সাবধান…হুশিয়ার…খাবার্দার… (ইয়ে মাশরুফ ভাইয়া, এখানে দ এর পর বা’ নাই কিন্তুক)
ব্লগাধিরাজ,শাহেনশাহ্ সিসিবি তাঁহার সাম্রাজ্যে আগত এক পর্যটকের নামে ভয়াবহ সমন জারি করিয়াছেন… ঐ পর্যটক দিনকতক আগে বাদশাহের সহিত সাক্ষাত্ করিয়া তাহার নাজরানা পেশ করিয়া গিয়াছিল।রাজপ্রাসাদের সদস্যগণ মহাউত্সাহে সেই নাজরানা গলাধঃকরণ করিলেও বর্তমানে সকলেই (শাহেনশাহ নিজেও) ভয়াবহ বদহজমের সমস্যায় ভুগিতেছেন।রাজ্যশ্রেষ্ঠ হেকিমের দাওয়াই,যদি পর্যটক অবিলম্বে ততোধিক অখাদ্য নাজরানা পেশ করে,তাহা হৈলে সকলেই আরোগ্য লাভ করিতে পারিবেন। আর তাহা হৈলে দয়াবান বাদশাহ পর্যটককে রাজ্যের অর্ধেকের অর্ধেকের অর্ধেকের … …(পাঁচ মিনিট ধরিয়া পড়ার পর )অর্ধেক রাজত্ব দান করিবেন।আর তাহা না হৈলে সম্রাট সিসিবি অপরাধীকে ফ্রন্টরোলাইয়া তাহার রাজপ্রাসাদের সমস্ত ধূলা পরিষ্কার করাইয়া লৈবেন … … সাবধান … হুশিয়ার…
পর্যটকের নাজরানা…
১.হায়ারম্যাথ পরীক্ষায় অল্পের জন্য পাশ করতে না পারা ক্যাডেটের স্যারকে অনুরোধ,
স্যার প্লিজ স্যার,আর ২টা মার্ক স্যার!’
স্যার,(রাগত স্বরে) এই মেয়ে,তুমি কি মনে কর আমাকে,আমি কি ইচ্ছা করে তোমার সর্বনাশ করছি?”
২ . তিনদিনব্যাপী রিইউনিয়ন চলছে…২য়দিন এক্সক্যাডেট আপারা হাউস ঘুরছেন আমাদের দুলাভাই এবং ভাগ্নেভাগ্নীদের নিয়ে।অরপিয়াদের রুমে এসে এক আপা ,
এইটা আমার ইলেভেনের রুম! আমার সময় এইখানে ( দরজার পাশে দেখিয়ে একটা খাট ছিল!”
সাথের ভাইয়াটিঃতুমি নাই, তোমার খাটও নাই”
ব্লকের এইদিকটায় আগে অনেক পেয়ারাগাছ ছিল”
হুমম্ তোমরা ছিলা তো”
আর বিকালে যে কত টিয়া পাখি আসতো”
অরপিয়াঃ আপা এখন আর টিয়াপাখিও আসে না
হুমম তুমি নাই তাই টিয়াপাখিও নাই।”
অভয়বাণীঃ ভাইয়াটা এক্সক্যাডেট না কিন্তুক
৩ . তখন আমরা রিস্কি ক্লাস নাইন ।বাংলা সেকেন্ড পেপার পাক্ষিক পরীক্ষা।আগের পিরিয়ডে এক ক্লাসমেট,ধরা যাক তার নাম বেবী … এই কোটেশনটা লিখলেই মার্কস বলে বোর্ডে লিখলো সেই অমর বাণীঃ
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর,
অর্ধেক তার গড়িয়াছে নারী,অর্ধেক তার নর।
কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হলো।হঠাত্ কি মনে করে বোর্ডের দিকে তাকাতেই দেখি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কোন এক উত্তরসূরীর সাহসী সম্পাদনা,
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর,
অর্ধেক তার গড়িয়াছে বেবী,অর্ধেক তার বর।”
রাজত্বচূর্ণাংশ গঠন অথবা অবিরাম ফ্রন্টরোলনের অপেক্ষায়… :frontroll:
😀 😀
R@fee
x-( x-( :gulli2:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
কইছিলাম পারবি না।
কেন খামাখা চেষ্টা করস?
:)) :))
R@fee
মজা লইস না x-( কাইল এক্সাম দেইখা বাইচা গেলি, নাইলে তোর খাওয়া ছিল না 😡 :bash:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
কঠিন
:gulli2: :gulli2:
R@fee
শুধু কঠিন না তরল... বায়বীয়...
স্যার,(রাগত স্বরে) এই মেয়ে,তুমি কি মনে কর আমাকে,আমি কি ইচ্ছা করে তোমার সর্বনাশ করছি?” =)) =))
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর,
অর্ধেক তার গড়িয়াছে বেবী,অর্ধেক তার বর।” :gulli2: :gulli2: :gulli2:
:pira: :pira:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
আরেকটা পোস্ট ডাবল সেঞ্চুরীর অপেক্ষায়......
তুমি দারুন লিখ আপু..... :thumbup:
মনটা ভাল হয়ে গেল......থ্যাংকস... 🙂
সারাদিনে প্রথম হাসলাম :khekz: পুরা :pira:
ধন্যবাদ ভাইয়া (সম্পাদিত)
ডাবল সেঞ্চুরী... ইয়ে মানে সবই আপনাদের দোয়া ভাইয়া
:-B 😮 ওরে.. :awesome: .......ইডা কি দিলা রে.... =)) :pira:
পরে কি .....ডায়লগ De MGCC রিভোলিউশন আসবে??!!!
কম কম লাগে... :ahem:
আরো ডায়লগ শুনতে মন চায় :dreamy:
৩ X ডায়লগ = ১৫ তারা দাগাইতাম......এত্ত তারা নাই দেইখ্যা ৫ টা দাগাইয়াই অফ গেলাম :party: :hug: :thumbup:
মাইয়াডা অতিরিক্ত ড়ক্করে :gulli2:
দেখ মামা........আরেক কমেন্টখেকো ব্লগার :thumbdown:
আমরা ম্যাংগোব্লগারগো কাছে তো এইগুলা মরিচীকা :dreamy:
লাইফটাই ইরাম্রে রেজু !
রায়হান আর রেজোয়ান কি একটু ভাব নিতে চাস নাকি??? চাইলে বল, আমরাও একটু হেল্প করি...।। 😀 😀 😀 😀
আদীব, জোকসটা কী? 😉 😉
:pira: :pira:
R@fee
১ নম্বর টা ৪ তারা।
২ নম্বর টা ৩ তারা।
৩ নম্বর টা ৫ তারা।
মোট ১২ তারা দিলাম 😀
জিনাত আপী , একদম মারডালা টাইপ ডায়লগ এক একটা !!
ইমোর অভাব বোধ করছি ,আমার ইমো ম্যান আশহাব কই?
আরো নিয়মিত ডায়লগ চাই
মজা পেলাম পড়ে।
😀 মজার হইছে। এই মেয়ে বাংলায় কত পাইছো মেট্রিকে? কঠিন সব শব্দ দেখি! 🙂
www.tareqnurulhasan.com
কত পাইছে তা মনে হয় সে নিজেও কইত্তারে না......... :no:
ডিজুস জেনারেশন...... 😐
জিগান কোন গ্রেড পাইস ;;;
একদম আসল জায়গায় হিট বস্ ।এস্এসসিতে এ প্লাস পাইলেও এইচএসসিতে তো বাংলায় এ প্লাস মিস্কর্সিলাম
আমি এইচ এস সি এক্সাম দিয়া বলসি যে আমি বাংলায় এ+ পাইলে খাতা রি এক্সামিন করামু। :)) :))
R@fee
ভাইয়া আমার পোস্টে আপনার কমেন্ট পেয়ে আমি বড়ই খুশি। আপনের লিখা আমি খুব ভালা পাই
=)) =)) =))
স্যার প্লিজ স্যার,আর ২টা মার্ক স্যার!’
স্যার,(রাগত স্বরে) এই মেয়ে,তুমি কি মনে কর আমাকে,আমি কি ইচ্ছা করে তোমার সর্বনাশ করছি?”
=)) =)) =)) =)) =)) =)) =))
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
সরি আপা, একটু বাইরে ছিলাম 😀
জেরিন আপার ইমো : :khekz: :khekz: :goragori:
:thumbup: :hug:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
শুধু বেবীকে নিয়েই একটা ব্লগ লিখা যাবে.........
:boss: :thumbup:
বেবী আর হি হি হি আমাদের শ্রেয়া ঘোশাল কে নিয়ে ;)) ;)) 😀 😀
চ্রম চ্রম লিখসশ রে :khekz: :khekz:
কত বেবী কাহিনি মনে পরে গেলো :dreamy: :dreamy:
জলদি লিখে ফেলো .....
আমিও অপেক্ষায় রইলাম
বেবীকে নিয়ে ব্লগ লেখার জন্য পারিসাকে লাগবে
আরে আমাদের baby কে নিয়ে আমি মনে হয় অনেক বই লিখতে পারব 😀 পরিক্ষা গেলেয় লিখে ফেল্ব 🙂
তাড়াতাড়ি আম্রা অধির আগ্রহে অপেকখায় রইলাম ;;) ;;) :-B
দোস্ত তর জন্যই তো বেবীরে নিয়া আর কিছু লিখিনাই, ব্লগে স্বাগতম
ক্যান ভাই কলেজপ্রিফেক্টের দুই কান্ধের ছয় তারা, আর তিন হাউসপ্রিফেক্টের মোট বার তারা নিয়াই তো অনেক তারা হয়
:grr: :grr: কিরে ভাই......তরে কিচ্ছু শিখাবার্পার্লাম্না রে......কার কমেণ্টানোর জবাব কই দিলি!!!! =))
এটাও একখান বোজো হইয়া গেল মনে হয় :grr: :grr:
একবার না পারিলে দেখ শতবার
হ বেবীরে নিয়া একটা ব্লগ লিখার ইচ্ছা জাগে
:khekz: :khekz: :khekz:
সারাদিন মনটা নানা কারণে অনেক খারাপ আর বিক্ষিপ্ত ছিল। তোমার লেখাটা পড়ে দিনে প্রথমবারের মতো মন থেকে হাসলাম। 😀
পাঁচতারা দিলাম... অসাধারণ! :clap:
নাহ... এই মেয়ে দেখি পুরা পাথরায়... দারুন লাগল। তাড়াতাড়ি পববর্তী পর্ব ছাড়ো...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
রিলোডেড ভার্সন এত ছোট কেন?
অফটপিক...তোমার কি JCC এর কারো সাথে কিছু চলতেছে নাকি...প্রফাইলে এত বড় একটা গাছের ছবি...
:)) :)) =)) =)) :khekz: :khekz:
:just: :pira:
:)) :)) :))
😐 :-B 🙂 😛 😀 :khekz: :goragori: =)) :party: :guitar:
:)) :)) :)) =)) =))
অফটপিক…তোমার কি JCC এর কারো সাথে কিছু চলতেছে নাকি…প্রফাইলে এত বড় একটা গাছের ছবি…
:goragori: :goragori: :khekz: :khekz: :pira:
=)) =)) =)) =)) =))
ভাইয়া তো আমার ব্লগ পইড়া হাসতাছেন ,তাই না ?
খাইছে রে...একমাত্র ক্যাডেটরাই মনে হয় দুনিয়ার সবকিছু নিয়া ডাউট দিতে পারে।কুথাও কিছু চলতাছেনা ভাইয়া
বৃক্ষ হঠাও :grr: :grr: :grr:
শাহেদ ভাইয়ের ডায়লগটাও চ্রম :thumbup:
@রেজুদা- ভুয়া ভুয়া :thumbdown:
@ জিনাত- প্রোফাইল ফটুক্টা সোন্দর্য হয়েছে। :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব্যা.........সবার কোপানলে পড়িস না আবার :grr: :grr:
ইয়ে মানে......মাস্ফ্যু ভাই রে মিস্কর্তাছি 🙁
জিনাতের
শুনে রকিব মনে হয় একটু আশার আলো দেখছে...এইজন্য মনে হয় ভাব মারতেছে... :party: :gulti:
=)) =))
x-( 😡 😡 সাবধান :frontroll: :frontroll: :frontroll:
😡 😡 😡 😡
=)) =)) :grr: :grr:
😮 😮 😐 😮 😮 😡
খাইছে রে…একমাত্র ক্যাডেটরাই মনে হয় দুনিয়ার সবকিছু নিয়া ডাউট দিতে পারে। কুনু আশার আলো খুঁজতেছি না। :no: (ক.রা.- জিনাত)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বোইন্ডি, ভালা এক্কান পিরামর্শ দিই এইবেলা-
পছন্দ করলে বৃক্ষ দেইখাই পছন্দ কইরো B-)
=)) =)) =)) :pira: :pira:
স্যারও তো দেখি বিটলা কম না.......
নাহ লেখা আসলেই চরম হইছে। :thumbup:
কলেজের এই সব ছোট ছোট মজার ঘটনাগুলো পড়তে খুব ভাল লাগে... :thumbup:
তবে একটা ব্যাপার,
দুইজনের উপর অনেক চাপ পড়ে গেল না??? 😮
বিশ্ব না হয়ে শুধু সংসারে/পরিবারে হলে মনে হয় ওদের জন্য ব্যাপারটা সহনীয় হত... ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:)) :)) :))
😛 😛
আপু, পুরা পিরা-মিরা গেলাম =)) :khekz:
বিশেষ করে ১ আর ৩ সিরাম হইছে। :awesome: :awesome:
পরের পর্ব তাড়াতাড়ি দাও, নাইলে কইলাম আঁধা রাজত্ব পাইবা না। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
পড়ছি।
ভাল্লাগছে।
ভাল্লাগছে।
পড়ছি।
ভালো লাগছে
আবার পড়ছিও 😛
পরের পর্ব তাড়াতাড়ি দিয়া দাও 🙂
বেশ রসিক স্যার মনে হচ্ছে ......
চমৎকার লাগলো ...... পর্যটক এখনই থেমে গেলে চলবে না ...... পর্যটকের আরোও টক পড়তে চাই ......
অনেক ধন্যবাদ
:boss: :thumbup: :pira: মজা পাইলাম.....
এইটা আমার ইলেভেনের রুম! আমার সময় এইখানে ( দরজার পাশে দেখিয়ে একটা খাট ছিল!”
সাথের ভাইয়াটিঃতুমি নাই, তোমার খাটও নাই”
ব্লকের এইদিকটায় আগে অনেক পেয়ারাগাছ ছিল”
হুমম্ তোমরা ছিলা তো”
আর বিকালে যে কত টিয়া পাখি আসতো”
অরপিয়াঃ আপা এখন আর টিয়াপাখিও আসে না
হুমম তুমি নাই তাই টিয়াপাখিও নাই।” =))
চ্যারিটি বিগিনস এট হোম
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর,
অর্ধেক তার গড়িয়াছে বেবী,অর্ধেক তার বর।
=)) =)) :clap: :clap:
চ্যারিটি বিগিনস এট হোম
খুব মজা পেয়েছি জিনাত। :)) :))
তোমার লেখার ভংগীটা চমৎকার। এটা ধরে রাখার চেষ্টা কইর। :thumbup:
ছোট্ট টিপসঃ
- "১.হায়ারম্যাথ....." এভাবে না লিখে "১. হায়ারম্যাথ...." এভাবে লিখ (১. এর পর একটা স্পেস দিও)।
- প্রত্যেকটা নাজরানা আলাদা আলাদা প্যারাতে দিও, তাহলে পড়তে আরাম লাগে। 🙂
ধন্যবাদ ভাইয়া
সেইরম হইছে :khekz: :khekz: :khekz: :khekz:
হা হা পি গে :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
=)) =)) =)) =))
চ্রম হইসে।মাগার সব কয়টা আগের থেকে জানি তো তাই পিরা যাইতে পারলাম না :)) :))
হ তরে পিরা যাইতে কেউ কয়নাই
সৌন্দর্য হয়েছে লেখাটা :dreamy: :hatsoff:
অনেক অনেক ধন্যবাদ আপি।
এইভাবে লিখতে হয় জবাব...... :-B :-B
R@fee
অনেক অনেক ধন্যিপাতা
খ্যাক খ্যাক খ্যাক
লা হাওলা ...... :gulti:
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া , এরপর থেকে সচেতন থাকবো
=)) =)) হাসতেই আসি :clap: :clap:
ব্লগে দেখি ০২-০৮ ব্যাচের জোয়ার B-) B-)
অন প্যারেড
সদস্যঃ ৭ অতিথিঃ ২৪
* Parisa Jamal
* সাব্বির (৯৫-০১)
* মাহতাব (১৯৯৬-২০০২)
* আশহাব (২০০২-০৮)
* সাজিদ (২০০২-২০০৮)
* অরপিয়া (২০০২-২০০৮)
* জিনাত (২০০২-২০০৮)
:tuski: :tuski: :awesome: :awesome:
এইটা কোন সময়??????আমি নাই কেন????আমি না থাকাটা তো মোটামুটি ইম্পসিবল। 😮 😮 😮
R@fee
*
অন প্যারেড
সদস্যঃ ১২ অতিথিঃ ১৩
o আশহাব (২০০২-০৮)
o আহমেদ (১৯৯৪-২০০০)
o আমিনুল (২০০০-২০০৬)
o সাব্বির (৯৫-০১)
o মাহতাব (১৯৯৬-২০০২)
o জাহিদ (১৯৯৯-০৫)
o রিফাত (২০০২-২০০৮)
o রাফি (২০০২-২০০৮)
o আছিব (২০০০-২০০৬)
o স্বপ্নচারী (১৯৯২-১৯৯৮)
o জিনাত (২০০২-২০০৮)
o সানজানা (২০০২-২০০৮) (সম্পাদিত)
R@fee
ধুর উপরেরটা সহ কপি হয়ে গেসে... :bash: :bash:
R@fee
আমার লাপটপ টা বস এ নিয়া JSC করতে গেসে :bash: .....এইজন্যে পাস ওয়ার্ড ও মনে নাই , অন পেরেদ থাকতে পারতেসি না :(( :((
=)) :goragori:
বহুত মজা পাইছি
৯৯ !!!
এবং ১০০ B-)