সো ফ্রেন্ডস, কালকে যেমনটি বলেছিলাম, আমার মাথার উপর পাহাড়সম কাজ উঠে বসে আছে। সেই ব্যাটা আজকেও বসে আছে আগের মত পা ঝুলিয়ে। আর আজকেও তাকে ঘাড় ধরে কিছুক্ষণের জন্য নামিয়ে রাখলাম। তবে আজকে আর ব্লগ লিখার বেদনা না, রেকর্ডানোর বেদনা উঠেছে। ভুলেভালে তিনটি গান হারমোনিকা বাজিয়ে রেকর্ড করে ফেললাম। ১০০তম পোস্ট হোক ভুলেভালে ভরা গান ডেডিকেট করে। To err is Human. মানুষ মাত্রই মরণশীল।
Ode to Joy :
Hey Jude
এপিটাফ – অর্থহীন
সাথে পুরনো একটা ফ্রী।
(ব্যাট উঁচানোর ইমো। ব্যাকগ্রাউন্ডে তুমুল হাততালি)
পরথম 😀 😀 😀 😀
জীবনে প্রথম এই পরথম হওয়া 😛
শুনছি এখন। শেষেরটি থেকে শুরু করলাম। আহা! কবে পাবো তোমার নিমন্ত্রণ....
সেঞ্চুরিয়ান জিহাদ! ;)) ;))
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
পুরাদস্তুর বাঙ্গাল
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ, ভাই।
সাতেও নাই, পাঁচেও নাই
মানিক সেঞ্চুরি রে একটা অশ্লীল বিষয় বানাইয়া দিছে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:thumbup:
তোমার বাড়িঘর একটু ইনভেইড করে এলাম, জিহাদ। আট বছরে তুমি একশো ব্লগ লিখেছো। অর্থাৎ বছরে ১২.৫ টি ব্লগ। প্রতি মাসে গড়ে একখানা ব্লগ লেখার জন্য চারটে ফ্রন্টরোল লাগাও দেখি :frontroll:
জো হুকুম :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
সাতেও নাই, পাঁচেও নাই
হেই জুড আমারে যে যেভাবে শুনতে দেয় আমার সেভাবেই ভাল লাগে। মধু ছিল জিহাদ। হাতটা পুরোপুরো পাকায় ফালাও। এরপরে সারিন্দা নিয়া বসবো তোমার সাথে! 😛
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
হেহে। সময় লাগবে ভাই। তবে কোন একদিন হবে এনশাল্লাহ 😀
সাতেও নাই, পাঁচেও নাই
হতে হবেই! অধ্যাবসায় সব সম্ভব। - অনন্ত জলিল।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
অভিনন্দন, জিহাদ! :clap:
তুই তো দিনে দিনে মাল্বাদক হয়ে যাচ্ছিস... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কিন্তু লোকজন তো আপনারে মাল বেশি বলে 😀
সাতেও নাই, পাঁচেও নাই
"জ" আদ্যাক্ষরের সাথে মালামালের :just: কোনও আন্তসম্পর্ক আছে কি? ;;;
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
:hatsoff: :hatsoff: :hatsoff:
এইটা ইংরেজীতেই দিলাম ...
Some legends are told
Some turn to dust or to gold
But you will remember me
Remember me for centuries
And just one mistake
Is all it will take
We'll go down in history
Remember me for centuries
https://www.youtube.com/watch?v=dZEnQogAd8U
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
ধন্যবাদ না নিয়ে ইংরেজি থেংকু নেন, অরুপ দা! 😀
সাতেও নাই, পাঁচেও নাই
😀
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
সেঞ্চুরি করার জন্য অভিনন্দন।
জীম করতে করতে শুনলাম।
ভাল বাজিয়েছো।
শুভেচ্ছা.....
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আপাতত ভার্চুয়ালি খাড়ায়া সম্মান জানাইলাম, শুইনা লিটারেলি খাড়ায়া সম্মান জানামুনে :hatsoff:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
জিহাদ,
খুবই ভালো লাগলো। দিনে দিনে বাজনা আরো ভালো হচ্ছে।
রেওয়াজ চলতে থাকুক।
এবারে ক্যারাওকির সাথে প্র্যাকটিস করা শুরু কর। 🙂
নূপুরদা, মিউজিক থিওরি নিয়ে বিগিনারদের জন্যে কিছু ব্লগ লিখেন সময় পাইলে। বাংলাতে তেমন কিছুই নাই বলতে গেলে।
সাতেও নাই, পাঁচেও নাই
সেঞ্চুরির জন্য অভিনন্দন জিহাদ। বাজনা ভাল্লাগছে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাল্লাগছে ভাই। স্পেশালি বিটলস এর গান কাভার করেছেন দেখে আপনাকে একটা জেনারেল সালাম, সশস্ত্র সালাম ::salute:: ::salute::
'শততম' এর মাইলফলক স্পর্শ করার জন্য অভিনন্দন!
সঙ্গীতের মূর্ছনায় আবেগের বিমুক্তি, ভালো লেগেছে।
অসাধারণ স্কট