথে দেখা করা যায় না ! কয়েক কেজি গরুর মাংস   “মেজবান ” স্টাইলে রান্না কইরা সাথে নিয়া যেইতাম, গরম গরম surprise! সাথে লাভ লেইন এর ” মিঠা পান ” । আফসোস তোমাদের কপালে নাই।
(জে সি সি’র সেই মিয়াঁর নামটা গোপন রাখতেছি , যদি ‘কু-বুদ্ধি’ প্রদানের কারনে তোমরা আবার তাকে আক্রমন কর! )
যাকগে next time!
Best Regards,-Aziz Bhai.
P.S. YES! I MISSED THE IFTAR AND MISSED YOU ALL!

১,৪৪২ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “আহ্ হা রে তোমরা কি মিস্ করলা!!”

  1. আসিফ খান (১৯৯৪-২০০০)

    আজিজ ভাই@ আমি কিন্তু চট্টগ্রামে থাকি,তারপরও গেছিলাম। যে আপনারে কুবুদ্ধি দিছে তারে একট চটকানা দিয়েন। কারণ আমার সর্বসাকূল্যে ২৫০০ টাকা লাগছে। :tuski:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।