১। ডিউটি মাস্টার বাচ্চি খান স্যার। কোন এক অদ্ভুৎ কারণে গেমসের পরে টি ব্রেক এর বাঁশি পড়ার সময় হাউসের বারান্দায় হাঁটাহাঁটি করছিলেন। আমার জনৈক বন্ধু গেমস না করার কারণে গোসলের ঝামেলা ছাড়াই নামাজের পোষাক পরে নিচ্ছিল। কেডস ও মোজা খোলার পরে হাফ শার্ট খুলে ফেললো। পরনে তখন হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। এই অবস্থায় পাজামা না পরে আগে পাঞ্জাবী পরে ফেললো। ঠিক তখনই বাচ্চি খান স্যার রুমের পাশ দিয়ে হেটে যাবার সময় জানালা দিয়ে এই দৃশ্য দেখে আঁতকে চীৎকার করে উঠলেন, “হেই ইউ, ন্যাংটা কেন হে…”
২। সদ্য বিবাহিত জনৈক ইসলামিয়াতের স্যার লজ্জাবনতভাবে ক্লাশে আসলেন। কারণ, বিয়ে করে আসার পরে এটাই ছিল তার প্রথম ক্লাশ। আমরা তো যথারীতি স্যারকে চেপে ধরলাম “স্যার নতুন ম্যাডামের (স্যারদের মিসেসদের কে আমরা ম্যাডাম বলতাম) কথা বলেন ।” স্যার মনে হয় আরো লজ্জা পেলেন। তবুও অনেক কিছু বললেন। তবে সবকিছুর মাঝেও একটা কথা সবার কাছে কেমন যেন লাগলো। স্যার বলেছিলেন, “ছোট মানুষ তো বাবা-মা ছাড়া কখনো থাকেনি। আনেক কিছুই বোঝেনা ।” আমরা তো বুঝে পাইনা কি বললেন স্যার এটা। যাইহোক, সবাই আমরা যার যার মত করে বুঝে নিলাম। কলেজ পিকনিক এ স্যারের মিসেস কে দেখলাম, বোরকা পড়া। আনত নয়ন দু’টো দেখে তেমন কিছুই বোঝার উপায় নেই। হঠাৎ দেখলাম, স্যারের কোলে একটা ছোট্ট বাচ্চা ঘুমাচ্ছে। সব স্যাররা তাদের মিসেসদের নিয়ে ঘুড়ে বেড়াচ্ছেন। আর এই স্যার বিরস বদনে তার কোলে সেই ছোট বাচ্চাটিকে নিয়ে সতর্কতার সাথে বসে আছেন যেন বাচ্চাটির ঘুম ভেঙ্গে না যায়। আমরা তো অবাক, ঘটনা কি!!!! সেই দিন না স্যার বিয়ে করলেন…এর মধ্যেই কিনা… হালকা রসিকতা আর আমাদের অবাক দৃষ্টিতে বিব্রত হয়ে স্যার লাজুক হেসে বললেন, “ইয়ে মানে তোমাদের ম্যাডামের বোন। পিঠাপিঠি বোনতো… তাই ওকে ছাড়া তোমাদের ম্যাডাম থাকতে পারেনা…।” 😮
সবাই মনে হয় একটু ধাক্কা খেল। পিঠাপিঠি শ্যালিকাকে যদি কোলে করে ঘুম পড়াতে হয়…মনে পড়ে গেল স্যারের সেই কথা…“ছোট মানুষ তো…।” (ঠিক মনে নেই তখনো নারী ও শিশু নির্যাতন আইন চালু ছিল কিনা)
৩। এই ঘটনাটি আমার ফৌজদারহাটের বন্ধুদের কাছ থেকে শোনা। ফৌজাদারহাটে তখন চুল-দাঁড়ি পেঁকে যাওয়া বৃদ্ধ এক ইসলামিয়াতের স্যার ছিলেন। কি করে যেন সেই বৃদ্ধ বয়সে স্যারের একটি ছেলের জন্ম হলো। এই নিয়ে নাকি ক্যাডেট মহলে স্যারকে নিয়ে নানা আলোচনা। কেউ কেউ স্যারের দক্ষতায় মুগ্ধ। কেউবা এর উত্তর মেলাতে পারেনা। যাইহোক, বিভিন্ন সময়ে স্যার তাঁর এই ছোট ছেলেটিকে কলেজের বিভিন্ন সামাজিক প্রোগ্রামে নিয়ে আসতেন। আর ভীষণ দুষ্ট ক্যাডেটরাও এই পিচ্চিটিকে বাগে পেলে খালি চিমটি কাটতো। শুধু চিমটিই না। কিছু উৎসাহী ক্যাডেট আবার তার বাবার বৃদ্ধ বয়স হওয়া সত্ত্বেও তার জন্ম রহস্য জানতে চাইত তার কাছে। এভাবে দেখা যেত প্রায় অনুষ্ঠানেই সেই পিচ্চি চিমটি আর প্রশ্নবানে জর্জরিত হয়ে কাঁদতে কাঁদতে তার বৃদ্ধ বাবার কাছে ফিরে যেত। এভাবে একদিন স্যার আর সইতে না পেরে ক্যাডেটদের কাছে এসে মিনতি করে বললেন, “তোমরা কেন এই ছোট মাসুম বাচ্চাটিকে এভাবে চিমটি কাট? ওর কি দোষ? আমি আর কতবার বলবো, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট…।” :-/
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
সবগুলান সেইরকম
আপনি :boss: :boss: :boss: :boss: :boss: :boss:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টিটো,
থ্যাঙ্কস বাডি।
রম্য রচনা টাইপের জিনিস কেন জানি আমারে দিয়া ঠিক আসেনা...। ভয়ে ভয়ে চেষ্টা করছি আর কি...
আহসান ভাই, সিনিয়র বলে কিছু বললাম না... O:-)
নাইলে যেমন বিনয় দেখাইতেছেন... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
গেলি x-(
:)) :)) =)) =)) :goragori: :goragori: :thumbup:
😮 😮 😮 :shy:
তুমি বোঝতো?
ভাই,আপনাদের দোয়া!! খুব এক্টা খারাপ বুঝি না!
কি কি বোঝ বলোনা আমাদের কে... 🙂
:shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy:
ওই...ব্যাটা শয়তান টাইপ হাসি দিয়া বুঝাইতেছ যে সব কিছুই বোঝ???
:)) :)) =)) =)) :khekz: :khekz: :goragori: :goragori: :thumbup: :thumbup:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
🙁 🙁 🙁
চরম আহসান ভাই, চরম......
হাসতে হাসতে পিরা গেলাম......
:khekz: :khekz: :khekz:
তৌফিক,
পিরা যিও ভিলো কিথা...
কিনতি মিরা যিওনা...
অনেকদিন পরে তোমার লেখা পাইয়া খুব ভালো লাগতেছে...।
আর প্রোফাইল পিকচারটা জটিল হইছে...।
ধন্যবাদ আহসান ভাই। প্রোফাইল পিকচারটা ভালো বলার জন্য ধন্যবাদ।
বিবাহের দাওয়াত কবে দিবেন? 🙂
কিসের মধ্যে কি... x-(
“ছোট মানুষ তো ................... আনেক কিছুই বোঝেনা ।”
😀 :)) =)) :goragori: :khekz:
ব্যাপক ব্যাপক......... :salute: :salute:
ওই মিয়া, তুমি কি খুব বড় নাকি?
তুমি ব্যাপকের কি বুঝ?
কি যে কন না... :shy: :shy: :shy: বয়স তো কম হইল না... 😛 😛 😛
😀 😀 😀
কি বুঝ, কও দেই...
ফিস ফিস ফিস ফিস ফিস... 😛 😛 😛 😛 😛 😛
সবাইর সামনে তো আর কওয়া যায় না তাই... 😀 😀 😀
আচ্ছা কওনে কাম নাই। লেইখা ফালাও আর পোস্ট কইরা দাও... 😀
জটিল জটিল! তিন নম্বরটা পড়ে পিড়া গিলাম! =)) =)) =))
ভাইরে, আমিও পিরা গেছিলাম প্রথমে শোনার পরে...
এখনো 'ড্রাইভিং লাইসেন্স'ই পাইলাম না... :bash:
কবে 'গাড়ি' চালামু...কবে হইব 'এক্সিডেন্ট'...!!!! 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ ভাইয়ের খালি ‘এক্সিডেন্ট’ করার শখ। :grr: :grr:
জুনা, লাইসেন্স ছাড়াই চালানি শুরু কর, তাইলে বরং একসিডেন্ট করার চান্স আরো বেশি :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার শখ তো এক্সিডেন্ট করা না...বরং আপাতত শুধু ড্রাইভিং... 😉
এক্সি্ডেন্ট করার অনেক সময় পড়ে আছে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
গাড়ি কি চালাইতে জান?
না চালাইতে জানলেতো ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়না...
বস...ধর্ম, সমাজ তো সে কথা বলে না... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
‘এক্সিডেন্ট’… করবি বলেই তো তোকে লাইসেন্স’ এনে দিচ্ছি না...শেষে ...বিপ বিপ বিপ (শেষের অংশটু্কু সেন্সর Board কেটে দিছে) 😛
:khekz: :khekz: :khekz:
ক্যাডেট কলেজ রিলেটেড সব গুলো জোকস এক করে একটা বই করে ফেললে মন্দ হয়না কি বল।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হুমমমম...
গুড আইডিয়া ফয়েজ ভাই...
আহসান,
বইটার এডিটিং-এর কাজটা তুমিই শুরু কর।
চ্যারিটি বিগিনস এট হোম
ফয়েজ ভাই,
ভাল আছেন?
চ্যারিটি বিগিনস এট হোম
আহসান ভাই আপনেরে গুরু মানলাম। আপনি ভাই :boss: :boss:
লজ্জা পাইতেছি... :shy:
আহসান ভাই, বস্ লম্বা একটা ঘুম দিয়া উইঠাই সাথে সাথে আপনার কারণে পিরা গেলাম :goragori: :goragori:
তিন নিম্বারটা পিড়া, পুরা মিরা যিবার দিশা হিলো বস্, যিদি সিত্যি সিত্যি মিরা যিই তিইলে সিটা ইপনেই দিষ x-( মির্ডির কিসির ইসিমী হিসিবা পিলিশ ইসা ইপনিরেই ধিরবো, তিখন পিলিশরেই বিলতি হিবে, ইমারে ছিইড়া দিন-সিবার পিলিজ লাগে… 😀 =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
কিমিন্ট পিরা তো ইবার ইমি পিরা যিয়া মিরা যিতাছি...
ইখন তিমি সিবধান হিয়া যিও...
এইটার মর্ম উদ্বার করতে আমার ১৫ মিনিট লাগছে। 😡 😡
:khekz: :gulti: 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি এখনও মর্মোদ্ধার করতে পারি নাই 😛 🙁 😛 🙁 ।
:(( :(( :(( :((
Life is Mad.
মার্ডার কেসের আসামি হিসেবে পুলিশ আইসা আপনারেই ধরবো। 😀 😀 😀 😀
:goragori: :just: :pira:
আমার নাম আছে দেখতাছি, মাসুম। তাইলে তো ধন্যবাদ দিতেই হয়। 😀
অফটপিক: আমি এইখানে নতুন। কিছু কিছু জিনিষ আমারে কে বুঝাইবো। যেমন পিরা, মিরা, যাস্ট.....আছেন কুন মমিন বান্দা)
মাসুম ভাই,
"পিরা" ভাষার জনক আমাদেরই সিসিবি'র জনৈক সদস্য। আপেল মাথার উপর পরার পরে যেমন অভিকর্ষজ বলের সুত্র আবিষ্কার হয়েছিল, ঠিক তেমনি একটা ঘটনার মাধ্যমে "পিরা" ভাষার উৎপত্তি হয়েছে।
এই ভাষার জনক একদা মাজাদার একখানা পোস্ট পড়িয়া আনন্দের ঠ্যালায় কমেন্টাইতে গিয়া "হাসতে হাসতে পরে গেলাম" এর স্থলে হাসির দমকের ঠ্যালায় ভূল করিয়া লিখিয়াছিলেন "হাসতে হাসতে পিরা গেলাম"। ঠিক ঐদিন থেকেই এই "পিরা" ভাষার উৎপত্তি। বর্তমানে এই ভাষার জনপ্রিয়তা আপনি নিজ চউক্ষেই দেখিতে পাইতেছেন।
যাস্ট ফ্রেন্ড সম্পর্কে জানতে এইখানে টিপি দেন
x-( x-( x-( x-( x-(
আহসান ভাই
পুরা ফাটাইয়া দিছেন। :thumbup:
পরে জোড়া লাগাইতে বইলোনা কিন্তু আবার...
আহসান, দূর্দান্ত, একেবারে :gulli2: । হাসতে হাসতে পিরা মিরা গেলাম!! :khekz: :)) :goragori: :khekz: :)) :goragori: :khekz: :)) :goragori:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ্ ভাই, আপনে তো পিরা ভাষায় দক্ষ হয়ে উঠছেন...!!! :clap:
খিব ভিল লিগল দিখে যি পিরা ভিষা সিবার কিছেই সিমান গ্রিহিন যিগ্যিতা পিতেছে...
ইটা ইমরা যিরা ভিষাটার প্রিচার ই প্রিসারে ইছি তিদের জিন্য কিত গির্বের...সিরি, ইমি ইমিশিনাল হিয়া গিছিলাম... :shy:
সিবাইকে ধিন্নিভাদ। :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
লাবলু ভাইও পিরা ভাষা বলছেন 😮 😮
জুনারে, ইনিন্দে ইমার চিখে জিল ইসই যিচ্ছিরে :shy:
যিরা ভিষাটার প্রিচার ইর প্রিসারে ইকিনিষ্ঠ ভিবি কিজ কিরে যিচ্ছিন, তদইর জিন্য ইকটি সিসিংবিদ ইছে। :ahem:
পিরা ভাষা রিক্ষা কিমিটি সিবার সিবিধার্তে IPLTS: International Pira Language Testing System চিলু কিরবি বিলি ঘিষিনা দিছিন। ইটিযে ইমিদির জিন্যি কিতি বিড়ি ইচিভমিন্ট.......নিহ, ইমিও ইবিগি ইমিশিনিলাম হিয়া গিলাম ;)) ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
....................................
.................................
.................................
..............................
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আগের কমেন্টে আনন্দে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম...এদিক ওদিক বিছড়াইয়া আবার পাইলাম... 🙂
পিরা ভিষা ইমর হিক... :clap: :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইমি পিরা ভিষার ইপিএলটিএস এর কোচিং করতে K@IYUM's এ ভরতি হপো 😀
ইমি ই ভির্তি হিতি চিই। 🙂
পিরা ভাষা সম্পর্কে নিয়মাবলী:
পিরা ভাষাটা সব শব্দে ব্যবহার করলে পাঠোদ্ধার কষ্টকর হয়। তাই একে এক বাক্যে সর্বোচ্চ ২ বার ব্যবহার করা যিবে।
আর এটা বিশি জনপ্রিয় করা যিবে না। তাহলে মোস্তফা ফারুকী (কামরুল হাসানও হতে পারে) এই ভাষায় পরবর্তী নিটাক লিখে ফিলবি।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
প্রিচন্ডভাবে সিহমত...
ইয়া আল্লাহ...
সানাউল্লাহ ভাই,
ইপনিকে পিরা যিইতে ইনুমতি দিয়া হিল... মিরা যিইতে নিয়...
ইপনি মিরা গিলে ইমাদের কি হিবে...
:goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
আরও অ্যাক্সিডেন্টের গল্প শুনব :hatsoff: :hatsoff: :hatsoff:
আমরা নেক্সট রাফাতের অ্যাক্সিডেন্টের গল্প শুনব... 😉
অনেকদিন পর আহসানের লেখা পড়লাম।
হাসতেসি, কিন্তু দুই নম্বরটা পড়ে মনটাও খারাপ হইলো।
আচ্ছা বাচ্চি খান স্যারের সাথে যোগাযোগের কোন উপায় কি আছে? ফোন, কিংবা ইমেইল? উনার মেয়ে আমাদের সাথে পড়তো, কলেজ থেকে বের হওয়ার পর থেকে সে পুরা গায়েব হয়ে গেছে।
বাচ্চি খান স্যার কোথায় আছেন ঠিক জানিনা। তবে আমি জানাতে পারবো হয়তো তোকে। তথ্য যদি পাই, তাইলে এই কমেন্টের উত্তরেই কোথাও এক জায়গাতে লিখে রাখবো, দেখে নিস পরে।
বি ব,
ভালো লাগছে বললে কম বলা হবে :clap: :clap: :clap: :clap: ।
খালি বলি নেক্সট পার্ট কবে?????
Life is Mad.
নে পা...??? ;;)
ও মা গ...!!!:-o
আইচছা কেউ খিয়াল করছেন নি???আইজকাল আহসান ভাইয়ের পোস্টে বিয়া,শ্যালিকা,বাচ্চা-কাচচা ইত্যাদি জাতীয় শব্দ বেশি থাকে???
গতকালকে আমি আর টিটো ভাই একটা আন্দোলন শুরু করমু আলুচনা করতাছিলামঃ
এক দফা এক দাবী
আমাদের চাই আহসান ভাবী
আপনেরা কি কন????
:party: :party: :party: :party: :party: :party:
মাস্ফু,
আনেক কিছুই বোঝেনা
কি বুঝেনা?আহসান ভাই বুঝাইইয়া দ্যান ছাই দেখি 😛 😀
আপাতত তুমি বুঝাও...
আমি রেষ্ট এ আছি...
:awesome: :awesome: :awesome: :awesome:
:guitar: :guitar: :guitar: :guitar:
আহসান ভাই, জিটিল হিইছি।
হিসতি হিসতি পিরি গিলিম। :goragori: :goragori: :goragori:
হিসা শিষ হিলে খিড়াইয়া যিও...
“হাসতে হাসতে পিরা গেলাম”
:boss: :boss:
ওই ব্যাটা আইসাই পিরা গেলি?
তুইতো দেখি জটিল রকমের অ্যাডভান্স...
ওহো...কি মজা, ব্লগে আরেকটা দোস্ত পাইছি...
ওই হোই... :awesome: :tuski: :guitar: :awesome: :tuski: :guitar:
শোন, দুইদিন পরে আবার গায়েব হইয়া যাইসনা কিন্তু...
আর লেখা দে তাড়াতাড়ি...
আসাদ ভি, পিরা ভিষাকে ইত দ্রিত ইপন কিরে ইপনি তি রিকোর্ড কিরে ফিললেন... :clap: :clap:
ইপনিরে স্বিগতম ইবং লিল সিলাম :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আসাদ ভাই,
সিসিবি জুনিদের পক্ষ থেকে পক্ষ থেকে প্রথমেই সিসিংবিধান অনুসারে :salute:
বস্, এসেই আমাদের পিরা ভাষা বলার জন্য আবারো :salute:
লিখা শুরু করে দেন আসাদ ভাই, নিশ্চয়ই আমরা দারুন দারুন সব লেখা পাবো আপনার কাছ থেকে :clap: :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
:)) :)) :khekz: :khekz: =)) =)) :goragori: :goragori:
বস্,
সরি, আপনের কথা রাখতে পারলাম না। এই লেখা পিড়া আমি একটু হাসতে পারলাম না, বরং বেশিই হাইসা ফেলাইসি। এই দেখেন এখনো হাস্তেই আছি, হাস্তেই আছি,হাস্তে হাস্তে পিরাও গেছি =)) :goragori: :khekz:
ওরে ইখন একটু থাম।
পিরা গেছস ভালো, মিরা যাইসনা।
(অফটপিকঃ সানাউল্লাহ ভাই, ইমি কিন্তু নিয়ম ফলো কিরছি। ইক বাক্যে দুইবারের বেশী বিবহার করিনাই।)
দারুন লেখা হইছে ।অভ্র তে লিখতে এক্তু সমসসা হচ্ছে তাই অনেক কিছু ইচ্ছা থাকা সত্তেও লিখতে পারছি না।কএক দিনের মদ্ধে ভালভাবে শিখে জাব x-( x-( x-( x-( x-( x-(
না হাইসা উপায় আছে । =))
এই পোস্ট এতদিন চোখ এড়ায়ে রইল কেমনে 😕
আহসান ভি লেখা পড়ে হাসতে হাসতে পিরা গেলাম 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়