টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২১]
১. জনৈক অফিসার নতুন বিয়ে করে যেই না এক জুনিয়র অফিসারের সাথে ভাবীকে পরিচয় করিয়ে দিয়েছেন, “ইনি তোমার ভাবী” বলে – সাথে সাথে ঐ জুনিয়র ভাবীকে একটু আড়াল করে কলিগের কানে ফিসফিসিয়ে (ভাবী শোনার জন্য যথেষ্ট জোরে) বলে বসল, “স্যার, আপনার সাথে আগে যেই ভাবীরে দেখছিলাম উনি কই”? তখন কোন রকমে পার পাওয়া গেলেও গভীর রাত্রে স্বামী স্ত্রীর মধ্যে নরক গুলজার হয়ে ওঠে। এটা যে নিছকই ঠাট্টা সেটা প্রমাণ করতে শেষ পর্যন্ত সেই জুনিয়রকে ডেকে পাঠাতে বাধ্য হন সিনিয়র কলিগ।
২. কলেজে থাকাকালীন সিসিবি’র “পিরা” ভাষার মতোন একটা ভাষা চালু ছিল আমাদের ক্লাসে। এর বৈশিষ্ট্য হল বাক্যের সব দন্ত্য-স, তালব্য-শ ও মূর্ধন্য-ষ’কে “ক” উচ্চারণ করা। প্রথম প্রথম একজনকে খেপানোর জন্য এর উৎপত্তি হলেও পরবর্তীতে মুখে মুখে বেশ জনপ্রিয় হয়েছিল। এই ‘ক’ ভাষায় কথা বলার পাশাপাশি আমরা গানও গাইতাম,
“ও আকা – তোমার ভালোবাকা
ভাকিয়ে নিয়ে গেকে আমায়
কোন কীমান্তে, হৃদয়ের প্রান্তে…..”
৩. সমুদ্র তীরে আমার কয়েকজন কলিগ শুধু হেঁটেই বেড়াবেন – পানিতে নামবেন না। জোরাজুরি করলে কেউ গোড়ালী তো কেউ হাঁটু পানি পর্যন্ত নামতে রাজী হলেন মাত্র। পুট করে বলে বসলাম, ” আচ্ছা ঠিক আছে – আমরা আজ যার যেখানে বুদ্ধি ততটুকুই পানিতে নামব”। এই কথায় ভালো ফল দিল। সবাই টপাটপ পানিতে নেমে পড়লেন আর হাঁটু পানিতে থেকেও মাথাসমেত পুরো শরীর ভেজানো নিশ্চিত করলেন 😛 ।
৪. চিরদিন কো এডুকেশনের বাইরে থাকা আমাদের মাঝে হঠাৎ করেই একজন আপুমনি এসে পড়লে তার চোখের ঠমকে ঠামকে একজন একজন করে কাত হয়ে পড়তে থাকলে তার নাম হয়ে গেল: DMC = “দিল মে চাক্কু”! কয়েকদিন পর একই কারণে কাতারে কাতারে কাত হয়ে পড়তে থাকলে আরেকটা নাম আগেরটার সাথে জুড়ে গেল: WMD = “ওয়েপন অফ মাস ডেস্ট্রাকশন”!!
৫. আমাদের এক সিনিয়র কলিগ তার নিজ উদ্ভাবিত অদ্ভুত সব মন্তব্যের জন্য পরিচিত মহলে বেশ নন্দিত। ইউনিটে সৈনিকদের একটা কনফারেন্সে তিনি খানিকটা খেপে যেয়েই বলে বসলেন, “মোতাহার, ইউনুস, বাবর সব ভালো হইয়া যাইও কিন্তু। তোমাদের কার পাদে কি গন্ধ আমার ঠিক ঠিক জানা আছে….”।
৬. এই কলিগই একবার ঢাকা শহরের ব্যাপারে তার দখল বোঝাতে বলেছিলেন, “ঢাকা শহর আমারে চিনান? ঢাকা শহরের কোন চিপায় আমি মুতি নাই”?
৭. ক্যাম্প থেকে মনরোভিয়া আসার সময় আমার এক বন্ধুর দৃষ্টি আটকে যায় রাস্তার এক ন্যাংটা পাগলের বিশাল ঐশ্বর্যের (!) প্রতি। আমার কাছে এসে চোখ গোল গোল করে এই ব্যাপারে ওর বিস্ময় প্রকাশ, “দোস্ত, অত বড় জিনিসটা দিয়ে এরা কি করে 😮 😮 “?
*******
কৃতজ্ঞতা: মুসা (৯২-৯৮), সিলেট ক্যাডেট কলেজ।
মুহাহাহাহাহা
পোলাপাইন আইসা পড়
টুশকি বিশ নাইমা গ্যাছে, যাই পড়ি গিয়া 😀 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
~x( ~x( ~x( ~x( ঠিক অয় নাই কামডা এক্কেলে ঠিক অয় নাই... :(( :(( :((
:grr: :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
1st :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
আপ্নে তো ২য় 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
যাউকগা মাইন্ড খাইলাম না... :-B :-B
সায়েদ ভাই...কিজটিল কিজটিল লিখাদিলেন......পুরাই :tuski: :tuski: :tuski:
:tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
Life is Mad.
পুরাই ঝিকিঝিকি পমপম 😛
হুমমম...
বরাবরের মতই...।
কিন্তু সায়েদ,
ভদ্র পোলা মুসার পার্টটা একটু খোলাসা করতো...।
মুসা গত পরশুদিন আমারে ফোন দিয়া জানাইল যে সে আর একা নাই...। ভাবী সমেত এই মূহুর্তে রংপুরে আছেন তিনি...।
আহসান ভাই,
থ্যাংকস :shy: :shy: ।
ভদ্র পোলা মুসা দেশে গেছে ছুটি কাটাতে। ওখানে যে লেজটাই খসায়ে ফেলবে তা আমরাও বুঝি নাই 😀 । বড়জোড় আংটি বদল হতে পারে বলে জানতাম।
যাই হোক, এখানে ওর রিসেপশনের জন্য আমরা সবাই আটঘাট বেঁধে বসে আছি। চামে একটা মেডিক্যাল চেকাপও হতে পারে 😉 ।
আর সবচেয়ে বড় কথা এখানের একমাত্র পাঁচতারা হোটেলে মুসা ডিনার করাবে বলে এখনই সবাই মিলে ওয়ার্ম আপ শুরু করেছি 😛 😛 ।
Life is Mad.
চামে একটা মেডিক্যাল চেকাপও হতে পারে ।
কিয়ের মেডিকেল চেক আপ?খুইল্লা কন ছাই দেকি!!
আর সবচেয়ে বড় কথা এখানের একমাত্র পাঁচতারা হোটেলে মুসা ডিনার করাবে বলে এখনই সবাই মিলে ওয়ার্ম আপ শুরু করেছি
আমিও পাঁচতারা হোটেলে ডিনার করপো :(( :((
উঁহু......এইডা বড়গো বিষয় :no: 😉 ।
তুমি বরং ডিনারের জন্য ওয়ার্ম আপ শুরু কর 😛 ।
Life is Mad.
:)) :)) :))
ভাইয়া মুসা ভাইকে এখানে নিয়ে আসেন না। আমাদের খুব প্রিয় ভাইয়া ছিলেন উনি কলেজে
যতদূর মনে পড়ে আমি ওকে মেম্বার বানিয়ে দিয়েছি বেশ কয়েকদিন আগেই। এখন ধরে বেন্ধে বসাতে হবে। কিন্তু কেবল বিয়ে করে আসছে......মনটা কোথায় না কোথায় থাকে 😛 😛 😛 😛 ।
Life is Mad.
আমিও দোকা হপো :((
আমরা আহসান ভাই, মাস্ফ্যু ভাই দের
খাপো..................... :(( :(( :(( :((
তাড়াতাড়ি খাপো............ :(( :(( :((
আমিও খাপো 😀 😀 😀 😀 ।
Life is Mad.
আমাকেও কিন্তু মনে রাইখেন 🙂
টুককি ম্যাচিউরড হয়ে গেছে... 😀 😀 😀
প্রত্যেক্টাই অকাধারণ... :gulli:
কায়েদ ভাই, কাবাক!!! :clap: :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এইডা কি হইলো 😮 😮 😮 😮 ?????
😉 😉 থ্যাংকস 😛 😛 ।
Life is Mad.
সেরকম সেরকম :thumbup: :thumbup:
হাসতে হাসতে অবস্থা খারাপ :goragori: :goragori:
দোস্ত সাত নাম্বারে সঙ্গের দোস্তের নির্দোষ প্রশ্নটার জবাবে তুই কি কইছিলি জাতি তা আজ ঝানতে চায় 😉 :gulli2: :gulli2:
টুশকির হাজার পর্ব কামনা করি :salute: :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
আরে ব্যাটা এইডা তো সেই অর্থে প্রশ্ন না।
এইটা হইলো গিয়া বিস্ময় প্রকাশ করার একটা উপায় মাত্র - "জাস্ট বিস্ময়' 😀 😛 😉 ।
Life is Mad.
এইখানে যাস্ট আসলো কই থিকা? x-(
"জাস্ট" আইসা গেল আর কি....... 😀 😛 ।
Life is Mad.
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
দিন দিন টুশকি আর সায়েদ ভাই দুজনেরই গ্ল্যামার বাড়তেছে। 😀
যথারীতি এইবারো পুরা গুল্লি হইছে। :gulli2: একবার পড়েই এখনো হাসতে আছি। :khekz: :khekz: :khekz:
টুশকি আর সায়েদ ভাই দুইজনেই দীর্ঘজীবি হউক।
এক্কেরে সিনেমাটিক কমেন্ট 🙂 🙂 😛 😛 ।
থ্যাংকস ডিয়ার।
Life is Mad.
হুমমম, টুশকি বড় হইছে তো, অ্যাডাল্ট হইছে। ক্যামুন ক্যামুন কথা কয়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:shy: :shy: :shy: :shy: হালকা ব্রেক মারতে হবে মনে হচ্ছে 😀 😀 😛 😛 ।
Life is Mad.
সায়েদ ভাই, হাসতেই আছি... হাসতেই আছি।
পুরাই ব্যাপক। কাবাক টুককি !কাবাক কায়েদ ভাই !
:awesome: :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
তিন নং এর জন্য কায়েদ ভাইরে :salute:
সব কিছু থুইয়া তিন নম্বরে আটকাই গেলা 😉 😉 ?
Life is Mad.
এইটা পইড়া আজকে সারাদিন মনে মনে হাসছি। 😛
আর এইটাই যে সময়ের দিক থেকে সবচেয়ে গরম গরম তা কি আন্দাজ করতে পার 😀 😛 😉 ??
Life is Mad.
সায়েদ ভাই, জটিল, জটিল।
হাসতে হাসতে পিরা গিয়া মিরা যাবার অবস্থা। =)) =))
চলুক, থেমে যেন না যায় টুশকি
থেমে গেলে দু:খ পাব, ছিড়ব মাথার চুল
থাকবে না আর খুশকি।
সেরম....সেরম।
তাইলে তো খুশকি নাশক তেল, সাবান, শ্যাম্পু বাহিনীর শত্রু হয়ে যাব 😛 😛 ।
Life is Mad.
Vai jotil hastei achi ha ha ha
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
সায়েদ, জটিল, জটিল, জটিল সব। হাসতেই আছি। পিরা মিরি নাই। :)) :)) :))
অফটপিক : আমাদের যখন ফাইভ স্টার হোটেলে যাওয়ার ক্ষমতা ও যোগ্যতা হয়নি এক বন্ধু ওই জায়গা ঘুরে এসে বললো, "দোস্ত শেরাটন হোটেলে ...গে এলাম।"
তোমরাও যে কেউ যে কোনোসময় গটগট করে যে কোনো ফাইভ স্টার হোটেলে ঢুকে ওই কাজ সেরে আসতে পারো। হোটেলের কেউ তোমাকে জিজ্ঞেসও করবে না। সারা বিশ্বে সবচেয়ে ভালো 'পাবলিক টয়লেট' ওটাই। একমাত্র 'বুর্জ আল আরবে' ঢুকতে সম্ভবত পয়সা দিতে হয়।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বড় হয়ে আমি বুর্জ আল আরবে’ ......
দূর্দান্ত আইডিয়া 😀 😀 ।
Life is Mad.
:)) :)) :)) =)) =)) =))
@ সানাউল্লাহ ভাই,
থ্যাংকস বস :shy: :shy: ।
Life is Mad.
আপনার টুশকিতে কি কমেন্ট করবো ভাবতে ভাবতে কমেন্টই করা হয় না। সবগুলা টুশকিই একদম সেইরকম জটিল। 🙂
কমেন্টেও ফাকিবাজি করার এইটা একটা সিস্টেম 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
:shy: :shy: :shy: :shy: :shy: :shy: একটু বেশি :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy:
Life is Mad.
কায়েদ, তোর এই টুককি পড়ে আমাদের কবাই "ক ভাকা" রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি প্রতিকেধক পাঠা।
টুককি ভাল হইকে :clap: :clap: :tuski: :tuski: :guitar: :guitar: :awesome: :awesome:
"কিকিবি" "ক" ভাকায় থাকুক না কয়েকদিন আক্রান্ত হয়ে। ভয় নাই, এটা মহামারী বা প্রাণ কংহারী না 😛 😛 😀 😀 ।
থ্যাংকু :shy: :shy: ।
Life is Mad.
সায়েদ ভাই, তাড়াতাড়ি টুশকি না দিলে কইলাম অনশন যামু :((
:khekz: :khekz: :khekz:
:awesome: :awesome: :awesome:
হেহ হেহ হেহ........... :khekz: :khekz:
মাসরুফ করবে অনশন ?????
গেঞ্জির আবার বুকপকেট =)) =)) =))
লুঙ্গির আবার চেইন :khekz: :khekz: :khekz: :khekz:
Life is Mad.
সায়েদ ভাই =)) কি লিখলেন ভাইয়া :khekz: :khekz: =)) :pira:
:(( :(( ইট টু,বৌদি? (কপিরাইট-জুলিয়াস সিজার)
ভাবীপ্পু আপনিও? :(( :((
তোরে তো কিছুই কইলাম না, এইটাতো সায়েদ ভাইয়ের মন্তব্যে, :grr:
তোর নাম লিখিনাই কিন্তুক B-)