টুশকি ১৯

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [২০]

১. উপরের দিকে না বেড়ে গায়ে গতরে ডাইনে বামে একটু আধটু বাড়তেই এক দশাসই চেহারার কলিগ বলে বসলেন, “তুমি দেখি আমার মতোন……”। কথা শেষ করতে না দিয়ে বলে বসলাম, “……আলু হচ্ছি”? শুনে কলিগের আক্কেল গুড়ুম, “তার মানে আমি আলু”?

২. কলেজে লাইব্রেরীর গল্পের বইয়ের পাশাপাশি অনেক ব্যক্তিগত বইও হাতে হাতে ঘোরাঘুরি করত। একদিন শুনি রুমমেটরা “এলো সোনা” নামে কোন একটা বই একজনের পর আরেকজন ধুমসে বুকিং দিচ্ছে। প্রথমে ভাবলাম এটা বুঝি কোন ওয়েস্টার্ণ বই। পরে দেখি এটা আমাদের মাসুদ রানার জম্পেশ বই “হ্যালো সোহানা” 😛 ।

৩. ছুটি নিয়ে আমাদের মধ্যে একটা কৌতুকমতোন চালু আছে।
ব্যাচেলর কেউ ছুটি চাইলে বলা হয়, “তুমি কি বিয়ে করছ? …..তাইলে ছুটি যাবা কেন”?
আর ম্যারিড কেউ ছুটি চাইলে বলা হয়, “তুমি তো বিয়ে করছ। তাইলে ছুটি যাবা কেন”?

৪. রুমমেট বন্ধুবর প্রথমে কয়েক লাইন প্যারোডি গান গাইত:
“সিম গাছেতে বাদুরের বাসা
তিনটে বাদুর ঝুইলতেছে
রাতের বেলায় বৌ আমায় ‘বাবা’ ডেকেছে”।

তারপরেই প্রশ্ন ছুড়ত, বলত কোন অবস্থায় পড়লে বৌ তার জামাইকে “বাপ” ডাকে 😉 ????

৫. আমাদের সিএসএম আতাউর স্টাফ বকা দেবার সময় যে কোন কথা একবার সোজা করে বলার পর আরেকবার উল্টা করে বলতেন। যেমন:
“জুতা পালিশ কর নাই কেন? কেন কর নাই জুতা পালিশ”?
“শটকাট কেন মারলা? বল? কেন মারলা শটকাট”?
“কে? কে? নড়াচড়া করে কে? কে করে নড়াচড়া”?

৬. বান্ধবীদের আড্ডা থেকে একজন বন্ধুর মোটর সাইকেলে খানিকটা ঘুরে আসার জন্য রাজী হলো। আধাঘন্টা ঘুরে আসলে সবাই খেয়াল করল মেয়েটা রেগে অস্থির হয়ে আছে। কারণ জানতে চাইলে গজগজ করতে করতে বলল, “…….ও একটা ফাজিল, আস্ত শয়তান। কিছুক্ষণ পরপর খালি ব্রেক করে, খালি ব্রেক করে। আমি কি বুঝি না কেন ব্রেক করে”?

৭. রগড়ানি বেশি হয়ে গেলে পিটির পর সিএসএম স্টাফকে দাবায়ে গালাগালি করল আমাদের কয়েকজন। যথারীতি এ্যাডজুট্যান্টের রুমে এক এক করে সম্ভাব্য অভিযুক্তদের ডাক পড়ল। এ্যাকটিং এ্যাডজুট্যান্ট নাম বের করার জন্য অভিনব সব পদ্ধতি প্রয়োগ করলেন। তারমধ্যে একটা ছিল রীতিমত বোম বাস্টিং টাইপ। “মে আই কাম ইন” বলা মাত্র এ্যাডজুট্যান্ট চিবিয়ে চিবিয়ে বলে ওঠেন, “…….আমারে ো** শেখাও? আমারে ো** শেখাও? তোমার আগে আসছে তোমার আব্বা। তার আগে আসছে তোমার দাদা। আমি তোমার দাদা। তুমি তোমার দাদারে ো** শেখাও? ঠিক ঠিক বলবা……গালাগালি করছ”? বিস্মিত, চমকিত, বিচলিত, হতভম্ব, উদভ্রান্ত বেচারা হ্যাঁ-বোধক মাথা নাড়তে মুহূর্তকাল দেরী করেনি।

৬,৩৮০ বার দেখা হয়েছে

৭৩ টি মন্তব্য : “টুশকি ১৯”

  1. রেজওয়ান (৯৯-০৫)

    ওয়ে হয়ে ...বম্ব ব্লাস্টিং :gulli2: :gulli2: মাস্টার ব্লাস্টিং...কি লিখলেন কি লিখলেন... :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:

    ব্যাচেলর কেউ ছুটি চাইলে বলা হয়, “তুমি কি বিয়ে করছ? …..তাইলে ছুটি যাবা কেন”?

    :(( :(( :(( :(( :((

    “…….ও একটা ফাজিল, আস্ত শয়তান। কিছুক্ষণ পরপর খালি ব্রেক করে, খালি ব্রেক করে। আমি কি বুঝি না কেন ব্রেক করে”?

    :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সেরকম টুশকি, সেরকম সেরকম :grr: :grr:

    তবে লেখকের কাছে ব্যাখ্যা চাই এইটার,

    তারপরেই প্রশ্ন ছুড়ত, বলত কোন অবস্থায় পড়লে বৌ তার জামাইকে “বাপ” ডাকে 😉

    কোন অবস্থা?? সিসিবিতে অবস্থানরত কচিকাচাদের সুবিধার্থে এইটারে বুঝায়া দে 😉 😉


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. রহমান (৯২-৯৮)
    ব্যাচেলর কেউ ছুটি চাইলে বলা হয়, “তুমি কি বিয়ে করছ? …..তাইলে ছুটি যাবা কেন”?
    আর ম্যারিড কেউ ছুটি চাইলে বলা হয়, “তুমি তো বিয়ে করছ। তাইলে ছুটি যাবা কেন”?

    কৌতুক না, এইটা একদম সত্য ঘটনা। বিয়ের আগে তো নামে মাত্র ছুটি পাইতাম, চুটি চাইলেই বলত "ব্যাচেলর মানুষ ছুটি গিয়ে কি করবে? চাকরী মাত্র শুরু করল, সিনিয়র হোক, বিয়ে সাদি করুক, তখন অনেক ছুটি পাবে"। গত বছর যখন রোজার ঈদ ইউনিটে করার পর কুরবানীর ঈদে ছুটি চাইলাম, তখন অথরিটি বলল " তুমি তো ফ্যামিলি মেম্বার, কোয়ার্টারে থাক, তুমি কেন ছুটি চাচ্ছ? ছুটি তো যাওয়া উচিত শুধু ব্যাচেলরদের, ওরা মা, বাবার কাছে যাবে, ঈদ করবে"
    কেমন লাগে তখন বলেন? আমার ও তো মা, বাবা আছে, তাদের কি ইচ্ছা করে না ছেলে আর ছেলের বউ নিয়ে একসাথে একটা ঈদ করতে

    সায়েদ, এইবার ঝাল আগের চেয়ে বাড়ছে 😉 তয় জিহবা পুড়ে নাই, এই দেখ প্রমান 😛 । মনে হয় ঝালে অভ্যস্ত হইয়া যাইতেছে 😀 । সো চলুক তোর মশলা মাখা চটপটি এন্ড ঝিপ 😉 😉 😉

    জবাব দিন
  4. এই বার ঠিকাছে। এক্কেরে মনের মতোন।

    রাতের বেলায় বৌ আমায় ‘বাবা’ ডেকেছে”

    :gulli2: :goragori: :gulli2: :goragori:
    এই জিনিস আগে দেন নাই কেন?
    কেন দেন নাই আগে? 😉 😉 😉 😉

    জবাব দিন
  5. কিছুক্ষণ পরপর খালি ব্রেক করে, খালি ব্রেক করে

    তাই তো কই আমার আর্মি দোস্তরা টাকা জমায়া আর কিছুর আগে খালি বাইক কিনে কেন!!!!
    আমিও ব্রেক করপো :((

    জবাব দিন
  6. রায়হান আবীর (৯৯-০৫)

    কিছুক্ষণ পরপর খালি ব্রেক করে, খালি ব্রেক করে। আমি কি বুঝি না কেন ব্রেক করে”?

    :gulli2: :gulli2: :gulli2: :khekz: :khekz: :khekz:

    সিসিবিতে নিরলস অবদান এবং আপমর জনসাধারণকে হাসতে হাসতে পিরা এবং মিরা যাওনের সুযোগ প্রদানের জন্য সায়েদ ভাইকে সিসিবি তারা উপহার দেওয়া হলো। 🙂

    জবাব দিন
  7. তাইফুর (৯২-৯৮)
    তুমি তোমার দাদারে ো** শেখাও? ঠিক ঠিক বলবা……গালাগালি করছ?
    বিস্মিত, চমকিত, বিচলিত, হতভম্ব, উদভ্রান্ত বেচারা হ্যাঁ-বোধক মাথা নাড়তে মুহূর্তকাল দেরী করেনি।

    হ্যাঁ-বোধক মাথা নেড়ে 'দোষী' কি স্বীকার করল ?? গালাগালি'র দোষ স্বীকার না দাদা'কে আদা পড়া শেখানোর ক্রেডিট ?? :-B


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  8. মুসতাকীম (২০০২-২০০৮)

    ভাই জটিল হইছে =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  9. নাজমুল হোসাইন
    “জুতা পালিশ কর নাই কেন? কেন কর নাই জুতা পালিশ”?
    “শটকাট কেন মারলা? বল? কেন মারলা শটকাট”?
    “কে? কে? নড়াচড়া করে কে? কে করে নড়াচড়া”?

    স্যার , অনেকদিন পর এই মজার কথাটা মনে করায়া দিলেন । :)) :)) :)) :)) :)) :)) :))

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।