সবই ভালো, সবাই ভালো

এই দেশেতে সবাই ভালো, সবই ভালো
ফরমায়েশী কবি ভালো
সূর্য কিবা রবি ভালো
রাতের বেলা চাঁদের বুকে
সাঈদী সাবের ছবি ভালো।

হাবুল ভালো, আবুল ভালো
ইসলামাবাদ, কাবুল ভালো
টিএসসিতে নারীর গায়ে
হাতবুলানো বাবুল ভালো।

মজহার ভালো, মাজার ভালো
ফেয়ার শেয়ার বাজার ভালো
শিবির ভালো, জামাত ভালো
বিম্পি,লীগ আর বামাত ভালো

ভালো সকল বেবসায়ী আর
রাজনীতিবিদ, মিনিস্টার
সবকিছু ভাই খারাপ শুধু
ব্লগার নামক জিনিসটার।

লিখছে ব্লগার কীবোর্ড চেপে
সঙ্গে হাজার মাউস ক্লিক
কী ভয়ানক! সাংঘাতিক!

যুক্তি নামক অস্ত্রে তাহার
মগজখানা সজ্জিত
কত্ত বড় নাফরমানী!
এই জাতি আজ লজ্জিত!

এই দেশেতে সবই ভালো, সবাই ভালো
ব্লগার নামের বিপজ্জনক
জন্তুটিকে জবাই ভালো।

১০ টি মন্তব্য : “সবই ভালো, সবাই ভালো”

  1. পারভেজ (৭৮-৮৪)

    যুক্তিতে, প্রমানে এঁটে উঠতে না পেরে তিন-চারশো বছর আগে চার্চ যা করেছিলো ব্রুনো আর গ্যালিলিওর সাথে, আমাদের এখানে এখন তাই হচ্ছে।
    ভাবা যায়?
    কথায় না পেরে, "সাইলেন্স দেম" স্ট্র্যাটেজি।
    ব্লগারদের অপরাধ যদি হয়, ব্লগ লিখায় পাঠকদেরও তো অপরাধ স্বেচ্ছায় খুজে খুজে সেসব ব্লগ পড়ায়।
    কোন ব্লগার কি কাউকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে জোর করিয়ে পড়িয়েছে তার ব্লগটি?
    স্বেচ্ছায় খুজে স্বেচ্ছায় পড়ে যদি কারো বিশ্বাসে আঘাত লাগে, সে অপরাধ লিখার? নাকি বিশ্বাসে দুর্বলতার?
    এত দুর্বল যার বিশ্বাসের শক্তি, সে ব্লগ পড়তে যায় কোন সাহসে। বালিতে মুখ গুজে রাখলেই হয়।
    উদর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানো কবে যে বন্ধ হবে?

    আজ সাড়ে তিনশো বছর পর চার্চ ব্রুনো আর গ্যালিলিওর কাছে ক্ষমা চাইছে। পূর্ব পুরুষদের নির্বুদ্ধিতার জন্য লজ্জিত হচ্ছে।
    আমি নিশ্চিত, এইসব কুপমুন্ডুকেরা তাঁদের উত্তর পুরুষদের জন্যেও অনেক অনেক লজ্জিত হবার উপকরন রেখে যাচ্ছে।
    কি হতভাগা ভবিষ্যতের ঐসব শিশুরা।
    জন্মের আগেই পুর্বপুরুষরা তাঁদের জন্য এত্তো এত্তো লজ্জা রেখে যাচ্ছে ইনহেরিট করার জন্য।
    একগাদা লজ্জা নিয়ে ভূমিষ্ট হবে তারা।
    হাঁয়!!!


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  2. লুৎফুল (৭৮-৮৪)

    সেই চৌদ্দই ডিসেম্বরের ভুতের ছায়া দেখি সমস্ত রাজপথ প্রান্তর জুড়ে বেড়ে উঠছে জীবনের চেয়েও সুবৃহত বিশালতায় ! যেনো অনায়াসে গ্রাস করে নেবে আমাদের বোধ ও বিশ্বাসের পিঠে বোনা উপলব্ধি অনুভূতি।
    ধর্ম সৃষ্টির আদি থেকেই ব্যবহার হয়ে আসছে শাসকের হাতিয়ার হিসেবে ... আজ যেনো তা আরো ক'কাঠি সরেস ... শাসকের গায়ে হাতির পা পড়ার মতোন আজ তার মনস্টার অস্তিত্ব...

    জবাব দিন
  3. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    জিহাদের এই লেখাটিতে অনেক রেসপন্স আশা করেছিলাম। আলোচনা সমালোচনা, বিক্ষুব্ধ ভাবনা অথবা আমাদের মনের হতচেতন কথাগুলো বলা যেতে পারতো নিজেদের পরিসরে!

    গোষ্ঠিবদ্ধ নিরবতা কি আমাদের নিজ নিজ মাথাটিকে রক্ষা করবার নিমেষে?

    জবাব দিন
  4. মাহবুব (৭৮-৮৪)

    মজার ব্যাপার- যে ভাল ভাল আইটেম গুলির উল্লেখ আছে, সেগুলোর আবার প্রচুর "ব্লগ" ও "ব্লগার" ও আছে।
    আর "ব্লগার" কথাটারই বা মানে কি? এরা কি লেখক/কবি ইত্যাদি নন?

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।