ডায়লগ De MGCC রিলোডেড

সাবধান…হুশিয়ার…খাবার্দার… (ইয়ে মাশরুফ ভাইয়া, এখানে দ এর পর বা’ নাই কিন্তুক)
ব্লগাধিরাজ,শাহেনশাহ্ সিসিবি তাঁহার সাম্রাজ্যে আগত এক পর্যটকের নামে ভয়াবহ সমন জারি করিয়াছেন… ঐ পর্যটক দিনকতক আগে বাদশাহের সহিত সাক্ষাত্‍ করিয়া তাহার নাজরানা পেশ করিয়া গিয়াছিল।রাজপ্রাসাদের সদস্যগণ মহাউত্‍সাহে সেই নাজরানা গলাধঃকরণ করিলেও বর্তমানে সকলেই (শাহেনশাহ নিজেও) ভয়াবহ বদহজমের সমস্যায় ভুগিতেছেন।রাজ্যশ্রেষ্ঠ হেকিমের দাওয়াই,যদি পর্যটক অবিলম্বে ততোধিক অখাদ্য নাজরানা পেশ করে,তাহা হৈলে সকলেই আরোগ্য লাভ করিতে পারিবেন। আর তাহা হৈলে দয়াবান বাদশাহ পর্যটককে রাজ্যের অর্ধেকের অর্ধেকের অর্ধেকের … …(পাঁচ মিনিট ধরিয়া পড়ার পর )অর্ধেক রাজত্ব দান করিবেন।আর তাহা না হৈলে সম্রাট সিসিবি অপরাধীকে ফ্রন্টরোলাইয়া তাহার রাজপ্রাসাদের সমস্ত ধূলা পরিষ্কার করাইয়া লৈবেন … … সাবধান … হুশিয়ার…

পর্যটকের নাজরানা…

১.হায়ারম্যাথ পরীক্ষায় অল্পের জন্য পাশ করতে না পারা ক্যাডেটের স্যারকে অনুরোধ,
স্যার প্লিজ স্যার,আর ২টা মার্ক স্যার!’
স্যার,(রাগত স্বরে) এই মেয়ে,তুমি কি মনে কর আমাকে,আমি কি ইচ্ছা করে তোমার সর্বনাশ করছি?”

২ . তিনদিনব্যাপী রিইউনিয়ন চলছে…২য়দিন এক্সক্যাডেট আপারা হাউস ঘুরছেন আমাদের দুলাভাই এবং ভাগ্নেভাগ্নীদের নিয়ে।অরপিয়াদের রুমে এসে এক আপা ,
এইটা আমার ইলেভেনের রুম! আমার সময় এইখানে ( দরজার পাশে দেখিয়ে একটা খাট ছিল!”
সাথের ভাইয়াটিঃতুমি নাই, তোমার খাটও নাই”
ব্লকের এইদিকটায় আগে অনেক পেয়ারাগাছ ছিল”
হুমম্ তোমরা ছিলা তো”
আর বিকালে যে কত টিয়া পাখি আসতো”
অরপিয়াঃ আপা এখন আর টিয়াপাখিও আসে না

হুমম তুমি নাই তাই টিয়াপাখিও নাই।”
অভয়বাণীঃ ভাইয়াটা এক্সক্যাডেট না কিন্তুক

৩ . তখন আমরা রিস্কি ক্লাস নাইন ।বাংলা সেকেন্ড পেপার পাক্ষিক পরীক্ষা।আগের পিরিয়ডে এক ক্লাসমেট,ধরা যাক তার নাম বেবী … এই কোটেশনটা লিখলেই মার্কস বলে বোর্ডে লিখলো সেই অমর বাণীঃ
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর,
অর্ধেক তার গড়িয়াছে নারী,অর্ধেক তার নর।
কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হলো।হঠাত্‍ কি মনে করে বোর্ডের দিকে তাকাতেই দেখি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কোন এক উত্তরসূরীর সাহসী সম্পাদনা,
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর,
অর্ধেক তার গড়িয়াছে বেবী,অর্ধেক তার বর।”

রাজত্বচূর্ণাংশ গঠন অথবা অবিরাম ফ্রন্টরোলনের অপেক্ষায়… :frontroll:

৬,৯৯৮ বার দেখা হয়েছে

১০০ টি মন্তব্য : “ডায়লগ De MGCC রিলোডেড”

  1. ইফতেখার (৯৫-০১)

    স্যার,(রাগত স্বরে) এই মেয়ে,তুমি কি মনে কর আমাকে,আমি কি ইচ্ছা করে তোমার সর্বনাশ করছি?” =)) =))

    বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর,
    অর্ধেক তার গড়িয়াছে বেবী,অর্ধেক তার বর।” :gulli2: :gulli2: :gulli2:

    :pira: :pira:

    জবাব দিন
  2. মোকাব্বির (৯৮-০৪)

    =)) =)) =))
    স্যার প্লিজ স্যার,আর ২টা মার্ক স্যার!’
    স্যার,(রাগত স্বরে) এই মেয়ে,তুমি কি মনে কর আমাকে,আমি কি ইচ্ছা করে তোমার সর্বনাশ করছি?”
    =)) =)) =)) =)) =)) =)) =))


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    নাহ... এই মেয়ে দেখি পুরা পাথরায়... দারুন লাগল। তাড়াতাড়ি পববর্তী পর্ব ছাড়ো...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    কলেজের এই সব ছোট ছোট মজার ঘটনাগুলো পড়তে খুব ভাল লাগে... :thumbup:

    তবে একটা ব্যাপার,

    বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর,
    অর্ধেক তার গড়িয়াছে বেবী,অর্ধেক তার বর।”

    দুইজনের উপর অনেক চাপ পড়ে গেল না??? 😮
    বিশ্ব না হয়ে শুধু সংসারে/পরিবারে হলে মনে হয় ওদের জন্য ব্যাপারটা সহনীয় হত... ;;;


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. রকিব (০১-০৭)

    আপু, পুরা পিরা-মিরা গেলাম =)) :khekz:
    বিশেষ করে ১ আর ৩ সিরাম হইছে। :awesome: :awesome:
    পরের পর্ব তাড়াতাড়ি দাও, নাইলে কইলাম আঁধা রাজত্ব পাইবা না। :grr:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  6. মইনুল (১৯৯২-১৯৯৮)
    স্যার,(রাগত স্বরে) এই মেয়ে,তুমি কি মনে কর আমাকে,আমি কি ইচ্ছা করে তোমার সর্বনাশ করছি?”

    বেশ রসিক স্যার মনে হচ্ছে ......
    চমৎকার লাগলো ...... পর্যটক এখনই থেমে গেলে চলবে না ...... পর্যটকের আরোও টক পড়তে চাই ......

    জবাব দিন
  7. আহমদ (৮৮-৯৪)

    এইটা আমার ইলেভেনের রুম! আমার সময় এইখানে ( দরজার পাশে দেখিয়ে একটা খাট ছিল!”
    সাথের ভাইয়াটিঃতুমি নাই, তোমার খাটও নাই”
    ব্লকের এইদিকটায় আগে অনেক পেয়ারাগাছ ছিল”
    হুমম্ তোমরা ছিলা তো”
    আর বিকালে যে কত টিয়া পাখি আসতো”
    অরপিয়াঃ আপা এখন আর টিয়াপাখিও আসে না

    হুমম তুমি নাই তাই টিয়াপাখিও নাই।” =))


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  8. তানভীর (৯৪-০০)

    খুব মজা পেয়েছি জিনাত। :)) :))
    তোমার লেখার ভংগীটা চমৎকার। এটা ধরে রাখার চেষ্টা কইর। :thumbup:

    ছোট্ট টিপসঃ
    - "১.হায়ারম্যাথ....." এভাবে না লিখে "১. হায়ারম্যাথ...." এভাবে লিখ (১. এর পর একটা স্পেস দিও)।
    - প্রত্যেকটা নাজরানা আলাদা আলাদা প্যারাতে দিও, তাহলে পড়তে আরাম লাগে। 🙂

    জবাব দিন
  9. সাজিদ (২০০২-২০০৮)

    =)) =)) হাসতেই আসি :clap: :clap:
    ব্লগে দেখি ০২-০৮ ব্যাচের জোয়ার B-) B-)

    অন প্যারেড
    সদস্যঃ ৭ অতিথিঃ ২৪
    * Parisa Jamal
    * সাব্বির (৯৫-০১)
    * মাহতাব (১৯৯৬-২০০২)
    * আশহাব (২০০২-০৮)
    * সাজিদ (২০০২-২০০৮)
    * অরপিয়া (২০০২-২০০৮)
    * জিনাত (২০০২-২০০৮)

    জবাব দিন
  10. রাফি (২০০২-২০০৮)

    *
    অন প্যারেড
    সদস্যঃ ১২ অতিথিঃ ১৩

    o আশহাব (২০০২-০৮)
    o আহমেদ (১৯৯৪-২০০০)
    o আমিনুল (২০০০-২০০৬)
    o সাব্বির (৯৫-০১)
    o মাহতাব (১৯৯৬-২০০২)
    o জাহিদ (১৯৯৯-০৫)
    o রিফাত (২০০২-২০০৮)
    o রাফি (২০০২-২০০৮)
    o আছিব (২০০০-২০০৬)
    o স্বপ্নচারী (১৯৯২-১৯৯৮)
    o জিনাত (২০০২-২০০৮)
    o সানজানা (২০০২-২০০৮) (সম্পাদিত)


    R@fee

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।