তুমি আমি রেললাইন

 

তুমি আমি রেললাইন রেললাইন
পাশাপাশি কাছাকাছি
আদিগন্ত সমান্তরাল
কোনদিন মেশে না।

হাত বাড়ালেই যায় যে ছোঁয়া
কাছাকাছি দুটি প্রাণ
পাশাপাশি সারাক্ষণ
মনে হয় পাশে না।

চোখ খুললেই যায় যে দেখা
এত কাছে তবু কতদূরে
দুপুর সাঁঝে রাত্রি ভোরে
মনে হয় দেখি না।

তুমি আমি রেললাইন রেললাইন
একসাথে ছুটে চলা
ইশারায় কথা বলা
কোনদিন মেশে না।

[শ্রদ্ধেয় নূপুর কান্তি দাশ (‘৮৪-‘৯০, এফসিসি) দাদার উৎসাহেই এই কবিতা (দাদার মতে গান) সিসিবিতে পোস্ট করা হল। আমার মত শিক্ষানবিস লেখককে প্রচুর উৎসাহ প্রদানের জন্য নূপুরদা’কে ধন্যবাদ।]

২,১৫৩ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “তুমি আমি রেললাইন”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।