তুমি আমি রেললাইন রেললাইন
পাশাপাশি কাছাকাছি
আদিগন্ত সমান্তরাল
কোনদিন মেশে না।
হাত বাড়ালেই যায় যে ছোঁয়া
কাছাকাছি দুটি প্রাণ
পাশাপাশি সারাক্ষণ
মনে হয় পাশে না।
চোখ খুললেই যায় যে দেখা
এত কাছে তবু কতদূরে
দুপুর সাঁঝে রাত্রি ভোরে
মনে হয় দেখি না।
তুমি আমি রেললাইন রেললাইন
একসাথে ছুটে চলা
ইশারায় কথা বলা
কোনদিন মেশে না।
[শ্রদ্ধেয় নূপুর কান্তি দাশ (‘৮৪-‘৯০, এফসিসি) দাদার উৎসাহেই এই কবিতা (দাদার মতে গান) সিসিবিতে পোস্ট করা হল। আমার মত শিক্ষানবিস লেখককে প্রচুর উৎসাহ প্রদানের জন্য নূপুরদা’কে ধন্যবাদ।]
ভালো হয়েছে, খালেক =))
ভালো হয়েছে। - খালেক
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😀
কীভাবে পারলে, বন্ধু 😀
সাতেও নাই, পাঁচেও নাই
এতে অবাক হবার কিছুই নেই 😀
:clap: :clap: :clap:
ধন্যবাদ ইমরান।
'শ্রদ্ধেয়' শব্দটাকে ততটা শ্রদ্ধা করতে পারিনা এই যা।
:boss: :boss: :boss:
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ধন্যবাদ 😀
ইমরান ভাই, সুন্দর প্রকাশ...... 🙂
তানভীর আহমেদ
🙂
সুন্দর হইছে ভাই।
চালায়া যান।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ধন্যবাদ 😀