টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [২০]
১. উপরের দিকে না বেড়ে গায়ে গতরে ডাইনে বামে একটু আধটু বাড়তেই এক দশাসই চেহারার কলিগ বলে বসলেন, “তুমি দেখি আমার মতোন……”। কথা শেষ করতে না দিয়ে বলে বসলাম, “……আলু হচ্ছি”? শুনে কলিগের আক্কেল গুড়ুম, “তার মানে আমি আলু”?
২. কলেজে লাইব্রেরীর গল্পের বইয়ের পাশাপাশি অনেক ব্যক্তিগত বইও হাতে হাতে ঘোরাঘুরি করত। একদিন শুনি রুমমেটরা “এলো সোনা” নামে কোন একটা বই একজনের পর আরেকজন ধুমসে বুকিং দিচ্ছে। প্রথমে ভাবলাম এটা বুঝি কোন ওয়েস্টার্ণ বই। পরে দেখি এটা আমাদের মাসুদ রানার জম্পেশ বই “হ্যালো সোহানা” 😛 ।
৩. ছুটি নিয়ে আমাদের মধ্যে একটা কৌতুকমতোন চালু আছে।
ব্যাচেলর কেউ ছুটি চাইলে বলা হয়, “তুমি কি বিয়ে করছ? …..তাইলে ছুটি যাবা কেন”?
আর ম্যারিড কেউ ছুটি চাইলে বলা হয়, “তুমি তো বিয়ে করছ। তাইলে ছুটি যাবা কেন”?
৪. রুমমেট বন্ধুবর প্রথমে কয়েক লাইন প্যারোডি গান গাইত:
“সিম গাছেতে বাদুরের বাসা
তিনটে বাদুর ঝুইলতেছে
রাতের বেলায় বৌ আমায় ‘বাবা’ ডেকেছে”।
তারপরেই প্রশ্ন ছুড়ত, বলত কোন অবস্থায় পড়লে বৌ তার জামাইকে “বাপ” ডাকে 😉 ????
৫. আমাদের সিএসএম আতাউর স্টাফ বকা দেবার সময় যে কোন কথা একবার সোজা করে বলার পর আরেকবার উল্টা করে বলতেন। যেমন:
“জুতা পালিশ কর নাই কেন? কেন কর নাই জুতা পালিশ”?
“শটকাট কেন মারলা? বল? কেন মারলা শটকাট”?
“কে? কে? নড়াচড়া করে কে? কে করে নড়াচড়া”?
৬. বান্ধবীদের আড্ডা থেকে একজন বন্ধুর মোটর সাইকেলে খানিকটা ঘুরে আসার জন্য রাজী হলো। আধাঘন্টা ঘুরে আসলে সবাই খেয়াল করল মেয়েটা রেগে অস্থির হয়ে আছে। কারণ জানতে চাইলে গজগজ করতে করতে বলল, “…….ও একটা ফাজিল, আস্ত শয়তান। কিছুক্ষণ পরপর খালি ব্রেক করে, খালি ব্রেক করে। আমি কি বুঝি না কেন ব্রেক করে”?
৭. রগড়ানি বেশি হয়ে গেলে পিটির পর সিএসএম স্টাফকে দাবায়ে গালাগালি করল আমাদের কয়েকজন। যথারীতি এ্যাডজুট্যান্টের রুমে এক এক করে সম্ভাব্য অভিযুক্তদের ডাক পড়ল। এ্যাকটিং এ্যাডজুট্যান্ট নাম বের করার জন্য অভিনব সব পদ্ধতি প্রয়োগ করলেন। তারমধ্যে একটা ছিল রীতিমত বোম বাস্টিং টাইপ। “মে আই কাম ইন” বলা মাত্র এ্যাডজুট্যান্ট চিবিয়ে চিবিয়ে বলে ওঠেন, “…….আমারে ো** শেখাও? আমারে ো** শেখাও? তোমার আগে আসছে তোমার আব্বা। তার আগে আসছে তোমার দাদা। আমি তোমার দাদা। তুমি তোমার দাদারে ো** শেখাও? ঠিক ঠিক বলবা……গালাগালি করছ”? বিস্মিত, চমকিত, বিচলিত, হতভম্ব, উদভ্রান্ত বেচারা হ্যাঁ-বোধক মাথা নাড়তে মুহূর্তকাল দেরী করেনি।
পোলাপাইন আইসা গ্যাছে টুশকি ১৯
টুশকির টীনএজার পার্ট পার কইরা আডাল্ট হইছেনি :grr: :grr:
যাই আগে গিয়া পড়ি 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
এইটা তো ভালো একটা দিক আবিস্কার হইলো 😀 😀 ।
Life is Mad.
আমিও আমিও... :awesome: :awesome: :awesome: :awesome:
ওয়ে হয়ে ...বম্ব ব্লাস্টিং :gulli2: :gulli2: মাস্টার ব্লাস্টিং...কি লিখলেন কি লিখলেন... :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
:(( :(( :(( :(( :((
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
কেন রেজওয়ান কি খালি ব্রেক মারে নাকি পালসার নিয়ে............ 😮 😮 😮 😮 😮
এতো খুসি যে............।।বুঝতাম পারতাছি না তো............।।ব্যাপার টা কি.....।.........।
যে না...আমি পালসার চালাই না। আমি হইলাম অল নিউ মাসল "HUNK" B-) B-) B-)
আমার কত দিনের শখ, একটা বাইক কিনুম... 🙁
আইজ দুঃখ আরও বাড়ল... :(( :(( :((
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
B-) B-) B-) B-) B-) B-) B-) B-)
মু হু হু হাহ হা হা হা :grr: :grr: :grr: :grr:
তুমি মনে হয় জান কেন.....
Life is Mad.
motor bike par zana chahiye,
bar bar break l;agana chahiye.... 😛 😛
সেরকম টুশকি, সেরকম সেরকম :grr: :grr:
তবে লেখকের কাছে ব্যাখ্যা চাই এইটার,
কোন অবস্থা?? সিসিবিতে অবস্থানরত কচিকাচাদের সুবিধার্থে এইটারে বুঝায়া দে 😉 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
সন্তান হবার পর... O:-)
ধরলাম তাদের ছেলে হয়েছে- যার নাম বল্টু... :dreamy:
তাইলে বৌ তার জামাইকে ডাকবে...'বল্টুর বাপ' বলে... O:-) O:-) O:-) :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হইলে না হইলে না 😛 😀 ।
Life is Mad.
সায়েদ ভাই, নাহোক, তবে আমি যে একজন 'দেব যুবক', আমার চিন্তা-ধারা কত সাদা...তার প্রমান তো হইছে... 😀 O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হুমমমম...............সাদা..........ভাবতেছি........ 😕 😕
Life is Mad.
হ সাদাই তো 😛
অফ টপিক-খালি খ্রাপচিন্তা মাথায় আসে-কি হইল আমার?এইডা কি বয়েসের দুষ?? 🙁
রাতের বেলায় বৌ আমায় ‘বল্টুর বাবা’ তো ডাকে নাই :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
ঠিক ঠিক...........একদম ঠিক।
Life is Mad.
:khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ওইটা তো মরতুজা ভাইয়ের ডিপার্টমেন্ট..... 😛 😛 😛 ।
Life is Mad.
কৌতুক না, এইটা একদম সত্য ঘটনা। বিয়ের আগে তো নামে মাত্র ছুটি পাইতাম, চুটি চাইলেই বলত "ব্যাচেলর মানুষ ছুটি গিয়ে কি করবে? চাকরী মাত্র শুরু করল, সিনিয়র হোক, বিয়ে সাদি করুক, তখন অনেক ছুটি পাবে"। গত বছর যখন রোজার ঈদ ইউনিটে করার পর কুরবানীর ঈদে ছুটি চাইলাম, তখন অথরিটি বলল " তুমি তো ফ্যামিলি মেম্বার, কোয়ার্টারে থাক, তুমি কেন ছুটি চাচ্ছ? ছুটি তো যাওয়া উচিত শুধু ব্যাচেলরদের, ওরা মা, বাবার কাছে যাবে, ঈদ করবে"
কেমন লাগে তখন বলেন? আমার ও তো মা, বাবা আছে, তাদের কি ইচ্ছা করে না ছেলে আর ছেলের বউ নিয়ে একসাথে একটা ঈদ করতে
সায়েদ, এইবার ঝাল আগের চেয়ে বাড়ছে 😉 তয় জিহবা পুড়ে নাই, এই দেখ প্রমান 😛 । মনে হয় ঝালে অভ্যস্ত হইয়া যাইতেছে 😀 । সো চলুক তোর মশলা মাখা চটপটি এন্ড ঝিপ 😉 😉 😉
চলুক তবে চটপটি....... 😛 😛 ।
কিন্তু এর মধ্যে আবার "ঝিপ" কেন 😕 😕 ???
Life is Mad.
ক্যান ভুইলা গেছস নাকি? তুই না সিসিবি তে "ঝিপ ষ্পেশালিষ্ট" পদবী পাইছিস। অবশ্য বিসিসির কোন এক সিনিয়র ভাই যেভাবে জনসম্মুখে তোর চিকি নম্বর জিগাইল তাতে এখন ডাউটে পড়ি গেলাম শব্দটা "ঝিপ" হইব নাকি "চিপ" হইব 😉 । কোনটা বেশি ভাল লাগে শুনতে বলতো :-B
দোস্ত, আমি তো এখন তোর জুনিয়র, আগেই :frontroll: দিয়া লই
খাড়া এই উইকএন্ডটা চিন্তা কইরা লই :dreamy: :dreamy: ।
Life is Mad.
:(( :(( :(( :(( :((
এই বার ঠিকাছে। এক্কেরে মনের মতোন।
:gulli2: :goragori: :gulli2: :goragori:
এই জিনিস আগে দেন নাই কেন?
কেন দেন নাই আগে? 😉 😉 😉 😉
কারণ এতোদিন বউ বাবা বলে ডাকে নাই :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও বৌয়ের মুখে 'ও বাবা গো' শুনপো 😉 😉 😉 😉
এইবার টু দ্যা পয়েন্ট হইছে 😀 😀 😛 😀 😛 ।
Life is Mad.
আমার বউ নাই আমি যাস্ট ফ্রেন্ডের মুখে "ও বাবা গো" শুনপো :((
কি চাইতেছ বুইজা শুইনা চাইতেছ তো 😉 😉 ?????
Life is Mad.
x-( ওই মিয়া আমার কপিরাইট কই?
:khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ওরে বাবা ...... আতাউর স্টাফ আসছে 😮 😮 ।
Life is Mad.
সায়েদ ভাইরে আমি টুশকি-এ-সিসিবি উপাধিতে ভূষিত করলাম।
সবাই বলেন, আমিন।
আমিন আমিন আমিন :boss: :boss: :boss:
:shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy:
Life is Mad.
তাই তো কই আমার আর্মি দোস্তরা টাকা জমায়া আর কিছুর আগে খালি বাইক কিনে কেন!!!!
আমিও ব্রেক করপো :((
জট্টিল আবিস্কার........ 😀 😀 ।
Life is Mad.
সায়েদ ভাই পুরাই ঝিপ :))
ওই...... x-( x-( x-( x-(
Life is Mad.
একই সাথে "চিপ" 😉 😉 (নির্ভরযোগ্য সূত্রে বিসিসির সিনিয়র ভাইয়াদের নিকট হতে প্রাপ্ত মন্তব্যের ভিত্তিতে)
ওই x-( x-( বুঝিস কিন্তু.........খিয়াল কইরা.... 😉 😉 😉 ।
Life is Mad.
পড়তে পড়তে আমি টাশকিত হইলাম! একটার চেয়ে আরেকটা মজার! জোশ!!
সায়েদ ভাই অসাধারণ। টুশকি গ্রেট
থ্যাংকস ব্রাদার :guitar: :guitar: :guitar: ।
Life is Mad.
বহুত মজাক পাইলাম। টুশকি পড়ে টাশকি। :tuski: :tuski: :tuski:
ভাই এত কই পান আপনে? পান কই এত?
:tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
:tuski: :tuski: :tuski: :tuski:
:tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
:tuski: :tuski:
:tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
:hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কোথায় পাই???
আশে পাশেই :)) :)) 😀 ।
Life is Mad.
"হ্যালো সোহানা".......।
ইসসসস... কী দারুণ ছিলো রে।
সত্যিই :dreamy: :dreamy: :dreamy: :dreamy: 😡 😡 ।
Life is Mad.
পিরা গেলাম- একদম পিরা গেলাম-
হামে না উঠাইও... =))
www.tareqnurulhasan.com
হামে না উঠাইয়ো ভাঁইয়ো...........হামে না উঠাইয়ো 😀 😀 😛 😛 ।
Life is Mad.
:khekz: :khekz:
ফাটায় দিছ আবার, ৪ আর ৬ তো পুরা মারদাঙ্গা হইছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
থ্যাংকু ফয়েজ ভাই 😛 😛 :shy: :shy: ।
Life is Mad.
কিছুক্ষণ পরপর খালি ব্রেক করে, খালি ব্রেক করে। আমি কি বুঝি না কেন ব্রেক করে”?
:gulli2: :gulli2: :gulli2: :khekz: :khekz: :khekz:
সিসিবিতে নিরলস অবদান এবং আপমর জনসাধারণকে হাসতে হাসতে পিরা এবং মিরা যাওনের সুযোগ প্রদানের জন্য সায়েদ ভাইকে সিসিবি তারা উপহার দেওয়া হলো। 🙂
সিসিবি তারা ঘোরে ক্যান 😮 😮 😕 😕 ??
Life is Mad.
সিসিবি তারা ঘোরে ক্যান ??
ক্যান ঘোরে সিসিবি তারা ??
সিসিবি তারা ঘোরে ক্যান
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তারা ঘোরে ঝিকিঝিকি পমপম…চান্দে দেয় আলো
নিশি রাইতে তোমায় পেয়ে ......... পরান জুড়ালো। 😛 😛
"তুমি"টা কে হে 😛 😉 ???
Life is Mad.
আমি তো টুশকির কথা বলছি। গতকাল নিশি রাতে পোস্ট দিছিলেন কিনা!! 😉 😉 😉
ওওওওও.......... 😀 😀 আচ্ছা........ 😛 😛
আমি ভাবলাম কি না কি, কে না কে 😉 😉 😉
Life is Mad.
হ্যাঁ-বোধক মাথা নেড়ে 'দোষী' কি স্বীকার করল ?? গালাগালি'র দোষ স্বীকার না দাদা'কে আদা পড়া শেখানোর ক্রেডিট ?? :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz: :khekz: 😛 😛
Life is Mad.
টুশকি- অনেক ভাল হচ্ছে সায়েদ।
চালিয়ে যাও...
সৈয়দ সাফী
থ্যাংকস বস :shy: :shy: ।
অনেক দিন পর....... :salute: :salute: :salute: ।
Life is Mad.
হাসতে হাসতে পিরবো,
পিরতে পিরতে মিরবো,
নাইলে আর হইলো নি,
টুশকি পইড়া এই না করলে চল্লো নি।
সায়েদ ভাই :boss: :boss: :boss: :boss:
:shy: :shy: :shy: :shy: :shy:
Life is Mad.
সায়েদ ভাই,
এইবারের টুশকি পুরা সিরাম হইছে। পুরা সিরাম হইছে এইবারের টুশকি! 😀
পুরা পাঁচ তারা! :clap: :clap:
৩ আর ৬ নং তো পুরা :gulli2: :gulli2: :gulli2:
ভাই জটিল হইছে =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
কঠিন =))
স্যার , অনেকদিন পর এই মজার কথাটা মনে করায়া দিলেন । :)) :)) :)) :)) :)) :)) :))